পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
একনজরে ৪ সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর
শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ৪ সেপ্টেম্বর (সোমবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ খবরগুলো শিরোনাম জানিয়ে দিচ্ছি।
ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:
- বিমানবন্দরে লকার থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় মামলা, জানা গেল আরও তথ্য-দৈনিক প্রথম আলো
- বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল যুক্তরাষ্ট্র- দৈনিক জনকণ্ঠ
- আকুর বিল পরিশোধে ২২ বিলিয়ন ডলারের নিচে নেমে যাবে রিজার্ভ- দৈনিক কালেরকণ্ঠ
- রফতানির আড়ালে ১০ প্রতিষ্ঠানের ৩০০ কোটি টাকা পাচার- দৈনিক নয়াদিগন্ত
- এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ২৪ ঘণ্টায় সাড়ে ১৮ লাখ টাকা টোল আদায়- যুগান্তর
- জামায়াতে বিভাজন নেই কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে যাবো না-দৈনিক মানবজমিন
কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম
- রাজ্যপালের সঙ্গে সংঘাত চরমে যেতে পারে! বোসের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার ভাবনা তৃণমূলের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
-
সমঝোতা করব না, দেশও ছাড়ব না: ইমরান খান-দৈনিক আজকাল
- বাংলার পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান, নামের তালিকা শিল্পপতিদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী: সংবাদ প্রতিদিন
- সৌরঝড় শুরুর ইঙ্গিত, বিদ্যুৎ ও মোবাইলের সঙ্গে বিপর্যস্ত হবে ইন্টারনেট পরিষেবাও– দৈনিক আজকাল
শ্রোতাবন্ধুরা এবার বাংলাদেশের কয়েকটি খবরের বিস্তুারিত
বিমানবন্দরে লকার থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় মামলা, জানা গেল আরও তথ্য-দৈনিক প্রথম আলো
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে ৫৫ কেজির বেশি সোনা চুরির ঘটনায় মামলা হয়েছে।
গতকাল রোববার রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোনা চুরির এই ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে গত শনিবার। তবে বিষয়টি জানাজানি হয় গতকাল। এই ঘটনায় শুল্ক বিভাগ একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ও গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুদ রানা যুগ্ম কমিশনারকে বিমানবন্দরের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ শাখার কাছে শুল্ক বিভাগের গুদামের মূল্যবান পণ্যসামগ্রী রাখার একটি স্টিলের আলমারির লকার ভাঙা বলে জানান। মাসুদ রানা যুগ্ম কমিশনারকে আরও জানান, প্রতিদিনের মতো আটক পণ্য গুদামে রেখে তিনিসহ চারজন রাত সাড়ে ১২টার দিকে শুল্ক বিভাগ ছেড়ে চলে যান। মামলায় আরও বলা হয়েছে, গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছ থেকে এমন সংবাদ পেয়ে ওই গুদাম পরিদর্শনে যান ঢাকা শুল্ক বিভাগের কমিশনার, অতিরিক্ত কমিশনার ও যুগ্ম কমিশনার। তাঁরা গিয়ে গুদামের একটি স্টিলের আলমারির লকার ভাঙা দেখেন। গুদামের পূর্ব পাশে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের বাতাস যে অংশ দিয়ে বের হয়, সেখানকার টিনের কিছু অংশ কাটা দেখতে পান।
আকুর বিল পরিশোধে ২২ বিলিয়ন ডলারের নিচে নেমে যাবে রিজার্ভ- দৈনিক কালেরকণ্ঠ
চলতি সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১.২ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের নিচে নেমে যাবে। এবার জুলাই-আগস্ট সময়ের জন্য সুদসহ এই আমদানি দায় পরিশোধ করতে হবে।আইএমএফ ঋণ চুক্তির শর্ত অনুযায়ী, সেপ্টেম্বরে দেশের নিট রিজার্ভের পরিমাণ হতে হবে ২৫.৩১ বিলিয়ন ডলার এবং ডিসেম্বরের শেষে হতে হবে ২৬ বিলিয়ন ডলার। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে আকু পেমেন্টের পর নিট রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের নিচে নামবে।
৩০ আগস্ট পর্যন্ত রিজার্ভ ২৩.০৬ বিলিয়ন ডলার ছিল। আমদানি বিল পরিশোধের পর ২১.৮৬ বিলিয়ন ডলারের কিছু বেশি অবশিষ্ট থাকবে। জুলাই-আগস্ট সময়ে আকু পেমেন্টের পূর্ববর্তী দুই মাসের তুলনায় ১০০ মিলিয়ন ডলার বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। আঞ্চলিক আমদানির ক্ষেত্রে ৯টি সদস্য দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার আর্থিক লেনদেন কাভার করে আকু পেমেন্ট গেটওয়ে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ২৪ ঘণ্টায় সাড়ে ১৮ লাখ টাকা টোল আদায়- যুগান্তর
সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গত ২৪ ঘণ্টায় ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকার টোল আদায় হয়েছে। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ টোল আদায় হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এ সময়ে এ পথে মোট ২২ হাজার ৮০৫টি যানবাহন চলাচল করেছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এএইচএম সাখাওয়াত আখতার জানিয়েছেন, বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেটের পথে ১২ হাজার ২৪২টি গাড়ি; কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ২ হাজার ৪২৫টি গাড়ি; বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৮৯২টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৫ হাজার ২৪৬টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে।
এদিকে উদ্বোধনের আগেই এক্সপ্রেসওয়েতে গাড়ি প্রতি নির্দিষ্ট অংকের টোল নির্ধারণ করা হয়। পাশাপাশি মূল এক্সপ্রেসওয়েতে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার এবং র্যাম্পে ৪০ কিলোমিটার গতিতে গাড়ি চলতে পারবে বলে এমন নির্দেশনা দেওয়া হয়।
জামায়াতে বিভাজন নেই কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে যাবো না-দৈনিক মানবজমিন
বর্তমান সরকারের অধীনে কোনো ভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি এটাও নিশ্চিত করেছেন যে নির্দলীয় কেয়ারটেকার সরকার ছাড়া জামায়াত কোনো নির্বাচনে যাবে না। মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জামায়াতে সংস্কারপন্থি বা সংস্কারবিরোধী বলে কোনো বিভাজন নেই বলেও দাবি করেন সাবেক এই এমপি। ডা. তাহের বলেন, আমাদের, এই দেশের মানুষের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একটাই বক্তব্য একটা সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন। যেখানে মানুষ তার মতামত ব্যক্ত করতে পারবে, তার ইচ্ছামতো ভোট দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে। এবং সেটি শুধুমাত্র একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনেই সম্ভব। বিএনপি’র সঙ্গে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের আন্দোলন এবং বিএনপি’র আন্দোলন জাতীয় কনসাসনেস হচ্ছে এই সরকারের পতন, পদত্যাগ এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এক্ষেত্রে সমস্ত জাতি ঐক্যবদ্ধ। কৌশলগত কারণে আমরা আমাদের প্ল্যাটফরম থেকে আন্দোলন করছি এবং বিএনপিসহ অন্য দলগুলো স্ব স্ব প্ল্যাটফরম থেকে আন্দোলন করছে।
বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল যুক্তরাষ্ট্র- দৈনিক জনকণ্ঠ
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ তাদের আগ্রহ ও মতামত প্রকাশ করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। দেশটি বিভিন্ন সময়ে বাংলাদেশের নিয়ে বার্তা দিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করছে। এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন করে বার্তা দিয়েছে আমেরিকা। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে ঢাকা মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচন নিয়ে একটি ভিডিও শেয়ার করে নতুন বার্তা দেওয়া হয়েছে।
ফেসবুকে দেওয়া সেই বার্তায় বলা হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ! ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, সফররত রিপাবলিকান ও ডেমোক্র্যাট কংগ্রেসম্যানের প্রতিনিধিরা দেশের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিনিধিরা সব রাজনৈতিক প্রচারণার জন্য সব দলকে সমান অধিকারের ওপর জোর দিয়েছেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সফররত রিপাবলিকান কংগ্রেসম্যানের প্রতিনিধি রিচ ম্যাককরমিক এবং ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দেশের প্রধান রাজনৈতিক দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সমগ্র বাংলাদেশের স্বার্থে সুস্থ, শান্তিপূর্ণ রাজনৈতিক সহযোগিতা এবং প্রতিযোগিতার মনোভাবকে উৎসাহিত করার ইঙ্গিত দিয়েছেন।
রফতানির আড়ালে ১০ প্রতিষ্ঠানের ৩০০ কোটি টাকা পাচার- দৈনিক নয়াদিগন্ত
তৈরি পোশাক রফতানির আড়ালে প্রায় ৩০০ কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। পাচারের সাথে জড়িত ১০টি প্রতিষ্ঠানকেও শনাক্ত করেছে সংস্থাটি। ফ্রান্স, কানাডা, রাশিয়া, স্লোভেনিয়া, পানামাসহ বিভিন্ন দেশে এই অর্থ পাচার করা হয়েছে।
এই ১০ প্রতিষ্ঠান হলো- প্রজ্ঞা ফ্যাশন লিমিটেড, ফ্যাশন ট্রেড, এমডিএস ফ্যাশন, হংকং ফ্যাশনস লিমিটেড, থ্রি-স্টার ট্রেডিং, ফরচুন ফ্যাশন, অনুপম ফ্যাশন ওয়্যার লিমিটেড, পিক্সি নিট ওয়্যারস লিমিটেড, স্টাইলাইজ বিডি লিমিটেড ও ইডেন স্টাইল টেক্স।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে শুল্ক গোয়েন্দা অধিদফতরের যুগ্ম পরিচালক শাসমুল আরেফিন খান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রফতানিকারক প্রতিষ্ঠানগুলো বিল অব এক্সপোর্ট জালিয়াতি করে অন্য রফতানিকারক প্রতিষ্ঠানের ইএক্সপি ব্যবহার করে পণ্য রফতারি করেছে। তারা বিল অব এক্সপোর্টের ২৪ নাম্বার কলামে নমুনার কোড ২০ ব্যবহার করেছে। এক্ষেত্রে কোনো অর্থ দেশে না এসে রফতানির অর্থ বিদেশে পাচার হয়েছে।
বাংলার পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান, নামের তালিকা শিল্পপতিদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী
ফের রাজ্য়ের পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। সোমবার ক্রেডাইয়ের রাজ্য সম্মেলনে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আবেদন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে হব। রাজ্যেই তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দ্রুত এই সদার্থক পদক্ষেপ করতে আবাসন শিল্পের ‘মাথা’দের কাছে আরজি জানান রাজ্য়ের ‘অভিভাবক’। পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা তৈরি করছে রাজ্য।
একইসঙ্গে এই সম্মেলন থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমার পরিবারকে হেনস্তা করা হচ্ছে। আমি জীবনে অন্য়ের টাকায় এক কাপ চাও খাইনি। তবু ইডি-সিবিআই পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরও হেনস্তা করা হতে পারে। কিন্তু ভয় পেলে চলবে না। সরকার আপনাদের পাশে আছে। সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্য়ু হয়েছে। কোথাও নির্মাণকার্য করতে গিয়ে প্রাণ গিয়েছে বহু শ্রমিকের। কোথাও আবার পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে। একের পর এক এধরনের ঘটনায় রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। এমতবস্থায় বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। বারবার আবেদন জানিয়েছেন তিনি। এমনকী, শিল্পপতিদের কাছেও আরজি জানিয়েছেন, যাতে রাজ্যের বিভিন্ন শিল্পে বাংলারই শ্রমিকদের ব্যবহার করা হয়। এদিনও তার ব্যতিক্রম হল না।
রাজ্যপালের সঙ্গে সংঘাত চরমে যেতে পারে! বোসের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার ভাবনা তৃণমূলের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনার ভাবনায় তৃণমূল। আগামী বৃহস্পতিবার বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিন। ওই দিন পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় অংশ নেবে তৃণমূল এবং বিজেপির পরিষদীয় দল। এখনও পর্যন্ত এই কর্মসূচি তৈরি রয়েছে। কিন্তু রাজ্যপাল যে ভাবে শিক্ষা দফতরের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছেন, তাতে এমন প্রস্তাব আসতেই পারে বিধানসভায়।
সম্প্রতি রাজ্যপালের আচরণ নিয়ে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব বিধানসভায় তাঁর বিরুদ্ধে প্রস্তাব আনা যায় কি না, সেই বিষয়টি খতিয়ে দেখেছে। বিধানসভা সূত্রে খবর, এখনও এই সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূল পরিষদীয় দলকে প্রকাশ্যে মুখ খুলতে নিষেধ করা হয়েছে। তবে গত জুলাই মাসে যখন বাদল অধিবেশন শুরু হয়েছিল, তখনই রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনতে চেয়েছিল তৃণমূল পরিষদীয় দলের একাংশ। কিন্তু শেষমেশ শীর্ষ নেতৃত্বের সম্মতি না মেলায় সে বার রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হয়নি বিধানসভায়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা যেতেই পারে বলে মনে করা হচ্ছে।
সৌরঝড় শুরুর ইঙ্গিত, বিদ্যুৎ ও মোবাইলের সঙ্গে বিপর্যস্ত হবে ইন্টারনেট পরিষেবাও– দৈনিক আজকাল
সৌরঝড় শুরুর ইঙ্গিত দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার। এর ফলে পৃথিবীতে বিদ্যুতের ব্যবস্থা, স্যাটেলাইট সংযোগ ও সার্বিক যোগাযোগের ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে বলে সতর্ক করেছে এই সেন্টার। সংস্থাটি জানিয়েছে, সৌরঝড়ের কারণে পৃথিবীতে আকাশে অদ্ভুদ সুন্দর অরোরাও দেখা যেতে পারে। তবে বিদ্যুতের সঞ্চালন লাইন, স্যাটেলাইট সংযোগ ও সার্বিক যোগাযোগের ব্যবস্থাও গতিগ্রস্ত হতে পারে। এবারের ঝড়টিকে মাঝারি মাত্রার (জি-১) উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, সূর্যের তীব্র বাতাসের ঘূর্ণিতে আঘাতপ্রাপ্ত হতে পারে পৃথিবী। এতে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে। বিশ্ব বর্তমানে এমন সব বৃহতাকারের সৌরঝড় মোকাবিলা করতে প্রস্তুত নয়। এই ঝড়ের কারণে সমুদ্রের তলার অপটিক ফাইবার বন্ধ হয়ে গিয়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের পরিস্থিতি তৈরি হতে পারে।
সৌরঝড়ের জেরে স্যাটেলাইট তরঙ্গ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার জেরে জিপিএস এবং মোবাইল তরঙ্গ বাধাগ্রস্ত হতে পারে। এর আগে ১৯৮৯ সালে সৌরঝড় আক্রান্ত করেছিল পৃথিবীকে। এর ফলে কানাডা প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। এই পরিস্থিতিতে নয়া সৌরঝড়ের প্রভাব নিয়ে আশঙ্কায় বিজ্ঞানীরা।
সমঝোতা করব না, দেশও ছাড়ব না: ইমরান খান-দৈনিক আজকাল
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তিনি কারাগার থেকে মুক্ত হওয়ার জন্য কোনও সমঝোতা করবেন না, আবার বিদেশেও যাবেন না।
তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে এই তথ্য জানিয়েছেন বলে সংবাদমাধ্যমের খবর। এর আগে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে ইমরান খান সমঝোতা করে বিদেশে যেতে রাজি হয়েছেন। দেশের বর্তমান অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পাকিস্তানের জনগণের চিন্তিত বলেও ইমরান খান জানিয়েছেন। পাকিস্তানের পাঞ্জাবের অ্যাটক কারাগারে ইমরান খান। সেখানে তাঁর সঙ্গে দেখা করার পর আইনজীবীরা এই কথা জানিয়েছেন। শনিবার কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর আইনজীবী শোয়েব শাহীন বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান যেকোনও চুক্তি বা সমঝোতার সম্ভাবনা বাতিল করেছেন এবং তিনি বিদেশেও যাবেন না বলে জানিয়েছেন। ইমরান খানের দাবি, তাঁর জনপ্রিয়তা নষ্ট করতেই ভিত্তিহীন প্রচার চালানো হচ্ছে।
আইনজীবীরা জানান, ইমরান খান বলেছেন বিদেশে তাঁর কোনও সম্পদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। এছাড়া পিটিআই চেয়ারম্যান পাকিস্তানে আগাম, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দাবি করেছেন এবং এই নির্বাচনকে ‘দেশের সমস্ত রাজনৈতিক, অর্থনৈতিক ও আর্থিক সঙ্কটের মহৌষধ’ বলে অভিহিত করেছেন। জাতির উদ্দেশে দেওয়া বার্তায় ইমরান খান দেশের জনগণকে তাঁদের অধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। #
পার্সটুডে/বাবুল আখতার/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।