সেপ্টেম্বর ০২, ২০২৩ ১৫:৩৬ Asia/Dhaka

ক)  শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ২ সেপ্টেম্বর  (শনিবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ খবরগুলো শিরোনাম জানিয়ে দিচ্ছি।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • ছাত্রলীগের ছাত্রসমাবেশে শেখ হাসিনা-অশিক্ষিত-মূর্খদের হাতে দেশ পড়লে অগ্রগতি হবে না- প্রথম আলো
  • শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে- দৈনিক জনকণ্ঠ
  • জ্বালানি তেল আমদানি, পরিশোধন ও বিক্রির সুযোগ পাচ্ছেন উদ্যোক্তারা- দৈনিক কালেরকণ্ঠ
  • পেঁয়াজের সেঞ্চুরি, দাম কমছে না কোনো পণ্যেরই- দৈনিক নয়াদিগন্ত
  • ড. ইউনূসের পক্ষে বিশ্বনেতাদের বিবৃতি, অবস্থান জানাল সরকার- যুগান্তর
  • জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন: ইসি-দৈনিক মানবজমিন

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • রাজস্থানে তরুণীকে মারধরের পর নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো প্রকাশ্যে! বিজেপির খোঁচায় অস্বস্তি শাসক শিবিরে-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • বাড়বে ইডি-সিবিআইয়ের ‘অত্যাচার’, গ্রেপ্তারির জন্য তৈরি থাকুন, INDIA নেতাদের সতর্কবার্তা খাড়গের: সংবাদ প্রতিদিন
  • জি২০ সম্মেলনের দু’‌দিন আগেই ভারতে আসছেন বাইডেন, কেন?‌ – দৈনিক আজকাল

শ্রোতাবন্ধুরা এবার বাংলাদেশের কয়েকটি খবরের বিস্তুারিত

ছাত্রলীগের ছাত্রসমাবেশে শেখ হাসিনা-অশিক্ষিত-মূর্খদের হাতে দেশ পড়লে অগ্রগতি হবে না- প্রথম আলো

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, '১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত অল্প সময় পেয়েছিলাম, তখন বাংলাদেশের অনেক উন্নতি করেছি। ওই সময় খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। বলেছিল- ছাত্রদলই নাকি আওয়ামী লীগকে ধ্বংস করতে যথেষ্ট। আর সেখানে আমি ছাত্রলীগের হাতে দিয়েছিলাম খাতা এবং কলম। বলেছিলাম- পড়াশোনা করতে হবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ না হলে- কোনো আদর্শ বাস্তবায়ন করা যায় না। আর অশিক্ষিত-মূর্খদের হাতে দেশ পড়লে, সেই দেশের কোনোদিন অগ্রযাত্রা হতে পারে না।' গতকাল শুক্রবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণের এ সমাবেশের আয়োজন করা হয়।

 শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে- দৈনিক জনকণ্ঠ

শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন,  শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। শেখ হাসিনার কীর্তি মুছে দেয়ার চক্রান্ত চলছে এবং দেশে একটি অস্বাভাবিক সরকার বসানোর ষড়যন্ত্র চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। ওয়ান-এলিভেনের মতো অস্বাভাবিক সরকার বাংলার মাটিতে আমরা হতে দেব না।

তিনি বলেন, বিদেশি মুরব্বিদের ডাকছে, শেখ হাসিনাকে হটাতে। দরকার হলে আবার তত্ত্বাবধায়ক! আদালতের আদেশে তত্ত্বাবধায়ক মরে গেছে। সেটা কি আর জীবিত হবে? পার্লামেন্ট বিলুপ্ত হবে? সরকারের পতন হবে? কাদের বলেন, গণতন্ত্রকে বাঁচাতে খেলা হবে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে খেলা হবে৷ প্রস্তত হয়ে যান।

 জ্বালানি তেল আমদানি, পরিশোধন ও বিক্রির সুযোগ পাচ্ছেন উদ্যোক্তারা- দৈনিক কালেরকণ্ঠ

অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, পরিশোধন ও বিক্রির সুযোগ পাচ্ছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। দেশে জ্বালানি তেলের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সরকারি পর্যায়ের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের জ্বালানি খাতে সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পর মজুদ, পরিশোধন, পরিবহন ও বিপণন খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

বেসরকারি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পরিশোধিত জ্বালানি তেলের বিপণন শুরুর প্রথম তিন বছর উৎপাদিত ৬০ শতাংশ ডিজেল, পেট্রল, অকটেন, জেট ফুয়েল, ফার্নেস অয়েল কিনে নেবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পাশাপাশি জ্বালানি পণ্য রপ্তানিরও সুযোগ রাখা হয়েছে নীতিমালায়।

 ড. ইউনূসের পক্ষে বিশ্বনেতাদের বিবৃতি, অবস্থান জানাল সরকার- যুগান্তর

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ ১৬০ জন বিশ্বনেতা এবং নোবেলজয়ীর ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিতের বিবৃতির বিপরীতে নিজেদের অবস্থান জানিয়েছে সরকার। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বলেছে, গণতন্ত্র ও মানবাধিকারের প্রচারের অজুহাতে কোনো প্রকার পর্দাহীন হুমকি বাংলাদেশের জনগণকে আইনের শাসন বজায় রাখা থেকে বিরত করবে না। ‘নিপীড়ন বা হয়রানির’ অভিযোগগুলি এমন একটি প্যাটার্ন অনুসরণ করে যা মানবাধিকার এবং গণতন্ত্রকে একটি সমীচীন আবরণ হিসাবে ব্যবহার করে শিকার মানসিকতা থেকে উদ্ভূত বলে মনে হয়। চিঠিতে স্বাক্ষরকারীদের বাংলাদেশের গণতান্ত্রিক ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে অযৌক্তিক ইঙ্গিত দেওয়ার পরিবর্তে আইনের সীমার মধ্যে কাজ করার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে পরামর্শ দেওয়ার কথাও বলা হয়। সেখানে বলা হয়, রাজনৈতিক নেতৃবৃন্দসহ একদল আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং কিছু বাংলাদেশি নাগরিক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছেন যা বাংলাদেশ সরকারের নজরে এসেছে। খোলা চিঠিটিতে সুস্পষ্টভাবে তথ্যের সুস্পষ্ট ফাঁক আছে এবং এটি বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার অবমাননা।

 পেঁয়াজের সেঞ্চুরি, দাম কমছে না কোনো পণ্যেরই- দৈনিক নয়াদিগন্ত

নিত্যপণ্যের অস্থির বাজারে ক্রেতাদের দিশেহারা করেছে আরেক অত্যাবশ্যকীয় পণ্য পেঁয়াজ। সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়ে এক শ’ ছুঁয়েছে এই পণ্যটি। এ ছাড়া কোনো পণ্যেরই দাম কমার তথ্য নেই। সব কিছুই বাড়তি দামে বিক্রে হচ্ছে। এতে বাজারে গিয়ে ক্রেতাদের হাঁসফাঁস লেগে যাচ্ছে। প্রয়োজনীয় বাজারের তালিকা ছোট করে বাজার থেকে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। গতকাল শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।খিলগাঁও বাজারে গিয়ে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়তি। বেশির ভাগ সবজিই ৬০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। চালের দামও প্রতি কেজি ২-৩ টাকা বেড়েছে। বাজারে কম দামের কোনো মাছই পাওয়া যাচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর দাম কোনোভাবেই নাগালের ভেতরে আনা যাচ্ছে না। বাড়তি দামের কারণে অসহায় হয়ে পড়েছেন স্বল্প আয়ের ক্রেতারা

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

 রাজস্থানে তরুণীকে মারধরের পর নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো প্রকাশ্যে! বিজেপির খোঁচায় অস্বস্তি শাসক শিবিরে-দৈনিক আনন্দবাজার পত্রিকা

আদিবাসী তরুণীকে মারধর করে নগ্ন অবস্থায় হাটানোর অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। রাজস্থানের প্রতাপগড়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। অভিযোগ উঠেছে, ২১ বছর বয়সি ওই তরুণীকে প্রথমে বাড়ির বাইরে বার করে মারধর করেন তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির বাকি সদস্যেরা। এর পর নির্যাতিতা সাহায্যের জন্য চিৎকার করলে তাঁকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয় বলে অভিযোগ। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে রাজস্থানের রাজনৈতিক মহলে। সমাজমাধ্যমে ঘটনাটির নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার আশ্বাসও তিনি দিয়েছেন। অন্য দিকে, সে রাজ্যের মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গে ক্ষমতাসীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী গেরুয়া শিবির। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সম্প্রতি শ্বশুরবাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গেও বসবাস শুরু করছিলেন।

  জি২০ সম্মেলনের দু’দিন আগেই ভারতে আসছেন বাইডেন, কেন? – দৈনিক আজকাল

জি২০ সম্মেলনে যোগ দিতে দু’‌দিন আগেই ভারতে চলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে হতে চলেছে জি২০ সম্মেলন। তার দু’‌দিন আগেই ভারতে চলে আসছেন বাইডেন। সূত্রের খবর, জি২০ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর ভারতে আসছেন জো বাইডেন। এটাই বাইডেনের প্রথম ভারত সফর। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতের উদ্দেশে রওনা দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮ সেপ্টেম্বর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এরপর শনিবার ও রবিবার জি২০ সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে একাধিক ইস্যু নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রনেতারা।

বাড়বে ইডি-সিবিআইয়ের ‘অত্যাচার’, গ্রেপ্তারির জন্য তৈরি থাকুন, INDIA নেতাদের সতর্কবার্তা খাড়গের: সংবাদ প্রতিদিন

লোকসভা ভোট যত এগিয়ে আসবে, তত বাড়বে ইডি-সিবিআইয়ের সক্রিয়তা। ইন্ডিয়া জোটের বৈঠকে বিজেপি বিরোধী নেতাদের সতর্ক করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তাঁর দাবি, ইন্ডিয়া (INDIA) জোট যত সংগঠিত হবে, যত ঐক্যবদ্ধ হবে, তত বাড়বে এজেন্সির সক্রিয়তা। তত বাড়বে গ্রেপ্তারির আশঙ্কা। অতএব, সতর্ক থাকতে হবে। শুক্রবার ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেস (Congress) সভাপতি বলেন, ‘পাটনা এবং বেঙ্গালুরু বৈঠক দেখে বিজেপির আশঙ্কা বেড়েছে। তাই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে আক্রমণের মাত্রা বাড়ানো হবে। বিজেপির এই প্রতিহিংসার রাজনীতির মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’’ খাড়গের আশঙ্কা, আগামী দিনে এজেন্সির ‘অত্যাচার’ আরও বাড়বে। আদানি, মণিপুর, মূল্যবৃদ্ধির মতো ইস্যু থেকে নজর ঘোরাতে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে আরও সক্রিয় করতে পারে। তিনি বলছেন,”বাংলা, রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে যা যা হচ্ছে, সেগুলো ওরা সব জায়গায় শুরু করবে।#

 

পার্সটুডে/বাবুল আখতার/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ