বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
বিএনপি সবসময় গণতন্ত্রের পথকে ভয় পায়: কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৭ আগস্ট সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলো তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।
বাংলাদেশের শিরোনাম:
- মানহানির ক্ষেত্রে কারাদণ্ডের পরিবর্তে সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা হবে: আইনমন্ত্রী!: মানবজমিন
- সর্বজনীন পেনশন কর্মসূচি চলতি মাসেই, শুরুতে চার শ্রেণির মানুষ-দৈনিক প্রথম আলো
- কারাগারে ইমরানের সঙ্গী বিছানা ফ্যান ও টয়লেট, নেই এসি–যুগান্তর
- সাগর-রুনি মামলার প্রতিবেদনে ধীরগতি : যে কারণ জানাল র্যাব-দৈনিক কালেরকণ্ঠ
- বিএনপি সবসময় গণতন্ত্রের পথকে ভয় পায় : কাদের- এ খবরটি দিয়েছে দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- চারমাস পর সংসদে ফিরলেন রাহুল- দৈনিক আজকাল
- আমার বিরুদ্ধে গল্প বানানোই কাজ, প্রমাণ পেশে ব্যর্থ’, বিদেশ থেকে ED-কে তোপ অভিষেকের– দৈনিক সংবাদ প্রতিদিন।
- ইঞ্জিনিয়ার রেখে লাভ কী?’ কেইআইআইপি-র কাজে ক্ষুব্ধ মেয়র -আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! এবারে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।
সর্বজনীন পেনশন কর্মসূচি চলতি মাসেই, শুরুতে চার শ্রেণির মানুষ-দৈনিক প্রথম আলো
সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করার প্রস্তুতির ঘাটতি রয়েছে। এখনো অনেক কাজ বাকি। তবু চলতি আগস্ট মাসে পরীক্ষামূলক ভিত্তিতে এ কর্মসূচির উদ্বোধন করা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পেনশন কর্মসূচি উদ্বোধনের সময় চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। সময় পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।
পেনশন কর্মসূচি বাস্তবায়িত হবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে। কিন্তু কর্তৃপক্ষের এখনো কোনো কার্যালয় নেই, লোকবলও নেই। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খানকে নিজ দায়িত্বের বাইরে অতিরিক্ত কাজ হিসেবে কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে অর্থ বিভাগ।
যোগাযোগ করলে কবিরুল ইজদানী খান আজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সময় চেয়েছি। সময় পেলেই বলা যাবে, কবে উদ্বোধন হবে এ পেনশন কর্মসূচির।’
শুরুতে কারা থাকবেনআগে ১৮ থেকে ৫০ বছর বয়সীদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা করার ঘোষণা দিলেও সরকার পরে বয়সের বিষয়টি শিথিল করে ৫০ পার হওয়া ব্যক্তিদেরও পেনশন ব্যবস্থার মধ্যে আনার সিদ্ধান্ত নিয়েছে।
প্রবাসী বাংলাদেশি, বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী এবং অসচ্ছল ব্যক্তি—এ চার শ্রেণির ব্যক্তিদের নিয়ে আপাতত পেনশন কর্মসূচি চালু করা হবে।
মাসিক চাঁদা হতে পারে সর্বনিম্ন ৫০০ টাকা আর সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত। তবে কর্মসূচি পরিবর্তন এবং চাঁদার পরিমাণ বাড়ানোর সুযোগ থাকছে।
সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর আগে আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারীদের জন্য স্বতন্ত্র নতুন একটি বিমা কোম্পানি গঠনের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে হবে এ কোম্পানি করার চিন্তা চলছে।
কারাগারে ইমরানের সঙ্গী বিছানা ফ্যান ও টয়লেট, নেই এসি–যুগান্তর
ক্ষমতায় থাকাকালে প্রাপ্ত উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়া সংক্রান্ত তোশাখানা মামলায় তিন বছরের জন্য দণ্ডিত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (৫ আগস্ট) মামলার রায় ঘোষণার পর পরই তাকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই প্রধান ইমরান খানকে বর্তমানে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রাখা হয়েছে। দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তানে সবচেয়ে কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত এটি। তা ছাড়া সাবেক কোনো প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানকেই প্রথম সেখানে রাখা হয়েছে।
ওই কারাগারের একজন কর্মকর্তা ডন নিউজকে বলেন, ইমরান খানকে রাখা হয়েছে একটি ভিভিআইপি সেলে। সেখানে কোনো শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা নেই। শুধু আছে একটি ফ্যান, একটি বিছানা ও একটি টয়লেট। এ নিয়ে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যমটি প্রতিবেদন প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, ক্ষমতায় থাকাকালে বিদেশ সফরের সময় যেসব উপহার পেয়েছিলেন ইমরান খান, তা কেনাবেচা নিয়ে দুর্নীতির মামলায় গত শনিবার ইসলামাবাদের এক আদালত তাকে তিন বছরের জেল দেওয়ার পর পরই লাহোরের জামান পার্কের বাসভবন থেকে ইমরানকে গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যায় তাকে অ্যাটক জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারটি রাওয়ালপিন্ডি-পেশোয়ার রেলপথের পাশেই পাঞ্জাব শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।
বিএনপি সবসময় গণতন্ত্রের পথকে ভয় পায় : কাদের- এ খবরটি দিয়েছে দৈনিক নয়াদিগন্ত
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘স্বৈরচারী আদর্শ ও সন্ত্রাসের ধারক-বাহক এবং উগ্র-সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি সবসময় গণতন্ত্রের পথকে ভয় পায়। তাদের রাজনীতি হলো যেকোনো উপায়ে ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল করা।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। দেশের বিচার বিভাগ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়।ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দল ও মত দমনের কথা বলছেন! একদিকে তারা লাগাতার মিছিল-মিটিং সমাবেশ করে এবং সরকারের বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচার-অপপ্রচার চালাচ্ছে ও বিষোদ্গারে লিপ্ত রয়েছে। অন্যদিকে বিরোধী মত দমনের মিথ্যা অভিযোগ উত্থাপন করছে। বিএনপি নেতারা মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তর চরম স্বেচ্ছাচারিতা ও মিথ্যাচারে পরিপূর্ণ।
মানহানির ক্ষেত্রে কারাদণ্ডের পরিবর্তে সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা হবে: আইনমন্ত্রী!: মানবজমিন
বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পরিবর্তন করে সরকার সাইবার নিরাপত্তা আইন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, নতুন আইনে কয়েকটি ধারা পরিবর্তন করা হয়েছে। মানহানির ক্ষেত্রে কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান রাখা হয়েছে। জামিন অযোগ্য ধারা পরিবর্তন করে জামিন যোগ্য করা হয়েছে। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আইন পরিবর্তনের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা জানান। আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর নাম পরিবর্তন করা হচ্ছে। এর নতুন নাম হবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। একই সঙ্গে আইনের অনেকগুলো ধারায় পরিবর্তন আনা হচ্ছে।
তিনি বলেন, জামিন অযোগ্য ধারা পরিবর্তন করে জামিন যোগ্য করা হচ্ছে। আগে শাস্তি ছিল কারাদণ্ড, সেটা পরিবর্তন করে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান করা হয়েছে।
সাগর-রুনি মামলার প্রতিবেদনে ধীরগতি : যে কারণ জানাল র্যাব-দৈনিক কালেরকণ্ঠ
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার প্রকৃত অপরাধীরা এখনো শনাক্ত হয়নি। আর এ কারণে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে দেরি হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
সোমবার (০৭ আগস্ট) দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার অনেক আন্তরিকতা ও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের একটি কম্পানিতে ডিএনএ স্যাম্পল পাঠিয়েছি। ওখান থেকে আসা প্রতিবেদনে দুজন সাসপেক্ট (সন্দেহভাজন) এর নমুনা পাওয়া গেছে। এই দুজন সাসপেক্টকে আমরা এখনো শনাক্ত করতে পারিনি। তাদের শনাক্তের চেষ্টা চলছে। এর আগে সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।
চারমাস পর সংসদে ফিরলেন রাহুল- দৈনিক আজকাল
সোমবার সকালে নির্দেশিকা জারি হওয়ার ঠিক কয়েকঘন্টা পরেই সংসদে ফিরে এলেন সাংসদ রাহুল। খুশির হাওয়া কংগ্রেস শিবিরে, খুশি বিরোধী জোট ইন্ডিয়া শিবিরেও। ইতিমধ্যে মুলতুবি হয়েছে লোকসভার অধিবেশন। রবিবার থেকেই অপেক্ষা ছিল সোমসকালের দিকে। নজর ছিল, লোকসভার স্পিকারের সিদ্ধান্তের দিকে। দিনের শুরুতেই দেখা গেল, সাংসদ পদ ফিরে পেলেন রাহুল। লোকসভার স্পিকার ওম বিড়লার সচিবালয় থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়ে সেকথা।
সকলেই উদগ্রীব হয়ে ছিলেন, অপেক্ষার অবসান ঘটিয়ে কবে সংসদে ফিরবেন রাহুল? কয়েকঘন্টাতেই শেষ হল অপেক্ষা। চার মাস পর তিনি ফিরলেন সংসদে। মোদি পদবী মামলায় রাহুল গান্ধীকে শাস্তি দিয়েছিল সুরাট আদালত। দু' বছরের কারাদণ্ডের সাজা ঘোষণার পর খারিজ হয়ে যায় রাহুলের সাংসদ পদ। সরকারি বাসভবনও ছাড়তে হয় তাঁকে। গুজরাটের নিম্ন আদালতের রায় বহাল রেখেছিল উচ্চ আদালতও। সম্প্রতি গুজরাট হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করে দেশের শীর্ষ আদালত। অর্থাৎ রাহুলের আর সংসদে ফিরতে কোনও বাধা ছিল না, শুধু অপেক্ষা ছিল লোকসভার স্পিকারের নির্দেশের।
আমার বিরুদ্ধে গল্প বানানোই কাজ, প্রমাণ পেশে ব্যর্থ’, বিদেশ থেকে ED-কে তোপ অভিষেকের– দৈনিক সংবাদ প্রতিদিন
চিকিৎসার জন্য রয়েছেন বিদেশে। দু, একদিনের মধ্যেই অপারেশন। তবে নিজের স্বাস্থ্যচিন্তার মাঝেও রাজ্যের পরিস্থিতির দিকে যে নজর রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তা স্পষ্ট। সোমবার সকালে টুইটে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) উদ্দেশে কড়া ভাষায় তোপ দেগেছেন। তাঁর দাবি, বছরের পর বছর ধরে তদন্তের পরও আদালতে সঠিক সময়ে প্রমাণ পেশ করতে ব্যর্থ তদন্তকারীরা। উলটে মিথ্যে গল্প বানানোর খেলায় তারা প্রায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। এভাবেই ইডির ‘ব্যর্থতা’ দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা-সহ একাধিক মামলার শুনানিতে আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে ইডি। তথ্যপ্রমাণ পেশের জন্য আরও সময় চেয়েছেন তদন্তকারীরা। তাতে বিচারপতিরাও অনেক সময় ক্ষুব্ধ হয়েছেন। প্রশ্ন তুলেছেন তদন্তের অগ্রগতি নিয়ে। এসব বিষয় উল্লেখ করে সোমবার সকালে টুইট (Tweet) করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ভাষায়, ”খুবই হতাশার বিষয় যে ইডির মতো সংস্থায় সব অযোগ্য অফিসাররা রয়েছেন, যাঁদের মূল কাজ আমার বিরুদ্ধে সংবাদমাধ্যমের সামনে দারুণভাবে গল্প বানানো। এই কাজে তাঁরা একেবারে অপ্রতিরোধ্য। এদিকে বছরের পর বছর ধরে মানুষের করের টাকায় তদন্ত চালিয়ে যাওয়ার পরও কোনও প্রমাণ দিতে পারছে না।”#
পার্সটুডে/বাবুল আখতার/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন