ডিসেম্বর ০৯, ২০২৩ ১৬:০৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৯ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম:

  • ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা রাতারাতি চড়া পেঁয়াজের বাজার-প্রথম আলো/ইত্তেফাক
  • ঢাকায় পেঁয়াজের দাম কেজিতে ছাড়াল ২০০ টাকা-ডেইলি স্টার বাংলা
  • যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না: ওবায়দুল কাদের-ইত্তেফাক
  • যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ২৪.৭৫ ভাগ-মানবজমিন
  • ‘সরকারের কাছে একটিই আবেদন- আমার বাবাকে ফিরিয়ে দিন’-যুগান্তরের  শিরোনাম

কোলকাতার শিরোনাম:

  • প্রধানমন্ত্রীর সময় চেয়েছি, না পেলে যা করার করব’!-আনন্দবাজার পত্রিকা
  • সাংসদ পদ বাতিল, এবার কোন রাস্তা খোলা মহুয়ার সামনে?-সংবাদ প্রতিদিন
  • রেড রোডে কান পাতলেই শোনা যাচ্ছে ‘নিয়োগ চাই নিয়োগ চাই’-গণশক্তি
  • যোগীরাজ্যে বৃদ্ধকে থুতু চাটানো হল, গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হল এলাকায়!‌ কেন?-আজকাল

 

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিকগুলো ভিন্ন ভিন্ন খবরকে প্রধান শিরোনাম করেছে। তবে রাজনীতি বিষয়ক খবরকে বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। প্রথমে দৈনিকগুলোর  রাজনীতি বিষয়ক খবরের দিকে দৃষ্টি দেব। প্রথম আলোর শিরোনাম- সুনির্দিষ্ট ম্যান্ডেট না থাকলে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠায় না: ডুজারিক। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ডুজারিক আরও বলেছেন, জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো চিঠি তিনি দেখেননি। তবে জাতিসংঘ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে বলে উল্লেখ করেন তিনি। স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় জাতিসংঘ পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই। পর্যবেক্ষক পাঠাচ্ছে না। ব্রিফিংয়ে আরেক সাংবাদিক স্টিফেন ডুজারিকের কাছে করা প্রশ্নে বলেন, বিরোধী দলের নেতাদের কারাগারে রেখে যে সরকার আরেকটি একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তাকে কি মহাসচিব পুরস্কৃত করবেন?’ জবাবে ডুজারিক বলেন, ‘আমি চিঠিটি দেখিনি। তবে আমরা অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করি।’ নিষেধাজ্ঞা সম্পর্কে  ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না। যারা নির্বাচনের বিরুদ্ধে নাশকতা করছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।

 

গুম

‘সরকারের কাছে একটিই আবেদন- আমার বাবাকে ফিরিয়ে দিন’-মানবিক এ শিরোনামটি যুগান্তরের। বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমার বাবাকে ফিরিয়ে দাও। আমার বাবা আসে না। বাবা গুম হয়েছে। আমার কষ্ট হয়’।— এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের মেয়ে আরোয়া। শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মায়ের ডাকের উদ্যোগে গুম হওয়াদের স্বজনদের মানববন্ধনে আরোয়া এ কথাগুলো বলেন। এর আগে বেলা ১১টায় মায়ের ডাক সংগঠনের সদস্য শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দাঁড়ালে পুলিশ সেখানে অবস্থান নেয়। সেখানে সংগঠনটিকে দাঁড়াতে দেয়নি পুলিশ। এর পর তারা পদযাত্রা করে জাতীয় প্রেসক্লাবের সামনে যায়। মানববন্ধনে নিউমার্কেট-সূত্রাপুর থানা ছাত্রদলের নিখোঁজ নেতার বোন মুন্নী বলেন, আমরা শাহবাগে দাঁড়িয়েছিলাম। সরকার কেন আমাদের ভয় পাচ্ছেন? কেন আমাদের টেনেহিঁচড়ে বের করে দিয়েছেন? এভাবে গুম হওয়া পরিবারের সদস্য ফারজানা, সাফা সাবিহাসহ অনেকে করুণভাবে তাদের স্বামী, বাবা, চাচাকে ফেরত চেয়ে কান্নায় ভেঙে পড়েন।

হঠাৎ পেঁয়াজের দাম বাড়ল

পেঁয়াজের দাম নিয়ে প্রথম আলো ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, ঢাকার বাজারে এক দিনের ব্যবধানে দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দাম কেজিতে অন্তত ৫০ টাকা বেড়েছে। কোনো কোনো বাজারে দাম বেড়েছে আরও বেশি। যুগান্তর লিখেছে, ৮০ টাকা বেড়েছে। ভারত সরকার নিজের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়িয়েছে গতকাল শুক্রবার এমন খবর আসার পর থেকেই এই পণ্যের দাম বাড়াতে শুরু করেন ব্যবসায়ীরা। গতকাল কেজিতে ১০ থেকে ২০ টাকা দাম বাড়ার পর আজ শনিবার সকাল থেকে পেঁয়াজের বাজার রীতিমতো তেতে উঠেছে।

অর্থনীতির খবরে দৈনিক মানবজমিন শিরোনাম করেছে- এরকম যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ২৪.৭৫ ভাগ। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম দশ মাসে (জানুয়ারি-অক্টোবর) ২৪.৭৫ শতাংশ কমে ৬.৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে গত এক বছরে মার্কিন বাজারগুলোতে পোশাকের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ভাটা পড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিতে।তবে রপ্তানির পরিমাণ কমলেও যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিতই আছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত

মহুয়া মৈত্র

সাংসদ পদ বাতিল, এবার কোন রাস্তা খোলা মহুয়ার সামনে?-সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, টাকার বদলে প্রশ্ন বিতর্কে তাঁর সাংসদ পদ বাতিল হয়েছে। শুধু তাই নয়, লোকসভার এথিক্স কমিটি তাঁর বিরুদ্ধে ‘সময় বেঁধে’ তদন্তের সুপারিশও করেছে। প্রশ্ন হল, এর পর কী করবেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)? কোনও আইনি রাস্তা কি খোলা থাকছে তাঁর সামনে? দোষী সাব্যস্ত হয়ে সাংসদ পদ হারানোর পরও মহুয়া মৈত্র বারবার দাবি করে আসছেন, তিনি নির্দোষ, তাঁর বিরুদ্ধে কোনওরকম আর্থিক লেনদেনের প্রমাণ নেই। এমনকী, সংসদের লগ ইন আইডি দেওয়া নিয়ে যে এত হল্লা করা হচ্ছে, নিয়ম অনুযায়ী সেটাও বেআইনি নয়। মহুয়ার দাবি, এথিক্স কমিটি তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি। শুধু দুজন নাগরিকের বয়ানের ভিত্তিতে তাঁকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। এমনকী সংসদেও তাঁকে বলতে দেওয়া হয়নি। প্রশ্ন হল, এই অভিযোগগুলি নিয়ে কি কোনও আইনি পদক্ষেপ করতে পারেন তিনি? বিশেষজ্ঞরা মনে করেছেন, মহুয়া চাইলে আইনি পদক্ষেপের রাস্তা খোলা আছে। প্রশ্ন হল, এই অভিযোগগুলি নিয়ে কি কোনও আইনি পদক্ষেপ করতে পারেন তিনি? বিশেষজ্ঞরা মনে করেছেন, মহুয়া চাইলে আইনি পদক্ষেপের রাস্তা খোলা আছে।

মমতা-মোদি

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, কয়েকদিন পর ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তখন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে। আনন্দবাজার পত্রিকা এ সম্পর্কে লিখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১০০ দিনের কাজের ‘বকেয়া’ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে তাঁকে চিঠি লিখেছেন। বলেছেন, রাজ্যের কয়েক জন মন্ত্রীকে নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করতে চান তিনি। প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি, না পেলে যা করার তাই করব’!

চাকুরি চাই

গণশক্তি পত্রিকার শিরোনাম-রেড রোডে কান পাতলেই শোনা যাচ্ছে ‘নিয়োগ চাই নিয়োগ চাই’।বিস্তারিত খবরে লেখা হয়েছে, রেড রোডের ধারে গেলে গাড়ির আওয়াজের থেকে বেশি কানে আসছে একটাই স্লোগান, ‘‘নিয়োগ চাই, নিয়োগ চাই।’’

১০০০ দিন। টানা রাস্তায় বসে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। তারা চাকরির পরীক্ষায় পাশ করেছেন। কিন্তু চাকরিটা আর হাতে পায়নি। অপরাধ কি? তাদের নথি ঠিক নেই? না। তাদের অপরাধ একটাই, তারা টাকা দিতে পারেননি চাকরি পাওয়ার জন্য। এক কথায় তারা ঘুষ দিতে পারেননি রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের। যারা টাকা দিতে পেরেছেন তারা চাকরি পেয়েছেন।

যোগীরাজ্যে বৃদ্ধকে থুতু চাটানো হল, গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হল এলাকায়!‌ কেন?-আজকাল

অমানবিক বললেও কম বলা হয়। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে ৭৫ বছরের এক বৃদ্ধকে জোর করে নিজের থুতু চাটানো হল। তারপর গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হল এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। তিঘারা গ্রামের বাসিন্দা মহব্বত আলিকে বেশ কয়েকজন মিলে এই অমানবিক অত্যাচার করে। প্রকাশ্যে মহব্বত আলির মুখে কালি মাখিয়ে তাঁকে থুতু চাটতে বাধ্য করা হয়। এরপর জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। কিন্তু কেন? অভিযোগ, বছর পঁচাত্তরের মহব্বত আলি এক কিশোরীকে নিগ্রহ করেছেন। থানায় কিশোরীর বাবা অভিযোগ জানান। এরপরেই বৃদ্ধকে শাস্তি দিতে একজোট হন গ্রামবাসীরা। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়রা নিজেরাই আইন হাতে তুলে আলিকে শাস্তি দেন। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তার পরই খবর যায় পুলিশের কানে। আলির উপর অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাফার, অমন পাণ্ডে, অখিলেশ সাহনি এবং ঘনশ্যাম তিওয়ারিকে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৯

ট্যাগ