অক্টোবর ২৫, ২০২৩ ১১:১৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৫ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ইসরায়েল ‘নতুন মারণাস্ত্র’ ব্যবহার করছে, দাবি গাজার হাসপাতাল কর্তৃপক্ষের-প্রথম আলো
  • ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: লেবাননের ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত-ইত্তেফাক
  • সংঘাতের পথে রাজনৈতিক পরিস্থিতি সংলাপের উদ্যোগ নেই রাজপথেই ফয়সালা!-যুগান্তর
  • হামাসের হামলা শূন্য থেকে ঘটেনি: গুতেরেস, আপনি কোন পৃথিবীতে বাস করেন: ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী-ডেইলি স্টার বাংলা
  • গাজায় সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন মন্তব্য করায় জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি ইসরাইলের–মানবজমিন

কোলকাতার শিরোনাম:

  • গভীরভাবে উদ্বিগ্ন’, হামাস-ইজরায়েল সংঘর্ষে রাষ্ট্রসংঘে জানাল ভারত-সংবাদ প্রতিদিন
  • জাতগণনাকে ফের নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরআনন্দবাজার পত্রিকা
  • ইজরায়েলী সেনার শক্তিতে সন্দিহান আমেরিকাও-গণশক্তি

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

গাজা যুদ্ধ পরিস্থিতির খবর বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ার প্রধান খবর। এ সম্পর্কে প্রথম আলোর শিরোনাম- গাজায় আবারও অবিলম্বে যুদ্ধবিরতি চাইলেন জাতিসংঘ মহাসচিব। বিস্তারিত খবরে লেখা হয়েছে, 

গুতেরেসের পদত্যাগ দাবি ইসরাইলের

গাজায় আবারও অবিলম্বে যুদ্ধবিরতি চাইলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, হামলা চালিয়ে ও অবরোধ দিয়ে ফিলিস্তিনিদের ‘সম্মিলিতভাবে শাস্তি দেওয়া হচ্ছে’। এটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।দুই সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ‘চরম দুর্ভোগে’ পড়েছে গাজাবাসী উল্লেখ করে গুতেরেস বলেন, হামলা চালিয়ে ও অবরোধ দিয়ে ফিলিস্তিনিদের ‘সম্মিলিতভাবে শাস্তি দেওয়া হচ্ছে’। এটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ফিলিস্তিনিদের চরম দুর্ভোগ দূর করতে, মানবিক সহায়তা সহজে ও নিরাপদে বিতরণ করতে এবং হামাসের হাতে আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য আমার আবেদন পুনর্ব্যক্ত করছি।’

জাতিসংঘ মহাসচিব গুতেরেস

৭ অক্টোবর হামাসের হামলা ‘শূন্য থেকে হয়নি’ মন্তব্য করে গুতেরেস বলেন, ‘ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারত্বের শিকার হয়েছেন। তাঁরা তাঁদের ভূখণ্ড বসতিতে পরিণত হতে এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছেন। তাঁদের অর্থনীতি থমকে গেছে।

এই মানুষেরা বাস্তুচ্যুত হয়েছেন এবং তাঁদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তাঁদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে।’

এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি করা হয়েছে। সেই সঙ্গে আন্তোনিও গুতেরেসের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।

প্রথম আলোর মতামত কলামের শিরোনাম এরকম-মতামত

যাঁরা নৈতিকভাবে দেউলিয়া, তাঁরাই গাজায় নির্বিচার হত্যার পক্ষে। আর বিবিসি ও রয়টার্সের বরাত দিয়ে প্রথম আলো লিখেছে-এক দিনে এত মৃত্যু আগে দেখেননি গাজাবাসী।ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত নিমর্মতা–নৃশংসতায় একদিনে ৩০৫ শিশুসহ ৭০৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা প্রায় ৬ হাজারের কাছাকাছি। এ সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে !

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: লেবাননের ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত-এ শিরোনামটি ইত্তেফাকের।

সংঘাতের পথে রাজনৈতিক পরিস্থিতি

সংলাপের উদ্যোগ নেই রাজপথেই ফয়সালা!

সংলাপের উদ্যোগ নেই রাজপথেই ফয়সালা!-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, চলমান রাজনৈতিক সংকট সমাধানে আওয়ামী লীগ এবং বিএনপির ওপর সংলাপে বসার তাগিদ থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেই। যার যার অবস্থানে অনড় থেকে রাজপথেই নিজেদের শক্তি পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে দল দুটি। এতে পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। মাঠের প্রধান বিরোধী দল বিএনপি বলছে, আলোচনার এজেন্ডা হতে হবে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার নিয়ে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ চাইছে, ভোটগ্রহণ সংবিধান অনুযায়ী নির্বাচিত দলীয় সরকারের অধীনেই হতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আর ২ মাস যখন বাকি, তখন এই দুই বড় দলের মধ্যে বিদ্যমান অচলাবস্থা ভাঙার জন্য আবারও আলোচনায় বসার কথা সামনে এসেছে। কিন্তু এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেই কোনো পক্ষ থেকেই। আওয়ামী লীগ ও বিএনপি সংলাপের পথ একেবারে বন্ধ, তা বলছে না। তবে তারা নিজেরা সংলাপের দায়িত্ব নিতে রাজি নয়। বরং ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় পালটাপালটি সমাবেশের মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তার বিষয়টি জানান দিতে চায় দল দুটি। বিদ্যমান পরিস্থিতিতে সবার প্রশ্ন-তা হলে কী রাজপথেই ফয়সালা হবে।

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ

সংঘাত-সহিংসতার শঙ্কা করছেন আ.লীগের নেতারা।দলটির নীতিনির্ধারকরা মনে করছেন সরকারের শেষ সময়ে এসে এই মহাসমাবেশ হতে পারে বিএনপির মরণকামড়। 

আর প্রথম আলোর খবরে বলা হয়েছে, ২৮ অক্টোবর সামনে রেখে ‘আক্রমণাত্মক’ প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।সামনের দিনগুলোয় রাজপথের নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি আক্রমণাত্মক হওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র-মানবজমিন

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে বাংলাদেশের সব পক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে দেশটি। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর প্রশ্নের জবাবে এ কথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি ফের আসন্ন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যা গুরুত্বপূর্ণ, তাহলো সব পক্ষ যেন শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পারে। এর মধ্যে আছেন সরকারি কর্মকর্তারা, আইনপ্রয়োগকারীরা, রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, মিডিয়া এবং অবশ্যই ভোটাররা। ম্যাথিউ মিলারের কাছে মুশফিকুল ফজল আনসারী জানতে চান- ২৮শে অক্টোবর বিরাট রাজনৈতিক সমাবেশ করার কথা ঘোষণা করেছে বিরোধী দল। একে কেন্দ্র করে উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে। সমাবেশে বাধা দেয়ার পদক্ষেপ নিয়েছে শাসকগোষ্ঠী। এর মধ্যে রয়েছে গ্রেপ্তার, অভিযোগ গঠন, এমনকি এখন রাতের বেলায়ও বিচার করা হচ্ছে।আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী, ক্ষমতাসীনদের পক্ষ থেকে সহিংসতায় উস্কানি দেয়া হচ্ছে।

বিরোধী নেতাদের বিরুদ্ধে রাশিয়ান ইউরেনিয়াম ব্যবহারের হুমকি দেয়া হচ্ছে। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের বিষয়ে যুক্তরাষ্ট্র কী কোনো পদক্ষেপ বিবেচনা করছে? জবাবে ম্যাথিউ মিলার ওই মন্তব্য করেন। মুশফিক যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তার ইস্যু তুলে ধরেন। বলেন, সম্প্রতি রাষ্ট্রদূত পিটার হাস্‌ শুধু নিজের নিরাপত্তা নয়, দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত 

‘গভীরভাবে উদ্বিগ্ন’, হামাস-ইজরায়েল সংঘর্ষে রাষ্ট্রসংঘে জানাল ভারত-সংবাদ প্রতিদিন

দেখতে দেখতে প্রায় ৩ সপ্তাহ হতে চলল হামাস-ইজরায়েল সংঘর্ষের। এই পরিস্থিতিতে এবার রাষ্ট্রসংঘে মুখ খুলল ভারত। জানিয়ে দিল, ওই অঞ্চলের পরিস্থিতি এবং ব্যাপক প্রাণহানির ঘটনায় নয়াদিল্লি অত্যন্ত উদ্বিগ্ন।

রাষ্ট্রসংঘে (UN) ভারতের স্থায়ী সহযোগী প্রতিনিধি আর রবীন্দ্র বুধবার জানিয়েছেন, ”হামাস-ইজরায়েল যুদ্ধে (Israel-Hamas war) বর্তমান পরিস্থিতিতে বিপন্ন নিরপত্তা পরিস্থিতি ও বিপুল পরিমাণে সাধারণ নাগরিকের মৃত্যুতে ভারত গভীর উদ্বিগ্ন।” এদিন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, যার ভিতরে অন্তর্ভুক্ত প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্ন’ শীর্ষক খোলামেলা বিতর্কে অংশ নেওয়ার সময় রবীন্দ্রকে ওই কথা বলতে শোনা যায়।

ইজরায়েলী সেনার শক্তিতে সন্দিহান আমেরিকাও –গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ইজরায়েলের সামরিক বাহিনী এখনও গাজার মাটিতে ঢুকে পড়ার মতো তৈরি নয়। ইজরায়েলের প্রধান মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্রেরই এমন সন্দেহ রয়েছে।‘টাইমস অব ইজরায়েল’-র প্রতিবেদনে জানানো হয়েছে যে সে দেশের বিদেশমন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টকে এই মর্মে বার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। সোমবারই ইজরায়েল জানিয়েছিল যে ‘সীমিত মাত্রায় স্থলযুদ্ধ শুরু হয়েছে গাজায়’।

প্যালেস্তাইনের বিভিন্ন সূত্র দাবি করেছে যে মাটিতে ট্যাঙ্ক বা সেনা সরঞ্জাম পাঠিয়ে সুবিধা করতে পারেনি ইজরায়েল। হামাস পালটা আঘাত হেনেছে। হামাসের শক্তি এখনও কতটা রয়েছে তা আঁচ করতে পারছে না আমেরিকাও। 

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসন মনে করছে এই যুদ্ধে সামরিক লক্ষ্য কী তা ঠিক করতে উঠতে পারেনি ইজরায়েল। গাজার মাটিতে ঢুকে পড়ে পুরোপরি দখল নেওয়া যদি লক্ষ্য হয়, তবে তার জন্য প্রস্তুত নয় ইজরায়েলের সেনা আইডিএফ। এই মর্মে প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকার সংবাদ প্রতিষ্ঠান ‘দ্যা নিউ ইয়র্ক টাইমস’-ও।

মোদি-রামমন্দির

জাতগণনাকে ফের নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে বিজয়া দশমীর দিনে রামলীলা অনুষ্ঠানের মঞ্চ থেকেই জানুয়ারিতে রামমন্দির উদ্বোধনের আবেগ উস্কে দিতে সচেষ্ট হলেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর ঘোষণা, আগামী রামনবমী পালিত হবে অযোধ্যার নতুন রামমন্দিরে। এ দিনই সরসঙ্ঘচালক মোহন ভাগবত আরএসএসের বিজয়া দশমীর অনুষ্ঠানের মঞ্চ থেকে জানিয়েছেন, অযোধ্যায় নতুন রামমন্দিরের দরজা খুলবে ২২ জানুয়ারি। সেই একই দিনে মোদীর রামমন্দির নিয়ে এই বক্তব্য তাই আরও বেশি তাৎপর্যপূর্ণ ঠেকেছে রাজনৈতিক মহলের কাছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৫

ট্যাগ