সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১৭:২৫ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১৬ সেপ্টেম্বর (শনিবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী- দৈনিক বাংলা
  • স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের- ডেইলি স্টার
  • নিজেরা বারবার বিদেশে চিকিৎসা নিলেও খালেদা জিয়াকে যেতে দিচ্ছে না- ফখরুল: যুগান্তর
  • সমাবেশে আ.লীগ নেতারা: ইউরোপীয় পার্লামেন্ট বিএনপির ভাষায় প্রস্তাব নিয়েছে: প্রথম আলো
  • ‘সাংবাদিকদের ওপর বাংলাদেশ সরকারের নিপীড়নে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন’- ইত্তেফাক
  • আদিলুর-নাসিরের কারাদণ্ডে ফ্রান্স ও জার্মানির বিবৃতি- সমকাল

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  •  কলকাতার পুর অধিবেশনে তৃণমূল-বিজেপি মারপিট, থামাতে গিয়ে হিমশিম খেলেন মেয়র ফিরহাদ- আনন্দ বাজার
  • বৃদ্ধ বাবা-মাকে না দেখলে দান করা সম্পত্তি ফেরত নেওয়ার অধিকার রয়েছে: হাইকোর্ট- পূবের কলম
  • লোকসভা নির্বাচনে কটা আসন পাবে বাম–কংগ্রেস?‌ তৃণমূল জানিয়ে দিল ইন্ডিয়া জোটে- হিন্দুস্তান টাইমস
  • সশস্ত্র বাহিনীর জন্য ৪৫ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের- আজকাল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী- দৈনিক বাংলা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে আগামী রোববার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়া নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রাবিরতির পর ফ্লাইটি ১৭ সেপ্টেম্বর (স্থানীয় সময়) রাত ১০টা ৫০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের- ডেইলি স্টার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শনিবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে মন্ত্রী ঢাকা ছাড়েন।

নিজেরা বারবার বিদেশে চিকিৎসা নিলেও খালেদা জিয়াকে যেতে দিচ্ছে না- ফখরুল: যুগান্তর

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। নিজেরা বারবার বিদেশে গিয়ে চিকিৎসা করালেও খালেদা জিয়াকে যেতে দিচ্ছে না এই সরকার।

শনিবার রংপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে তারুণ্যের রোডমার্চের উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যদি আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচনপরবর্তী সময় আন্দোলনকারী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।

সমাবেশে আ.লীগ নেতারা: ইউরোপীয় পার্লামেন্ট বিএনপির ভাষায় প্রস্তাব নিয়েছে: প্রথম আলো

বাংলাদেশের মানবাধিকারসংক্রান্ত বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবের সমালোচনা করেছেন আওয়ামী লীগের নেতারা। তাঁরা মনে করেন, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান বিদেশিদের বিভ্রান্ত করেছেন।

গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে আওয়ামী লীগের নেতারা সমালোচনামুখর হন। মন্ত্রী আব্দুর রাজ্জাক অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘আদিলুর রহমান হেফাজতে ইসলামের কর্মসূচিতে মৃত্যু নিয়ে মিথ্যাচার করেছেন। কিছু সুশীল সমাজের প্রতিনিধি, কিছু লবিস্ট, বিএনপি-জামায়াতের হয়ে তিনি (আদিলুর রহমান) মিথ্যা রিপোর্ট দেন।’

সাংবাদিকদের ওপর বাংলাদেশ সরকারের নিপীড়নে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন- ইত্তেফাক

সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ওপর সরকারের পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাথিউ মিলারের এ বক্তব্য তুলে ধরে বাংলায় পোস্ট করা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি, গণতন্ত্রে সাংবাদিকরা অপরিহার্য ভূমিকা পালন করেন। তাদের করা সংবাদ দুর্নীতির মুখোশ খুলে দেয় এবং জনসাধারণের জীবনকে প্রভাবিত করার মতো সব তথ্য জানার অধিকার রক্ষা করে। সাধারণ মানুষ প্রতিদিনের জীবনে যেসব সমস্যার মুখোমুখি হয়, সেসব বিষয়ে সাংবাদিকদের মানুষকে সচেতন করতে পারা দরকার। 

আদিলুর-নাসিরের কারাদণ্ডে ফ্রান্স ও জার্মানির বিবৃতি- সমকাল

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ড দেওয়ার বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছে ফ্রান্স ও জার্মানি।

শনিবার বাংলাদেশে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জা জানোভস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুই দেশের বিবৃতিটি পোস্ট করেছেন।

বিবৃতিতে বলা হয়, ফ্রান্স ও জার্মানি আইনের শাসনের পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও তারা সারাবিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকার রক্ষাকারীদের সমর্থন অব্যাহত রাখবে। বিবৃতিতে আদিলুর রহমান খান ও এ এস এম নাসিরউদ্দিন এলানের বিষয়ে বাংলাদেশের আদালতের রায়ে দুঃখ প্রকাশ করা হয়।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

কলকাতার পুর অধিবেশনে তৃণমূল-বিজেপি মারপিট, থামাতে গিয়ে হিমশিম খেলেন মেয়র ফিরহাদ- আনন্দ বাজার

নজিরবিহীন ঘটনা কলকাতা পুরসভায়। এ বার অধিবেশন কক্ষেই মারামারিতে জড়িয়ে পড়লেন তৃণমূল এবং বিজেপির কাউন্সিলরেরা। সেই মারামারি থামাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হল মেয়র ফিরহাদ হাকিমকে। কলকাতা পুরসভার ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন বলেই জানাচ্ছেন পুরসভার আধিকারিকদের একাংশ। ধুন্ধুমারকাণ্ড সামাল দিতে না পেরে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান ক্ষুব্ধ চেয়ারপার্সন মালা রায়। পরে যদিও পুর-সদস্যদের অনুরোধে ফিরে এসে অধিবেশনের কাজ পুনরায় শুরু করেন তিনি। সঙ্গে বিবাদমান কাউন্সিলরদের উদ্দেশে মালা বলেন, ‘‘অধিবেশন কক্ষ মারামারি করার জায়গায় নয়। এমন কাজ করতে চাইলে হয় নরদান পার্কে যান, নয় লেবুতলা পার্কে যান।’’

বৃদ্ধ বাবা-মাকে না দেখলে দান করা সম্পত্তি ফেরত নেওয়ার অধিকার রয়েছে: হাইকোর্ট- পূবের কলম

সিনিয়র সিটিজেনদের জন্য মাদ্রাজ হাইকোর্টের যুগান্তকারী রায়। ছেলেমেয়েদেরকে দান করে দেওয়া সম্পত্তি বৃদ্ধ বাবা-মা ফেরত চাইতে পারে। যদি দলিলে এসবের উল্লেখ নাও থাকে তাহলে আইন অনুযায়ী সম্পত্তি ফেরত চাওয়া যাবে।

দাতার কাছ থেকে সম্পত্তি নেওয়ার, পর যদি গ্রহীতা বৃদ্ধ অভিভাবক বা পিতা-মাতার মর্যাদাপূর্ণ জীবন নিয়ে বেঁচে থাকার দিকে খেয়াল না রাখে তাহলে সেই সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানাবেন দাতা। সেই সম্পত্তি যদি অন্য কোনওভাবে হস্তান্তর হয় তাহলেও ফেরত চাওয়া যাবে। হাইকোর্ট এ বিষয়ে মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অব পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস অ্যাক্ট ২০০৭ উল্লেখ করে জানায়, এই আইনের ২৩ ধারায় সিনিয়র সিটিজেনদের মর্যাদাপূর্ণ জীবনধারণের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

লোকসভা নির্বাচনে কটা আসন পাবে বামকংগ্রেস?‌ তৃণমূল জানিয়ে দিল ইন্ডিয়া জোটে- হিন্দুস্তান টাইমস

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বিজেপিকে ঠেকাতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ তৈরি হয়েছে। ইতিমধ্যেই তিনটি বৈঠক হয়ে গিয়েছে। আসন সমঝোতা এখানে একটা বড় বিষয়। সেখানে বাংলা থেকে কংগ্রেসকে দুটি আসন ছাড়া হবে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেসের উদ্দেশে তৃণমূল নেতৃত্বের বার্তা, তৃণমূল কংগ্রেস ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সম্ভাব্য ৩০টি আসন পাবে। আর বামেরা এই দুই আসনের মধ্যে বিবেচনা অনুযায়ী গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিক।

এদিকে আরও জানানো হয়েছে, যদি কংগ্রেস সিদ্ধান্ত নেয় যে, তারা তৃণমূলের হাত ধরবে সেক্ষেত্রে দু’টি আসন শুধু তাদেরই দেওয়া হবে। কিন্তু সেটা বাড়বে না। এই দুটি আসনের মধ্যে কংগ্রেস চাইলে একটি সিপিএমকে দিতে পারে। তাতে তৃণমূল কংগ্রেসের আপত্তি নেই।

সশস্ত্র বাহিনীর জন্য ৪৫ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের- আজকাল

সশস্ত্র বাহিনীর জরুরি যুদ্ধ সামগ্রী কেনার জন্য ৪৫ হাজার কোটি টাকার প্রস্তাবে স্বীকৃতি দিল প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই সমস্ত সামগ্রী  ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের অধীনে  ভারতীয় বিক্রেতাদের কাছ থেকে নেওয়া হবে যা ভারতীয় প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিয়ে যাবে। সুরক্ষা, গতিশীলতা, আক্রমণ ক্ষমতা বৃদ্ধি  ক্ষমতা বৃদ্ধির জন্য ডিএসি লাইট আর্মড বহুমুখী যান (এলএমভি) এবং সমন্বিত নজরদারি এবং টার্গেট সিস্টেম (আইএসএটি-এস) কেনার জন্যেও স্বীকৃতি দেওয়া হয়েছে । প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (ডিএসি) আর্টিলারি বন্দুক, রাডার স্থাপনের জন্য হাই মবিলিটি ভেহিকেল (এইচএমভি) বন্দুক বহনকারী যানবাহন ক্রয়ের জন্য অনুমোদন দিয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ