জুলাই ২৩, ২০২৩ ১৭:৪৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২৩ জুলাই রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • হিরো আলমের আবেদন, ঢাকা–১৭ আসনে আবার নির্বাচন চান-প্রথম আলো
  • সরকারের ইচ্ছার বাইরে নির্বাচনের ফলাফল হচ্ছে না: জিএম কাদের-মানবজমিন
  • মির্জা ফখরুল ইসলাম প্যাথলজিক্যাল লায়ার: ওবায়দুল কাদের -ইত্তেফাক
  • ‘জাল ভোটের ফুটেজ আছে, আরাফাত যেন শপথ নিতে না পারেন’-যুগান্তর
  • আইএমএফের হিসাবে রিজার্ভ প্রায় সাড়ে ২৩ বিলিয়ন ডলার-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • মোদীকে কাঠগড়ায় তুলে মিছিলে মিছিলে প্রতিবাদ-গণশক্তি
  • সোমবার কলকাতা হাই কোর্টে ‘পঞ্চায়েত নির্বাচন’! এক বেলায় ৭৩টি ভোট মামলার শুনানি আদালতে-আনন্দবাজার পত্রিকারাজ্যে
  • মমতার সঙ্গে জোট হবে না, কর্মীদের বোঝাতে নতুন কর্মসূচি সিপিএমের-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ থেকে ঘোষণা- বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব। কী বলবেন এই শিরোনাম সম্পর্কে?

২. সুইডেন এবং ডেনমার্কে একের পর এক পবিত্র কুরআনের অবমাননা করা হচ্ছে। কিন্তু সরকাগুলো কোনো প্রতিকার বা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না। কীভাবে দেখছেন বিষয়টিকে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

অশীতিপর মাকে বাসে তুলে দিয়ে ছেলে বলেছেন, ‘তুমি আর বাড়িতে আসার চেষ্টা করবে না’-প্রথম আলো

দিন দশেক হলো দিনাজপুরের হিলি স্থলবন্দরের সিপি সড়ক এলাকার একটি বাড়ির বারান্দায় আশ্রয় নিয়েছেন শাকিলা বেগম নামের এক নারী। বয়সের ভারে নুয়ে পড়া শরীর দেখে ধারণা করা যায় তাঁর বয়স ৮০ পেরিয়েছে। ঠিকানা না-জানা এই বৃদ্ধা বলছেন, তিনি ঢাকায় ছেলের বাসায় থাকতেন। কয়েক দিন আগে তাঁকে বাসে তুলে দিয়ে ছেলে বলেছেন, ‘তুমি আর কখনো বাড়িতে আসার চেষ্টা করবে না।’

শাকিলা বেগমকে উদ্ধার করে গতকাল শনিবার রাতে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, তাঁর পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

হিলি সিপি সড়ক এলাকার বাসিন্দা রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৪ জুলাই রাত আনুমানিক ১০টা থেকে ওই বৃদ্ধা তাঁর বাড়ির বারান্দায় আশ্রয় নিয়েছেন। তাঁর নাম-ঠিকানা জিজ্ঞাসা করেছেন। তিনি ঢাকা শহরে থাকতেন। নিজের ও ছেলের নাম ছাড়া আর কিছু বলতে পারেননি। তাঁর কথার মধ্যে অনেকটা উর্দুভাষী টান রয়েছে। তিনি মাঝেমধ্যে পাশের দোকান থেকে পুরি ও রুটি সংগ্রহ করে খাচ্ছেন। অন্যের দেওয়া টাকা বা খাবার নিচ্ছেন না। বাড়িতে ফিরে যাওয়ার কথা বললে তিনি বলছেন, বাড়িতে গেলে ছেলে ও ছেলের বউ আবারও বাড়ি থেকে বের করে দেবে।

রবিউল ইসলাম আরও বলেন, ওই বৃদ্ধা গত ৯ দিন ধরে খোলা জায়গায় থেকে ও পরিবারকে হারিয়ে অনেকটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। পরে বিষয়টি হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসিকে জানানো হয়। তাঁদের পরামর্শে গতকাল রাত সাড়ে ৯টার দিকে তিনি তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করেছেন। পরিবারকে না পাওয়া পর্যন্ত তিনি সেখানে অন্তত স্বাস্থ্যসেবা ও খাবার পাবেন, এই ভেবে এটি করেছেন। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর কেবিনে চিকিৎসাধীন শাকিলা খাতুন।

মির্জা ফখরুল ইসলাম প্যাথলজিক্যাল লায়ার: ওবায়দুল কাদের-ইত্তেফাক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 'প্যাথলজিক্যাল লায়ার' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম সজ্জন ব্যক্তি, কিন্তু তিনি কথা-বার্তায় বড় বেশামাল। এত মিথ্যা তিনি বলতে পারেন! এত বিষ তার মুখে ভাবতেই অবাক লাগে! দেখলে সাচ্চা ভদ্র লোক মনে হয়। আসলে মির্জা ফখরুল প্যাথলজিক্যাল লায়ার। ওবায়দুল কাদের বলেন, নোয়াখালীতে এসে ফখরুল নিজে যে ভাষায় কথা বলেছেন, তা নিন্দনীয়। ফখরুল সাহেব গালিগালাজ করেছে। নোয়াখালীর মানুষ দিনের বেলায় আলো দেখে। তারা সত্য-মিথ্যা জানে। আপনারা দিনের আলোয় অন্ধকার দেখেন।

‘জাল ভোটের ফুটেজ আছে, আরাফাত যেন শপথ নিতে না পারেন’-যুগান্তর

ঢাকা-১৭ আসনে নির্বাচনের ফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। রোববার দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আবেদন জমা দেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর। 

আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের হিরো আলম বলেন, ১৭ তারিখে যে নির্বাচন হয়েছে, সেটি সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি এবং সেদিন তারা জাল ভোট দিয়েছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে। ১২-১৩ বছরকার ছেলেমেয়ে ভোট দিয়েছে। একটা মেয়ে ১০-১৫টা করে ভোট দিয়েছে এবং তাদের জোর করে                                                                                                                                    

ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে। সেই ভিডিও ফুটেজসহ আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপিলের জন্য দিয়েছি। আমরা এই ফল বাতিল চাই এবং পুনরায় নির্বাচন করার জন্য এখানে আজ আমরা এসেছি।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, পঞ্চায়েত ভোট সংক্রান্ত বিষয়ে মামলার পাহাড় নিয়ে একাধিক বার অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট। কিন্তু দিন দিন পঞ্চায়েত সংক্রান্ত মামলার সংখ্যা মোটেও কমেনি, উল্টে বেড়েই চলেছে। হাই কোর্টের সোমবারের শুনানির তালিকা রয়েছে কমপক্ষে ৭৩টি পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলা। এর মধ্যে অনেক জনস্বার্থ মামলাও রয়েছে। তালিকার বাইরেও কয়েকটি মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনজীবীদের একাংশের ধারণা, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা থেকে এত দিন পর্যন্ত মামলার সংখ্যা অনায়াসে শতাধিক পার করে দিয়েছে। তবে এক দিনে পঞ্চায়েতের ৭৩টি মামলা শুনানির তালিকায় রয়েছে এর আগে দেখা যায়নি।

রাজ্যে মমতার সঙ্গে জোট হবে না, কর্মীদের বোঝাতে নতুন কর্মসূচি সিপিএমের-সংবাদ প্রতিদিন পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলায় তৃণমূলের বিরোধিতা চলবে। কিন্তু জাতীয় রাজনীতিতে বিজেপিকে হারাতে ‘INDIA’ জোটে তৃণমূলের থাকাতে আপত্তি দেখছে না সিপিএম। দলীয় নেতৃত্বের এই দ্বিমুখী নীতিতে বিভ্রান্ত সিপিএমের (CPIM) নিচুতলার কর্মীরা। যার আঁচ প্রতিনিয়ত দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কর্মীরা ক্ষুব্ধ, নীচুতলার নেতারাও বিভ্রান্ত। নীচুতলার সেই ক্ষোভ এবং বিভ্রান্তি মেটাতে এবার আসরে নামছে সিপিএম। সিপিএম সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের পর্যালোচনা করতে যখন জেলায় জেলায় দলীয় সদস্যদের নিয়ে সাধারণ সভা হবে, সেখানে মূল আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে ‘ইন্ডিয়া’। কোন ভাবনা থেকে সর্বভারতীয় স্তরে বৈঠকে যেতে হচ্ছে। তৃণমূলের সঙ্গে মঞ্চ ভাগই বা কেন করতে হচ্ছে তা বোঝানো হবে তা দলের কর্মী-সমর্থকদের। দেশকে বাঁচাতে হলে বিজেপিকে (BJP) হঠাতে হবে। ফলে জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটি ধর্মনিরপেক্ষ, বিকল্প বোঝাপড়া জরুরি। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, রাজ্য-রাজ্যপালের কথোপকথনেই কাটল জট। আগামী ২৪ জুলাই থেকে শুরু বাদল অধিবেশন। বিধানসভায় মণিপুর ইস্যুতে নিন্দা প্রস্তাব আনবে তৃণমূল।

মোদীকে কাঠগড়ায় তুলে মিছিলে মিছিলে প্রতিবাদ-গণশক্তি

এত নগ্নতা ঢাকব কিসে’।  শনিবার এই স্লোগান তুলেই মণিপুরের বর্বরতার প্রতিবাদ জানালো কলকাতা। ছাত্র-যুব-মহিলাদের মিছিল ধর্মতলা থেকে পথ হাঁটল মৌলালী পর্যন্ত। এদিন দেশের বিভিন্ন প্রান্তেই হয়েছে প্রতিবাদ মিছিল। দাবি উঠেছে, পদত্যাগ করতে হবে মণিপুরে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বীরেন সিং-কে। মণিপুরে বর্বোরোচিত অত্যাচারের প্রতিবাদে বারুইপুরে মহিলাদের বিক্ষোভ। মণিপুরে আদিবাসী মহিলাদের উপর পাশবিক বর্বোরোচিত অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ ও প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হলো বারুইপুরে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৩

ট্যাগ