নভেম্বর ০৭, ২০২৩ ১৭:২৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৭ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • তৈরি পোশাকশিল্প মালিকদের প্রস্তাবই চূড়ান্ত, শ্রমিকের ন্যূনতম মজুরি হচ্ছে ১২,৫০০ টাকা-প্রথম আলো
  • ডিবি পরিচয়ে র‍্যাব সদস্যের বাড়িতে ডাকাতি-মানবজমিন
  • নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে মনিটরিং করছে যুক্তরাষ্ট্র, রাষ্ট্রদূতের কাজের প্রশংসা-মানবজমিন
  • হরতাল-অবরোধে পর্যটক শিল্পে খরা, রাজস্ব হারাচ্ছে সরকার-ইত্তেফাক
  • পুলিশ হত্যার প্রধান সন্দেহভাজন ছাত্রদল নেতা আমান গ্রেফতার-যুগান্তর
  • বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাকসহ ৯ নেতাকর্মীর ৩ বছরের কারাদণ্ড-ডেইলি স্টার বাংলা

কোলকাতার শিরোনাম:

  • আলীগড় হবে হরিগড়-আনন্দবাজার পত্রিকা
  • গরু পাচার-নিয়োগ দুর্নীতি একসূত্রে বাঁধা?-সংবাদ প্রতিদিন
  • ভারত-মার্কিন বৈঠক, ৭-১০ নভেম্বর দেশজুড়ে বিক্ষোভের ডাক বামপন্থীদের-গণশক্তি

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে উচ্চঝুঁকির মুখে ফেলেছে। বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

২. গাজায় ইসরাইলি হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা ১০ হাজার ছাড়াল। এটি পার স্টুডের একটি শিরোনাম। প্রশ্ন হচ্ছে এই বর্বরতার শেষ কোথায়?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

তৈরি পোশাকশিল্প  মালিকদের প্রস্তাবই চূড়ান্ত, শ্রমিকের ন্যূনতম মজুরি হচ্ছে ১২,৫০০ টাকা-প্রথম আলো

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে মালিকপক্ষের প্রস্তাবই চূড়ান্ত হয়েছে। শ্রমিকদের জন্য শ্রম মন্ত্রণালয়ে ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। ফলে বর্তমানের তুলনায় নিম্নতম মজুরি বাড়ছে ৫৬ দশমিক ২৫ শতাংশ। 

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আজ দুপুরে পোশাক খাতের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের ষষ্ঠ সভায় মালিকপক্ষ ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরির প্রস্তাব করে। পরে নিম্নতম মজুরি বোর্ড সেটিকেই চূড়ান্ত করে।

হরতাল-অবরোধে পর্যটক শিল্পে খরা, রাজস্ব হারাচ্ছে সরকার-ইত্তেফাক

বিএনপি ও সমমনা দলগুলোর হরতাল-অবরোধ কর্মসূচির কারণে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন খাতে স্থবিরতা দেখা দিয়েছে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় নির্ধারিত ভ্রমণ বাতিল করেছেন অনেক পর্যটক।এ ছাড়া রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় অনেকে বুকিং স্থগিত করেছেন। ফলে ভরা মৌসুমে পর্যটকশূণ্য হয়ে পড়েছে সুন্দরবন। বিপাকে পড়েছেন ট্যুর অপারেটররা। রাজস্ব হারাচ্ছে বনবিভাগ।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

ভারত-মার্কিন বৈঠক, ৭-১০ নভেম্বর দেশজুড়ে বিক্ষোভের ডাক বামপন্থীদের-গণশক্তি

লাগাতার বোমাবর্ষণ চলছে গাজায়। ইজরায়েলের দখলদারিতে পূর্ণ মদত দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে সংঘর্ষবিরতির দাবি জোরালো চহচ্ছে প্রতিদিন। সেই আবহেই ৭-১০ নভেম্বর ভারতে থাকছেন মার্কিন বিদেশ সচিব এবং প্রতিরক্ষা সচিব। এই সময়েই দেশজুড়ে প্রতিবাদের ডাক দিল পাঁচ বামপন্থী দল।প্যালেস্তাইনের বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধঘোষণাকে সবার আগে সমর্থন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।পাঁচ বামপন্থী দলের বিবৃতিতে বলা হয়েছে, মোদী সরকারকেও মার্কিন-ইজরায়েল গণহত্যায় অনুমোদন বন্ধ করতে হবে। বিশ্বজুড়ে সংঘর্ষবিরতির দাবি উঠেছে। তার পক্ষে থাকতে হবে।উল্লেখ্য, রাষ্ট্রসঙ্ঘেও বিজেপি’র নেতৃত্বাধীন ভারত সরকার যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটদানে বিরত করেছে।

রেশন দুর্নীতি কাণ্ড: তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার ইডির-সংবাদ প্রতিদিন

রেশন দুর্নীতি কাণ্ডে (Ration Scam) এবার উদ্ধার হল বিপুল অঙ্কের টাকা। এক কোটিরও বেশি টাকা উদ্ধার করলেন ইডি (ED) আধিকারিকরা। হাওড়ার অঙ্কিত ইন্ডিয়া নামের কারখানা থেকে পাওয়া গিয়েছ ১ কোটি ৪০ লক্ষ টাকা।  গত ৪ ও ৫ তারিখে যে তল্লাশি হয় সেই তল্লাশির ভিত্তিতেই টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ইডি। বাঁকুড়ার দুটি কোম্পানি থেকে মিলেছে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা। দুর্নীতি মামলায় উদ্ধার মোট টাকার পরিমাণ ১৮ কোটি ২০ লক্ষ। দৈনিকটির অপর এক খবরের শিরোনাম-গরু পাচার-নিয়োগ দুর্নীতি একসূত্রে বাঁধা? নিউটাউনে কুন্তলের ‘বেনামি’ ফ্ল্যাটে হানা ইডির।

আলিগড় হবে হরিগড়! লোকসভা ভোটের আগে ফের নামবদলের প্রস্তাব পাশ হল যোগীর রাজ্যে-আনন্দবাজার পত্রিকা

বিস্তারিত খবরে লেখা হয়েছে, দু’বছর আগে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের সময়ই দাবি উঠেছিল। শেষ পর্যন্ত বিজেপি পরিচালিত আলিগড় পুরসভা আনুষ্ঠানিক ভাবে সেই দাবিতে সায় দিয়ে প্রস্তাব পাশ করল। দিল্লির প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবকের জমানায় গড়ে ওঠা পশ্চিম উত্তরপ্রদেশের ওই শহরের নতুন নাম হবে হরিগড়়!#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৭

ট্যাগ