'বাংলাদেশে দুটি নির্বাচন ছিল বিতর্কিত ও অনিয়মে ভরা'
'তলে তলে অনেক কিছু হচ্ছে'
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৫ অক্টোবর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- কবি আসাদ চৌধুরী আর নেই-প্রথম আলো
- কাদেরের উদ্দেশে ফখরুল-দিল্লি কি বলেছে জোর করে নির্বাচন করতে-মানবজমিন
- শঙ্কিত হওয়ার কিছু নেই: ড. ইউনূস-ইত্তেফাক
- বাংলাদেশে দুটি নির্বাচন ছিল বিতর্কিত ও অনিয়মে ভরা: অস্ট্রেলিয়ার ১৫ এমপি-যুগান্তর
- আইএমএফের শর্ত অনুযায়ী রিজার্ভ নেই, জানাল কেন্দ্রীয় ব্যাংক-কালের কণ্ঠ
কোলকাতার শিরোনাম:
- অভিষেককে এক ঘণ্টাও অতিরিক্ত সময় নয়! -আনন্দবাজার পত্রিকা
- শিক্ষিকাকে ধর্ষণ, ভিডিও তুলে ব্ল্যাকমেল! গ্রেপ্তার বেসরকারি স্কুলের মালিক- সংবাদ প্রতিদিন
- সিকিমে এখনও খোঁজ মেলেনি ২২ সেনা সহ ১০২ জনে-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১.পাবলিক খায় তাই তলে তলে ও খেলা হবে বলি। কথাটি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার সাম্প্রতিক একটা বক্তব্য প্রসঙ্গে। আর দৈনিক মানবজমিন এটি শিরোনাম আকারে তুলে ধরেছে। আপনার মন্তব্য কী?
২. কাস্পিয়ান সাগরে যৌথ নৌমহড়া চালাবে ইরান ও আজারবাইজান। তাহলে দু'দেশের সম্পর্কের উন্নতি হচ্ছে বলে কি মনে হয়?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
তলেতলে অনেক কিছু হচ্ছে, আমি যে কথা বলেছি, ভুল বলিনি: কাদের-প্রথম আলো
‘তলেতলে অনেক কিছু হচ্ছে’ বলে যে বক্তব্য দিয়েছিলেন, সেটি ভুল বলেননি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
গত মঙ্গলবার রাজধানীর আমিনবাজারের এক সমাবেশে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তলেতলে আপস হয়ে গেছে। আমেরিকার দিল্লিকে দরকার। দিল্লি আছে, আমরাও আছি। শেখ হাসিনা সবার সঙ্গে ভারসাম্য করে ফেলেছেন। আর কোনো চিন্তা নেই। যথাসময়ে নির্বাচন হবে।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এ বক্তব্য নিয়ে বেশ আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গত ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সময় তিনি বাংলাদেশের আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, তার ওপর গুরুত্বারোপ করেন বলে ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র জানায়। আজ সেই সাক্ষাতের প্রসঙ্গও তোলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গুজবসহ বিভিন্ন প্রসঙ্গ টেনে কাদের বলেন, ‘আমি কথাটা যা বলেছি, সেটি কি আপনারা অনুধাবন করছেন না? নিরাপত্তা উপদেষ্টার (মার্কিন) সঙ্গে যে বৈঠকটি, এই বৈঠকের বিষয়ে এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলেতলে অনেক কিছু হচ্ছে, আমি যে কথা বলেছি, আমি তো ভুল বলিনি।’ওবায়দুল কাদের আরও বলেন, ‘জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর কন্যা যে সেলফি তুলেছেন, তখনো তো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। তখনো তো কিছু কথা হয়েছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনো কাগজেও আসেনি, মিডিয়ায়ও আসেনি। তলেতলে আপস মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, বা সম্পর্ক ভালো আছে, সেটা বোঝাতে চেয়েছি।’ভারতের সঙ্গে সম্পর্ক প্রমাণিত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
মতামত-ভিসা নিষেধাজ্ঞা গুরুতর, সাংবাদিক নির্যাতন কী-প্রথম আলো
একই দিনের দুটি সংবাদ শিরোনাম, ‘৯ মাসে ২১৭ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার: আইন ও সালিশ কেন্দ্র’ এবং ‘পিটার হাসের বক্তব্য স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ, সমাবেশে সাংবাদিকনেতারা’। দুটো খবরই সাংবাদিকতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়ে। তবে একটি খবর, যাতে আছে সেই সাংবাদিকদের কথা, যাঁরা পেশাগত দায়িত্ব পালনের জন্য আঘাতপ্রাপ্ত হয়ে শারীরিক ক্ষতি অথবা গ্রেপ্তার ও মামলার কারণে হয়রানির শিকার হয়েছেন; আর অন্যটিতে ভবিষ্যতে কোনো গণমাধ্যমকর্মী যুক্তরাষ্ট্র যেতে চাইলে ভিসা না পাওয়ার কারণে তিনি বা তাঁর যে সম্ভাব্য ক্ষতি হতে পারে, তা নিয়ে আশঙ্কা।
সাংবাদিকদের নিপীড়ন-নির্যাতন ও হয়রানির বিষয়ে গবেষণার কাজ ও তা প্রকাশের দায়িত্ব পালন করেছে একটি মানবাধিকার সংগঠন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভিসারদুশ্চিন্তায় প্রতিবাদী হয়েছেন সাংবাদিকদের অপেক্ষাকৃত নতুন একটি প্ল্যাটফর্ম জাস্টিস ফর জার্নালিস্ট।
যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুসারে, বাংলাদেশের বর্তমান বা সাবেক কর্মকর্তা বা কর্মচারী, সরকারের সমর্থক এবং বিরোধীদলীয় সদস্যরা এই ভিসানীতির অন্তর্ভুক্ত থাকছেন, তেমনি এ ধরনের ব্যক্তিদের নিকটতম পরিবারের সদস্যরাও এর অন্তর্ভুক্ত হবেন। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী বলে যাঁরা অভিহিত করছেন, তাঁরা কি আসলে নিজেদের ভিসা নীতির আওতামুক্ত রাখার চেষ্টায় এর ভুল ব্যাখ্যা দিচ্ছেন? এতে করে যদি ছেলেমেয়েদের ভবিষ্যৎকে ঝুঁকিমুক্ত করা সম্ভব হয়।
কবি আসাদ চৌধুরী আর নেই-প্রথম আলো/ইত্তেফাক
বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি ও বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী আজ ৫ অক্টোবর স্থানীয় সময় রাত পৌনে তিনটার দিকে টরন্টোর অদূরে অশোয়া শহরে লে'ক রিজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বাংলাদেশে দুটি নির্বাচন ছিল বিতর্কিত ও অনিয়মে ভরা: অস্ট্রেলিয়ার ১৫ এমপি-যুগান্তর
বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার ১৫ এমপি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন দুটি বিতর্কিত ও অনিয়মে ভরা ছিল বলে তারা মত দিয়েছেন।দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজকে এক চিঠিতে এ আহ্বান জানান। গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী ব্যক্তিরা যেন অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে, তা নিশ্চিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তারা।
চিঠিতে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র একটি বিশেষ ভিসানীতি ঘোষণা করেছে।
ওই নীতি অনুযায়ী, বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়াকে দুর্বল করার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা সংস্থাগুলোর সদস্যদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আইএমএফের শর্ত অনুযায়ী রিজার্ভ নেই, জানাল কেন্দ্রীয় ব্যাংক-কালের কণ্ঠ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশকে দেওয়া ৪.৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল চলতি বছরের জুনের মধ্যে নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) ২৪.৪৬ বিলিয়ন ডলারে রাখা। তবে শর্ত অনুযায়ী সেই পরিমাণ রিজার্ভ রাখতে পারেনি বাংলাদেশ ব্যাংক।
গতকাল বুধবার (৪ অক্টোবর) আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন শর্ত পূরণের অগ্রগতি, সফলতা ও ব্যর্থতা তুলে ধরা হয়। বৈঠকে রিজার্ভের শর্ত পূরণে ব্যর্থতার কথাও জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানা যায়, আইএমএফের ঋণের যেসব শর্ত বাংলাদেশ ব্যাংকের পূরণ করার কথা, তার মধ্যে বেশির ভাগ শর্তই পূরণ হয়েছে। তবে যে পরিমাণ নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখার শর্ত দেওয়া হয়েছিল, সেই পরিমাণ রিজার্ভ রাখতে পারেনি বাংলাদেশ ব্যাংক।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
সিকিমে এখনও খোঁজ মেলেনি ২২ সেনা সহ ১০২ জনের-আজকালের এ খবরে লেখা হয়েছে, বৃহস্পতিবার সকালেও হড়পা বানে নিখোঁজ ২২ জন সেনা জওয়ানের সন্ধান মেলেনি। উল্লেখ্য, বুধবার সকালে ২৩ জন জওয়ানের নিখোঁজ হওয়ার খবর মিলেছিল। তাঁদের মধ্যে গতকাল রাতে এক জন জওয়ানকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। উদ্ধার হওয়া ওই জওয়ানের শারীরিক অবস্থাও আপাতত স্থিতিশীল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মেঘভাঙা বৃষ্টির জেরে সিকিমের লোনক হ্রদ ফেটে প্রবল হড়পা বানে জলস্ফীতি তিস্তায়। প্রচুর বাড়ি-ঘরের সঙ্গে সেনা ছাউনিও ভাসিয়ে নিয়ে গিয়েছে তিস্তা। দেশের বাকি অংশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই রাজ্য। বাংলা-সহ অন্য রাজ্যের ৩০০০ পর্যটক সেখানে আটকে পড়েছেন। এখনও পর্যন্ত নিখোঁজ আরও ১০২ জন। মৃত ১৪ জন।
সংবাদ প্রতিদিন পত্রিকার খবরে লেখা হয়েছে, গ্রেটার নয়ডার (Grater Noida) একটি বেসরকারি স্কুলের মালিকের বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। নির্যাতিতার দাবি, গত বেশ কয়েক মাস ধরে যৌন নির্যাতন চালাচ্ছিলেন অভিযুক্ত। নির্যাতনের ভিডিও তুলে তাঁকে ব্ল্যাকমেল করা হয় বলেও অভিযোগ। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে ওই বেসরকারি স্কুলের মালিককে গ্রেপ্তার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
অভিষেককে এক ঘণ্টাও অতিরিক্ত সময় নয়!-আনন্দবাজার পত্রিকা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইডি যা যা নথি চেয়েছিল, তা তাঁকে জমা দিতে হবে আগামী ১০ অক্টোবরের মধ্যে। কলকাতা হাই কোর্ট বৃহস্পতিবার বলল, নথিতে ইডি সন্তুষ্ট না হলে তারা আবার অভিষেককে ডেকে পাঠাতে পারবে। কিন্তু তার আগে তাঁকে অন্তত ৪৮ ঘণ্টা সময়ও দিতে হবে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৫