অক্টোবর ২২, ২০২৩ ১৩:১৯ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২২ অক্টোবর (রোববার) ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ সংক্রান্ত খবর ও প্রতিবেদন বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। তবে ভারতের বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। তারপর দুটো খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

প্রথমেই ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • এবার শরণার্থীশিবিরের মসজিদে ইসরায়েলের বিমান হামলা: কালেরকণ্ঠ
  • মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: বণিকবার্তা
  • ‘আমি নিজেও একজন জায়নবাদী’, বললেন বাইডেন- ইত্তেফাক
  • ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি: প্রথম আলো
  • ২৮ অক্টোবরের মহাসমাবেশ: বিএনপিকে অবস্থান-অবরোধের ‘সুযোগ দেবে না’ আ. লীগ-পুলিশ- ডেইলি স্টার
  • যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে ভারত-চীনের ওপর নির্ভরতা বাড়বে বাংলাদেশের: আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ- সমকাল

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • গাজার শিশুরা নাম লিখছে হাতের তালুতে: গণশক্তি
  • মণ্ডপে মণ্ডপে বিদ্যুৎ 'চুরি', ১২৮২টি পুজো কমিটিকে জরিমানা লাখ লাখ টাকার: হিন্দুস্তান টাইমস
  • স্বেচ্ছা নির্বাসনে ইতি, ভোট আসতেই পাকিস্তানে প্রত্যাবর্তন নওয়াজ শরিফের: সংবাদ প্রতিদিন
  • বিশ্বকাপে বাবরদের সমর্থনে স্টেডিয়ামের গ্যালারিতে বলা যাবে না ‘পাকিস্তান জিন্দাবাদ’-পূবের কলম

বিশ্লেষণের বিষয়

১. দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হবে তার নিশ্চয়তা কী? সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের বক্তব্য উদ্ধৃত করে এই শিরোনাম করেছে মানবজমিন। কী বলবেন আপনি?
২. লেবাননের হিজবুল্লাহ নেতা শেখ নাঈম কাসমে বলেছেন, “আমরা যুদ্ধে জড়িয়ে গেছি, গাজা হবে ইসরাইলি সেনাদের কবরস্থান।” এই ঘোষণা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কী?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

এবার শরণার্থীশিবিরের মসজিদে ইসরায়েলের বিমান হামলা: কালেরকণ্ঠ

অধিকৃত পশ্চিম তীরের একটি শরণার্থীশিবিরে বিমান হামলার ঘটনা ঘটেছে। আলজাজিরা জানিয়েছে, রবিবার ভোরের দিকে ইসরায়েলি বিমান হামলাটি চালানো হয় শরণার্থীশিবিরের একটি মসজিদে। ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় অন্তত একজন নিহত হয়েছেন ও কয়েকজন আহত হয়েছেন।

আর ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট অ্যাম্বুল্যান্স সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেনিন নামের ওই শরণার্থীশিবির। এখানকার আল-আনসার মসজিদের পাশে হামলা চালানো হয়েছে। চলতি বছরের শুরুতে ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযানের কেন্দ্রবিন্দু ছিল জেনিন। 

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: বণিকবার্তা

অতিরিক্ত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ব্যাটালিয়নের পাশাপাশি মধ্যপ্রাচ্যে একটি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (টিএইচএএডি) সিস্টেম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার (২১ অক্টোবর) এ তথ্য দিয়েছে পেন্টাগন।

স্বল্প ও মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করার মতো সক্ষমতা নিয়ে তৈরি টিএইচএএডি সিস্টেম।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, ওই অঞ্চলে মোতায়েনের জন্য অতিরিক্ত সেনা প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে কতজন তা তিনি নির্দিষ্ট করেননি।

আমি নিজেও একজন জায়নবাদী, বললেন বাইডেন- ইত্তেফাক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি বিশ্বাস করি না যে, ইহুদিবাদী হওয়ার জন্য আপনাকে ইহুদি হতে হবে। আমি নিজেও একজন ইহুদিবাদী। ইসরায়েল সফরকালে বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সঙ্গে সাক্ষাৎকালে বাইডেন এ কথা বলেন।

আইরিশ ক্যাথলিক বংশোদ্ভূত বাইডেন ইসরায়েলের প্রতি তার অনুরাগ প্রকাশে অতীতেও একই ধরনের শব্দ ব্যবহার করেছেন। বাইডেন মূলত ‘ইসরায়েলের বন্ধু’ হিসেবে পরিচিত। ইসরায়েলের সঙ্গে তার বন্ধন দীর্ঘদিনের। এই বন্ধনই ইসরায়েল-সম্পর্কিত নীতি ও চলমান সংঘাতে তিনি ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন।

২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি: প্রথম আলো

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। প্রতিটি জেলা ও উপজেলা থেকে পর্যাপ্ত কর্মী-সমর্থককে ঢাকায় আনতে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সামনের আন্দোলন-কর্মসূচি ঘিরে বিএনপির মাঠপর্যায়ের নেতাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ফেলারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন।

বিএনপির সূত্রগুলো বলছে, দলের নীতিনির্ধারকেরা মহাসমাবেশে ভালো লোকসমাগমের জন্য ঢাকার দিকে নজর দিচ্ছেন বেশি। তাঁরা আশা করছেন, রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে মহাসমাবেশে উল্লেখযোগ্যসংখ্যক উপস্থিতি হবে।

২৮ অক্টোবরের মহাসমাবেশ: বিএনপিকে অবস্থান-অবরোধের সুযোগ দেবে না আ. লীগ-পুলিশ- ডেইলি স্টার

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার পর কোনো ধরনের অবস্থান কর্মসূচি বা অবরোধের চেষ্টা করলে বিএনপিকে রাজপথ থেকে 'বিতাড়িত' করতে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্ভাব্য সব উপায়ের প্রয়োগ করবে বলে জানিয়েছে পুলিশ ও আওয়ামী লীগ সূত্র।

ক্ষমতাসীন দল এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বিএনপিকে মোকাবিলায় পরিকল্পনা তৈরি করেছে। কারণ, তাদের ধারণা, সমাবেশের পর সারাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করা, হরতাল ডাকা বা গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধসহ লাগাতার আন্দোলনে যেতে পারে বিএনপি।

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে ভারত-চীনের ওপর নির্ভরতা বাড়বে বাংলাদেশের: আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ- সমকাল

আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বলেছে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো যদি উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞার মতো আরও চাপ ও নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে ভারত ও চীনের ওপর বাংলাদেশের নির্ভরতা বাড়বে। সংস্থাটি বলছে, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংঘাতময় হতে পারে।

গত বুধবার ক্রাইসিস গ্রুপের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে চলতি অক্টোবর থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে সম্ভাব্য নানা সংঘাত ও সংকটের আশঙ্কার কথাও বলা হয়েছে।  

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

গাজার শিশুরা নাম লিখছে হাতের তালুতে: গণশক্তি

গাজার শিশুরা নাম লিখে রাখছে হাতের তালু, কবজি, পায়ে। নিজেদের নাম। প্রায় খেলার মতো।

ইজরায়েলের বোমাবর্ষণে ছিন্নভিন্ন হয়ে যাওয়া মৃতদেহের যাতে পরিচয় পাওয়া যায়। শত শত দেহে এমনভাবে বিকৃত হয়েছে যে পরিচয় পাওয়াই যায়নি। শিশুরাও জেনে গেছে, শরীরের কোনও অংশে নাম পাওয়া গেলে তাদের বাবা-মা জানবেন। একজন-দু’জন নয়, গাজা জুড়েই শরীরেই পরিচয় লেখার এই মর্মান্তিক খেলা চলছে।

মণ্ডপে মণ্ডপে বিদ্যুৎ 'চুরি', ১২৮২টি পুজো কমিটিকে জরিমানা লাখ লাখ টাকার: হিন্দুস্তান টাইমস

পুজোয় রাতভর আলোয় আলোকিত শহর কলকাতা থেকে একাধিক জেলা। বিভিন্ন মণ্ডপের বাইরে ও ভিতরে সাজানো হয়েছে লাইটিং দিয়ে। মণ্ডপ পর্যন্ত যাওয়ার রাস্তার দু'ধারেও লাইটিং আছে। তবে এরই মধ্যে অনেক পুজো কমিটিই বেআইনি ভাবে বিদ্যুতের লাইন টেনে মণ্ডপ সাজিয়েছেন বলে অভিযোগ।

দুর্গাপুজোর মণ্ডর সাজাতে অনেক কমিটিই নাকি বেআইনি ভাবে বিদ্যুতের লাইন টেনেছে। এই অভিযোগ উঠেছে হাজারের বেশি পুজোর বিরুদ্ধে। এই আবহে এই সব কমিটিকে জরিমানা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, বেআইনি ভাবে বিদ্যুৎ নেওয়ার অভিযোগে ১২৮২টি পুজো কমিটিকে জরিমানা করা হয়েছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে এই কমিটিগুলোকে।  

স্বেচ্ছা নির্বাসনে ইতি, ভোট আসতেই পাকিস্তানে প্রত্যাবর্তন নওয়াজ শরিফের: সংবাদ প্রতিদিন

আগামী বছর জানুয়ারি মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন। প্রত্যাশা মতো তার আগে দেশে ফিরলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পানামা দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর। এর পর থেকেই স্বেচ্ছায় নির্বাসনে ব্রিটেনে ছিলেন পাকিস্তানের চারবারের প্রধানমন্ত্রী। আদালতের রক্ষাকবচ পেতেই শনিবার দেশে ফিরলেন তিনি।

বর্তমানে তীব্র অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। ইমরান খান গদিচ্যুত হওয়ার পর নওয়াজের ভাই শাহবাজ ক্ষমতায় এলেও গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রিত্বে ইতি টানেন তিনি। মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার ভেঙে দেন শাহবাজ। এই সিদ্ধান্ত নওয়াজের দেশের ফেরার ইঙ্গিত ছিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, বছর শুরুতেই শাহবাজ বলেছিলেন, দাদাকে প্রাপ্য বুঝিয়ে দিতে চান তিনি। বাধা হয়ে দাঁড়াচ্ছিল নওয়াজের বিরুদ্ধে চলা দুটি দুর্নীতির মামলা। এর মধ্যেই গত বৃহস্পতিবার পাকিস্তানের একটি আদালত নওয়াজকে রক্ষাকবচ দেয়। আগামী ২৪ অক্টোবর অবধি তাঁকে গ্রেপ্তার করা যাবে না। এর পরেই ইমরানকে টক্কর দিতে প্রত্যাবর্তন ৭৩ বছরের নেতার।

বিশ্বকাপে বাবরদের সমর্থনে স্টেডিয়ামের গ্যালারিতে বলা যাবে না পাকিস্তান জিন্দাবাদ-পূবের কলম

মাঠে খেলা চলাকালীন স্টেডিয়ামের গ্যালারিতে বসে নিজের দেশের দলের সমর্থনে দর্শকদের গলা ফাটিয়ে সমর্থন জোগানোটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তবে ভারতে চলতে থাকা ওয়ানডে বিশ্বকাপে এই সুযোগ পাবেন না পাকিস্তানের সমর্থকরা। বিশ্বকাপে অংশগ্রহণকারি প্রতিটা দেশ, তাদের দলের সমর্থনে গলা ফাটাতে পারলেও, ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলতে নিষেধ করা হয়েছে পাক সমর্থকদের।

এমনিতেই ভারতে এসে খেলা দেখার ব্যাপারে ভিসা পেতে পাক ক্রিকেটার থেকে তাদের সাংবাদিকদের পাশাপাশি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সমর্থকদের। এখনও সেই ভিসা সমস্যায় আটকে রয়েছেন বহু পাকিস্তান সমর্থক। এই পরিস্থিতির মধ্যে ঘটে গেল নতুন এক ঘটনা। যেখানে গ্যালারিতে এক পাকিস্তানি সমর্থককে তার দেশের সমর্থনে স্লোগান দিতে বাধা দিয়েছেন বেঙ্গালুরুর এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচের মধ্যে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ