সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১৩:০০ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১৮ সেপ্টেম্বর (সোমবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • ৬ পণ্যের একটিরও সরকারি দর কেউ মানছে না: প্রথম আলো
  • খাবারের লিস্ট দিয়ে দেন, আমরা কী খাব, আর পারছি না রাষ্ট্র- ওমর সানী- জনকণ্ঠ
  • খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের: মানবজমিন
  • নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার উপায় নেই : নানক, আ. লীগের অধীনে নির্বাচন, শিয়ালের কাছে মুরগি দেওয়ার সমান : ফখরুল- কালের কণ্ঠ
  • তৃণমূল বিএনপির নেতৃত্বে আসছেন শমসের-তৈমূর- যুগান্তর
  • সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীর সাড়া কম- সমকাল

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  •  ‘বিশেষ অধিবেশন ছোট হলেও গুরুত্বপূর্ণ’, ঐতিহাসিক সিদ্ধান্তের ইঙ্গিত মোদির- সংবাদ প্রতিদিন
  • ‘জি২০-র সাফল্য কোনও ব্যক্তি বা দলের নয়’, বললেন মোদী- হিন্দুস্তান টাইমস
  • দেশ বাঁচাতে ‘ইন্ডিয়া’, রুখতে হবে দুর্নীতি, আদানির কাছে দেশ বিক্রি: চক্রবর্তী- গণশক্তি
  • রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের- আজকাল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

৬ পণ্যের একটিরও সরকারি দর কেউ মানছে না: প্রথম আলো

সরকার খুচরা বাজারে ছয়টি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে। যদিও নির্ধারিত দর কেউ মানছে না। বাজারে অভিযান চলছে। কিন্তু তাতেও নতুন দর কার্যকর করানো যাচ্ছে না। যেমন নির্ধারিত দর অনুযায়ী প্রতি কেজি আলু খুচরা বাজারে ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা দরে। বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার আলু, ডিম ও দেশি পেঁয়াজের দাম ঠিক করে দেয়। এর কোনোটিই বাজারে কার্যকর হয়নি। প্রায় প্রতি মাসেই বেঁধে দেওয়া হয় ভোজ্যতেল ও চিনির দাম। যদিও বাজারে দাম থাকে বেশি।

ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও সাবেক বাণিজ্যসচিব গোলাম রহমান প্রথম আলোকে বলেন, মুক্তবাজার অর্থনীতিতে দাম বেঁধে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। তবে ক্ষেত্রবিশেষে সেটা করতে হলে কতগুলো বিষয় বিবেচনায় নিতে হবে। তার একটা হলো মূল্যস্ফীতির লাগাম টানতে যেসব উপায়-উপকরণ আছে, তার সঠিক ব্যবহার করা। সেই কাজটা বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য করা কঠিন। এটা হতে হবে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে।

খাবারের লিস্ট দিয়ে দেন, আমরা কী খাব,আর পারছি না রাষ্ট্র- ওমর সানী: জনকণ্ঠ

রবিবার সকালে ফেসবুকে এমন একটি পোস্ট দেন দেশের চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। সেখানে তিনি লিখেন, ‘সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন, আমরা কী খাব—আর পারছি না রাষ্ট্র।’ হঠাৎ তাঁর এমন পোস্টের কারণ প্রসঙ্গে জানতে  চাওয়া হলে তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ বাঁচবে কীভাবে। খাবেটা কী? এমনটা তো ছিল না। কেন এমনটা হলো। বাধ্য হয়েই লিখলাম।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের: মানবজমিন

দীর্ঘ ৪০ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি জানান, ম্যাডামের সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করতে রোববার রাত সাড়ে ১১টায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী  ম্যাডামকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের হাসপাতালে  ভর্তি হয়েছেন। গতকাল তার স্বাস্থ্যের বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী গতকাল মানবজমিনকে জানান। আপাতত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে তিনি ভালো আছেন। কবে দেশে ফিরতে পারেন প্রশ্নে তিনি জানান, এটা নির্ভর করছে চিকিৎসার ওপর। কারণ হঠাৎ অসুস্থ হয়ে তাকে সিঙ্গাপুরে যেতে হয়েছে।

নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার উপায় নেই : নানক- কালেরকণ্ঠ

নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়া বা নিজেকে রক্ষা করার আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের পুড়ে যাওয়া কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রে বিশ্বাস করে বলেই যেকোনো মার্চ তারা (বিএনপি) করতে পারে।

আমি দোওয়া করি যেন এ রোডমার্চ শান্তিপূর্ণ থাকে। এই রোডমার্চ করতে করতে যেন বাংলাদেশের মানুষ নির্বাচন করে ফেলে। তাদের যা যা করণীয় শান্তিপূর্ণভাবে করুক। বিএনপি তাদের ভুল পথ ছেড়ে নির্বাচনের পথে এলে অভিনন্দন জানাব।

নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার, নিজেকে রক্ষা করার আর কোনো উপায় নেই।

আ. লীগের অধীনে নির্বাচন, শিয়ালের কাছে মুরগি দেওয়ার সমান : ফখরুল- কালেরকণ্ঠ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের দাবি একটাই, এক দফা দাবি। সেটা হলো, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দাও আর হাসিনা তুমি পদত্যাগ করো। কারণ তুমি সরকারে থাকলে কোনো দিন নির্বাচন সুষ্ঠু হবে না। সংসদ বিলুপ্ত করো, আর নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করো।

তারা (আওয়ামী লীগ) বলে কি, তারা থাকলেই নাকি ভালো নির্বাচন হয়। শিয়ালের কাছে মুরগি দিলে কী হয় জানেন না? উনিই হবেন আবার! আমরা তা হতে দেব না। আমাদের কথা পরিষ্কার, এখন এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি।

সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে। আসুন এখন আমরা সবাই জাগ্রত-ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ, দানবীয় মনস্টার যে সরকার আজকে জোর করে আমাদের বুকের ওপর চেপে বসেছে তাকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা মানুষের সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করি, দেশনেত্রীকে মুক্ত করি।’

তৃণমূল বিএনপির নেতৃত্বে আসছেন শমসের: তৈমূর- যুগান্তর

বিএনপির সাবেক নেতা প্রয়াত নাজমুল হুদা প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত কাউন্সিলে বিএনপির সাবেক, বহিষ্কৃত ও নিষ্ক্রিয় একঝাঁক নেতা আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রাজনৈতিক অঙ্গনে পরিচিত ও আলোচিত মুখ শমসের মবিন চৌধুরী ও অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার রয়েছেন। দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন- শীর্ষ দুই পদে এ দুই নেতা থাকছেন।

জানতে চাইলে তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা হুদা যুগান্তরকে বলেন, আমাদের দলে শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার যোগ দিচ্ছেন। তারা ভালো পদে থাকবেন বলে আশা করি। দলের গঠনতন্ত্রে চেয়ারম্যানের পাশাপাশি কো-চেয়ারম্যানের পদ থাকছে।

সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীর সাড়া কম- সমকাল

সর্বজনীন পেনশন স্কিম চালুর এক মাস পূর্ণ হয়েছে গতকাল বোববার। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে চারটি স্কিমের আওতায় এ কর্মসূচিতে গতকাল পর্যন্ত প্রায় ১৩ হাজার জন অন্তর্ভুক্ত হয়েছেন। এতে করে জাতীয় পেনশন কর্তৃপক্ষের কোষাগারে জমা হয়েছে প্রায় ৭ কোটি ৬৭ লাখ টাকা।

তবে  প্রবাসীদের অংশগ্রহণ তুলনামূলক অনেক কম। প্রবাসীদের আগ্রহী করে তুলতে আরও বেশি প্রচারের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অস্পষ্টতা দূর করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে গত শনিবার সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এ স্কিম থেকে যদি ভালো পরিমাণ টাকা ওঠে, তাহলে সরকার এখান থেকে ঋণ নিয়ে উন্নয়ন খাতে ব্যয় করবে। তাঁর এ বক্তব্য সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

বিশেষ অধিবেশন ছোট হলেও গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক সিদ্ধান্তের ইঙ্গিত মোদির- সংবাদ প্রতিদিন

বিশ্বকে নিজের শক্তি দেখিয়েছে ভারত। জি-২০ সম্মেলনে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে ওঠা থেকে শুরু করে চন্দ্রযানের সাফল্য-সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে আত্মবিশ্বাসী মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে জানালেন, ২০৪৭ সালের মধ্যেই ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে চাইছেন তিনি। বিশেষ অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, এই অধিবেশন আয়তনে ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ। কারণ একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বিশেষ অধিবেশনে।

‘জি২০-র সাফল্য কোনও ব্যক্তি বা দলের নয়, বললেন মোদী- হিন্দুস্তান টাইমস

পাঁচদিনের বিশেষ অধিবেশনে মোদী বলেন, ‘ভারত গর্বিত। যখন আমরা জি২০ সভাপতি ছিলাম, তখন আফ্রিকান ইউনিয়ন এর সদস্য হয়েছিল। আমি সেই আবেগময় মুহূর্তটি ভুলতে পারি না। যখন এই ঘোষণা করা হয়েছিল, আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট কথা বলার সময় ভেঙে পড়বেন। আপনি কল্পনা করতে পারেন যে ভারতের এত বড় আশা এবং প্রত্যাশা পূরণের অংশ ছিল। এটা ভারতের শক্তি যে আমরা সর্বসম্মত ভাবে ঘোষণাপত্র গ্রহণ করার বিষয়টি সম্ভব করেছি। আপনার সভাপতিত্বে P20 - G20 পার্লামেন্ট স্পিকার্সের শীর্ষ সম্মেলন হবে। তাতে আমাদের পূর্ণ সমর্থন আছে।’

স্পিকার ওম বিড়লাকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, আজ, আপনি সর্বসম্মতভাবে জি২০-র সাফল্যের প্রশংসা করেছেন... আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জি২০-র সাফল্য দেশের ১৪০ কোটি নাগরিকের। এটা ভারতের সাফল্য, কোনও ব্যক্তি বা দলের সাফল্য নয়... এটা আমাদের সকলের উদযাপনের বিষয়।

দেশ বাঁচাতে ‘ইন্ডিয়া’, রুখতে হবে দুর্নীতি, আদানির কাছে দেশ বিক্রি: চক্রবর্তী- গণশক্তি

বেশি দামে আদানি গোষ্ঠীর থেকে কয়লা কিনতে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলিকে। কেন্দ্রের বিজেপি সরকারই বাধ্য করছে। দেশের কয়লা উৎপাদন পর্যাপ্ত হলেও বিদেশ থেকে আদানির কয়লা বেশি দামে কেনায় ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ছে। বিদ্যুতের দাম ও বাড়বে চড়া হারে।

বিদ্যুৎ আইন সংশোধনী বিলের বিষয়ে এ কথা বলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি মনে করিয়েছেন যে কৃষক আন্দোলন এই বিল বাতিল করার দাবি জানিয়েছিল। বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’ কেন, ব্যাখ্যা করেছেন তিনি। রাজ্যভিত্তিক লড়াইয়ের ফারাকও ব্যাখ্যা করেছেন চক্রবর্তী।

রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের- আজকাল

আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির দুর্নীতির মামলায় রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

পাশাপাশি সি.আই.ডির আর্জি খারিজ করে এই দুর্নীতির ঘটনায় সিবিআই এবং ইডির তদন্তের নির্দেশও বহাল রাখা হয়েছে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার এই নির্দেশ দেন। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সিআইডিকে সিবিআইয়ের হাতে সমস্ত নথি তুলে দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। সময় মত যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সব নথি তুলে না দেওয়া হয় তাহলে স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

 

 

ট্যাগ