মে ২২, ২০২৩ ১৪:৫৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ২২ মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • নির্বাচন ছাড়াই বর্তমান সংসদের মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর প্রস্তাব ঢাবি শিক্ষকের-মানবজমিন
  • আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর-প্রথম আলো
  • ৯৮ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন-ইত্তেফাক
  • গায়ক নোবেলকে জিজ্ঞাসাবাদে মিলেছে অনেকের তথ্য, ধরতে নামছে ডিবি-যুগান্তর
  • পারিবারিক সহিংসতায় এক মাসে ৬৫ খুন-কালের কণ্ঠ
  • বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা গ্রেফতার-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:

  • ফেসবুক পোস্টে ‘খয়রাতি’ নিয়ে কটাক্ষ সিদ্দারামাইয়াকে, কর্ণাটকে সাসপেন্ড স্কুল শিক্ষক-‘সংবাদ প্রতিদিন
  • এগারায় প্রতিবাদ নিয়ে গৃহযুদ্ধ বিজেপিতে -আনন্দবাজার পত্রিকা
  • পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলাব ডিভিসন বেঞ্চে ধাক্কা রাজ্যের -গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর-প্রথম আলোর অনলাইন সংস্করণের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কোনো ধারণা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে তিনি আশা করেন, আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে। তারা এসব (নিষেধাজ্ঞা আরোপ) করবে না। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন এসব কথা বলেন।নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞা হবে কি না, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। ওরা (আমেরিকা) আমাদের বলেকয়ে কিছু করে না...। তবে এটি নির্ভর করে স্ব স্ব সরকারের ওপর। এটি যদি হয়, তবে বিষয়টি হবে দুঃখজনক। আমেরিকা হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। আমরা আশা করি, আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে। তারা এসব করবে না। আর কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, আশা করি যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবে না।

৯৮ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন-দৈনিক ইত্ফোকে পরিবেশিত এ খবরে লেখা হয়েছে, ৯৮ বারের মতো পেছালো সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ২২ জুন প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।সোমবার (২২ মে) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি।২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।

মানবজমিনের খবরে লেখা হয়েছে, নির্বাচন ছাড়াই বর্তমান জাতীয় সংসদের মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে নেয়ার প্রস্তাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন। প্রাকৃতিক দুর্যোগ কিংবা করোনার কারণ দেখিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মেয়াদ বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেন এই ঢাবি শিক্ষক। আজ ২২শে মে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক সমিতি আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই প্রস্তাব দেন তিনি।

নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ বিক্ষোভে সংঘাত,সহিংসতার আশঙ্কা-মানবজমিনের এ শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে থাকা মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। গতকাল বিকালে নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। এতে স্পষ্ট করে বলা হয়েছে নাগরিকদের জন্য জারি ওই সতর্কবার্তা ঢাকা এবং বাংলাদেশের অন্য শহরগুলোর জন্যও প্রযোজ্য হবে। ‘ডেমোনেস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে প্রচারিত ওই  সকর্তবার্তায় বলা হয়- বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে বা তার মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচন-সম্পর্কিত কার্যক্রম এরইমধ্যে শুরু হয়ে গেছে। সাধারণ নির্বাচনের সময়ক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে পারে এবং এগুলোর গতি তীব্রতর হতে পারে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের আগাম সতর্কতা অনুশীলন করা উচিত।

এদিকে রাজনীতির খবরে দৈনিক যুগান্তর লিখেছে, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার রাতে শাহজানপুরের বাসা থেকে তুলে নেওয়ার পর সোমবার তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

গায়ক নোবেলকে জিজ্ঞাসাবাদে মিলেছে অনেকের তথ্য, ধরতে নামছে ডিবি-যুগান্তর

প্রতারণার মামলায় গ্রেফতার গায়ক মাইনুল আহসান নোবেলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে যারা মাদক সরবরাহ করত- এমন অনেকের সম্পর্কে তথ্য পাওয়ার কথা জানিয়েছে ডিবি।

নোবেলকে জিজ্ঞাসাবাদের পর রোববার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশিদ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, গায়ক নোবেল যাদের যাদের কাছ থেকে মাদক পেতেন, তাদের ধরতে অভিযানে নামছি আমরা।এদের মধ্যে অনেক শিল্পীও রয়েছেন। তবে তাদের নাম প্রকাশ করেননি তিনি।

হারুন বলেন, নোবেল মাতাল হয়ে নানা কাণ্ড ঘটানোর জন্য এখন অনুতপ্ত।তিনি বলেন, সঙ্গদোষে মাদকাসক্ত হয়েছেন নোবেল। তবে এখন তা ছেড়ে দিতে চান।কার কার মাধ্যমে মাদকাসক্ত হয়েছেন, এটাও তিনি বলেছেন। এই মাদকাসক্ত হওয়ার কারণেই তিনি কোনো প্রোগ্রাম রাখতে পারেন না। আর প্রোগ্রামে গেলে মাতাল হয়ে যান। এটা তিনি স্বীকার করেছেন।

পারিবারিক সহিংসতায় এক মাসে ৬৫ খুন-কালের কণ্ঠ

দেশে গত এক মাসে পারিবারিক সহিংসতার ঘটনায় অন্তত ৬৫ জন খুন হয়েছে। গণমাধ্যমে ১৫ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত প্রকাশিত খবর ও পুলিশ সূত্রে এই তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করে খুনের পেছনে সাতটি কারণ পাওয়া গেছে। এই কারণগুলো হচ্ছে যৌতুকের দাবি, মাদক কেনাবেচা, পরিবারে আধিপত্য বিস্তার, সম্পত্তির লোভ, বিবাহবহির্ভূত সম্পর্ক, সহিংস আচরণ এবং পরিবারের সদস্যদের মধ্যে আয়বৈষম্য।

অপরাধ ও সমাজ বিশ্লেষকরা বলছেন, সব কিছুর মূলে রয়েছে সম্পর্কের বন্ধনের শিথিলতা ও নৈতিক অধঃপতন। এ কারণে আপনজনরা একে অন্যকে খুন করতে দ্বিধা করছে না। পারিবারিক সহিংসতা নিয়ন্ত্রণে এই সম্পর্কের বন্ধন যেমন জোরদার করতে হবে, তেমনি অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগও জরুরি।

 এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

এগারায় প্রতিবাদ নিয়ে গৃহযুদ্ধ বিজেপিতে-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে,  এগরা কার? দিলীপ বনাম শুভেন্দু দ্বন্দ্বে বাজিকাণ্ডের প্রতিবাদ নিয়েও পদ্মশিবিরে বিবাদের ফুলকি ওড়া শুরু হয়েছে।

আবার দিলীপ বনাম শুভেন্দু লড়াই। উপলক্ষ এগরায় বাজি কারখানায় বিস্ফোরণকাণ্ড। দলের রাজ্য নেতারা যা নিয়ে মুখে একপ্রকার কুলুপই এঁটেছেন। কিন্তু বিবদমান দুই নেতার অনুগামীরা চুপ থাকতে চাইছেন না। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, অভিষেক নিয়ে প্রশ্ন শুনে বিরক্তি প্রকাশ করলেন পার্থ চট্টোপাধ্যায়! পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে কি এড়াতে চাইলেন প্রসঙ্গই? তিনি জানতে চাইলেন-যাঁরা ইতিমধ্যেই জেলে বন্দি তাঁদের ভবিষ্যৎ কী?

সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, কর্ণাটকে ভোটের আগে দলের ইস্তেহারে একাধিক ‘খয়রাতি’ প্রকল্প ঘোষণা করেছিল কংগ্রেস। সেই প্রসঙ্গ তুলে সদ্য গঠিত কংগ্রেস সরকার এবং মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সমালোচনা করে সাসপেন্ড হলেন সে রাজ্যের এক স্কুল শিক্ষক। চিত্রদূর্গের একটি সরকারি স্কুলের ওই শিক্ষক একটি ফেসবুক পোস্ট করেছিলেন। এরপরেই কড়া ব্যবস্থা নেওয়া হয় তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষকে সাসপেনশনের চিঠি ধরানো হয়েছে। এই ঘটনায় আসরে নেমেছে বিজেপি। কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২

ট্যাগ