বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
হিউম্যান রাইটস ওয়াচ-বাংলাদেশে রাজনৈতিক বিক্ষোভে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ হচ্ছে
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩ আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- আমেরিকা ও আওয়ামী লীগের একই চাওয়া, অবাধ-সুষ্ঠু নির্বাচন: ওবায়দুল কাদের-প্রথম আলো
- বাংলাদেশ এখন অনেক উন্নত দেশ থেকেও এগিয়ে : প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
- কোনো বিশেষ দলকে নয়, গণতন্ত্রকে সমর্থন করে যুক্তরাষ্ট্র: পিটার হাস-যুগান্তর
- সরকার বিরোধী দলকে দমনে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে : মির্জা ফখরুল-দৈনিক নয়াদিগন্ত
- হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন- বাংলাদেশে রাজনৈতিক বিক্ষোভে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ হচ্ছে-দৈনিক ইত্তেফাক
কোলকাতার শিরোনাম:
- ‘বিরোধীদের প্ররোচনায় পা দেবেন না, বিতর্ক থেকে দূরে থাকুন’, এনডিএ সাংসদদের বললেন মোদী-আনন্দবাজার পত্রিকা
- সুবিচারের স্বার্থে’ জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষা চলবে, মুসলিম পক্ষের আবেদন খারিজ হাই কোর্টে-সংবাদ প্রতিদিন
- প্রমাণের আগেই দোষী সাব্যস্ত করা হচ্ছে, নুসরত প্রসঙ্গে বক্তব্য মমতার-দৈনিক আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
১, আমেরিকা ও আওয়ামী লীগের একই চাওয়া, অবাধ-সুষ্ঠু নির্বাচন: ওবায়দুল কাদের। এটি দৈনিক প্রথম আলোর শিরোনাম। কী বলবেন কাদেরের এ বক্তব্য সম্পর্কে?
২. পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী; দু দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশাবাদ। আপনি কীভাবে দেখছেন বিষয়টিকে?
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
আমেরিকা ও আওয়ামী লীগের একই চাওয়া, অবাধ-সুষ্ঠু নির্বাচন: ওবায়দুল কাদের-প্রথম আলো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকা ও তাঁর দলের চাওয়া একই—অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, সংসদ ও নির্বাচন কমিশনের বিলুপ্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও আওয়ামী লীগের একই সুর। দুই পক্ষই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। এটা জনগণের কাছে আওয়ামী লীগের অঙ্গীকার। গণতন্ত্র আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের সোনালি ফসল। গণতন্ত্রকে নিরাপদে রাখা তাঁদের পবিত্র দায়িত্ব। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিরোধী দলের সঙ্গে সংলাপের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, সংসদ ও নির্বাচন কমিশনের বিলুপ্তির বিষয়ে কোনো কথা বলেননি।
সাম্প্রতিক সময়ে নির্বাচন নিয়ে বিদেশি কূটনৈতিকদের বক্তব্যে আওয়ামী লীগ কোনো চাপ অনুভব করছে কি না—এমন প্রশ্ন করা হয় ওবায়দুল কাদেরের কাছে। জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কেন চাপ অনুভব করবে? সুষ্ঠু নির্বাচন আয়োজন আমাদের অঙ্গীকার। যদি বলেন, বিবেকের চাপ অনুভব করছি।’
বাংলাদেশ এখন অনেক উন্নত দেশ থেকেও এগিয়ে : প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
স্মার্ট বাংলাদেশ গঠনে দক্ষ জনশক্তি তৈরি করতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন অনেক উন্নত দেশ থেকেও এগিয়ে। সরকার দেশকে আরও এগিয়ে নিয়ে কাজ করছে।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’র প্রথম সভায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশকে ডিজিটাল হিসেবে গড়ে তোলে। অথচ এ নিয়ে একসময় আমাদের ব্যঙ্গ করা হতো। সে সময় যারা ডিজিটাল বাংলাদেশ নিয়ে ব্যঙ্গ করেছিল এখন তারাই নানান অপপ্রচারে এর বেশি ব্যবহার করছে।
কোনো বিশেষ দলকে নয়, গণতন্ত্রকে সমর্থন করে যুক্তরাষ্ট্র: পিটার হাস-যুগান্তর
বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, কোনো বিশেষ দলকে নয়, গণতন্ত্রকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। এদিন বেলা সোয়া ১১টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় দলটির কয়েকজন নেতার সঙ্গে বৈঠকে বসেন পিটার হাস। শেষ হয় বেলা সাড়ে ১২টায়।

এর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এক প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেই। মার্কিন রাষ্ট্রদূত জানান, তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। এ লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন তিনি।
ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধিদলে আরও ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।
সরকার বিরোধী দলকে দমনে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে : মির্জা ফখরুল-দৈনিক নয়াদিগন্ত
বর্তমান ফ্যাসিস্ট ও জবর দখলকারী সরকার বিরোধী দলকে দমনে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।
মির্জা ফখরুল বলেন, এ ফ্যাসিবাদী সরকার দমন নিপীড়নে সবচেয়ে বেশি ব্যাবহার করছে বিচার বিভাগকে। গণতন্ত্র, ভোটাধিকার আন্দোলনকে দমন করার জন্য এই সরকার বিচার বিভাগকে ব্যবহার করে যাচ্ছে। তিনি বলেন, এমনও দেখা যায় যে কোনো মামলা জজকোর্ট থেকে সুপ্রিমকোর্ট গেলে আরো রায় বাড়ে, অথচ আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী একইভাবে সাজাপ্রাপ্ত হয়েও তারা মন্ত্রিত্বে বহাল আছেন।

বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান দেশের একজন জনপ্রিয় নেতা। তিনি এই আন্দোলনকে সঠিক খাতে নিয়ে যাচ্ছে ঐক্যবদ্ধ করে, রাজনৈতিক হিংসা পরায়ণ হয়ে সেই নেতার মামলার রায় দিয়েছে সরকার। এমনি তার স্ত্রীকে এই রায় দেয়া হয়েছে।
তিনি বলেন, জাতিকে চিরস্থায়ীভাবে সঙ্ঘাতের দিকে ফেলে দিতে এই বিচার বিভাগকে ব্যবহার করছে বর্তমান অবৈধ আওয়ামী সরকার। ফ্যাসিস্ট সরকার এইটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
তারেক রহমানের বিরুদ্ধে এই ফরমায়েশি রায় দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সারাদেশের মানুষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
‘বিরোধীদের প্ররোচনায় পা দেবেন না, বিতর্ক থেকে দূরে থাকুন’, এনডিএ সাংসদদের বললেন মোদী-আনন্দবাজার পত্রিকা
লোকসভা ভোটের আগে ‘বিতর্কিত বিষয় এবং মন্তব্য’ থেকে দূরে থাকার জন্য এনডিএর সাংসদদের ‘পরামর্শ’ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার উত্তরপ্রদেশের কিছু অংশ, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, কেরালা, পুদুচেরি, আন্দামান ও নিকোবরের বিজেপি এবং সহযোগী দলগুলির সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশ— ‘‘বিরোধীরা হতাশাগ্রস্ত। তাঁরা আপনাদের ফাঁদে ফেলতে চাইবে। কিন্তু কোনও অবস্থাতেই বিরোধীদের প্ররোচনায় পা দেওয়া যাবে না।’’

গত কয়েক বছরে বিজেপির কেন্দ্র এবং রাজ্যস্তরের একাধিক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে প্ররোচনা ও বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ থেকে দলের সর্বভারতীয় মুখপাত্র (বর্তমানে বরখাস্ত) নুপূর শর্মা পর্যন্ত অনেকেই রয়েছেন সেই তালিকায়। এই পরিস্থিতিতে মোদীর ‘বার্তা’ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা ভোটে ‘ইন্ডিয়া’র মোকাবিলায় জোট রাজনীতিকেই ‘পাখির চোখ’ করছে বিজেপি। আগামী ৩১ জুলাই থেকে ১০ অগস্ট পর্যন্ত এনডিএর ১১ দলের মোট ৪৩০ জন লোকসভা ও রাজ্যসভা সাংসদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন প্রধীনমন্ত্রী মোদী।
প্রমাণের আগেই দোষী সাব্যস্ত করা হচ্ছে, নুসরত প্রসঙ্গে বক্তব্য মমতার-দৈনিক আজকাল
সাংসদ নুসরত জাহানের ওপর ওঠা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
তিনি বলেন, প্রমাণের আগেই নুসরতকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার। অভিযোগ এবং অভিযোগকারীদের নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সাফ জানিয়েছেন, 'হাফ মেড স্টোরি।' নুসরতের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৪ সালে প্রায় কয়েকশো ব্যাক্তি ফ্ল্যাটের জন্য ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে দিয়েছিলেন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ৩ বছরের মধ্যেই তাঁর নিজেদের ফ্ল্যাট পাবেন। সেই তিনবছর পেরিয়েছে বহু আগেই। কিন্তু ফ্ল্যাট মেলেনি। অভিযোগ মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামের এক সংস্থার বিরুদ্ধে। যার অন্যতম ডিরেক্টর নুসরত। সঙ্গেই অভিযোগ ছিল, ফ্ল্যাট দুর্নীতির টাকা দিয়ে নিজের ফ্ল্যাট কিনেছেন তিনি।
সুবিচারের স্বার্থে’ জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষা চলবে, মুসলিম পক্ষের আবেদন খারিজ হাই কোর্টে-সংবাদ প্রতিদিন
মন্দিরস্থলেই কি জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) তৈরি হয়েছে? মসজিদ চত্বরের অজুখানায় কি মিলেছে শিবলিঙ্গ? জ্ঞানবাপী মসজিদ নিয়ে যাবতীয় বিতর্কের সমাধান হবে অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বৈজ্ঞানিক সমীক্ষার মাধ্যমেই। মসজিদ চত্বরে ASI-এর বৈজ্ঞানিক সমীক্ষার উপর জারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল এলাহাবাদ হাই কোর্ট।

হিন্দুত্ববাদীদের দীর্ঘদিনের দাবি, সুলতানি এবং মোগল আমলে কাশীর আদি বিশ্বনাথ মন্দির ভেঙে তৈরি হয়েছিল জ্ঞানবাপী মসজিদ। মসজিদের গায়ে এখনও হিন্দুদের বহু নিদর্শন রয়ে গিয়েছে। মসজিদের দেওয়ালে ত্রিশূলের ছাপ-সহ হিন্দু ধর্মের বহু নিদর্শন আছে। এমনকী, মসজিদের ওজুখানায় একটি শিবলিঙ্গ আছে বলেও দাবি হিন্দুত্ববাদীদের। বাবরির মতো জ্ঞানবাপী নিয়েও এই মুহূর্তে চূড়ান্ত আইনি টানাপোড়েন চলছে। মামলাকারী চার মহিলার দাবি, একমাত্র বৈজ্ঞানিক সমীক্ষার মাধ্যমেই সঠিক তথ্য উদঘটন সম্ভব।
এই সংক্রান্ত একটি মামলায় গত ২১ জুলাই বারাণসীর (Varanasi) জেলা আদালত জানিয়ে দেয়, মসজিদের ওজুখানায় থাকা ‘শিবলিঙ্গ’ বাদে বাকি অঞ্চলের ‘বৈজ্ঞানিক সমীক্ষা’ করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেই নির্দেশ মেনে রায়দানের মাত্র দু’দিন পরেই শুরু হয় সমীক্ষার কাজ। যার প্রতিবাদ করে মসজিদ কমিটি এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়। এর আগে বৃহস্পতিবার শুনানির পরে এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court) জানায়, ৩ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত মসজিদ চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষা করা যাবে না।
পার্সটুডে/বাবুল আখতার/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।