সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১২:২৭ Asia/Dhaka
  • একনজরে ২৫ সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২৫ সেপ্টেম্বর (সোমবার) ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া সংক্রান্ত খবর ও প্রতিবেদন বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। তবে ভারতে বাংলা দৈনিকগুলোতে ডেঙ্গি জ্বরের প্রকোপ বৃদ্ধি সংক্রান্ত খবরকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা: উৎকণ্ঠায় মাঠ প্রশাসন, আলোচনা সচিবালয়ে- সমকাল
  • ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে পিটার হাস, "সংখ্যা বিষয় নয়, ম্যাসেজটাই মূল"- মানবজমিন
  • ভিসা-নীতির প্রভাব শেয়ার বাজারে: ইত্তেফাক
  • শুধু যুক্তরাষ্ট্র নয়, দেশের মানুষও সরকারকে স্যাংশন দিয়েছে : মির্জা ফখরুল- নয়াদিগন্ত
  • জনগণের মতামতের ভিত্তিতে গণতন্ত্রের পথরেখা নির্ধারিত হবে: কাদের- বণিকবার্তা
  • নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন, তবু চলছে প্রস্তুতি: প্রথম আলো

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • ডেঙ্গি: অভিযোগ বিরোধীদের: মৃত্যু-তথ্যে 'লুকোচুরি'- আনন্দবাজার
  • ডেঙ্গি বাড়-বাড়ন্তের জের, রাত ৭টা পর্যন্ত খোলা পুরসভার স্বাস্থ্য কেন্দ্র
  • ‘স্পেনে যেতে পারেন কিন্তু মানুষের ব্যথা বোঝেন না’, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ অধীরের- সংবাদ প্রতিদিন
  • বিজেপি’র ভাষ্য ঘোরানোর খেলা ধরে ফেলেছে বিরোধীরা, বলছেন রাহুল- গণশক্তি

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা: উৎকণ্ঠায় মাঠ প্রশাসন, আলোচনা সচিবালয়ে- সমকাল

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়টি নিয়ে প্রশাসনের অভ্যন্তরে ব্যাপক আলোচনা চলছে। নির্বাচনে মাঠ প্রশাসনের সম্পৃক্ততা বেশি থাকায় তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠাও কাজ করছে বলে জানা গেছে। শীর্ষস্থানীয় যেসব কর্মকর্তার সন্তান ও পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে রয়েছেন, যারা গ্রিনকার্ডের জন্য চেষ্টা করছেন, তাদের বিষয়টিও আলোচিত হচ্ছে অন্যদের মুখে।

ঘোষিত ভিসা নীতির আওতায় বর্তমান এবং সাবেক কর্মকর্তা, সরকারি ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা পড়বেন।

ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে পিটার হাস, "সংখ্যা বিষয় নয়, ম্যাসেজটাই মূল"- মানবজমিন

নির্বাচনকে বাধা দেয়া বাংলাদেশি নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিষেধাজ্ঞা আরোপ শুরুর ঘোষণা দিলেও সেইসব বাংলাদেশির সংখ্যা প্রকাশ করে নি। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস অবশ্য বলছেন, এক্ষেত্রে সংখ্যা বিষয় নয়, মূল বিষয় হলো কি ম্যাসেজ দেয়া হয়েছে সেটি। নিজের এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল সহকর্মীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পিটার হাস। ভয়ভীতি ছাড়া কাজ করতে পারা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।

রবিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪’র এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত হাস বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে, এটি নিয়ে লুকোছাপা করার কিছু নেই। সেই সাথে গণতন্ত্র ও মানবাধিকার যে বাইডেন প্রশাসনের মূলনীতির কেন্দ্রে তাও স্মরণ করিয়ে দেন তিনি।  যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের প্রত্যাবাসন সমর্থন করে না, সমালোচকদের এমন দাবিকে অস্বীকার করেন তিনি।

ভিসা-নীতির প্রভাব শেয়ার বাজারে: ইত্তেফাক

যুক্তরাষ্ট্রের ভিসা-নীতি প্রয়োগ নিয়ে নানা গুজব ও অপপ্রচারের কারণে গতকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে। লেনদেন কমার পাশাপাশি এদিন ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর প্রথম দেড় ঘণ্টা সূচক ওঠানামার মধ্যে থাকলেও পরে বিক্রয় চাপে সূচকের বড় পতন হয়। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ২৮.৮১ পয়েন্ট কমে যায়।  অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩৬ পয়েন্টে অবস্থান করছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৬৮ পয়েন্টের বেশি। সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেন কমেছে ২০০ কোটি টাকার বেশি। গতকাল ডিএসইতে ৫০০ কোটি ৭৪ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭৩৫ কোটি ৩৫ লাখ টাকা।

শুধু যুক্তরাষ্ট্র নয়, দেশের মানুষও সরকারকে স্যাংশন দিয়েছে : মির্জা ফখরুল- নয়াদিগন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, দেশের মানুষও সরকারকে স্যাংশন দিয়েছে।

রোববার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আজ আগুন লেগেছে সরকারের, ১৬৫ জন নিয়ে আমেরিকা গেয়েছে, সেখানেই বসে থাকতেই ভিসা নীতির গুরুত্বরোপ করেছে। ভিসা নীতি নিশ্চয় কোনো দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয়। শুধু মার্কিন নয়, এ দেশের মানুষও স্যাংশন দিয়েছে এ সরকারকে।

জনগণের মতামতের ভিত্তিতে গণতন্ত্রের পথরেখা নির্ধারিত হবে: কাদের- বণিকবার্তা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের মতামতের ওপর ভিত্তি করেই দেশের গণতন্ত্রের পথরেখা নির্ধারিত হবে। তিনি বলেন, দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো অপতৎপরতাকে প্রতিহত করবে দেশের জনগণ।

সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আজ রোববার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ জনগণের ওপর আস্থা রেখেই সরকার পরিচালনা করে আসছে। জনগণই আওয়ামী লীগের একমাত্র শক্তি।

তিনি বলেন, আওয়ামী লীগ কোনো ভিসা নীতির প্রয়োগ বা নিষেধাজ্ঞার পরোয়া করে না। আওয়ামী লীগ পরোয়া করে দেশের জনগণকে। কোনো দেশের ভিসা নীতি বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রে কোনো প্রভাব রাখতে পারবে না।

নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন, তবু চলছে প্রস্তুতি: প্রথম আলো

নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে রাজনৈতিক বিরোধের কোনো মীমাংসা এখনো হয়নি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপিসহ বিভিন্ন দল ও জোট বর্তমান সরকারের অধীনে নির্বাচন না করার অবস্থানে অটল রয়েছে। নির্বাচনের পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। এমন পটভূমিতে অংশগ্রহণমূলক নির্বাচন এখনো অনিশ্চিত। তবে নির্বাচন কমিশন (ইসি) নিজেদের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী পুরোদমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

চলতি বছরের ডিসেম্বরের শেষে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট ও নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করার লক্ষ্যে ইসির প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। ইসি এখন হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ করছে। সারা দেশে ভোটকেন্দ্রের খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা চূড়ান্ত করার কাজ নিয়েও ব্যস্ত রয়েছে ইসি।

সচিবালয় এবং মাঠ প্রশাসনের একাধিক সাবেক ও বর্তমান কর্মকর্তার সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি-পরবর্তী পরিস্থিতি জানার চেষ্টা করেছে সমকাল। এর মধ্যে মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তারা তুলনামূলক বেশি উদ্বিগ্ন। অন্যদিকে সচিবালয়ে কর্মরতরা বলছেন, সচিবালয়ের গুটিকয়েক মন্ত্রণালয় ও বিভাগ সরাসরি নির্বাচনসংক্রান্ত কাজে যুক্ত। তাই বেশির ভাগ কর্মকর্তাই নিজেদের নিরাপদ মনে করছেন। তবে এসব বিষয়ে চাকরিরত কেউই নাম প্রকাশ করে কথা বলতে চাননি।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

ডেঙ্গি: অভিযোগ বিরোধীদের: মৃত্যু-তথ্যে 'লুকোচুরি'- আনন্দবাজার

পুজো যত এগিয়ে আসছে, এ বার ডেঙ্গি যেন তত ভয়াবহ আকার ধারণ করছে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন এলাকায়। ঘরে-ঘরে জ্বর। রক্তপরীক্ষার পরে অনেকের আসছে 'ডেঙ্গি পজিটিভ'-এর রিপোর্টও। কিন্তু বিরোধীদের অভিযোগ, এই পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হওয়ার পরিবর্তে কলকাতা পুরসভা তথা স্বাস্থ্য দফতর যেন তথ্য-পরিসংখ্যান ধামাচাপা দিতেই বেশি আগ্রহী। দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পারিষদ (স্বাস্থ্য) সঞ্জয় দাসের অবশ্য দাবি, “ঝোপ-জঙ্গল সাফাই থেকে শুরু করে মশা নিয়ন্ত্রণের কাজে জোর বাড়ানো হয়েছে। সচেতনতা বাড়াতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বাড়ি-বাড়ি গিয়ে প্রচারে।”

সংশ্লিষ্ট সূত্রে খবর, বেসরকারি হিসাব অনুযায়ী, রাজ্যে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গিতে মোট মৃতের সংখ্যা ৪৩। আক্রান্ত প্রায় ৩৭ হাজার। কলকাতা-সহ সারা রাজ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনার বিরাম নেই। অথচ চিকিৎসক মহলেরই  একাংশের অভিযোগ, মশাবাহিত এই রোগের মরসুম শুরুর সময় থেকেই আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান এবং বিভিন্ন তথ্য গোপনের চেষ্টা হচ্ছে। তাঁদের মতে, তার কার্যত হাতেনাতে প্রমাণ ডেঙ্গিতে ১০ বছরের ঈশানের মৃত্যু। স্বাস্থ্য দফতর এই ঘটনা ‘ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও, ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। স্থানীয় পুরপ্রতিনিধি বসুন্ধরা গোস্বামী বলেন, “ডেঙ্গিতে ছেলেটির মৃত্যুর দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে।”

ডেঙ্গি বাড়-বাড়ন্তের জের, রাত ৭টা পর্যন্ত খোলা পুরসভার স্বাস্থ্য কেন্দ্র

কলকাতায় ডেঙ্গির বাড়-বাড়ন্তের জের। রাত পর্যন্ত খোলা পুরসভার স্বাস্থ্য কেন্দ্র। সকাল থেকে রাত পর্যন্ত এবার খোলা থাকবে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলি। গরিব মানুষের চিকিৎসার জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের নির্দেশিকার পর, বদলে যেতে চলেছে কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলির চিকিৎসার সময়সীমা। সপ্তাহে তিন দিন সকাল থেকে বিকেল পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা। সপ্তাহে দুদিন রাত পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা।

রবিবারে ও চলবে পুরসভার মশা নিয়ন্ত্রণের জন্য কর্মসূচি। এক সপ্তাহে তিন দিন, সোম, বুধ ও বৃহস্পতিবার সকাল আটটা থেকে চারটে পর্যন্ত মিলবে পরিষেবা। মঙ্গল এবং শুক্রবার সকাল ১১ টা থেকে রাত সাতটা পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকবে। শনিবারেও স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকবে সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত। কলকাতা শহরের ডেঙ্গির আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই কারণে মশা নিয়ন্ত্রণের কাজ রবিবারেও করবে কলকাতা পুরসভা। রবিবারও কলকাতা পুরসভার স্বাস্থ্য পরিষেবায় ছুটি বাতিল।

'স্পেনে যেতে পারেন কিন্তু মানুষের ব্যথা বোঝেন না, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ অধীরের- সংবাদ প্রতিদিন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তাঁর সাফ বক্তব্য, উনি স্পেনে যেতে পারেন কিন্তু মানুষের ব্যথা বোঝেন না। বাংলায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির পরিস্থিতিতে কীভাবে বিদেশ চলে গেলেন মুখ্যমন্ত্রী, তা নিয়েকড়া ভাষায় সমালোচনার করেছেন। এছাড়া মাদ্রিদের বিলাসবহুল হোটেলে মুখ্যমন্ত্রীর থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ।

রবিবার মুর্শিদাবাদে সাংবাদিক বৈঠকে বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন। বলেন, ”আমরা আগে থেকেই সতর্ক করেছিলাম, আগস্ট-সেপ্টেম্বরে রাজ্যে ডেঙ্গু (Dengue) পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে। সরকারের উদাসীনতার জন্য এই পরিস্থিতি। অথচ এরই মধ্যে তিনি চলে গেলেন স্পেনে। তিনি স্পেন যেতে পারেন কিন্তু এখানকার মানুষের দুঃখ বোঝেন না।”

বিজেপির ভাষ্য ঘোরানোর খেলা ধরে ফেলেছে বিরোধীরা, বলছেন রাহুল- গণশক্তি

বিজেপি’র কৌশলের সঙ্গে যুঝতে শিখেছে বিরোধী দলগুলিকে। জনতার মূল সমস্যা থেকে মুখ ঘোরানোই হলো বিজেপি’র প্রধান কৌশল। সম্পদের বৈষম্য থেকে বেকারি বা মূল্যবৃদ্ধির মতো বিষয়ে সরব হওয়ার অবস্থানেই অনড় থাকবেন বিরোধীরা।

রবিবার দিল্লিতে একটি আলোচনা চক্রে যোগ দিয়ে এই পরিকল্পনা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, লোকসভা ভোটে বিজেপি যা চাইছে তা হবে না।

রাহুল বলেছেন, ‘‘বিরোধী দলগুলিও নতুন পরিস্থিতি মোকাবিলা করার মতো সক্ষম। বিজেপি’র কৌশলের সঙ্গে যুঝতে শিখেছে। সমন্বয় রেখেই কাজ করছেন বিরোধীরা। এই দলগুলিকে ভোট দেন দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ।’’

গান্ধীর দাবি, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় নিশ্চিত। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ে কংগ্রেস অবশ্যই জিতবে। তেলেঙ্গানায় হয় জয়ী হবে। রাজস্থানেও জয়ের খুব কাছাকাছি রয়েছে কংগ্রেস।’’

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ