সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১৮:০৭ Asia/Dhaka
  • একনজরে ১৪ সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: ইসির কর্মশালায় বিশিষ্টজনেরা- প্রথম আলো
  • মানুষ যেন ভোট দেয়, সেই পরিবেশ তৈরি করুন: তৃণমূল জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী- সমকাল
  • গণতন্ত্র নেই, বিচার ব্যবস্থাও পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে: ফখরুল- যুগান্তর
  • ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা বাতিলের সুযোগ নেই: আইনমন্ত্রী- ডেইলি স্টার
  • অধিকারের আদিলুর-এলানের ২ বছরের কারাদণ্ড- মানবজমিন
  • আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেঁধে দিলো সরকার- ইত্তেফাক

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • অভিষেকের মতো ইডিকেও মৌখিক ‘রক্ষাকবচ’ দিল কলকাতা হাই কোর্ট! বারণ করা হল ‘হয়রান করতে’- আনন্দ বাজার
  • হজে যাওয়া মুসলিমদের পরিচয় হিন্দুই, বিস্ফোরক যোগী আদিত্যনাথ- সংবাদপ্রতিদিন
  • ভারতকে প্রথম সি-২৯৫ যুদ্ধ বিমান দিল স্পেন, ৪০টি তৈরি হবে 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের মাধ্যমে- আজকাল
  • কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত কর্নেল, মেজর ও ডিএসপি- পূবের কলম

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: ইসির কর্মশালায় বিশিষ্টজনেরা- প্রথম আলো

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পর গত দুটি জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। দলীয়করণের ফলে নির্বাচনপ্রক্রিয়ায় প্রশাসন ও পুলিশ গ্রহণযোগ্যতা হারিয়েছে। ফলে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেন, এমন পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আস্থার সংকট ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। এই নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

গতকাল বুধবার নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত কর্মশালায় বিশিষ্টজনেরা এমন মতামত দিয়েছেন। ‘দ্বাদশ সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক এই কর্মশালায় অংশ নেন সাবেক নির্বাচন কমিশনার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকারবিশেষজ্ঞ, সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত, সম্পাদক, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকেরা। তাঁরা নির্বাচন নিয়ে নিজেদের প্রত্যাশার পাশাপাশি নানা আশঙ্কা, বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক সমঝোতার মতো বিষয়ে মতামত দেন।

মানুষ যেন ভোট দেয়, সেই পরিবেশ তৈরি করুন: তৃণমূল জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী- সমকাল

অনাবাদি জমি চাষ, গাছ লাগানো, কমিউনিটি ক্লিনিকের খবরাখবর রাখা, মাদক ও সন্ত্রাসের দিকে বিশেষ নজর দেওয়াসহ তৃণমূল জনপ্রতিনিধিদের প্রতি একগুচ্ছ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘আপনারা তৃণমূলের জনগণের ভোটে নির্বাচিত সেবক। আপনারা যথাযথ দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জন করে এগিয়ে যাবেন। মানুষ যেন আবার ভোট দেয়, সে পরিবেশ তৈরি করবেন। আমরাও এটা চাই, আজকে যে দীর্ঘদিনের উন্নয়নের ফসল, এটা যেন অব্যাহত থাকে। কেউ যেন পিছিয়ে দিতে না পারে। বাংলাদেশের ভাবমূর্তি আমরা আরও উজ্জ্বল করে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াব।’

গণতন্ত্র নেই, বিচার ব্যবস্থাও পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে: ফখরুল- যুগান্তর

বর্তমান বিচার ব্যবস্থা পুরোপুরিভাবে ‘সরকারের মূল নিয়ন্ত্রণে’ চলে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‍বৃহস্পতিবার ইউনাইটেড ল‘ইয়ার্স ফ্রন্টের উদ্যোগে ‘কারেন্ট স্ট্যাইট অব জুডিশিয়ারি: এ টুল টু অপরেস দি ওপজিশন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা শুধু এটুকু বলতে চাই, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বিচার ব্যবস্থা যেটা আছে সেটাও পুরোপুরি তাদের (সরকার) হাতে মূল নিয়ন্ত্রণে চলে গেছে।

‘এটার কারণ আছে? কারণটা হচ্ছে, তারা (আওয়ামী লীগ) গণতন্ত্রে বিশ্বাস করে না। আমরা যে গণতন্ত্রের কথা বলছি, আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি সেই গণতান্ত্রিক রাষ্ট্র তো আওয়ামী লীগ বিশ্বাস করে না, শেখ হাসিনা বিশ্বাস করেন না। এজন্য করেন না, ১৯৭৫ সালে তারাই কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল।’

ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা বাতিলের সুযোগ নেই: আইনমন্ত্রী- ডেইলি স্টার

বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে গতকাল সংসদে সাইবার নিরাপত্তা বিল পাস হয়েছে। গেজেট প্রকাশ ও রাষ্ট্রপতির সইয়ের পর আইনটি কার্যকর হবে। সাইবার নিরাপত্তা বিল অনুযায়ী, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা চলতে থাকবে।

ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দায়ের করা মামলা বাতিলের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে গণফোরামের সংসদ সদস্য মুকাব্বির খানের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

এদিকে, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো সাইবার নিরাপত্তা আইনও 'বাক, মতামত ও সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে বাধা হয়ে থাকবে' বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটের শরীক ওয়ার্কার্স পার্টি।

আজ বৃহস্পতিবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, 'ডিজিটাল নিরাপত্তা আইনকে কিছুটা ঝাড়-পোছ করে সংসদে সাইবার নিরাপত্তা আইন নামে পাস করায় গভীর হতাশা প্রকাশ করেছে' বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো।

তাদের ভাষ্য, 'ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই এই আইনের অপব্যবহার ও অপপ্রয়োগের সুযোগ অবারিত রাখা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের কারণে এখন পর্যন্ত সাত হাজারের ওপর মামলা রয়েছে। নতুন আইনে সে সব মামলা রেহাই দেওয়া হয়নি, জীবন্ত রয়েছে।'

অধিকারের আদিলুর-এলানের ২ বছরের কারাদণ্ড- মানবজমিন

তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের ২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। এটা তথ্যপ্রযুক্তি আইনের প্রথম মামলা। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম। অপরদিকে আদিলুরের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া।

এদিকে মামলার রায় পর্যবেক্ষণ করতে বিভিন্ন দেশের দূতাবাস ও দেশি-বিদেশি গণমাধ্যম উপস্থিত ছিল। উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দও।

আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেঁধে দিলো সরকার- ইত্তেফাক

বাজার নিয়ন্ত্রণে প্রথম বারের মতো সরকার তিন কৃষি পণ্যের দাম বেঁধে দিয়েছে। সেগুলো হলো আলু, দেশি পেঁয়াজ ও ডিম। বেঁধে দেওয়া দাম এখন থেকে প্রতিটি ফার্মের ডিম ১২ টাকা, আলু খুচরা পর্যায়ে ৩৫ থেকে ৩৬ টাকা এবং দেশি পেঁয়াজের দাম হবে ৬৪ থেকে ৬৫ টাকা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশি এই দাম ঘোষণা করেন। তিনি বলেন, নির্ধারিত দামে এসব পণ্য বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিংয়ের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন এবং কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঠে কাজ করবেন। কেউ এর ব্যতয় করলে আইন অনুযায়ী দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

অভিষেকের মতো ইডিকেও মৌখিক রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট! বারণ করা হল হয়রান করতে- আনন্দ বাজার

নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল ইডি। কলকাতা হাই কোর্টে অভিষেকের রক্ষাকবচের আর্জির জবাবে তারা বলেছিল, কোনও কড়া পদক্ষেপ করা হবে না। বৃহস্পতিবার সেই ইডিই আদালতের দ্বারস্থ হয়েছিল নিজেদের ‘রক্ষাকবচ’ চেয়ে। হাই কোর্ট তাদের খালি হাতে ফেরায়নি। তবে পুরদস্তুর ‘রক্ষাকবচ’ও দেয়নি। অভিষেকের মতো ইডিকেও ‘মৌখিক আশ্বাসবাণী’ই দিয়েছে আদালত। আপাতত সেটিই ইডির একমাত্র ভরসা বলে মনে করা হচ্ছে।

হজে যাওয়া মুসলিমদের পরিচয় হিন্দুই, বিস্ফোরক যোগী আদিত্যনাথ- সংবাদ প্রতিদিন

ভারত থেকে হজ করতে মক্কায় যান যেসব মুসলিম, সৌদি আরবে তাঁদেরকেও হিন্দু বলেই পরিচয় দেওয়া হয়। সম্প্রতি এমনটাই দাবি করলেন খোদ যোগী আদিত্যনাথ । একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, হিন্দু বলতে এখানে কোনও বিশেষ ধর্মকে বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে ভারতের নিজস্ব পরিচয়কেই। আর সেই পরিচয়কেই সনাতন ধর্ম বলে এবার চিহ্নিত করলেন গেরুয়া শিবিরের এই নেতা। স্ট্যালিনপুত্র উদয়ানিধির সনাতন ধর্ম মন্তব্যে যে বিতর্ক শুরু হয়েছে, সেই ইস্যুতেই সনাতন ধর্মের সংজ্ঞা স্পষ্ট করলেন যোগী আদিত্যনাথ ।

ভারতকে প্রথম সি-২৯৫ যুদ্ধ বিমান দিল স্পেন, ৪০টি তৈরি হবে 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের মাধ্যমে- আজকাল

স্পেনের এয়ারবাস ডিফেন্স এবং স্পেস থেকে ভারতীয় বায়ু সেনার হাতে এল প্রথম সি২৯৫ বিমান।

ভারতীয় বায়ুসেনাকে শক্তিশালী করার লক্ষ্যে এগোচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। ১৩ সেপ্টম্বর সেই লক্ষ্যে প্রথম ধাপ পূরণ হল। ভারতের হাতে এল অন্যতম গুরুত্বপূর্ণ সি-২৯৫ বিমান। স্পেনের এয়ারবাস ডিফেন্স এন্ড স্পেসের হাত ধরে এই বিমান তৈরি হয়েছে। বুধবার স্পেনের সেভিলে এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীর হাতে প্রথম বিমানটি তুলে দেওয়া হয়।

ভারত সরকার ২০২১ সালের সেপ্টেম্বরে ২১,৯৩৫ কোটি টাকা খরচ করে ৫৬টি সি-২৯৫ বিমান কেনার জন্য এয়ারবাসের সাথে একটি চুক্তি চূড়ান্ত করেছিল। এই ৫৬টি বিমানের মধ্যে প্রথম ১৬টি সম্পূর্ণভাবে তৈরি করে দেবে এয়ারবাস এবং বাকি বিমানগুলি তৈরি করা হবে ভারতে। গুজরাতের ভাদোদরায় টাটার কারখানায় তৈরি হবে বাকি ৪০টি বিমান। অভ্র-৭৪৮ বিমানকে সরিয়ে তার জায়গা নেবে এই অত্যাধুনিক সি-২৯৫ বিমান। এটিই হবে কেন্দ্রীয় সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে প্রথম মহাকাশ প্রকল্প।

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত কর্নেল, মেজর ও ডিএসপি- পূবের কলম

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে শহিদ হলেন তিনজন নিরাপত্তা অফিসার। নিহতদের মধ্যে রয়েছেন ভারতীয় সেনার এক কর্নেল পদাধিকারী। এছাড়াও রয়েছেন সেনার মেজর এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এক সুপারিন্টেডেন্ট। কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগে এই ঘটনা ঘটেছে বলে খবর। গত মঙ্গলবার বিকেল থেকে জঙ্গি দমনের এক অভিযানে অংশ নেন এই অফিসাররা। সেই অভিযান চলাকালীনই নিহত হন তাঁরা। বুধবার রাত পর্যন্ত অনন্তনাগের ওই এলাকায় চলছে অভিযান।গুলিবিদ্ধ সেনা ও পুলিশদের আকাশপথে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। তাঁদের শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। শেষপর্যন্ত তিনজনেরই মৃত্যু হয়।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ