অক্টোবর ৩০, ২০২৩ ১৪:৪১ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ৩০ অক্টোবর (সোমবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।  

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • ঢাকার সহিংসতায় উদ্বেগ জানিয়ে ৭ দেশের যৌথ বিবৃতি: অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে কাজ করার আহ্বান- মানবজমিন
  • পুলিশ হত্যা: ফখরুল-আব্বাস-গয়েশ্বরসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা- যুগান্তর
  • এখনো সিআইডির নিয়ন্ত্রণে বিএনপি কার্যালয়: কালেরকণ্ঠ
  • বিএনপিকে উঠে দাঁড়ানোর সুযোগ দেবে না আওয়ামী লীগ: প্রথম আলো
  • সারা দেশে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত
  • রাতারাতি কেজিতে ১০-১৫ টাকা বাড়ল পেঁয়াজের দাম: ডেইলি স্টার
  • আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার: সমকাল

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  •  মুখ্যমন্ত্রী মমতার সুরেই বিশ্বভারতীর উপাচার্যের বিরোধিতা বিজেপি নেতাদের: আনন্দবাজার
  • কেরলে ধারাবাহিক বিস্ফোরণে মৃত বেড়ে ৩, মুখ্যমন্ত্রী বিজয়নের ডাকে সর্বদলীয় বৈঠক: সংবাদ প্রতিদিন
  • মুখ্যমন্ত্রীর বাড়িতে বাস করছেন লিপস অ্যান্ড বাউন্ডসের ২ ডিরেক্টর: শুভেন্দু- হিন্দুস্তান টাইমস
  • সুপ্রিম কোর্টে খারিজ সিসোদিয়ার জামিনের আবেদন- গণশক্তি

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

ঢাকার সহিংসতায় উদ্বেগ জানিয়ে ৭ দেশের যৌথ বিবৃতি: অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে কাজ করার আহ্বান- মানবজমিন

শনিবার ঢাকায় রাজনৈতিক সমাবেশ চলাকালে সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, বৃটেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে সরকার। এ বিষয়ে যৌথ একটি বিবৃতি দিয়েছে এ দেশগুলোর কূটনৈতিক মিশন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক একাউন্টে আজ সোমবার ‘জয়েন্ট স্টেটমেন্ট ফ্রম ডিপ্লোম্যাটিক মিশনস’ শীর্ষক ওই বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা। বিবৃতিতে আরও বলা হয়, সব অংশীদারের প্রতি আমরা সহিংসতা থেকে বিরত থাকতে ও সংযম প্রদর্শনের আহ্বান জানাই। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।

পুলিশ হত্যা: ফখরুল-আব্বাস-গয়েশ্বরসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা

বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার গভীর রাতে পল্টন থানায় এ মামলা করেন গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের এসআই মাসুক মিয়া।

মির্জা ফখরুল ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিপুণ রায়, আমিনুল হক, হাবিব-উন-নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, এসএম জিলানী, তাবিথ আউয়াল, রফিকুল ইসলাম মাহাতাব, ইকবাল হোসেন শ্যামল, ইশরাক হোসেন, রাশেদ ইকবাল খান, সাইফ মাহমুদ জুয়েল, কাজী রওনাকুল হক শ্রাবণসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬৪ জন নেতাকর্মী।

এখনো সিআইডির নিয়ন্ত্রণে বিএনপি কার্যালয়: কালেরকণ্ঠ

নয়াপল্টনের বিএনপি কার্যালয় এখনো অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। ‘ডু-নট ক্রস ক্রাইম সিন’ লেখা হলুদ টেপ দিয়ে কার্যালয়ের তিন দিক ঘিরে রাখা হয়েছে। দুই প্রান্তে এক স্তরের পুলিশ অস্ত্র হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কার্যালয়ের কলাপসিবল গেটে তালা লাগানো।

পুলিশ কর্মকর্তারা জানান, বিএনপির অফিস এখনো সিআইডির ক্রাইম সিন ইউনিটের নিয়ন্ত্রণে। এখানে তারা তদন্ত কাজ করছে।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর গভীর রাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দিয়ে সিআইডি তদন্তকাজ শুরু করে। গতকাল ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে সরজমিনে তদন্তে এসে ১১টি আলামত সংগ্রহ করে নিয়ে গেছে।

বিএনপিকে উঠে দাঁড়ানোর সুযোগ দেবে না আওয়ামী লীগ: প্রথম আলো

ভোটের আগে বিএনপিকে আর উঠে দাঁড়ানোর সুযোগ দিতে চায় না আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নীতিনির্ধারকেরা মনে করেন, ২৮ অক্টোবর শনিবারের সংঘাতের পর বিএনপি আবারও ঘুরে দাঁড়ালে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে করা যাবে না। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয়ভাবে আওয়ামী লীগ—দুই দিক থেকেই কঠোরভাবে বিএনপির ওপর চাপ প্রয়োগ করা হবে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় থেকে এ মনোভাব জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপির শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতাদের গ্রেপ্তারের যে যাত্রা শুরু হয়েছে, তা তফসিল ঘোষণার আগপর্যন্ত অব্যাহত রাখা হবে।

অন্যদিকে বিএনপি তিন দিনের অবরোধের যে কর্মসূচি দিয়েছে, এর পাল্টা হিসেবে আওয়ামী লীগ সারা দেশে ওই তিন দিনই ‘শান্তি মিছিল’ করবে এবং কেন্দ্র থেকে গ্রাম পর্যায় পর্যন্ত দলের সব কার্যালয়ে সতর্ক পাহারা থাকবে। এ ছাড়া আওয়ামী লীগের নেতা–কর্মীরা পাড়া–মহল্লায় ‘পাহারা’ জোরদার করবেন, যাতে বিএনপির নেতা-কর্মীরা হরতাল-অবরোধ সফল করার জন্য নামতে না পারেন। আর প্রধানমন্ত্রী সময়-সুযোগমতো ঢাকা ও ঢাকার বাইরে কিছু বড় সমাবেশ করবেন।

সারা দেশে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত- কালবেলা

সারা দেশে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটি আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচির ঘোষণা করেছে।

সোমবার (৩০ অক্টোবর) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এক বিবৃতি এই কর্মসূচি ঘোষণা করেন

বিবৃতিতে তিনি বলেন, গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার পরিবর্তে নেতাকর্মীদের সমাবেশে আসার পথে পথে বাধা প্রদান করে। সমাবেশে আগত নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে এবং বাস, লঞ্চ, ট্রেন থেকে নামার পর গণহারে গ্রেপ্তার করে। বিরোধীদলের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারগ্যাস, গুলি ও বেধড়ক লাঠিচার্জ করে মহাসমাবেশ পণ্ড করে দেয়।

রাতারাতি কেজিতে ১০-১৫ টাকা বাড়ল পেঁয়াজের দাম: ডেইলি স্টার

ভারত প্রতিটন পেঁয়াজের রপ্তানিমূল্য ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করার পর গতকাল বাংলাদেশের পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।

পেঁয়াজ রপ্তানি নিরুৎসাহিত করতে এবং অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে শনিবার ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়।

ব্যবসায়ীরা জানান, উচ্চ মূল্যস্ফীতির কারণে গত এক বছরে দেশের মানুষের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তার ওপর এই সিদ্ধান্ত ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের একটি বিজ্ঞপ্তি অনুসারে, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম এই রপ্তানিমূল্য কার্যকর থাকবে।

পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে গড়ে ১০ টাকা বেড়েছে। অন্যদিকে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।

আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার: সমকাল

বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে আগ্রহী আমদানিকারদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়েছে।

হলি আর্টিজানে জঙ্গি হামলা: সাজা কমিয়ে ৭ আসামির আমৃত্যু কারাদণ্ড- ইত্তেফাক

গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলায় মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে ৭ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। গত ১১ অক্টোবর এ মামলায় উভয়পক্ষের শুনানি সম্পন্ন হয়। পরে রায়ের জন্য ৩০ অক্টোবর দিন ঠিক করে দেন হাইকোর্ট।

রায়ের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘এই মামলাটি দীর্ঘ শুনানি হয়েছে। উভয়পক্ষের শুনানি সম্পন্ন হয়েছে। আমি আশা করি, এ মামলায় বিচারিক আদালত যে রায় দিয়েছে, সেই রায় বহাল থাকবে।’

২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হন। এ মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত রায় ঘোষণা করে। রায়ে সাত জঙ্গিকে ফাঁসির আদেশ দেয় আদালত।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

মুখ্যমন্ত্রী মমতার সুরেই বিশ্বভারতীর উপাচার্যের বিরোধিতা বিজেপি নেতাদের: আনন্দবাজার

শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যক্ষেত্র বা ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসাবে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার পরে বিশ্বভারতী কর্তৃপক্ষ যে ফলকটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বসিয়েছেন, সেটিকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের বিরল ‘ঐক্য’ দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ওই ফলকের বিরোধিতা করেছিলেন। তাঁর সুরেই সুর মিলিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে আক্রমণ করতে শুরু করেছেন রাজ্যের বিজেপি নেতারা। রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে উপাচার্যের বিরোধিতা শোনা গিয়েছিল। সোমবার কড়া ভাষায় বিদ্যুতের সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা বীরভূমের নেতা অনুপম হাজরা।

কেরলে ধারাবাহিক বিস্ফোরণে মৃত বেড়ে ৩, মুখ্যমন্ত্রী বিজয়নের ডাকে সর্বদলীয় বৈঠক: সংবাদ প্রতিদিন

কেরলের এর্নাকুলমে প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। গতকালই মৃত্যু হয়েছিল দুজনের। সোমবার ওই ঘটনায় গুরুতর জখম ১২ বছরের কিশোরীর মৃত্যু হল। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৩। গতকাল রাতে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, ২০ সদস্যের দল ঘটনার তদন্তে নেমেছে। সোমবার নাশকতার ঘটনায় তিরুবন্তপুরমে সর্বদলীয় বৈঠক ডেকেছেন বিজয়ন।

রবিবার সকালে কেরলের এর্নাকুলম শহরের কালামাসেরি এলাকার একটি কনভেনশন সেন্টারে ধারাবাহিক বিস্ফোরণ হয়। ধর্মীয় অনুষ্ঠানে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ ঘটে। যার ফলে মৃত্যু হয়েছে তিন জনের। জখম হয়েছেন ৫০ জন। বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। কেরল পুলিশের পাশাপাশি ঘটনার তদন্ত নেমেছে করেছে এনআইএ। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত এক সন্দেহভাজন আত্মসমর্পণ করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর নাম ডমিনিক মার্টিন। তিনি দাবি করেছেন, যে সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান চলছিল, সেই ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়েরই মানুষ তিনি।

মুখ্যমন্ত্রীর বাড়িতে বাস করছেন লিপস অ্যান্ড বাউন্ডসের ২ ডিরেক্টর: শুভেন্দু- হিন্দুস্তান টাইমস

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে থাকছেন লিপস অ্যান্ড বাউন্ডসের ২ ডিরেক্টর। তাঁদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাইপোর বাড়িতে মুখ্যমন্ত্রীর বাড়ির মতো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে দাবি তাঁর।

সোমবার সকালে বিধাননগরে বিজেপির রাজ্য দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, ‘গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চার জনের বৈঠক হয়েছে। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী, তাঁর ভাইপো, ডিজি মনোজ মালব্য ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বিনীত গোয়েলের হাতে একটা ল্যাপটপ ছিল। মিটিং অনেকক্ষণ চলেছে। বৈঠকের নির্যাস হল, লিপস অ্যান্ড বাউন্ডসের ২ ডিরেক্টর, যারা ইতিমধ্যে সমন পেয়েছিলেন, তাদের মুখ্যমন্ত্রীর বাড়িতে কলকাতা পুলিশের নিরাপত্তায় রাখার ব্যবস্থা হয়েছে। সেখানে কলকাতা পুলিশ থেকে হাই পাওয়ার সিসিটিভি ও ২ জন সশস্ত্র কনস্টেবল দেওয়া হয়েছে। লিপস অ্যান্ড বাউন্ডসের ২ জন ডিরেক্টর তাঁরা নিজেদের বাড়িতে থাকছেন না। তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকছেন’।

সুপ্রিম কোর্টে খারিজ সিসোদিয়ার জামিনের আবেদন- গণশক্তি

দূর্নীতি কান্ডে জামিন পেলেন না দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সুপ্রিম কোর্ট সোমবার দিল্লির আবগারি দূর্নীতি মামলায় তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। এদিন আদালতের পক্ষ থেকে বলা হয় যে, ৩৩৮কোটি টাকার দূর্নীতি পরোক্ষ ভাবে প্রমানিত। আদালতের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়েছে যে আগামী ছয় থেকে আট মাসের মধ্যে তদন্ত শেষ করার।

বিচারপতি সঞ্জীব খান্না এবং এসভিএন ভাট্টির বেঞ্চ জানিয়েছে যে, তদন্ত ধীর গতিতে চলতে থাকলে সিসোদিয়া তিন মাস পরে আবার জামিনের জন্য আবেদন করতে পারেন। পূর্বে সুপ্রিম কোর্ট বলেছিল যে মণীশ সিসোদিয়াকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে রাখা যাবে না। সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আপের পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

ট্যাগ