নভেম্বর ০৫, ২০২৩ ১৫:৫৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৫ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • সহিংসতার ৮৯ মামলায় বিএনপির ২,১৭২ নেতা–কর্মী গ্রেপ্তার: ডিএমপি-প্রথম আলো
  • ২২ পেশাজীবী সংগঠনের বিবৃতি-মির্জা ফখরুলসহ বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি -মানবজমিন
  • দেশটাকে বৃহৎ কারাগার বানানো হয়েছে: রিজভী-ইত্তেফাক
  • সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়: ওবায়দুল কাদের-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • মোদীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূল সাংসদের-আনন্দবাজার পত্রিকা
  • সম্পত্তি নিয়ে অধিকারীদের পর্দা ফাঁস কুণালের, পালটা কদর্য আক্রমণ শুভেন্দুর-সংবাদ প্রতিদিন
  • দিল্লিতে বায়ু দূষণের জেরে স্কুল বন্ধের নির্দেশ-গণশক্তি
  • ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মোদি, হার নিশ্চিত বুঝে বদনামের চেষ্টা, তোপ কংগ্রেসের-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. মারা যাওয়ার দেড় বছর পর নাশকতা মামলার আসামি হলেন ছাত্রদল নেতা। দৈনিক মানবজমিনের শিরোনাম এটি। কী বলবেন আপনি?

২. গাজায় যুদ্ধাপরাধের দায়ে ইসরাইলের বিচার করতে হবে- এ দাবি করেছে ওমান। এই দাবি বাস্তবায়ন করা কী সম্ভব? কী মনে হয় আপনার?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

সহিংসতার ৮৯ মামলায় বিএনপির ২,১৭২ নেতা–কর্মী গ্রেপ্তার: ডিএমপি-প্রথম আলো

বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশের দিন থেকে গতকাল শনিবার ৪ নভেম্বর পর্যন্ত সাত দিনে সংঘর্ষ–সহিংসতার ঘটনায় রাজধানীতে ৮৯টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২ হাজার ১৭২ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার দুপুরে  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি এই তথ্য জানান।

কে এন রায় নিয়তি জানান, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় ৮৯টি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গতকাল গ্রেপ্তার করা হয়েছে ৩৭ জনকে।

ডিএমপির দেওয়া হিসাবমতে, এ পর্যন্ত রাজধানীর পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি মামলা হয়েছে। রমনা মডেল থানায় ছয়টি মামলা করা হয়েছে। শাহজাহানপুর থানায়ও ছয়টি মামলা হয়েছে।

এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন দাবি করেন, সরকার দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছেন। তিনি বলেন, গতকাল গভীর রাতে ঢাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর এবং এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে।

দুই দিনের অবরোধ শুরু, সপ্তাহজুড়ে থাকবে বিএনপির কর্মসূচি-প্রথম আলো

বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ আজ রোববার সকাল ছয়টায় শুরু হয়েছে। আগামী মঙ্গলবার সকাল ছয়টায় কর্মসূচি শেষ হবে। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অবরোধ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এ সপ্তাহে বুধ ও বৃহস্পতিবারও কঠোর কর্মসূচির ধারাবাহিকতা থাকবে। তবে শুক্র ও শনিবার কর্মসূচি থাকার সম্ভাবনা কম।

দলীয় সূত্রগুলো বলছে, যতই নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হোক, দলের নীতিনির্ধারকেরা কর্মসূচি চালিয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা মনে করছেন, এখন কর্মসূচিতে ঢিল বা লম্বা বিরতি দিলে সরকার আরও চেপে ধরবে। তা ছাড়া এখন পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের তালাই খোলা যায়নি। 

নির্বাচনের আগে রাজউকের প্লট চান এমপি, সচিব, উপাচার্য-প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্লট পেতে যাচ্ছেন ১০ সংসদ সদস্য। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে তাঁদের প্লট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁদের কেউ ৫ কাঠা, কেউবা ১০ কাঠা আয়তনের প্লট চেয়েছেন। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এই সংসদ সদস্যদের পাশাপাশি সচিব ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও রাজউকের প্লট পেতে আবেদন করেছেন। এ-সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সেখান থেকে অনুমোদন পাওয়া গেলে বিষয়টি রাজউকের বোর্ড সভায় উঠবে।

সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়: ওবায়দুল কাদের-যুগান্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়। সংলাপের সময় শেষ।আজ রোববার (৫ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ অফিসে অনির্ধারিত বিফ্রিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, বিদেশিদের বলব দেখুন, বিএনপি মিথ্যাচারে পটু একটা রাজনৈতিক দল। বাইডেনের ভুয়া উপদেষ্টা বানিয়ে মিথ্যাচার করেছে বিএনপি। 

এ সময় কাদের জানান, অবরোধে জনগণের জানমালের নিরাপত্তায় যা কিছু করা দরকার সব করা হবে। যত স্তর দরকার তত স্তরের নিরাপত্তা দেওয়া হবে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

মুসলিমদের কাছে ভোট চাওয়া মানেই অপমান! কেন বললেন হিমন্ত বিশ্বশর্মা?-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, অধিকাংশ রাজনীতিবিদ মনে করেন, ভোটারের কোনও ধর্ম পরিচয় হয় না। একটি ভোটও মহামূল্যবান। তাই যে কারও কাছেই ভোটভিক্ষা চাওয়া যেতে পারে। কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এর ব্যতিক্রম। নিজেই দায়িত্ব নিয়ে সে কথা ঘোষণা করেছেন তিনি। তাঁর সাফ দাবি, মুসলিমদের কাছে তিনি ভোট চাইতে পারবেন না। এতে তার অপমান হবে। কেন এমন কথা বললেন? নিজের রাজ্য হোক বা দেশ, বিজেপির বিরুদ্ধাচরণ একেবারেই সহ্য করেন না হিমন্ত বিশ্বশর্মা। 

আসলে হিমন্তের এই দাবি নেপথ্যে রয়েছে বেশ কিছু আক্ষেপ। এদিন সাংবাদিক সম্মেলনে সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই মুসলিমদের কাছে ভোট না চাওয়ার দাবি তোলেন হিমন্ত। তাঁর কথায়, মুসলিম ভোট মূলত যায় কংগ্রেস আর এআইইউডিএফ-এর ঝুলিতে। কটাক্ষের সুরে বলেন, এই দুই দলের সঙ্গে মুসলিমদের সম্পর্ক স্রেফ ভোট আদানপ্রদানের। অথচ মুসলিমদের জন্য কাজ করে মূলত বিজেপি, এমনটাই দাবি হিমন্তের।একইসঙ্গে বিভিন্ন ইস্যুতে মুসলিম বিরোধী মন্তব্য করতেও শোনা যায় তাঁকে। এমনকি শ্রদ্ধা-আফতাব কাণ্ডের পর ‘লাভ জিহাদ’ নিয়েও তোপ দেগেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে এবার তিনি সাফ জানিয়ে দিলেন, মুসলিমদের কাছে তিনি ভোট চাইতে যাবেন না। এতে তাঁর অপমান হবে বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তবে ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন, এর বিশেষ প্রভাব পড়তে পারে হিমন্তের রাজনৈতিক ক্যেরিয়ারেও।

সম্পত্তি নিয়ে অধিকারীদের পর্দা ফাঁস কুণালের, পালটা কদর্য আক্রমণ শুভেন্দুর-সংবাদ প্রতিদিন

সম্পত্তি নিয়ে অধিকারী পরিবারের পর্দাফাঁস করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভিযোগ, সম্পত্তি নিয়ে নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীকে আলাদা আলাদা তথ্য দিয়েছেন সাংসদ শিশির অধিকারী। মাত্র তিন বছরে সাংসদের সম্পত্তি ১০ লক্ষ টাকা থেকে বেড়ে ১০ কোটি টাকা হল কীভাবে, বিরোধী দলনেতাকে প্রশ্ন কুণালের।কিন্তু কুণালের তোলা প্রশ্নের জবাব এড়িয়ে কদর্য ভাষায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। যা নিয়ে সমালোচনা শুরু রাজনৈতিক মহলে।

দিল্লিতে বায়ু দূষণের জেরে স্কুল বন্ধের নির্দেশ-গণশক্তি

বায়ুদূষণের কারণে ১০ নভেম্বর পর্যন্ত রাজধানীর সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। দিল্লির শিক্ষামন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা আতিশি রবিবার টুইটারে এই ঘোষণা করেন।

মোদীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূল সাংসদের-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ছত্তীসগঢ়ে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে রেশন নিয়ে বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশ জুড়ে বিনামূল্যে রেশন সরবরাহের মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি করার কথা বলেছেন। এর ফলে দেশের ৮০ কোটির বেশি মানুষ আগামী পাঁচ বছর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশনের খাদ্যসামগ্রী পাবেন।কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে এই সরকারি সিদ্ধান্তের ঘোষণায় অসন্তুষ্ট বিরোধীরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন তিনি।#

ট্যাগ