বাংলাদেশে গণতন্ত্র বন্দি-খালেদা, নৌমন্ত্রী বললেন খালেদা এ যুগের ঘষেটি বেগম
সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২৬ জুন রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
বর্ষবরণে যৌন হয়রানি: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে–ইত্তেফাক
আপাতত বিদ্যুতের দাম কমানোর পরিকল্পনা নেই: নসরুল-প্রথম আলো
এ যুগের ঘষেটি বেগম খালেদা : নৌমন্ত্রী-কালের কন্ঠ
বাংলাদেশে গণতন্ত্র বন্দি, চলছে ভয়াবহ দুঃশাসন: খালেদা- মানবজমিন
বেতন-বোনাস বৃদ্ধির দাবি-কার্যালয়ে সাড়ে ৩ ঘন্টা অবরুদ্ধ মেয়র আনিসুল হক-নয়া দিগন্ত
এসপি বাবুলকে নিয়ে ধূম্রজাল-দিনভর নাটক, আটক-দুপুরে মুক্তি, স্ত্রী হত্যা নিয়ে রহস্য-বাংলাদেশ প্রতিদিন
অনলাইন গণমাধ্যমের দায়বদ্ধতা সৃষ্টিতে নীতিমালা হচ্ছে - মানবকন্ঠ
গোয়েন্দা সতর্কতা ষড়যন্ত্র ও নাশকতা রুখতে কারাগারে হাই অ্যালার্ট-যায় যায় দিন
আইন মেনে বাবুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে-ডিএমপি কমিশনার- যুগান্তর
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
এনএসজি-তে ঢুকতে ব্যর্থ, অন্য পরমাণু ক্লাবে ভারত-সংবাদ প্রতিদিন
কাশ্মীরে মৃত্যু আট সিআরপিএফের, হত দুই জঙ্গি-বর্তমান
রাম মন্দির নিয়ে এখনই সিদ্ধান্ত নিক সরকার: তোগাড়িয়া-আজকাল
৬৯ বছরে প্রথম বাস চলল উত্তরাখণ্ডের গ্রামে-এইসময়
অপহরণে ব্যর্থ হয়ে ট্রাকের চাকায় পিষে খুন যুবতীকে!-আনন্দবাজার
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
প্রথম আলোর উন্নয়নমূলক খবরের শিরোনাম:
আমাদের একটি স্বপ্ন পূরণ হতে চলেছে: প্রধানমন্ত্রী
মেট্রোরেল প্রকল্প ও বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের একটি স্বপ্ন পূরণ হতে চলেছে।’
আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ দুটি কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঢাকায় বহু মানুষের বাস। কিন্তু সেই তুলনায় সড়কের অভাব আছে। আধুনিক যোগাযোগব্যবস্থার মাধ্যমে অনেক মানুষের যাতায়াত সহজ করার জন্য কাজ করতে হবে। তার সরকার নগরবাসীর যাতায়াত সহজ করতে বিভিন্ন প্রকল্প নিয়েছে এবং নিচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ চার লেন প্রকল্পের উদ্বোধন বিষয়ে ‘ঈদের আগেই সুখবর’পাওয়া যাবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কও চার লেন করা হবে।
ঈদকে সামনে রেখে চাঁদা ও ছিনতাই ব্যাপক হারে বেড়েছে। এ ব্যাপারে করণীয় নিয়ে দৈনিক ইত্তেফাকের একটি খবরের শিরোনাম;
'চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে'
খবরে বলা হয়েছে,র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, 'পবিত্র ঈদ উপলক্ষে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদ উপলক্ষে ছুটির সময় নগরবাসীদের নিরাপত্তা দিতে র্যাব সব ব্যবস্থা গ্রহণ করেছে।'
র্যাব মহাপরিচালক আজ সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে একথা বলেন। সংবাদ সম্মেলনের আগে তিনি কমলাপুর রেল স্টেশনে টিকেট বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন।
বেনজির আহমেদ সাংবাদিকদের জানান, টিকেট বিক্রি সুষ্ঠুভাবে হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কালোবাজারি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি বলেন, পাঁচজন টিকেট কালোবাজারিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, ঈদে ঘরমুখী যাত্রী সাধারণ যাতে নির্বিঘ্নে টিকিট সংগ্রহ করতে পারেন সে জন্য র্যাবের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব মহাপরিচালক বলেন, ঈদে ঘরমুখী যাত্রীরা যাতে নির্বিঘ্নে নিজ গন্তব্যে পৌঁছতে পারে সে জন্য মাওয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে র্যাব ক্যাম্প স্থাপন করা হবে। ফেরি চলাচল সুষ্ঠু ও নিরাপদ করতে র্যাব কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ঈদে নগরবাসী রাজধানী থেকে তাদের নিজ বাড়িতে যাবেন। তখন ঢাকা শহর অনেকটা ফাঁকা হয়ে যাবে। যারা থাকবেন তাদের নিরাপত্তার জন্য র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করবে। তিনি বলেন, এ জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইন করে মাদক নির্মূল করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন করে বা শক্তি প্রয়োগ করে মাদক নির্মূল করা যাবে না। মাদক নির্মূলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
গতকাল ঢাকা ক্লাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রমিসেস মেডিকেল লিমিটেড আয়োজিত এক আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যেসব মাদক নিয়ে উদ্বেগ রয়েছে সেসব মাদক দেশে উৎপাদিত হয় না, পার্শ্ববর্তী দেশ থেকে আসে। এটি বন্ধ করতে বিজিবি, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
রাজনীতির খবরে দৈনিক মানবজমিনের শিরোনাম:
বাংলাদেশে গণতন্ত্র বন্দি, চলছে ভয়াবহ দুঃশাসন: খালেদা
বাংলাদেশে গণতন্ত্র এখন বন্দি, এখানে ভয়াবহ দুঃশাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ২৬শে জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসটি অত্যন্ত তাৎপর্যময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ঔপনিবেশিক শৃঙ্খল থেকে জাতিসমূহ স্বাধীনতা অর্জন করলেও আজ পর্যন্ত বিশ্বব্যাপী চলছে জাতিগত, বর্ণগত, ভাষাগত এবং ধর্ম ও সমপ্রদায়গত সংঘাত। আর এই সংঘাত ও বিরোধের কারণেই সাধারণ মানুষেরা দেশে দেশে নিষ্ঠুর স্বৈরশাসনের যাঁতাকলে পিষ্ট হয়ে নিহত ও পঙ্গুত্ব বরণ করছে। মিথ্যা মামলায় বছরের পর বছর কারাযন্ত্রণা ভোগ করছে। সারা বিশ্ব আজ যান্ত্রিক সভ্যতায় এগিয়ে গেলেও মানবিক সভ্যতা বেশি দূর এগুতে পারেনি। খালেদা জিয়া বলেন, জঙ্গিদের দমনের নামে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের ওপর নামিয়ে আনা হয়েছে দুঃসহ নিপীড়নের খড়গ। দেশে মানুষের ন্যায় বিচার পাওয়ার সকল পথ বন্ধ হয়ে গেছে। এ দেশে এখন বিচারের বাণী নীরবে কাঁদে
কালের কণ্ঠের শিরোনাম: এ যুগের ঘষেটি বেগম খালেদা : নৌমন্ত্রী
বিস্তারিত খবরে বলা হয়েছে,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ যুগের ঘষেটি বেগম বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। জামায়াতে ইসলাম-মুসলিম লীগ-নেজামে ইসলামের খুনি, ১৯৭২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত ছাত্রকে গুলি করে হত্যায় নেতৃত্বদানকারী শফিউল আলম প্রধান ও ১৯৭৫ এর খুনিরা আজ একত্রিত হয়েছে। আর তাদের নেত্রী হয়েছে খালেদা জিয়া। সুতরাং খালেদা জিয়া এই যুগের ঘষেটি বেগম, বলেন মন্ত্রী। আজ রবিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সকাল ১০টা ৫০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আজ বিশ্বের কাছে চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় যেখানে বিশ্বের বিভিন্ন দেশ আজ হিমশিম খাচ্ছে, সেখানে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করে প্রশাসনের কঠোর মনোভাব এবং সরকারের জিরো টলারেন্সের মাধ্যমে জঙ্গিবাদ দমনে কাজ করে চলেছে, যা বিশ্বের কাছে সমাদৃত।
বাবুলকে নিয়ে-বাংলাদেশ প্রতিদিনের খবরে বলা হয়েছে,
এসপি বাবুলকে নিয়ে ধূম্রজাল
দিনভর নাটক, মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক, দুপুরে মুক্তি, স্ত্রী হত্যা নিয়ে রহস্য
পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেফতার নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে গণমাধ্যমকর্মীদের কাছে খবর আসে, স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় জড়িত সন্দেহে এসপি বাবুলকে আটক করা হয়েছে। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে বাবুল আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর বিকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে তার বাসায় পৌঁছে দেন। এ নিয়ে গতকাল দিনভরই চলে নানা নাটক। সকালে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকর্মীদের বলেছেন, হত্যার ঘটনায় বাবুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে বিকাল ৪টার দিকে বাবুল আক্তার বলেছেন, কে বলল আমি গ্রেফতার হয়েছি? মামলার অগ্রগতি জানানোর জন্যই আমাকে ডেকে নেওয়া হয়েছিল। এখন বাসায় ফিরেছি। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মিতু হত্যাকাণ্ডে অংশ নেওয়া কিলার ও পরিকল্পনাকারীকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সরাসরি কিলিং মিশনে অংশ নেয়া তিনজনকে আটক করেছে পুলিশ।
আর ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে তার স্বামী এসপি বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
হাসপাতালে ধর্ষিতা দিদিকে দেখতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী-আনন্দবাজার
দিদি আগেই গণধর্ষণের শিকার হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই দিদিকে দেখাশোনা করতে গিয়ে এ বার গণধর্ষণের শিকার হল তাঁর ছোট বোনও। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের জব্বলপুরে।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম: উচ্চ মাধ্যমিকে ‘প্রথম’ হয়েও গ্রেফতার রুবি রায়!
বিহারে পরীক্ষা দুর্নীতি কাণ্ডে এ বার গ্রেফতার করা হল উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে প্রথম রুবি রায়কে। আগেই তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তার প্রেক্ষিতে আজ বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির দফতরের কর্তাদের সামনে সাক্ষাৎকার দিতে পটনায় এসেছিলেন রুবি। সেখান থেকে বেরোতেই তাঁকে গ্রেফতার করা হয়।
এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেলেঙ্কারির তদন্তে নেমে বিহারের বিদ্যালয় পরীক্ষা সমিতির প্রাক্তন চেয়ারম্যান লালকেশ্বর সিংহ, তাঁর স্ত্রী তথা জেডিইউ বিধায়ক ঊষা সিংহ, বিষুণ রায় কলেজের অধ্যক্ষ বাচ্চাপ্রসাদ যাদব-সহ কয়েক জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
উপার্জন লুকিয়ে করে ফাঁকি নয়, বার্তা মোদির-সংবাদ প্রতিদিন
দেশে বহু মানুষ আছেন যাঁরা তাঁদের উপার্জনের সঠিক তথ্য সরকারকে জানান না৷ এবার তাঁদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২১ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি সরাসরি জানিয়ে দিলেন, যাঁরা উপার্জন গোপন করেছেন তাঁরা যেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা জানিয়ে দেন৷
রাম মন্দির নিয়ে এখনই সিদ্ধান্ত নিক সরকার: তোগাড়িয়া-আজকাল
মোদি সরকার থাকতে থাকতেই রাম মন্দির নির্মাণের কাজ শুরু হওয়া উচিত। যত তাড়াতাড়ি সম্ভব সংসদে এই প্রস্তাব আনতে হবে। দাবি বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়ার। তাঁর মতে, রাম মন্দির নির্মাণের প্রস্তাব খুব শিগগির সংসদে তোলা উচিত। তাহলে আগামী তিন বছর মেদি সরকার ক্ষমতায় থাকাকালীনই মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয়ে যাবে।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬