সেপ্টেম্বর ০৯, ২০২৩ ১৮:৪৮ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ৯ সেপ্টেম্বর (শনিবার) ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে কোলকাতার বাংলা দৈনিকগুলোতে জি২০ সম্মেলনের খবরবাখবর বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • জি-২০ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে বাইডেনের সেলফি- ডেইলি স্টার
  • বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি হতাশার নদীতে হাবুডুবু খাচ্ছেধ  ওবায়দুল কাদের- ইত্তেফাক
  • ডিএজি এমরান প্রসঙ্গে গয়েশ্বর: ভিন্নমত সহ্য করতে না পারা আওয়ামী লীগের জন্মগত রোগ- মানবজমিন
  • গত ১৮ মাসে সব নির্বাচন স্বচ্ছ হয়েছে: ইসি আহসান হাবিব- সমকাল
  • ‘গায়েবি মামলা’ বলতে কোনো মামলা আছে কি না, জানা নেই: আইজিপি- প্রথম আলো

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • ইন্ডিয়া নয়, জি-২০ সম্মেলনে মোদির সামনে ভারত: আজকাল
  • জি-২০ সম্মেলনের ঘোষণাপত্রে স্থান পেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আলোচনায় সম্মতি- এইসময়
  • জি-২০ বৈঠক থেকেই রাষ্ট্রনেতাদের ‘সবকা সাথ, সবকা বিশ্বাস’, এর মন্ত্র শোনালেন মোদি- পূবের কলম
  • চিনকে টক্কর? মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতকে রেল ও বন্দরের মাধ্যমে জোড়ার চুক্তি চূড়ান্ত, অংশীদার আমেরিকাও- হিন্দুস্তান টাইমস

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

জি-২০ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে বাইডেনের সেলফি- ডেইলি স্টার

ভারতের নয়াদিল্লিতে চলমান জি-২০ শীর্ষ সম্মেলনস্থলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রধানমন্ত্রীর কন্যা এবং অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সম্পর্কিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদও সেলফির ফ্রেমে ছিলেন। ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিমেটিক অ্যাম্বাসেডরও সায়মা। ছবিতে তিন জনকে হাসতে দেখা গেছে।

বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি হতাশার নদীতে হাবুডুবু খাচ্ছেধ  ওবায়দুল কাদের- ইত্তেফাক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এতদিন বিএনপি জো বাইডেনের দিকে তাকিয়ে ছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে জো বাইডেনের ছবি দেখে বিএনপির এখন পশ্চাৎযাত্রা শুরু হয়েছে। তাদের নেতা-কর্মীরা বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি দেখে হতাশার নদীতে হাবুডুবু খাচ্ছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর জি-টুয়ান্টি সফর সফল হয়েছে। জো বাইডেনের নিজে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছেন। বিএনপির মিছিল আন্দোলনে জনগণ নাই,আমেরিকাও মুখ ফিরিয়ে নিয়েছে। বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করে আওয়ামী লীগ সবার সঙ্গে বন্ধুত্ব করতেই পছন্দ করে।

ডিএজি এমরান প্রসঙ্গে গয়েশ্বর: ভিন্নমত সহ্য করতে না পারা আওয়ামী লীগের জন্মগত রোগ- মানবজমিন

ভিন্নমতকে সহ্য করতে না পারা আওয়ামী লীগের জন্মগত রোগ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।

এর আগে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গয়েশ্বর। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার মার্কিন দূতাবাসে আশ্রয় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আওয়ামী লীগের নতুন রোগ নয়, জন্মগত  রোগ। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সমালোচনায় বিশ্বাস করে না, অন্যের অস্তিত্বে বিশ্বাস করে না তাদের আচরণ এর চেয়ে ভালো আশা করা যায় না। আর আজকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশ্রয় চেয়েছে, অনেকে তো দেশ থেকে পালিয়ে বিদেশে আশ্রয় নিয়েছে। সুতরাং এটার নিন্দা করে লাভ নেই। গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের এর পতন ঘটাতে হবে। সেই লড়াই আমরা করছি।

গত ১৮ মাসে সব নির্বাচন স্বচ্ছ হয়েছে: ইসি আহসান হাবিব- সমকাল

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ‘বিগত ১৮ মাসে প্রায় এক হাজার নির্বাচন হয়েছে। সে সব নির্বাচনে স্থানীয় জনপ্রতিনিধি ও ভোটাররা কোনো অভিযোগ করতে পারেনি। সব নির্বাচন স্বচ্ছ হয়েছে।’

শনিবার যশোরের ঝিকরগাছা উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘যশোরের সন্তান হিসেবে ঝিকরগাছাবাসীকে অগ্রাধিকার ভিত্তিতে এই স্মার্ট কার্ড প্রদান করলাম। স্মার্ট কার্ড নিয়ে ভোট দেবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন, যাকে খুশি তাকে নির্বাচিত করবেন।’

‘গায়েবি মামলা বলতে কোনো মামলা আছে কি না, জানা নেই: আইজিপি- প্রথম আলো

বগুড়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘গায়েবি মামলা’ বলতে কোনো মামলা আছে কি না, তা তাঁর জানা নেই। যদি কারও কোনো মামলার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে পুলিশকে জানাবেন। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

প্রথম আলোর একটি প্রতিবেদনে সম্প্রতি উঠে এসেছে সহিংসতা ও নাশকতার চেষ্টার অভিযোগ এনে জামালপুরে বিএনপির দুই হাজারের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে ৩৬ দিনে কমপক্ষে ৩০টি মামলা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী মতের লোকজনকে দমন করতে জেলায় জেলায় ‘গায়েবি’ মামলা করা অব্যাহত থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক এ কথা বলেন।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

ইন্ডিয়া নয়, জি-২০ সম্মেলনে মোদির সামনে ভারত: আজকাল

দেশের নাম বদল করে ইন্ডিয়ার পরিবর্তে ভারত করা নিয়ে বিতর্ক চলছে। যদিও এনিয়ে এখনও কোনও চূড়ান্ত ফয়সালা হয়নি। তারমধ্যে জি ২০ সম্মেলনের মূল পর্বের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনের ফলকে দেশের নাম উল্লেখ করা হল ভারত।  কয়েক সপ্তাহ আগেই ব্রিকস সম্মেলনেও নরেন্দ্র মোদির সামনে লেখা ছিল ইন্ডিয়া। জি ২০ মঞ্চকে ব্যবহার করে সরকারিভাবে দেশের নাম বদল করে ভারত রাখায় সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার।

জি ২০ সম্মেলনের নৈশভোজ পর্বে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে দেশের নাম প্রথম ভারত লেখা হয়। তারপরেই শুরু হয় বিতর্ক। রাজনৈতিক দল, ইতিহাসবিদ থেকে শুরু করে অন্যান্য দলের সঙ্গে আলোচনা না করে সরকারিভাবে দেশের নাম পরিবর্তন করায় কেন্দ্রের সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল। তারমধ্যে জি ২০ এর মত একটি আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম বদল সেই বিতর্কে ইন্ধন জুগিয়েছে। শনিবার সকাল থেকেই সামাজিক মাধ্যম এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে নরেন্দ্র মোদির সামনে ফলকে লেখা ভারত।

জি-২০ সম্মেলনের ঘোষণাপত্রে স্থান পেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আলোচনায় সম্মতি- এইসময়

দিল্লিতে জি-২০ সম্মেলনে সভাপতির ভাষণে সুখবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রস্তাব মতো জি-২০ সম্মেলনের ঘোষণাপত্রে স্থান পেতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সেই সঙ্গে প্রস্তাব নিয়ে আলোচনায় সহমত হয়েছে বলে জানান তিনি। তবে, ইউক্রেন যুদ্ধের মতো বিষয়টি নিয়ে ঘোষণাপত্রে কী বলা হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শনিবার সভাপতি ভারতের পক্ষ থেকে যৌথ ঘোষণাপত্রে রাশিয়া-ইউক্রেন বিষয়টি যুক্ত করা হয়। এরপর বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, দিল্লির কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং সকলের সহযোগিতায় কূটননৈতিক প্রস্তাবটি গৃহীত হয়েছে।

জি-২০ বৈঠক থেকেই রাষ্ট্রনেতাদের ‘সবকা সাথ, সবকা বিশ্বাস’, এর মন্ত্র শোনালেন মোদি- পূবের কলম

জি-২০ বৈঠকে প্রধানমন্ত্রীর মোদির স্বাগত বক্তব্যের শুরুতেই মরক্কোর ভূমিকম্পের ঘটনায় হতাহতদের প্রতি শোক জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমরা এই কঠিন সময়ে মরক্কোর পাশে আছি।’ সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি জি-২০-এর স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নের প্রধানকে তার আসন গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী বলেন, ভারতে ৬০টির বেশি শহরে ২০০টির বেশি বৈঠক হয়েছে জি-২০ নিয়ে। ভারতের প্রস্তাব ছিল আফ্রিকান ইউনিয়নকে যাতে জি-২০ এর সদস্যপদ দেওয়া হয়। পরে সবার সমর্থন নিয়ে আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট অধিবেশনে আসন গ্রহণ করেন। মোদির বক্তৃতায় সাম্প্রতিককালের চিত্র সহ করোনা মোকাবিলার প্রসঙ্গ ঠাঁই পায়। মোদি বলেন, এটা উপযুক্ত সময়।

দীর্ঘদিনের পুরনো চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করতে হবে আমাদের। বিশ্বে মানবতা এবং শান্তির প্রতীক হিসেবে নিজেদের সমস্ত দায়িত্বগুলি পালন করতে হবে। করোনা অতিমারির পর বিশ্বজুড়ে একটি বিশ্বাসের সংকট তৈরি হয়েছিল। যুদ্ধ সেই পরিস্থিতি সেই সংকটকে আরও বাড়িতে তোলে। যদি আমরা করোনাকে হারাতে পারি, তাহলে এই অবিশ্বাসের ছায়াকেও আমরা দূর করতে পারব। জি-২০ বৈঠক থেকে মোদির আহবান

চিনকে টক্কর? মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতকে রেল ও বন্দরের মাধ্যমে জোড়ার চুক্তি চূড়ান্ত, অংশীদার আমেরিকাও- হিন্দুস্তান টাইমস

জি ২০ এর মঞ্চ থেকে এক ঐতিহাসিক বড়সড় প্রকল্পে সংযুক্ত হল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএই (সংযুক্ত আরব আমিরশাহি), ইউরোপ। রেল, বন্দর, বাণিজ্য বৃদ্ধি, শক্তি, ডিজিটাল সংযোগ সম্পর্কিত এই প্রকল্পে হাতে হাত মিলিয়েছে ইউরোপ, আমেরিকা, ইউএই এবং ভারত। জানা গিয়েছে, জি২০ বৈঠকের ফাঁকে এই নিয়ে আলোচনা হয়েছে দেশগুলির মধ্যে। একথা জানিয়েছেন, মার্কিন প্রিন্সিপাল ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার।

শনিবার সংবাদিকদের সঙ্গে বৈঠকে ফিনার জানিয়েছেন যে পরিকাঠামোগত যে ফাঁক থেকে গিয়েছিল, তা এই প্রকল্পের হাত ধরে পূর্ণতা পেতে চলেছে। তিনি বলছেন, এই প্রকল্প, উচ্চমান, স্বচ্ছ্বতা সম্পন্ন, এবং মজবুত হতে চলেছে। তাঁর মতে, এই প্রকল্প কোনও চাপিয়ে দেওয়া ধরনের প্রকল্প নয়। বরঞ্চ এটি চাহিদার কথাকে মাথায় রেখেই করা হচ্ছে।

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

ট্যাগ