সেপ্টেম্বর ০৩, ২০২৩ ১৮:২৩ Asia/Dhaka
  • একনজরে ৩ সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর

পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ৩ সেপ্টেম্বর (রোববার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর থাকবে দুটি খবরের বিশ্লেষণ। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • কারো সাথে যুদ্ধ চাই না, শান্তিতে থাকতে চাই : প্রধানমন্ত্রী- কালেরকণ্ঠ
  • নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চালালে কঠোর হস্তে দমন’- যুগান্তর
  • আগস্টে প্রবাসী আয় এসেছে ১.৫৯ বিলিয়ন ডলার, ছয় মাসের মধ্যে সর্বনিম্ন- ইত্তেফাক
  • ঢাকা উড়ালসড়কে যে কারণে নিষিদ্ধ অটোরিকশা ও মোটরসাইকেল- প্রথম আলো- প্রথম আলো
  • নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট-নীরবে ধ্বংস করা হচ্ছে একটি গণতন্ত্রকে, বাংলাদেশে কাঠগড়ায় মিলিয়ন মিলিয়ন মানুষ- মানবজমিন
  • নাশকতার মামলায় মির্জা ফখরুল-রিজভীর বিচার শুরু-দৈনিক নয়াদিগন্ত

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • ‘সাধারণ কৃষকের কন্যা থেকে ইসরোর বিজ্ঞানী, নিগারের তত্ত্বাবধানেই সূর্য জয়ে ছুটছে সৌরযান- দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ইন্ডিয়া জোটকে- পূবের কলম
  • হিন্দুত্বকে ঘৃণা করে ‘ইন্ডিয়া’, উদয়ানিধি স্ট্যালিনের মন্তব্যকে হাতিয়ার করে তোপ শাহ’র- সংবাদ প্রতিদিন

বিশ্লেষণের বিষয়:

কথাবার্তার প্রশ্ন (৩ সেপ্টেম্বর)

১. যে ওসিরা মার্কা বলে ভোট চান তাঁদের দিয়ে ‘শুদ্ধ’ নির্বাচন! দৈনিক প্রথম আলোর এ মতামত কলাম নিয়ে কী বলবেন?

২. ইসরাইলকে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে লেবানন এবং ফিলিস্তিনি নেতারা অঙ্গীকার ব্যক্তি করেছেন। পরিস্থিতি কী বদলে যাচ্ছে বলে মনে হয় আপনার?

হিন্দুত্বকে ঘৃণা করে ইন্ডিয়া, উদয়ানিধি স্ট্যালিনের মন্তব্যকে হাতিয়ার করে তোপ শাহর- সংবাদ প্রতিদিন

সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করে বিতর্কে জড়িয়েছেন তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়ানিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। ওই মন্তব্যকে রাজনৈতিক অস্ত্র করে রবিবার পালটা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বললেন, বিরোধী ইন্ডিয়া জোট আসলে ‘হিন্দুত্বকে ঘৃণা করে’। ওদের অস্তিত্বই হল ‘ঐতিহ্যের উপর হামলা’।

রবিবার ভোটমুখী রাজস্থানে রয়েছেন শাহ। দুঙ্গারপুরে বিজেপির পরিবর্তন যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানেই উদয়ানিধি স্ট্যালিনের মন্তব্যের বিরোধীতা করে অমিত শাহ অভিযোগ করেন, ‘ভোটব্যাংকের রাজনীতি’ করছে ইন্ডিয়া জোট। ‘তুষ্টিকরণে’র রাজনীতি করছে। ২০১০ সালে করা রাহুল গান্ধীর মন্তব্য ‘হিন্দুত্ববাদীরা লস্কর-ই-তইবার চেয়েও বড় আতঙ্ক’ প্রসঙ্গও টেনে আনেন শাহ।

উল্লেখ্য, সম্প্রতি ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়েছিলেন উদয়ানিধি। সেখানেই তিনি বলেন, ”কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে (Sanatana dharma) অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।”

সাধারণ কৃষকের কন্যা থেকে ইসরোর বিজ্ঞানী, নিগারের তত্ত্বাবধানেই সূর্য জয়ে ছুটছে সৌরযান- দৈনিক আনন্দবাজার পত্রিকা

সূর্যের উদ্দেশে বীরবিক্রমে রওনা হয়েছে ভারতের যে সৌরযান, তার সুতো বাঁধা এক মহিলা বিজ্ঞানীর হাতে।  শনিবারই সূর্যের রহস্যভেদের উদ্দেশে পাড়ি দিয়েছে ইসরোর আদিত্য-এল১। শ্রীহরিকোটার সতীশ ধওয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে যখন তাকে নিয়ে সফল ভাবে আকাশে উড়ল পিএসএলভি রকেট, তখন উত্তেজনায় জ্বলজ্বল করছিল তাঁর চোখ।

কিসের স্বপ্ন? যে স্বপ্ন গত ৩৬ বছর ধরে মনের ভিতর লালন করেছেন ওই মহিলা বিজ্ঞানী। এই স্বপ্ন এক অধরা সাফল্যকে ছুঁয়ে দেখার। গত ২ সেপ্টেম্বর সেই স্বপ্ন সবে সাফল্যের প্রথম পর্যায় পেরিয়েছে। যদিও ইতিমধ্যেই ওই সাফল্যের মাথায় জ্বলজ্বল করতে শুরু করেছে একটি নাম— নিগার শাজী।

নিগারই ইসরোর সেই মহিলা বিজ্ঞানী। ভারতের প্রথম সৌর-সফরের নেত্রীর শিরোপাও দেওয়া যেতে পারে তাঁকে। তিনি আদিত্য-এল১ সৌর অভিযানের প্রজেক্ট ডিরেক্টর।

পৃথিবী থেকে ১০ লক্ষ কিলোমিটার দূরে গিয়ে সূর্যকে ‘কাছ’ থেকে পর্যবেক্ষণ করবে ইসরোর এই সৌরযান। খোঁজ নেবে সূর্য সংক্রান্ত নানা খুঁটিনাটি অজানা তথ্যের। আর এই অভিযানেরই উৎক্ষেপণের সমস্ত কিছু নিজে দেখাশোনা করেছেন নিগার।

পৃথিবী থেকে ১০ লক্ষ কিলোমিটার দূরে গিয়ে সূর্যকে ‘কাছ’ থেকে পর্যবেক্ষণ করবে ইসরোর এই সৌরযান। খোঁজ নেবে সূর্য সংক্রান্ত নানা খুঁটিনাটি অজানা তথ্যের। আর এই অভিযানেরই উৎক্ষেপণের সমস্ত কিছু নিজে দেখাশোনা করেছেন নিগার।#

পার্সটুডে/বাবুল আখতার/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ