সেপ্টেম্বর ০৬, ২০২৩ ১৭:৪০ Asia/Dhaka

পাঠক! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ৬ সেপ্টেম্বর (বুধবার) ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসকেন্দ্রীক খবর এবং কোলকাতার বাংলা দৈনিকগুলোতে ভারতের নাম পরিবর্তন সংক্রান্ত খবরকে  বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • দলছুট ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানের ভবিষ্যত নিয়ে প্রশ্ন: সমকাল
  • ড. ইউনূসকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি নিয়ে জাতিসংঘের উদ্বেগ: মানবজমিন
  • আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনূসের আশ্রয় নিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী-ইনকিলাব
  • সরকার পতন আন্দোলন ভিন্ন খাতে নিতে ড. ইউনূস ইস্যু আনা হয়েছে- ফখরুল: যুগান্তর
  • মহাকাশ গবেষণা থেকে সরিয়ে দেওয়া হলো কৃষিবিদ আবদুস সামাদকে: প্রথম আলো
  • এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চালুর পরিকল্পনা বিআরটিসির: ভোরের কাগজ

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  •  এবার 'প্রাইম মিনিস্টার অফ ভারত', দেশের নাম বদলের জল্পনা তুঙ্গে: আজকাল
  • রাষ্ট্রপতির পর PM of Bharat, বিতর্ক আরও উসকে দিল বিজেপি, সরব বিরোধীরা: সংবাদ প্রতিদিন
  • ‘ইন্ডিগো’ হবে ‘ভাগো’, দিল্লি হবে ‘বিল্লি’! ‘ইন্ডিয়া’ নাম পরিবর্তন নিয়ে মসকরা সোশ্যাল মিডিয়ায়: পূবের কলম
  • সংসদের বিশেষ অধিবেশন: কী কী বিষয়ে আলোচনা চান, মোদীকে চিঠি লিখে তালিকা দিলেন সনিয়া : আনন্দবাজার

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

দলছুট ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানের ভবিষ্যত নিয়ে প্রশ্ন: সমকাল

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বক্তব্য দিয়ে আলোচনায় থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়ার ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি এ পদে থাকতে পারবেন না, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে–এমন প্রশ্নই এখন নানা মহলে আলোচিত হচ্ছে। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছেন, ‘তিনি (ইমরান) শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আমরা বিষয়টি দেখব।’ অন্যদিকে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেছেন, ‘আমি নিশ্চিত উনি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এটি (বক্তব্য) দিয়েছেন।’

সোমবার হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। তিনি বলেন, ‘আমি মনে করি, ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তাঁর সম্মানহানি করা হচ্ছে এবং এটি বিচারিক হয়রানি।’ তাকে ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই করতে বলা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ড. ইউনূসকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি নিয়ে জাতিসংঘের উদ্বেগ: মানবজমিন

নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ক্রমাগত ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের তরফ থেকে দেয়া এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। এতে প্রফেসর ইউনূস সম্পর্কে বলা হয়, তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র্যবিমোচনে ভূমিকার জন্য পরিচিত। ওই বিবৃতিতে মানবাধিকার সংস্থা ‘অধিকার’র দুই নেতা আদিলুর রহমান খান ও নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে চলমান মামলাগুলো নিয়েও উদ্বেগ জানানো হয়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেন, প্রফেসর ইউনূস প্রায় এক দশক ধরে হয়রানি ও হুমকির মধ্যে রয়েছেন। তার বিরুদ্ধে বর্তমানে দুটি আলাদা বিচার চলছে, যাতে তার কারাদণ্ড হতে পারে। এরমধ্যে একটি হচ্ছে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আর দ্বিতীয়টি হচ্ছে দুর্নীতির অভিযোগে। যদিও প্রফেসর ইউনূস আদালতে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাবেন।

আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনূসের আশ্রয় নিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী-ইনকিলাব

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি অভিযোগ করছে যে- তাদের আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ আনা হয়েছে। আমি ইউনূসের প্রতি সম্মান রেখে জানাতে চাই- নোবেল পেলে কেউ কি আইনের ঊর্ধ্বে চলে যায়? তার শ্রমিকদের ৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি কি তা দিয়েছেন? বিএনপি আসলে আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনূসের আশ্রয় নিয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ড. জেবউননেছা রচিত ‘বেদনাতুর ১৯৭৫ আগস্টের শহীদদের আলেখ্য’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার পতন আন্দোলন ভিন্ন খাতে নিতে ড. ইউনূস ইস্যু আনা হয়েছে- ফখরুল: যুগান্তর

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এও বলেছেন, সরকার পতনের একদফা আন্দোলন ভিন্ন খাতে নিতে ড. ইউনূস ইস্যু সামনে আনা হয়েছে।

বুধবার সকালে রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য রক্তদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'ড. ইউনূসের ব্যাপারটা আমরা এভাবে দেখি, এখানে ব্যক্তিগত প্রতিহিংসার ব্যাপার রয়েছে। আরেকটা ব্যাপার আছে, এই মুহূর্তে এটাকে এত দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা; ইটস আ ডাইভার্সন অব দ্য মেইন ইস্যু। আমাদের প্রধান যে ইস্যুটা, সরকার পরিবর্তন করতে হবে, পদত্যাগ করতে হবে। সেটা ডাইভার্ট করার জন্য এটাকে সামনে নিয়ে এসেছে সরকার।'

মহাকাশ গবেষণা থেকে সরিয়ে দেওয়া হলো কৃষিবিদ আবদুস সামাদকে: প্রথম আলো

ভারতের চন্দ্র বিজয়ের পটভূমিতে বাংলাদেশের বিশেষায়িত প্রতিষ্ঠানের ব্যর্থতা নিয়ে আলোচনা–সমালোচনার মধ্যে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান আবদুস সামাদকে সরিয়ে দিয়েছে সরকার। তাঁকে জাতীয় সংসদ সচিবালয়ে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে স্পারসোর নতুন চেয়ারম্যান হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

গত ২৩ আগস্ট ভারত চাঁদে মহাকাশযান পাঠানোর পর বাংলাদেশের স্পারসো আলোচনায় আসে। ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ হচ্ছেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। অন্যদিকে বাংলাদেশের স্পারসোর চেয়ারম্যান আবদুস সামাদের পড়াশোনা কৃষিতে। প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তাকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের চেয়ারম্যান করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চালুর পরিকল্পনা বিআরটিসির: ভোরের কাগজ

অনুমতি থাকা সত্ত্বেও ঢাকার দ্রুতগতির উড়ালসড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) দিয়ে বাস-মিনিবাস চলাচলের আগ্রহ দেখা যাচ্ছে না।

কিন্তু কেন দ্রুতগতির উড়ালসড়কে বাস-মিনিবাস উঠছে না? সংশ্লিষ্ট বাস-মিনিবাস কোম্পানির মালিকেরা বলছেন, এই উড়ালসড়ক দিয়ে চললে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে না। মূলত, এ কারণেই দ্রুতগতির উড়ালসড়কে বাস-মিনিবাস উঠছে না।

তবে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি এই উড়ালসড়ক দিয়ে কিছু বাস চালু করা যায় কি-না, তা নিয়ে চিন্তাভাবনা করছে। কিন্তু সংস্থাটির একটি সূত্র বলছে, দ্রুতগতির উড়ালসড়কে বাস চালু করা লাভজনক হবে না।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

এবার 'প্রাইম মিনিস্টার অফ ভারত', দেশের নাম বদলের জল্পনা তুঙ্গে: আজকাল

জি-২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্রে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া'র বদলে 'প্রেসিডেন্ট অফ ভারত', সেই থেকে শুরু বিতর্ক।

'প্রেসিডেন্ট অফ ভারত'-এর পর এবার 'প্রাইম মিনিস্টার অফ ভারত'। রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রীর নতুন পরিচয়লিপি প্রকাশিত হতেই, দেশের নাম বদলের জল্পনা আরও বাড়ল। তবে কি লোকসভা নির্বাচনের আগেই দেশের নাম 'ইন্ডিয়া' থেকে 'ভারত' হতে চলেছে!

৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় ২০তম ‘আশিয়ান-ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই বিজেপির তরফে ইন্দোনেশিয়া সফর সংক্রান্ত নথি প্রকাশ করে প্রধানমন্ত্রীর নয়া পরিচয়লিপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যেখানে লেখা, 'প্রাইম মিনিস্টার অফ ভারত'। এরপরই শোরগোল শুরু।

রাষ্ট্রপতির পর PM of Bharat, বিতর্ক আরও উসকে দিল বিজেপি, সরব বিরোধীরা: সংবাদ প্রতিদিন

শিক্ষা, স্বাস্থ্যের মতো প্রাথমিক চাহিদা অন্তরালে। হিন্দুত্ব এবং জাতীয়বাদ নিয়ে সরগরম ভারতীয় রাজনীতি। নয়া অনুষঙ্গ ‘ভারত’ না ‘ইন্ডিয়া’! জি-২০ সম্মেলনে রাষ্ট্রপতির তরফে আমন্ত্রণপত্রে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ (President of Bharat)। যা নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তর্জা। মঙ্গলবারেই রাতেই উদয় হয়েছে ‘নয়া অবতার’ ‘দ্য প্রাইম মিনিস্টার অফ ভারত’। সৌজন্যে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র।

ইন্ডিগো হবে ভাগো, দিল্লি হবে বিল্লি! ইন্ডিয়া নাম পরিবর্তন নিয়ে মসকরা সোশ্যাল মিডিয়ায়: পূবের কলম

ভারত না ইন্ডিয়া’! স্বাধীনতার ৭৬ বছর পর দেশের ‘প্রকৃত’ নাম নিয়ে তৈরি হয়েছে সংশয়। জি-২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণে দ্রৌপদী মুর্মুকে ‘প্রেসিডেন্ট-অফ-ভারত’ সম্বোধনের পর থেকে শুরু হয়েছে জোর চর্চা। আমন্ত্রণপত্র’কে কেন্দ্র করে হুলস্থূল পড়ে গিয়েছে রাজনৈতিক মহল থেকে দেশের আমজনতার মধ্যে। ব্যতিক্রম নয় সোশ্যাল মিডিয়া। ভোটপণ্ডিত একাংশের মতে ‘ইন্ডিয়া’ জোটের নামকরণ নিয়ে ‘বড্ড ভয়’ পেয়েছে কেন্দ্রীয় শাসক দল।

এবার প্রশ্ন হল, দেশের নাম তো বদল হবে…। তার সঙ্গে পাল্লা দিয়ে কি বদল হবে প্রতিষ্ঠানগুলির নাম? সেটা যদি হয়ে থাকে তাহলে কি এবার থেকে ‘ইন্ডিয়া গেট’ হবে ‘ভারত দ্বার’। ইসরো হবে বিসরো। ‘ইন্ডিগো’ হবে ‘ভাগ’।

দিল্লি যেহেতু উর্দুর ‘দেহলজি’ বা ‘দেহালি’ শব্দের  অপভ্রংশ তাই এবার থেকে রাজধানীর নাম হক ‘বিল্লি’।  এছাড়া ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট হবে ভারত ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি হবে ভারত ইন্সটিটিউট অফ টেকনোলজি ইত্যাদি।

বিজেপি বিরোধী জোটের তাবড় রাজনীতিকরা ইতিমধ্যেই দেশের নাম বদলের জল্পনা ঘিরে কটাক্ষ করতে পিছপা হননি। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের দাবি, জোটের নামকরণ 'ইন্ডিয়া' হওয়ার পরেই, দেশের নাম বদলাতে চাইছে মোদি সরকার। আগামী ১৮-২২ ডিসেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। জল্পনা, দেশের নাম বদলের জন্য সংবিধান সংশোধনী বিল পাশের জন্যই সম্ভবত এই অধিবেশন ডাকা হয়েছে।

সংসদের বিশেষ অধিবেশন: কী কী বিষয়ে আলোচনা চান, মোদীকে চিঠি লিখে তালিকা দিলেন সনিয়া : আনন্দবাজার

সংসদের বিশেষ অধিবেশনে ৯টি বিষয় নিয়ে আলোচনা করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। ওই ৯টি বিষয় নিয়ে আলোচনা করার জন্য সময় বরাদ্দ করার আর্জিও জানানো হয়েছে ওই চিঠিতে। তবে আর্জি জানানোর পাশাপাশি সরকারকে নিশানা করে চিঠিতে বলা হয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা না করে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এর ফলে সংসদে কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে বিরোধী দলগুলি আঁধারে বলেও জানানো হয়েছে। সনিয়ার প্রস্তাবিত ৯টি বিষয়ের মধ্যে রয়েছে মূল্যবৃদ্ধি, মণিপুর সঙ্কট, এমনকি আদানি বিতর্কও।

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ