আগস্ট ০৯, ২০২৩ ১৮:২৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৯ আগস্ট বুধবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলো তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে: ফখরুল -মানবজমিন
  • বাংলাদেশের দুর্নীতিবাজ-অর্থ পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র-দৈনিক প্রথম আলো
  • যে কারণে ছাত্রদল সভাপতির পদ থেকে সরানো হলো শ্রাবণকে –যুগান্তর
  • আওয়ামী লীগের প্রতি আস্থা রাখুন : প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
  • আবরার হত্যা : বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ক্লাসে ফেরায় শিক্ষার্থীদের ক্লাস বর্জন- দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • বিজেপি তুমি দিল্লির গদি ছাড়ো’, ঝাড়গ্রাম থেকে বিজেপিকে উৎখাতের ডাক মমতার– দৈনিক সংবাদ প্রতিদিন। 
  • উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু হচ্ছে রাজ্যে, চার বার পরীক্ষায় বসতে হবে আগামীর পড়ুয়াদের -আনন্দবাজার পত্রিকা
  • মোদিকে ‘অহঙ্কারী রাবণ’ বলে চাঁচাছোলা নিশানা কংগ্রেস নেতা রাহুলের-দৈনিক পুবের কলম

শ্রোতাবন্ধুরা! এবারে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।

সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে: ফখরুল -মানবজমিন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক দলীয় শাসন কায়েম করতে সরকার দেশের সংবিধান কাঁটছাট করেছে। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে লুট করেছে। বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে। বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে। গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে হামলা করছে পুলিশ। মিথ্যা মামলা দেয়া হচ্ছে। মামলা হামলা করে আন্দোলন দমানো যাবে না। সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে দাবি করে বিএনপি মহাসচিব বললেন, এ কারণেই আওয়ামী লীগ একতরফা নির্বাচনের উদ্যোগ নিচ্ছে।

বাংলাদেশের দুর্নীতিবাজ-অর্থ পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র-দৈনিক প্রথম আলো

বাংলাদেশে যাঁরা দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে কি না, তা জানতে চাওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে।

গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, নিষেধাজ্ঞা দেওয়ার আগে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র কখনোই কথা বলে না।

ব্রিফিংয়ে মিলারের কাছে একজন বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেন।  যাঁরা দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার কি নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে চায়?’ জবাবে মিলার বলেন, ‘আমি এর আগে অন্য একটি দেশের বিষয়ে করা প্রশ্নের জবাবে যেমনটা বলেছি, নিষেধাজ্ঞা দেওয়ার আগে বিষয়টি নিয়ে আমরা কখনোই কথা বলি না। সাধারণভাবে বলতে গেলে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটি হাতিয়ার হতে পারে নিষেধাজ্ঞা। আমাদের আরও কিছু হাতিয়ার রয়েছে। যেমন সম্পদ জব্দ করা। অংশীদার দেশগুলোকে তথ্য দেওয়া, যাতে তারা মামলা করতে পারে।’

একই প্রশ্নের উত্তরে মিলার বলেন, দুর্নীতিবাজদের নির্মূলে ন্যায়সংগত ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁরা বাংলাদেশকে উৎসাহিত করেন।

আওয়ামী লীগের প্রতি আস্থা রাখুন : প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে আওয়ামী লীগের প্রতি বিশ্বাস ও আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেছেন, নৌকায় ভোট দিয়ে দেশবাসী স্বাধীনতা পেয়েছিল। নৌকায় ভোটের কারণে আজ ভূমিহীন ও গৃহহীন মানুষ ঘর পেয়েছে। তাই আওয়ামী লীগের প্রতি সবাইকে বিশ্বাস ও আস্থা রাখতে হবে।

আজ বুধবার (৯ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন উপজেলায় ঘর হস্তান্তর করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনায় এই সরকারের অধীনে দেশ আর্থ-সামাজিকভাবে এগিয়ে যাচ্ছে। এর ফলে সরকার দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে এবং দারিদ্র্যের হার ৪১ থেকে ১৮ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। কারণ আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে ক্ষমতায় রয়েছে সব মানবসৃষ্ট ও প্রাকৃতিক প্রতিবন্ধকতা মোকাবেলা করে।

আবরার হত্যা : বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ক্লাসে ফেরায় শিক্ষার্থীদের ক্লাস বর্জন- দৈনিক নয়াদিগন্ত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটুর ক্লাসে অংশ নেয়ার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৮ আগস্ট) দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন।

এ সময় শিক্ষার্থীরা, ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এ বুয়েটে হবে না’, ‘হত্যাকারীর ঠিকানা, এ বুয়েটে হবে না’, ‘আবরার ফাহাদের রক্ত, বৃথা যেতো দেবো না’, ‘বিটু আবার ক্লাসে গেলে, ক্লাসে ফিরো যাবো না’ নানা স্লোগান দেন।

এছাড়া শিক্ষার্থীদের হাতে ‘নো ক্যাম্পাস শেয়ারিং উইথ মার্ডারার’, ‘নো প্লেস ফর মার্ডারার ইন বুয়েট’ লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। এই ঘটনায় গতকাল মঙ্গলবারও তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

বিজেপি তুমি দিল্লির গদি ছাড়ো, ঝাড়গ্রাম থেকে বিজেপিকে উৎখাতের ডাক মমতার দৈনিক সংবাদ প্রতিদিন। 

ভারত ছাড়ো’ আন্দোলনের বর্ষপূর্তির দিনই বিজেপিকে ‘দিল্লি ছাড়া’ করার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের সভায় মমতার ডাক,’বিজেপি তুমি বাংলার গদি ছাড়ো, বিজেপি কুইট ইন্ডিয়া।’ তৃণমূল নেত্রী বললেন, ‘সহ্যের সীমা ছাড়িয়েছে।’

বুধবারের সভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে (BJP) বিতড়ণের ডাক দিয়ে বললেন, “বিজেপি ইউ কুইট ইন্ডিয়া। তোমার দিল্লির মসনদে থাকার অধিকার নেই। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, কী অত্যাচার হচ্ছে। মণিপুর জ্বলছে। ৪ মাস হয়ে গেল। ওরা জাতি দাঙ্গা লাগিয়ে ভাবছে দেশটাকে টুকরো টুকরো করে দেবে।” মমতার অভিযোগ, “মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান কিছুই ওদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ওদের কাছে গুরুত্বপূর্ণ শুধুই ভোট।”

মোদিকে অহঙ্কারী রাবণ বলে চাঁচাছোলা নিশানা কংগ্রেস নেতা রাহুলের-দৈনিক পুবের কলম

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সংসদে রাহুল। কল্পনামাফিক মণিপুর প্রসঙ্গে রীতিমতো তেড়েফুঁড়ে উঠে লাগাতার তোপ দাগেন কংগ্রেস নেতা। সংশ্লিষ্ট রাজ্যেকে নিয়ে মোদির ‘মৌন ব্রত’ কে আক্রমণ শানিয়ে রাহুল এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে রাবণের তুলনা করেছেন।  রাহুল বলেন, লঙ্কায় আগুন হনুমান লাগায়নি। রাবণের অহঙ্কারই সেই আগুন লাগিয়েছিল। তিনি তোপ দেগে বলেন, গোটা দেশে কেরোসিন ছড়াচ্ছেন মোদি। রাহুল প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, আমি মণিপুরে গিয়েছি, প্রধানমন্ত্রী যাননি। ভারতের সেনা একদিনে মণিপুরে শান্তি ফেরাতে পারে’ . আপনি ভারত মাতার রক্ষাকর্তা নয়, ভারত মাতার হত্যাকারী’ ।প্রধানমন্ত্রী মণিপুরে যেতে পারেন না কারণ তিনি সেখানে দেশের হত্যা করেছেন, ভারতমাতার হত্যা করেছেন’।

পার্সটুডে/বাবুল আখতার/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ