আগস্ট ১৪, ২০২৩ ১১:৪১ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১৪ আগস্ট (সোমবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • পুঁজিবাজারে ফ্লোর প্রাইসে আটকা ২২৪ কম্পানি- দৈনিক কালেরকণ্ঠ
  • চিকিৎসকদের ‘নিবিড় পর্যবেক্ষণে’ খালেদা জিয়া-দৈনিক যুগান্তর
  • গ্যাস সিলিন্ডার বদলের পর বিস্ফোরণ, মা–বাবাসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা দগ্ধ- প্রথম আলো
  • আজ থেকে ৪৩ দিন কোচিং সেন্টার বন্ধ: ইত্তেফাক
  • রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার সুযোগ আছে কিনা, জানতে চাইলেন দুই কংগ্রেসম্যান: দৈনিক মানবজমিন
  • অব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ডেটা সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্বের নির্দেশ: দৈনিক নয়াদিগন্ত

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • আর রাজ্যের হাতে নয় কেন্দ্রের বরাদ্দ, টাকা থাকবে রিজ়ার্ভ ব্যাঙ্কে, বিপুল সুদ ‘খোয়াবে’ রাজ্য: আনন্দবাজার
  • ভারত-চিন যুদ্ধ প্রায় বেঁধে গিয়েছিল! প্রকাশ্যে গালওয়ান সংঘর্ষের বিস্ফোরক রিপোর্ট: দৈনিক সংবাদ প্রতিদিন
  • ২০২২ সালে রেকর্ড আত্মহত্যা যুক্তরাষ্ট্রে , ৪৯ হাজারেরও বেশি মানুষ আত্মঘাতী: পূবের কলম

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

গ্যাস সিলিন্ডার বদলের পর বিস্ফোরণ, মাবাবাসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা দগ্ধ- প্রথম আলো

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার (মুক্তারবাড়ি) এলাকায় ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাসহ তিনজন দগ্ধ হয়ে হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ভেঙে গেছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. মিনারুল ইসলাম (৩৫), তাঁর বাবা মো. ফরমান মণ্ডল (৭৫) ও মা খাদিজা বেগম (৬৫)। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বোর্ডবাজার মুক্তারবাড়ি এলাকার জমির উদ্দিন রোডে মিনারুল ইসলাম তাঁর স্ত্রী, সন্তান ও মা-বাবাকে নিয়ে বসবাস করেন। গতকাল বিকেলে তাঁদের বাড়ির সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। এরপর স্থানীয় বাজার থেকে একটি নতুন সিলিন্ডার কিনে আনা হয়। তবে সিলিন্ডারটি চুলার সঙ্গে লাগানোর পর গ্যাস জ্বলছিল না। পরে সিলিন্ডারের দোকান থেকে একজন মিস্ত্রি এসে সেটি মেরামত করে রান্নাঘরে লাগিয়ে দিয়ে চলে যান।

রাত সাড়ে ১০টার দিকে খাদিজা বেগম চুলা জ্বালাতে গেলে ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন জ্বলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘরে থাকা খাদিজা, পাশের কক্ষে থাকা মিনারুল ও ফরমান মণ্ডল অগ্নিদগ্ধ হন। পরিবারের বাকি সদস্যরা অন্য কক্ষে থাকায় রক্ষা পান। বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ভেঙে যায়। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

আজ থেকে ৪৩ দিন কোচিং সেন্টার বন্ধ: ইত্তেফাক

এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস ও গুজব ঠেকাতে আজ সোমবার (১৪ আগস্ট) থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এই ৪৩ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকার কথা ৮ আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক প্রেস ব্রিফিংয়ে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এদিকে, কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, সব শিক্ষা বোর্ড, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে সব প্রশাসনিক পদে দায়িত্বরতদের নির্দেশনা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কোচিং খোলা রাখলে অভিযান চালিয়ে জেল-জরিমানাসহ সিলগালা করা হতে পারে বলে জানা গেছে।

পুঁজিবাজারে ফ্লোর প্রাইসে আটকা ২২৪ কম্পানি- মানবজমিন

পুঁজিবাজার ফ্লোর প্রাইসে (সর্বনিম্ন মূল্যস্তরে) আটকে যাওয়া কম্পানির সংখ্যা বাড়ছেই। বেশির ভাগ শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকায় পুঁজিবাজারে গতিশীলতা নষ্ট হচ্ছে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তায় কমছে সূচক ও লেনদেন। ফ্লোর প্রাইসের কারণে শেয়ারের দামে উত্থান-পতন হচ্ছে না।

এতে ক্রেতাও মিলছে না। দীর্ঘ সময় চোরাবালিতে আটকে যাচ্ছেন অনেক বিনিয়োগকারী। ফ্লোর প্রাইস তুলে দিলে বাজারে ব্যাপক পতন হবে—এমন আশঙ্কা পুঁজিবাজারকে জটিল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। তাই পুঁজিবাজারে গতি আনতে সর্বনিম্ন মূল্যস্তর তুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

কেন ফ্লোর প্রাইস

পুঁজিবাজারে অব্যাহত দরপতন ঠেকাতে এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ফ্লোর প্রাইস আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রথমবার ২০২০ সালের ১৯ মার্চ ফ্লোর প্রাইস আরোপ করা হয়, যা পুরোপুরি তুলে নেওয়া হয় ২০২১ সালের ১৭ জুলাই। এরপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে গত বছরের ১ মার্চ সব শেয়ারের দরে নিচের সার্কিট ব্রেকার ২ শতাংশ বেঁধে দেয় সংস্থাটি। এ ব্যবস্থা কাজ না করায় গত বছরের ২৮ জুলাই দ্বিতীয় দফায় সব শেয়ারের দরে ফ্লোর প্রাইস আরোপ করে সংস্থাটি।

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেখালেদা জিয়া-দৈনিক যুগান্তর

শারীরিক নানা জটিলতার কারণে ১০ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বর্তমানে ওই হাসপাতাল মেডিকেল বোর্ডের ‘নিবিড় পর্যবেক্ষণে’ রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।  তিনি জানান, ম্যাডাম কেবিনেই চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা সবসময় সব কিছু মনিটর করছেন।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাত ১০টার দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।

এর আগে ১০ আগস্ট গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়ার অসুস্থতা বেড়ে গেলে এভারকেয়ার হাসপাতাল মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়।৭৮ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন। এর আগে গত জুন মাসেও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সে সময় পাঁচ দিন তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার সুযোগ আছে কিনা, জানতে চাইলেন দুই কংগ্রেসম্যান: দৈনিক মানবজমিন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন সফররত দুই মার্কিন কংগ্রেসম্যান। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছে খোলাখুলিভাবেই তারা জানতে চাইলেন নির্বাচনকালীন সরকারসহ বিবদমান অন্য ইস্যুগুলো নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার কোনো পথ খোলা আছে কিনা? প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা মার্কিন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা’য় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে শেষ হয়। 

যেখানে মন্ত্রী মোমেন একাধিক সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা অংশ নেন। মার্কিন কংগ্রেসম্যানদের সঙ্গে ভোজ-বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা প্রসঙ্গে ড. মোমেন আরও বলেন, তারা জানতে চেয়েছেন বিএনপি’র সঙ্গে আমাদের সমঝোতার কোনো পথ আছে কিনা? আমরা বলেছি, তাদের তো একদফা দাবি, তাহলো সরকারের পদত্যাগ। আমরা বলেছি, ওই দাবি থেকে না সরলে সমঝোতার কোনো স্কোপ নেই। 

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে সরকারের পতন হয় কিনা? সেই প্রশ্ন উত্থাপন করে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, নির্বাচনের সময় তোমাদের দেশে কি সরকারের পতন হয়? নিশ্চয়ই না। আমি তাদের কাছে প্রশ্ন রেখেছি- এমন দাবি থাকলে তোমরা কি আলোচনায় বসবে? ওগুলোর প্রশ্নই উঠা উচিত নয়। সমঝোতা বা রাজনৈতিক সংকট সমাধান প্রশ্নে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো ধরনের ‘ফর্মুলা’ দেয়নি দাবি করে মন্ত্রী বলেন, তারা কোনো ফর্মুলা দিচ্ছে না বরং তারা আমাদের কাছে জানতে চাইছে সমঝোতার কোনো পথ আছে কিনা? 

অব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ডেটা সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্বের নির্দেশ: দৈনিক নয়াদিগন্ত

সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য প্রতিষ্ঠানগুলোর ডেটা বা তথ্যভাণ্ডার সুরক্ষা করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে অনলাইন লেনদেন, এটিএম বুথের মাধ্যমে লেনদেন, পস মেশিনের মাধ্যমে কেনাকাটার অর্থ পরিশোধের প্রযুক্তির ক্ষেত্রে ২৪ ঘণ্টা নজরদারি করতে হবে। একই সাথে প্রতিষ্ঠানগুলোর মেইলে বা ওয়েবসাইটে অপরিচিতি কোনো ই-মেইল বা বার্তা এলে সেগুলোতে ক্লিক না করে ফিল্টার করতে বলা হয়েছে। পাশাপাশি কোনো সমস্যা দেখা দিলে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) বা বাংলাদেশ ব্যাংককে তাৎক্ষণিক জানাতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পাঠানো দুই দফা চিঠিতে এ নির্দেশনা দিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।

ভারত-চিন যুদ্ধ প্রায় বেঁধে গিয়েছিল! প্রকাশ্যে গালওয়ান সংঘর্ষের বিস্ফোরক রিপোর্ট: দৈনিক সংবাদ প্রতিদিন

গালওয়ান সংঘর্ষের (Galwan Valley Clash) ফলে প্রায় যুদ্ধ বেঁধে গিয়েছিল ভারত (India) ও চিনের (China) মধ্যে! সম্প্রতি প্রকাশ্যে আসা একটি রিপোর্ট থেকে সেরকমই অনুমান ওয়াকিবহাল মহলের। সূত্র মারফত জানা গিয়েছে, গালয়ানের সংঘর্ষের পরেই অন্তত ৬৮ হাজার সেনা মোতায়েন করা হয়েছিল পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায়। যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের তুলে নিয়ে গিয়ে সীমান্তে মোতায়েন করে ভারতীয় বায়ুসেনা। শুধু তাই নয়, ৯০টি ট্যাঙ্ক-সহ বিপুল অস্ত্রভাণ্ডারও মজুত করা হয়। সীমান্ত এলাকায় লাগাতার নজরদারির জন্য রাখা হয় বায়ুসেনার যুদ্ধবিমান।

২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকা এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও চিনের সেনা। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পরে খুব কম সময়ের মধ্যেই বিশাল সংখ্যক সেনাকে লাদাখ সীমান্তে পৌঁছে দেওয়া হয়। বায়ুসেনার পরিবহন ব্যবস্থা ব্যবহার করেই দুর্গম এলাকাগুলিতে সেনা জওয়ান ও প্রচুর অস্ত্র পৌঁছনো হয়। সেই সঙ্গে মোতায়েন করা হয় বায়ুসেনার সু-৩০ এমকেআই ও জাগুয়ার যুদ্ধবিমান। সীমান্ত এলাকার যাবতীয় কার্যকলাপের দিকে কড়া নজরদারি চালাত এই দুই বিমান।

আর রাজ্যের হাতে নয় কেন্দ্রের বরাদ্দ, টাকা থাকবে রিজ়ার্ভ ব্যাঙ্কে, বিপুল সুদ ‘খোয়াবে’ রাজ্য: আনন্দবাজার

এত দিন কেন্দ্রের টাকায় কাজ হওয়া প্রকল্পে রাজ্যগুলি হাতে টাকা পেত সরাসরি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে টাকা আসত, তা তোলা থাকত বাণিজ্যিক ব্যাঙ্কে, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের খোলা প্রকল্প-ভিত্তিক নির্দিষ্ট অ্যাকাউন্টে। কিন্তু কেন্দ্র এবং রাজ্যের প্রশাসনিক সূত্রে খবর, খুব তাড়াতাড়িই আমূল বদলে যেতে চলেছে সেই পদ্ধতি। নতুন নিয়মে (‘জাস্ট ইন টাইম’) প্রকল্পের টাকা রাখা থাকবে রিজ়ার্ভ ব্যাঙ্কে। যখন প্রয়োজন, তখনই তা পাওয়া যাবে ঠিকই। কিন্তু আগের মতো তা আর ফেলে রাখা যাবে না অ্যাকাউন্টে। প্রকল্পের প্রতিটি পর্বের জন্য কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছ থেকে তা চাইতে হবে হিসাব বুঝিয়ে দিয়ে। শুধু পুরোদস্তুর কেন্দ্রীয় অর্থে পরিচালিত প্রকল্পে নয়, অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পেও (যেখানে কেন্দ্র-রাজ্যের যৌথ অংশীদারি) এই ব্যবস্থা দ্রুত চালু হতে চলেছে বলেই প্রশাসনিক সূত্রে খবর। এবং এই নতুন নিয়ম পশ্চিমবঙ্গ-সহ সমস্ত রাজ্যের জন্যই।

২০২২ সালে রেকর্ড আত্মহত্যা যুক্তরাষ্ট্রে , ৪৯ হাজারেরও বেশি মানুষ আত্মঘাতী: পূবের কলম

আমেরিকায় ব্যাপক হারে বাড়ছে আত্মহত্যার ঘটনা। ২০২২ সালে আমেরিকায় আত্মঘাতী হয়েছে ৪৯ হাজারেরও বেশি মানুষ, যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই পরিসংখ্যান পেশ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রে আত্মহত্যা সাধারণ ঘটনা হয়ে উঠেছে।  ১৯৪১ সালে সেদেশে আত্মহত্যার হার সর্বোচ্চ ছিল। এরপর ২০০০ সালের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত এই হার উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০১৮ সালে দেশটিতে ৪৮ হাজার ৩০০ জন আত্মহত্যা করেন।  গত বছর এই হার ২০১৮ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ২০২২ সালে আমেরিকায় আত্মহত্যা করেন ৪৯ হাজার ৪৪৯ জন, যা বিগত বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। সিডিসির তথ্যানুসারে, ২০২২ সালে যারা আত্মহত্যা করেছেন, তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশই পুরুষ। এক বিবৃতিতে মার্কিন স্বাস্থ্য সচিব জেভিয়ার বেসেরা বলেছেন, ‘প্রতি ১০ জনের মধ্যে ৯ জন আমরিকান বিশ্বাস করেন যে তারা মানসিক স্বাস্থ্যগত সমস্যায় ভূগছেন। এই কারণেই এই তথ্য প্রকাশ করা হয়েছে।’

পার্সটুডে/বাবুল আখতার/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ