জুন ১২, ২০২৩ ১৬:৩২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১২ জুন সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • জামায়াত ‘সুযোগ’ নিল, নাকি সরকারের ‘কৌশল’ -প্রথম আলো
  • আইনমন্ত্রী বলেছেন, রায় না হওয়া পর্যন্ত জামায়াতকে দোষী করতে পারব না-মানবজমিন
  • বেসিক ব্যাংক দুর্নীতি: বাচ্চুসহ ১৪৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের -কালের কণ্ঠ
  • জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ায় আওয়ামী লীগের নীতির পরিবর্তন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী -ইত্তেফাক
  • এনআইডির দায়িত্ব পাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন -যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • মতুয়াদের বিবাদে উত্তপ্ত ঠাকুরনগর, মন্দিরে ঢুকতে পারলেন না অভিষেক -‘সংবাদ প্রতিদিন
  • পঞ্চায়েত ভোট হোক ১৪ জুলাই, প্রস্তাব আদালতের-আনন্দবাজার পত্রিকা
  • প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক পঞ্চায়েত ভোট, প্রস্তাব হাই কোর্টের -গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষ। প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকের খবরে নির্বাচন সম্পর্কে লেখা হয়েছে, ‘আগে নৌকায় ভোটটা দেন, পরে আপনের ইচ্ছা’-এটি প্রথম আলোর একটি খবরের শিরোনাম। অন্য একটি খবরে লেখা হয়েছে, বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে ইসি। হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী হামলায় আহত হয়েছে, কর্মীরা  বিক্ষোভ করেছে। আর নির্বাচন নিয়ে যুগান্তরের খবরে লেখা হয়েছে, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কোথাও বিশৃঙ্খলা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। আর ইত্তেফাক লিখেছে, হাতপাখার প্রার্থীর ওপর হামলার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। 

এদিকে, জামায়াত ‘সুযোগ’ নিল, নাকি সরকারের ‘কৌশল’এ শিরোনামের খবরে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পর বাংলাদেশের রাজনীতিতে তৈরি হওয়া ভিন্ন এক পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়েছে জামায়াতে ইসলামী। এ পরিস্থিতির কারণেও সরকার দলটিকে প্রকাশ্যে সমাবেশের অনুমতি দিয়েছে। তবে পরিস্থিতির সুযোগ নেওয়ার পাশাপাশি দলটির সঙ্গে সরকারের কোনো বোঝাপড়া হয়েছে কি না—এ প্রশ্নও সামনে এসেছে। অন্যদিকে, বিরোধী দল বিএনপিও সন্দেহ করছে, সরকারের সঙ্গে একধরনের বোঝাপড়ার ভিত্তিতে হয়তো জামায়াত নতুন করে মাঠে নেমেছে। ইত্তেফাকের খবরে লেখা হয়েছে,  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১০ বছর পর জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ায় আওয়ামী লীগের নীতির পরিবর্তন হয়নি। গতকাল রবিবার রাজারবাগে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এনআইডির দায়িত্ব পাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন-যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নির্বাচন ভন্ডুল করতে বিএনপি আবার জামাতকে দিয়ে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যের বার্তা দিচ্ছে। ২০০৬ সাল থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ ছিল নির্বাচন কমিশনের অধীনে। তবে এই আইনের ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ করবে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

‘বাংলা জ্বলছে, জ্বালাচ্ছেন দিদি, দুর্নীতি-হিংসাই ওখানকার নিউ নর্মাল’, তোপ অনুরাগ ঠাকুরের-সংবাদ প্রতিদিন

পঞ্চায়েত ভোটের আগে ফের বাংলাকে নিশানা করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। হিমাচলের এক জনসভা থেকে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। তাঁর খোঁচা, “বাংলা জ্বলছে। দুর্নীতি, হিংসা ওখানকার নিউ নর্মাল।” রাজ্যের পুরনো গৌরব গাঁথা-নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গও টেনে এনেছেন বিজেপি (BJP) নেতা।

রাজ্য়ে পঞ্চায়েত ভোটের আবহ। মনোনয়ন পর্বের শুরু থেকেই জেলায়-জেলায় অশান্তি শুরু হয়েছে। ইতিমধ্যে দুজনের প্রাণ গিয়েছে। চলছে গুলি-বোমাও। এর মধ্যেই রাজ্য়ের অশান্তি নিয়ে সরব হলেন অনুরাগ ঠাকুর। তাঁর কথায়, “মমতা দিদির বাংলা জ্বলছে। সঙ্গে জ্বলছে বাংলার অস্মিতা, বাংলার নাম, বাংলার মান, বাংলার ঐতিহ্য। আর বাংলাকে জ্বালানোর এই কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের কর্মী।”

মতুয়াদের বিবাদে উত্তপ্ত ঠাকুরনগর, মন্দিরে ঢুকতে পারলেন না অভিষেক-সংবাদ প্রতিদিন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, নবজোয়ার কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে পৌঁছানোর আগেই মতুয়াদের অন্তর্দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। মূল মন্দিরে ঢুকতে পারলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাইরে থেকে পুজো দিয়েই সাংবাদিকদের মুখোমুখি হলেন অভিষেক। শান্তনু ঠাকুরকে বিঁধে বিজেপিকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন তিনি।

এদিন সকাল থেকেই অভিষেকের কর্মসূচি সফল করতে না দেওয়ার লক্ষ্যে বিক্ষোভ দেখায় বিজেপি। আসরে নামেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে সরব হন শান্তনুপন্থী মতুয়ারা। অভিষেক মন্দিরে ঢুকলে তা গোবরজল দিয়ে শুদ্ধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিজেপি সাংসদ।

পঞ্চায়েত ভোট হোক ১৪ জুলাই, প্রস্তাব আদালতের-আনন্দবাজার পত্রিকা

পঞ্চায়েত ভোট নিয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। মামলা ২টি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির নানা অংশকে চ্যালেঞ্জ জানানো হয়েছে মামলায়। ভোটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অবস্থান জানাবে রাজ্য। কেন্দ্রীয় বাহিনী না কি, রাজ্য পুলিশ দিয়েই ভোট হবে এ বিষয়ে নিজেদের মত দিতে পারবে কমিশনও। সব মিলিয়ে সোমবারই হাই কোর্টে স্পষ্ট হতে পারে পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ। তবে, প্রয়োজনে মনোনয়নের সময় সীমা বাড়াতে হবে। ৮ জুলাইয়ের বদলে ১৪ জুলাই করা যেতে পারে পঞ্চায়েত নির্বাচন। সোমবার পঞ্চায়েত মামলার শুনানি চলাকালিন এই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২

ট্যাগ