অক্টোবর ২৮, ২০২৩ ১৬:১৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৮ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • কাকরাইলে সংঘর্ষ, বিএনপির সমাবেশ পণ্ড -বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম
  • আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি-ইত্তেফাক
  • টান টান উত্তেজনা ও নানা শঙ্কা-যুগান্তর
  • নয়াপল্টন থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ-ডেইলি স্টার বাংলা
  • হামলা-সংঘর্ষ: কাকরাইল, বিজয়নগর, নয়াপল্টন রণক্ষেত্র–মানবজমিন
  • বিএনপি ফাউল করেছে, ওদের লাল কার্ড দেখাতে হবে : সেতুমন্ত্রী
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাঠিসোঁটা বাঁশ কাঠ হাতে আওয়ামী লীগের শোডাউন-প্রথম আলো

কোলকাতার শিরোনাম:

  • ২০ কোটি টাকা চাই’, খুনের হুমকি দিয়ে ই-মেল পেলেন মুকেশ আম্বানি-সংবাদ প্রতিদিন
  • ‘অভিষেকের আন্দোলনের অভিমুখ ঘোরাতে হয়রানি’!-আনন্দবাজার পত্রিকা
  • রেশনের খাদ্য পাচার করে বিপুল সম্পত্তি-গণশক্তি

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বিএনপির মহাসমাবেশে পণ্ড

বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ  বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং সরকারি দল আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে। বিরোধী দলগুলোর সরকার পতনের দাবিতে মহাসমাবেশ আর পাল্টা সরকারের শান্তি ও উন্নয়নের দাবিতে সমাবেশ। দেশের সব জাতীয় দৈনিজগুলোর আজ প্রধান খবর এটি। গোটা দেশের দৃষ্টি আজ ঢাকার দিকে। এ সম্পর্কিত খবরে বিভিন্ন দৈনিকের শিরোনামগুলো তুলে ধরব। যুগান্তরের শিরোনাম- বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। দৈনিকটি লিখেছে, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে কানায় কানায় পূর্ণ। আর স্লোগানে স্লোগানে মুখর জামায়াতের সমাবেশ। মানজমিনের শিরোনাম- হামলা-সংঘর্ষ: কাকরাইল, বিজয়নগর, নয়াপল্টন রণক্ষেত্র। 

হামলা-সংঘর্ষ: কাকরাইল, বিজয়নগর, নয়াপল্টন রণক্ষেত্র

ইত্তেফাকের শিরোনাম-হঠাৎ রণক্ষেত্র নয়াপল্টন। কাকরাইলে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে পুলিশের হামলার অভিযোগ উঠেছে। সমাবেশ চলাকালে হঠাৎ করেই দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশের দুইদিকে অবস্থান নেয় পুলিশ। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়।বিএনপির অভিযোগ, পুলিশ কাকরাইল মোড় থেকে ধীরে ধীরে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুঁড়তে ছুঁড়তে পল্টনের দিকে এগিয়ে যায়। একসময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। দৈনিকটির অপর খবরে লেখা হয়েছে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে পুলিশের হামলার অভিযোগের পর আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশ থেকে এ ডাক দেয় দলটি। বিএনপির সমাবেশ নিয়ে  যুগান্তর আরো লিখেছে, বিএনপির সমাবেশ স্থলে ইন্টারনেট নেই আর আওয়ামী লীগের জনসভায় ইন্টারনেট সচল।

ঢাকায় বিজিবি মোতায়েন

 প্রথম আলোর খবর-ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাঠিসোঁটা বাঁশ কাঠ হাতে আওয়ামী লীগ শোডাউন করেছে। মানবজমিনের খবর- রাজধানীতে ১০ প্লাটুন বিজেবি নামানো হয়েছে।

সরকারি স্থাপনায় হামলা হয়েছে: ডিবিপ্রধান হারুন-প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেছেন, বিএনপি নেতা-কর্মীরা সরকারি স্থাপনায় হামলা করেছে। তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-লুটপাট হয়: প্রধানমন্ত্রী-ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে, বিএনপি ক্ষমতায় এলে দেশে দুর্নীতি- লুটপাট হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যখন দেশের উন্নয়ন করি, ওই বিএনপি-জামায়াত সবকিছু ধ্বংস করা শুরু করে। আমার বাবাকে (বঙ্গবন্ধু) ওই জিয়াই (জিয়াউর রহমান) হত্যা করেছে।’শনিবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেড মাঠে এ কথা বলেন তিনি।

আর মানবজমিনের খবরে লেখা হয়েছে  আওয়ামী লীগকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই বলে  বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত-প্রথম আলো

পুলিশ নিহত

ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল চারটার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড় এলাকায় দায়িত্বরত অবস্থায় বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।

পল্টনে সংঘর্ষ

বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, নিহত পুলিশ সদস্যের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মারধরে তাঁর ইউনিফর্ম ছিঁড়ে গেছে। তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যের নাম জানা যায়নি। আজ বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের আরও ৪১ সদস্য আহত হয়েছেন বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত 

 

‘প্রধানমন্ত্রী তো দিনে ১৬ ঘণ্টা কাজ করেন’, নারায়ণমূর্তির মন্তব্যের সমর্থন জিন্দালের-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে তরুণদের। দেশে কর্মসংস্কৃতির হাল ফেরাতে এমনই পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন ইনফোসিস কর্তা নারায়ণমূর্তি। আর তাঁর এহেন মন্তব্যকে ঘিরে বিতর্ক ঘনিয়েছে। এবার তাঁর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর উদাহরণ দিলেন শিল্পপতি সজ্জন জিন্দাল।জেএসডবলিউ চেয়ারম্যান সজ্জন জিন্দাল (Sajjan Zindal) এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘নারায়ণমূর্তির মন্তব্যকে সমর্থন জানাচ্ছি আমি।তাঁর দাবি, ‘আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন। তিনি বলেন, সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে তরুণদের। তাঁর কথায়, ”ভারতের কর্ম-উৎপাদনশীলতা বিশ্বের মধ্যে সবচেয়ে কম।” এর পরই শুরু হয়েছে বিতর্ক। তাঁকে সমর্থন করার পর জিন্দালকেও পড়তে হয়েছে সমালোচনার মুখে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি মানুষ কেবল সমস্ত দিন কর্মক্ষেত্রেই কাটাবে? ব্যক্তিগত জীবন জলাঞ্জলি দিয়ে?

২০ কোটি টাকা চাই’, খুনের হুমকি দিয়ে ই-মেল পেলেন মুকেশ আম্বানি-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, আবারও খুনের হুমকির মুখে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি। পুলিশের তরফে জানানো হয়েছে, ই-মেল মারফৎ হুমকি দিয়ে এই শিল্পপতির কাছ থেকে ২০ কোটি টাকা চাওয়া হয়।পুলিশ জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে এমন হুমকি ভরা ই-মেল পেয়েছিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ই-মেলে লেখা ছিল, “২০ কোটি টাকা না দিলে আপনাকে খুন করা হবে। আমাদের কাছে দেশের সেরা শুটার রয়েছে।” ঘটনার পরই আম্বানির বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বিষয়টি নিয়ে পুলিশকে অভিযোগ জানান। তার পরই ঘটনার তদন্তে নামে পুলিশ।তবে এই প্রথম নয়, গত বছরই রিলায়েন্সের কর্ণধারকে খুনের হুমকি দেওয়ার ঘটনা ঘিরে ছড়িয়েছিল তীব্র চাঞ্চল্য।

সংবাদ প্রতিদিনের অপর এক খবরে লেখা হয়েছে, রেশন বন্টন দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে উদ্ধার হওয়া ‘মেরুন ডায়েরি’ ঘিরে রহস‌্য। এই ডায়েরিতে দুর্নীতিতে ইডির হাতে গ্রেপ্তার বাকিবুর রহমানের সঙ্গে প্রাক্তন খাদ‌্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সরাসরি যোগাযোগের প্রমাণ রয়েছে বলে দাবি ইডির। যদিও রাজ্যের দুই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ‌্যায় ও শশী পাঁজা এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ একযোগে জানিয়েছেন, ইডির এই সমস্ত দাবিই ভিত্তিহীন।

আর আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা অধুনা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ করেছে তৃণমূল। স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কেন্দ্রীয় সংস্থা এবং বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন। এই প্রেক্ষিতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে মিছিল করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তাঁর দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়ার জন্য যে আন্দোলন করছেন, তাতে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। তাই প্রতিহিংসার বশে তৃণমূলের নেতা এবং মন্ত্রীদের বাড়িতে ইডি এবং সিবিআইকে লেলিয়ে দেওয়া হচ্ছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৮

ট্যাগ