সেপ্টেম্বর ০৮, ২০২৩ ১৫:৪৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের সবগুলো পত্রিকায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদের বরখাস্ত হওয়া এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের খবর গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। তো আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলো তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ বরখাস্ত, প্রজ্ঞাপন জারি: মানবজমিন
  • লাভরভের বক্তব্য নিয়ে মির্জা ফখরুল, বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে-দৈনিক প্রথম আলো
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী–যুগান্তর।
  • অপহরণের ২ দিন পর ড্রেনে মিলল ছোট্ট সামিয়ার লাশ-কালের কণ্ঠ
  • নিবন্ধন না নিলে ২৬ হাজার কেজি স্কুল বন্ধের হুঁশিয়ারি- এ খবরটি দিয়েছে দৈনিক নয়াদিগন্ত

 

  • ভারতের শিরোনাম:
  • অখণ্ড ভারত অচিরেই বাস্তবায়িত হবে: ভগবত - দৈনিক পুবের কলম
  • সর্বনাশ হচ্ছে বাংলার, উপাচার্য নিয়ে মমতা-বোস কাজিয়ায় মন্তব্য চক্রবর্তীর – দৈনিক গণশক্তি
  • আনন্দবাজারের সাংবাদিক গ্রেফতারে সরব বিরোধীরা, আশ্বাস মমতার -আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! এবারে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ বরখাস্ত, প্রজ্ঞাপন জারি:- শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বিচারিক হয়রানির শিকার হচ্ছেন বলে মন্তব্য করে আলোচনায় আসা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেন।

আইন, বিচার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, The Bangladesh Law Officers order, এর ৪(১) অনুচ্ছেদ অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব এমরান আহম্মদ ভূঁইয়ার নিয়োগাদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাঁকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। এদিকে এমরান আহম্মদ ভূঁইয়া বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতিতে তিনি সই করবেন না। তিনি বলেন, ড. ইউনূসের সম্মানহানি করা হচ্ছে এবং এটা বিচারিক হয়রানি। আমি মনে করি, নোবেল বিজয়ী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ ১৬০ জনের বিবৃতি ঠিকই আছে। আমি ওনাদের বিবৃতির সঙ্গে একমত।

লাভরভের বক্তব্য নিয়ে মির্জা ফখরুল, বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, ঢাকা সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যে বক্তব্য দিয়েছেন, তাকে আশঙ্কাজনক বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশ ক্ষমতার প্রভাববলয়ের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এর জন্য দায়ী বর্তমান সরকার।

ল্যাভরভের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক

রুশ পররাষ্ট্রমন্ত্রী ২৪ ঘণ্টার সফরে ঢাকা এসেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন।

এই সফর বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সবচেয়ে আশঙ্কার কথা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসার পর থেকে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে একটা কথা স্পষ্ট হয়েছে, বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর ন্যায্যতার লড়াইয়ে, তাদের ক্ষমতার প্রভাববলয়ের একটা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে চলেছে। এর জন্য দায়ী বর্তমান সরকার। তারা অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী - শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, ঢাকায় সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে গণভবনে তারা বৈঠকে বসেন। বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ আমরা সব ক্ষেত্রে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছি।’ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ঢাকা ও মস্কোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কারণ ভারতের পর বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় রাশিয়ার সবচেয়ে বড় অংশীদার।

অপহরণের ২ দিন পর ড্রেনে মিলল ছোট্ট সামিয়ার লাশশীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, টাঙ্গাইলের সখীপুরে অপহরণের দুই দিন পর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। আজ দুপুর ১টায় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বনের ভেতর একটি ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অপহৃত হওয়ার কিছুক্ষণ পর মায়ের মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি অডিওবার্তা আসে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

নিবন্ধন না নিলে ২৬ হাজার কেজি স্কুল বন্ধের হুঁশিয়ারি:- শীর্ষক আলাদা দুটি খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, আগামী তিন মাসের মধ্যে সরকারের দেয়া শর্ত মেনে নিবন্ধন না নিলে ২৬ হাজার বেসরকারি বা কেজি স্কুল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। যদিও এর আগে কয়েক দফায় এ বিষয়ে বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন স্কুলগুলোকে সতর্ক করা হলেও কঠিন এবং কিছু অবাস্তব শর্তের কারণে নিবন্ধন নিতে পারেনি অনেক স্কুল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে বেসরকারিভাবে গড়ে ওঠা ব্যক্তি মালিকাধীন কিন্ডারগার্টেন (কেজি স্কুল) নিয়ন্ত্রণে নতুন বিধিমালা তৈরি করছে সরকার। যদিও স্কুলের মালিক পক্ষ বলছেন, নতুন এই বিধিমালা বা নিয়মনীতির আড়ালে মূলত কেজি স্কুলগুলো নিয়ন্ত্রণে চাপিয়ে দেয়া হচ্ছে সরকারি খড়গ।

এ দিকে গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফরিদ আহাম্মদ জানিয়েছেন, আমরা অনেক সময় দিয়েছি। এখন থেকে নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া কোনো প্রাথমিক বিদ্যালয় (বেসরকারি) চলবে না।

এবারে চলুন কোলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।

অখণ্ড ভারত অচিরেই বাস্তবায়িত হবে: ভগবত -শীর্ষক খবরে দৈনিক পুবের কলম লিখেছে, সম্প্রতি ভারতের নতুন পার্লামেন্ট ভবনে দেখা গেছে বর্তমান ভারতের নয়, বরং ‘অখণ্ড ভারত’-এর মানচিত্র। এতে অনেকেই অবাক হয়েছিলেন। নেপাল, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি রাষ্ট্রে এ নিয়ে খানিকটা সমালোচনাও হয়। কারণ, নয়া পার্লামেন্ট ভবনে ভারতের ওই মানচিত্রে এই দেশগুলিও অন্তর্ভুক্ত ছিল। যাই হোক,  ১৯৪৭ সালে ভারত বিভক্ত হলেও বরাবরই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বলে আসছে, তাদের লক্ষ্য ‘অখণ্ড ভারত’।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত

নাগপুরে ছাত্রদের এক সমাবেশে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেন, আগামী বছরগুলিতে ‘অখণ্ড ভারত’ বাস্তবে রূপায়িত হবে। তবে অনেকেই বলছেন, আরএসএস পার্শ্ববর্তী দেশগুলিকে নিয়ে ‘অখণ্ড ভারত’ প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করতে পারলে কিছুটা সুবিধাও হবে। মানচিত্রের ভেদরেখা মুছে গেলে যাতায়াত, ব্যবসা-বাণিজ্য সবকিছুরই সুবিধা হবে। তবে অন্যান্য দেশগুলি নিজেদের স্বতন্ত্র পরিচিতি, জাতীয়তাবোধ, ভাষা ও ধর্মসত্তা বিলুপ্ত করতে রাজি হবে কি না, তা এক বড় প্রশ্ন।

সর্বনাশ হচ্ছে বাংলার, উপাচার্য নিয়ে মমতা-বোস কাজিয়ায় মন্তব্য চক্রবর্তীর -শীর্ষক খবরে দৈনিক সংবাদ গণশক্তি লিখেছে, https://ganashakti.com/ শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃত্ব কায়েমের জন্য লড়ে যাচ্ছেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। এই লড়াইয়ের ফলে বাংলার সর্বনাশ হচ্ছে। গোটা দেশের কাছে বাংলার মান-মর্যাদা মাটিতে মিশে যাচ্ছে। বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের বোঝা উচিত বাংলার ক্ষতি হচ্ছে। বাংলার মানুষ এই সঙ্কট থেকে মুক্তি চাইছেন।’’ তিনি বলেছেন যে, শিক্ষায় এই পরিবেশ আসলে সুবিধা করে দেবে শিক্ষা ব্যবসায়ীদের।

আনন্দবাজারের সাংবাদিক গ্রেফতারে সরব বিরোধীরা, আশ্বাস মমতার শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, খড়্গপুরে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দেবমাল্য বাগচীকে গ্রেফতারের ঘটনায় সরব হল রাজ্যের বিরোধী শিবির। সাংবাদিক দেবমাল্যের জেল হাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাঁর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে কলকাতা প্রেস ক্লাব এবং জেলার একাধিক সাংবাদিক সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, প্রশাসন ‘সংবেদনশীলতা’র সঙ্গে বিষয়টি দেখবে। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের কাছে ঘটনার খোঁজও নিয়েছেন মুখ্যমন্ত্রী।

শ্রোতাবন্ধুরা কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ