মে ০৩, ২০২৩ ১৫:২৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ৩ এপ্রিল বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • খুনি-স্বাধীনতাবিরোধীরা যেন কখনই ক্ষমতায় ফিরতে না পারে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • দেশ একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে পতিত হচ্ছে: মির্জা ফখরুল -যুগান্তর
  • সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে এক ধাপ পেছাল বাংলাদেশ-প্রথম আলো
  • সেপ্টেম্বরের মধ্যেই ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার হবে: আইনমন্ত্রী-মানবজমিন
  • নাশকতার পাঁচ মামলায় জামিন পেলেন মাওলানা মামুনুল হক-বাংলাদেশ প্রতিদিন
  • নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : জাপান-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • এনসিপির প্রধান সুপ্রিয়া, মহারাষ্ট্রের দায়িত্বে অজিত! শরদের সঙ্গে বৈঠকের পর দাবি ভুজবলের -আনন্দবাজার পত্রিকা
  • ‘চব্বিশে পরিবর্তন আসবেই’, লোকসভার আগে বিরোধী জোটে শান মমতার-সংবাদ প্রতিদিন
  • ফাঁসি নয়, বিকল্প পথে মৃত্যদণ্ডের কথা ভাবছে কেন্দ্র-গণশক্তি

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে এক ধাপ পেছাল বাংলাদেশ-প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, ২০২২ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬২তম। স্কোর ছিল ৩৬ দশমিক ৬৩। ২০২১ সালের তুলনায় ২০২২ সালের সূচকে বাংলাদেশের ১০ ধাপ অবনমন হয়েছিল।বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, তার ভিত্তিতে করে আরএসএফ এই সূচক প্রকাশ করে আসছে।

প্রথম আলোর অপর একটি খবরে লেখা হয়েছে, বাংলাদেশে সাংবাদিকসহ সরকারি নীতি ও কাজের সমালোচনাকারীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের বিষয়টি উদ্বেগজনক। বাংলাদেশের কর্তৃপক্ষের সাংবাদিক-সমালোচকদের দমন-পীড়ন বন্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আজ বুধবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে বিশ্বের ছয়টি স্বাধীন সংগঠন।

সংগঠনগুলোর মধ্যে রয়েছে—অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ), কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), রিপোর্টার্স উইদাউট বর্ডারস, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন।

বিবৃতিটি এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা। এ নির্বাচনের আগে মতপ্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে সীমিত করার বিষয়টি মুক্ত রাজনৈতিক বিতর্কের পরিবেশকে দুর্বল করছে।

বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের প্রথম তিন মাসে বাংলাদেশে ৫৬ জন সাংবাদিক সরকার ও তার সমর্থকদের লক্ষ্যবস্তু হয়েছেন বলে জানা যায়। বাংলাদেশের সাংবাদিকেরা কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন গ্রেপ্তারের ঝুঁকিতে রয়েছেন। তাঁরা হয়রানি, নজরদারি ও সরকার-সমর্থকদের দ্বারা শারীরিক হামলার শিকার হচ্ছেন।

বিবৃতিতে সংগঠনগুলো বলেছে, বাংলাদেশে সরকারিনীতি, দুর্নীতির অভিযোগ, অবৈধ ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনের ক্রমাগত ব্যবহারে তারা উদ্বিগ্ন। ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের তথ্যানুসারে, ২০১৮ সালে কার্যকর হওয়ার পর থেকে ২০২৩ সালের মে মাসের প্রথম দিন পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে কমপক্ষে ৩৩৯টি মামলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বার্তাকক্ষগুলো আরও সেলফ-সেন্সরশিপের দিকে যাচ্ছে। সরকারি কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের ওয়েবসাইট থেকে প্রতিবেদন সরাতে বলছে।

আর মানবজমিনের খবরে লেখা হয়েছে, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা আছে। তাই এ আইন বাতিল করা হবে না। তবে এই আইনের যেন অপব্যবহার না হয়, সেদিকে আমরা সতর্ক আছি। আর আগামী সেপ্টেম্বরের মধ্যে আইনের কিছু অংশ সংস্কার হবে।

খুনি-স্বাধীনতাবিরোধীরা যেন কখনই ক্ষমতায় ফিরতে না পারে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, খুনি, স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও অগ্নিসংযোগকারীরা যাতে আর কখনই ক্ষমতায় ফিরতে না পারে তা নিশ্চিত করুন।স্থানীয় সময় মঙ্গলবার (২ মে) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অদূরে ভার্জিনিয়ার রিজ কার্লটন হোটেলের হলরুমে প্রবাসীদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এ আহ্বান জানান।

এদিকে প্রথম আলোর এক খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রিৎজ কার্লটন হোটেলের বাইরে তাঁর বিরুদ্ধে বিক্ষোভরত একদল বিএনপি-জামায়াত সমর্থককে আলোচনার আহ্বান জানালে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।

রাজনীতির খবরে যুগান্তর লিখেছে, দেশ একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে পতিত হচ্ছে: মির্জা ফখরুল

বিস্তারিত খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ-অনির্বাচিত দখলদার সরকারের অধীনে বাংলাদেশ এখন প্রায় ধ্বংস রাষ্ট্রের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে পতিত হচ্ছে। আজকে তাদের (সরকারের) দুর্নীতির কারণে অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সরকারের ব্যর্থতায় আজকে জনগণের জীবন দুঃসহ হয়ে পড়েছে।মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, শান্তিশৃঙ্খলার যে পরিস্থিতি; এখানে লুটপাট এবং একই সঙ্গে ব্যাংকগুলোকে পুরোপুরিভাবে খালি করে দেওয়া, দেশের অর্থ বিদেশে পাচার করে দিয়ে অর্থব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।স্বাস্থ্য খাত, শিক্ষা খাত— সব কিছুতেই একটি নৈরাজ্য পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে আমাদের ন্যূনতম যে অধিকার, ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার, আমাদের স্বাধীন মতপ্রকাশের যে অধিকার তা কেড়ে নেওয়া হয়েছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

‘চব্বিশে পরিবর্তন আসবেই’, লোকসভার আগে বিরোধী জোটে শান মমতার-সংবাদ প্রতিদিন

তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে ফের জনসংযোগে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিরোধীদেরও জোট বাঁধার ডাক দিলেন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গেই মমতার বার্তা, চব্বিশের লোকসভা ভোটে বিরোধীরা একজোট হলে পরিবর্তন আসবেই।

২০২১ সালে এই দিনেই তৃতীয়বারের জন্য বাংলার শাসনক্ষমতায় আসে তৃণমূল সরকার।রাজ্যে উন্নয়নের খতিয়ান দিয়েও তাঁর আক্ষেপ, ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। বঞ্চনা করা হচ্ছে রাজ্যকে।

এদিকে ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব নিয়ে আক্রমণ শানিয়ে মমতার বক্তব্য, “নির্বাচনের সময় এক কথা, আর নির্বাচন শেষ হয়ে গেলে হাওয়া হয়ে যান।” তাঁর স্পষ্ট বার্তা, ”আমি বিরোধীদের সকলকে বলছি, আসুন, একজোট হোন আর বিজেপিকে হারান।” সরকার প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে চব্বিশের ভোটকে পাখির চোখ করেই লড়াইয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

‘বিমানে আচমকাই স্তন খামচে ধরেছিলেন’, ট্রাম্পের বিরুদ্ধে সরব বৃদ্ধা-সংবাদ প্রতিদিন

অস্বস্তি বেড়েই চলেছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। লেখিকা ই জিন ক্যারোলের ধর্ষণ ও মানহানির মামলায় অভিযুক্ত তিনি। সেই মামলার শুনানির সময় ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন আরেক মহিলা। আদালতে তিনি দাবি করলেন, গত শতকের সাতের দশকের শেষে তাঁকে যৌন নির্যাতন করেছিলেন ট্রাম্প।

৮১ বছরের জেসিকা লিডস আদালতে জানিয়েছেন, ট্রাম্প বিমানের বিজনেস ক্লাসে তাঁর স্কার্টের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন। তাঁর অভিযোগ, তাঁদের মধ্যে কোনও বাক্য বিনিময় হয়নি। ট্রাম্প তাঁর কাছে এসে তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন, তাঁর স্তন খামচে ধরেছিলেন। জেসিকার কথায়, ”পুরো বিষয়টাই ছিল বিনা মেঘে বজ্রপাত।”

উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনের আগে প্রথম ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন জেসিকা। হিলারি ক্লিন্টনের সঙ্গে প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন ট্রাম্প। এরপরই মুখ খোলেন ওই বৃদ্ধা। এবার ফের সেই বিষয়ে অভিযোগ জানাতে আদালতের দ্বারস্থ হলেন তিনি।

ফাঁসি নয়, বিকল্প পথে মৃত্যদণ্ডের কথা ভাবছে কেন্দ্র-গণশক্তি

ফাঁসির বদলে অন্য পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় কিনা তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা বিবেচনা করছে কেন্দ্র। ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই অবস্থানের কথা জানিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থবাহী মামলায় মৃত্যুদণ্ড কার্যকরে ফাঁসির পদ্ধতি বিলোপ করে বিকল্প পদ্ধতিতে তা কার্যকরে ব্যবস্থা গ্রহণে কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়। ফাঁসিতে মৃত্যুদণ্ড যন্ত্রণাদায়ক হওয়ায় বিকল্প পথে যন্ত্রণাহীন মৃত্যু পদ্ধতি গ্রহণের আবেদন জানানো হয়। এনিয়ে কেন্দ্রের অবস্থান জানানোর  নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এদিন কেন্দ্র এতে তার অবস্থান উল্লেখ করতে গিয়ে জানিয়ে দিয়েছে ফাঁসির বদলে বিকল্প কোন পথে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা বিবেচনা করছে কেন্দ্র।

এনসিপির প্রধান সুপ্রিয়া, মহারাষ্ট্রের দায়িত্বে অজিত! শরদের সঙ্গে বৈঠকের পর দাবি ভুজবলের-আনন্দবাজার পত্রিকা

বিস্তারিত খবরে লেখা হয়েছে, মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ছগন ভুজবল বুধবার শরদের সঙ্গে দেখা করতে যান তাঁর বাড়িতে। আর সেখান থেকে বেরিয়ে দলীয় নেতৃত্বে ‘সম্ভাব্য পরিবর্তনের’ কথা জানিয়েছেন তিনি।মঙ্গলবার দুপুরে তিনি দলের নেতৃত্ব ছাড়া কথা ঘোষণা করেছিলেন। তার পর থেকেই এনসিপি প্রধান শরদ পওয়ারের মুম্বইয়ের বাড়ি ‘সিলভার ওক’-এর সামনে অনুগামীদের ভিড় জমতে শুরু করেছে। আনাগোনা শুরু হয়েছে দলের বিভিন্ন স্তরের নেতাদের। মঙ্গলবার শরদের ভাইপো অজিত জানিয়েছিলেন, দলীয় নেতাদের আবেদন শুনে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দু’-তিন দিন সময় চেয়েছেন শরদ। কিন্তু এনসিপির অন্দরে ‘আশঙ্কা’ তাতে কমছে না।এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা প্রবীণ এনসিপি নেতা ছগন ভুজবল বুধবার শরদের সঙ্গে দেখা করতে যান তাঁর বাড়িতে। আর সেখান থেকে বেরিয়ে দলীয় নেতৃত্বে ‘সম্ভাব্য পরিবর্তনের’ কথা জানিয়েছেন তিনি। ছগনের দাবি, শরদ-কন্যা সুপ্রিয়া সুলে দলের পরবর্তী সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পেতে পারেন। আর অজিত পেতে পারেন মহারাষ্ট্রের দায়িত্ব।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩

ট্যাগ