আমরা কেউ নিরাপদে নেই-এরশাদ
সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২৮ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
ট্যানারি মালিকদের জরিমানার আদেশ ১৭ জুলাই পর্যন্ত স্থগিত–ইত্তেফাক
বাবুলের জড়িত থাকার প্রসঙ্গ এখনো আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
ভারত নাগরিকত্ব দিলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়বে’ রানা দাস- মানবজমিন
এবারও সন্তানদের নিয়ে বিব্রত মন্ত্রী মায়া-বাংলাদেশ প্রতিদিন
৯০ শতাংশ এডিপি বাস্তবায়ন হবে : পরিকল্পনামন্ত্রী- কালের কণ্ঠ
গার্মেন্টসে ক্ষোভ দানা বাধছে : মোশরেফা মিশু-নয়া দিগন্ত
কাকে রক্ষায় পুলিশ রাখঢাক করছে?-যায় যায় দিন
অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতা রনির ফের জামিন- যুগান্তর
দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে : এরশাদ-মানবকণ্ঠ
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
গোমূত্রে সোনার হদিশ গুজরাতে!-সংবাদ প্রতিদিন
হরিয়ানায় গোবর খাওয়ানো হল দুই যুবককে!-আজকাল
বেঙ্গালুরুর প্রথম মহিলা ক্যাব চালকের দেহ উদ্ধার-এইসময়
লজ্জা কি শুধু ওই তরুণীর? রাঘববোয়ালদের নয়?-আনন্দবাজার
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
মিতু হত্যার ফলোআপ খবরে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম:
নির্দেশদাতাকে নিয়ে লুকোচুরি
চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের নির্দেশদাতাকে নিয়ে চলছে লুকোচুরি। খুনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ওয়াসিম ও আনোয়ার আদালতে স্বীকারোক্তি দিলেও কার নির্দেশে তারা এই ঘৃণ্য কাজ করেছেন তা বলেননি। এ ব্যাপারে পুলিশের কাছে তাদের দেওয়া জবানবন্দিও প্রকাশ করা হচ্ছে না। অপরাধ বিশেষজ্ঞদের মতে, অকারণে ওয়াসিম ও আনোয়ার খুন করেননি এসপির স্ত্রী মিতুকে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভাড়াটে হিসেবে তারা কাজটি করেছেন। কার নির্দেশে মিতুকে খুন করা হলো, কেন করা হলো— তা না জানালে ভবিষ্যতে আইনের শাসন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসপি বাবুল আক্তারকে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ নিয়ে শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, খোদ পুলিশ প্রশাসনেও নানা প্রশ্নের জন্ম হয়েছে। কোনো মামলার বাদীকে মধ্যরাতে বাড়ি থেকে নিয়ে টানা ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ নজিরবিহীন। এই দীর্ঘ সময় তিনি কী জবানবন্দি দিয়েছেন, তার মুখোমুখি অপরাধীরা কী বয়ান দিয়েছেন, তাও প্রকাশ হওয়া জরুরি বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা।
এ সম্পর্কে প্রথম আলোর শিরোনাম:
বাবুলের জড়িত থাকার প্রসঙ্গ এখনো আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার পুলিশের নজরদারিতে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘তিনি (এসপি) নজরদারিতে আছেন, আমরা কখনো বলিনি। বাবুল আক্তারকে দায়ী করা কিংবা বাবুল আক্তার জড়িত কি না, সে প্রসঙ্গ এখনো আসেনি।’সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘আপনারা ধৈর্য ধরেন। গোয়েন্দারা প্রতিবেদন দিক, তারপর আমরা সব বলতে পারব। আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি আমরা।’
প্রথম আলোর নিরাপত্তা সম্পর্কিত একটি খবরের শিরোনাম:
ঢাকায় অপরাধ করে পার পাওয়া যাবে না : আছাদুজ্জামান
ঢাকা শহরে অপরাধ করে পার পাওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আগামী দুই বছরের মধ্যে সিঙ্গাপুরের মতো সরকারি-বেসরকারিভাবে পুরো ঢাকা শহর সিসিটিভি ক্যামেরার (ক্লোজ সার্কিট ক্যামেরা) আওতায় আনা সম্ভব হবে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা–সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, একটি কুচক্রী মহল দেশে নানা ধরনের ষড়যন্ত্র করছে। তবে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধী, জঙ্গি দমনে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।
বাংলাদেশ প্রতিদিনের রাজনীতির খবরের শিরোনাম:
জাতীয় সংলাপের আহ্বান এরশাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বর্তমান পরিস্থিতিকে কঠিন উল্লেখ করে সরকারের উদ্দেশ্যে বলেছেন, আসুন দেশকে এই অবস্থা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সবাই মিলে ঐক্যমত হই। প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, যে রাজনীতিবিদরা সন্ত্রাস বিশ্বাস করে না, জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাস করে না তাদের সবাইকে নিয়ে জাতীয় সংলাপের আয়োজন করুন। আলোচনা করে কঠিন সংকট থেকে দেশকে উদ্ধারের ব্যবস্থা করুন।এরশাদ বলেন, আজ বিবেকের দায়ে অনেক কথা বলতে হচ্ছে। লোকজন কি নিরাপদে কর্মস্থলে আসতে পারে। মা কি তার সন্তানকে নিরাপদে স্কুলে পাঠাতে পারেন? হিন্দু পুরোহিত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেউ কি নিরাপদ বোধ করছে? আমরা কেউ নিরাপদে নেই। অনেকের ছেলে যখন বড় হয়, তখন সন্ধ্যার পর তার পরিবার শঙ্কিত হয়ে পড়ে ছেলে বাড়ি ফিরবে কি না। এভাবে বেশি দিন চলতে পারে না। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, পত্রিকায় দেখলাম তনুর মা প্রশ্ন করেছেন গরিব বলে কি আমরা বিচার পাবো না? সাগর-রুনির হত্যার কি বিচার হয়েছে? তাহলে তারা কি বিচার পাবে না। একটি গুপ্ত হত্যারও কি বিচার হয়েছে? এমন নজির আপনি দেখাতে পারবেন? যে সমাজে একজন এসপি’র স্ত্রীও নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে।
ইত্তেফাকের শিরোনাম: খালেদা জিয়াই জঙ্গি নেত্রী : হাছান মাহমুদ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, যে নেত্রী জঙ্গিদের সঙ্গে নিয়ে বৈঠক করেন, তিনি কি করে বলেন আওয়ামী লীগের মধ্যে জঙ্গি আছে। আপনিও তো জঙ্গিদের আঁচলে আশ্রয় দিয়ে রেখেছেন। আপনিই জঙ্গী নেত্রী।
মানবজমিনের খবরে বলা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,জঙ্গিদের রক্ষায় বিএনপির ওপর দোষ চাপাচ্ছে সরকার’
যায যায় দিনের প্রতারণা বিষয়ক একটি খবরের শিরোনাম:
সবই আসল, শুধু চাকরিটা নকল
জাতীয় দৈনিকে জনবল চেয়ে বিজ্ঞপ্তি। উচ্চ বেতন, সুযোগ-সুবিধাও নেহায়েত কম নয়। চাকরির বিজ্ঞপ্তি দেখে দেশের বিভিন্ন জেলা থেকে বেকার যুবক-যুবতীরা স্বপ্ন নিয়ে দরখাস্ত করেন। সাক্ষাৎকার দিতে এসে রাজধানীর অভিজাত এলাকাস্থ অফিস দেখে পরানটাও জুড়ায় চাকরিপ্রত্যাশীদের। অফিস সহকারীই ১০ থেকে ১২ জন। অফিসজুড়ে চাকরি-সংক্রান্ত ছবি, কর্মপদ্ধতির ছবি।
সব ধরনের প্রক্রিয়া দেখে বোঝার কোনো সুযোগ নেই এসব বেকার যুবক-যুবতী প্রতারিত হতে চলেছেন। চাকরির ভাইভা শেষে যখন ৩ থেকে ১৫ হাজার টাকা দিয়েও চাকরিতে যোগদানের জন্য ঘুরতে হয় তখনই মিথ্যে স্বপ্নে মোহসাঙ্গ হয়।
পূর্ব অভিজ্ঞতা না থাকায় বুঝতে না পেরে এমন প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছেন দেশের লাখো বেকার। খোয়া যাচ্ছে লাখ লাখ টাকা। রোববার রাজধানীর পল্লবী থানাধীন ডিওএইচএস, বারিধারা ডিওএইচএস এবং মিরপুরের কথিত নগর স্বাস্থ্য ফাউন্ডেশনে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিনটি সক্রিয় গ্রুপের ১৪ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটায়িলন (র্যাব)।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
কোলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনাম:
মৃত্যুর আগে মৃত ঘোষণা! উত্তাল মুর্শিদাবাদ মেডিক্যাল
রোগীর মৃত্যুর আগেই তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে৷ এই অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালালেন রোগীর আত্মীয়রা৷ আত্মীয়দের তাণ্ডবে সোমবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চিকিৎসকে মারধর ও ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়৷ তবে হাসপাতাল কর্তৃপক্ষ সকালের ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি৷
সপ্তম পে কমিশনের সুপারিশ নিয়ে বৈঠকে মন্ত্রিসভা-বর্তমান
সপ্তম পে কমিশনের নানাবিধ সুপারিশ কার্যকর করা প্রসঙ্গে কাল বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রাক্তন বিচারপতি এ কে মাথুরের নেতৃত্বে কমিশন যে প্রস্তাব দিয়েছে, তাতে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ও পেনশন গড়ে ২৩.৫৫ শতাংশ বৃদ্ধি পাবে। এর ফলে উপকৃত হবেন ৪৮ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ও ৫৫ লক্ষ পেনশনভোগী।
তন্ময়কে ভর্ৎসনা, বাড়ছে নিচুতলার কর্মীদের ক্ষোভ-সংবাদ প্রতিদিন
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের মিছিলে যোগ দেওয়ায় সূর্যকান্ত মিশ্র ও বিমান বসুদের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে৷ ভর্ৎসনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিচুতলার নেতৃত্বের পাল্টা তোপের মুখে পড়লেন বিমান, সূর্যরা৷ তন্ময় ভট্টাচার্য যে জেলা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন, সোমবার সেই জেলা নেতৃত্বের তোপের মখে পড়েন পার্টির রাজ্য সম্পাদক ও বামফ্রন্ট চেয়ারম্যান৷
গোমূত্রে সোনার হদিশ গুজরাতে!-সংবাদ প্রতিদিন
ভারতে গিরের গোদুগ্ধের সুখ্যাতি জগৎজোড়া। বলা হয়, গিরের গোদুগ্ধের গুণমান স্বর্ণতুল্য। কিন্তু এবার সেই গিরের গরুর উপাদানেই খোঁজ মিলল আসল সোনার। কিন্তু গোদুগ্ধে নয়। গোমূত্রে মিলল সোনার সন্ধান। অন্তত এমনটাই দাবি করছেন জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
৪০০ গির গরুর মূত্রের নমুনা পরীক্ষা করানো হয়েছিল জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেস্টিং ল্যাবরেটরিতে। সেখানেই দেখা গিয়েছে, এক লিটার মূত্রে ৩ থেকে ১০ মিলিগ্রাম পর্যন্ত সোনা রয়েছে। আয়নিক ফর্ম অর্থাত্ গোরুর প্রস্রাবে গোল্ড সল্ট সলিউবল হয়ে মিশে রয়েছে সোনা। লজ্জা কি শুধু ওই তরুণীর? রাঘববোয়ালদের নয়?-আনন্দবাজার
উচ্চমাধ্যমিকে ‘প্রথম স্থানাধিকারী’ তরুণী আসলে যে প্রথম স্থানাধিকারী নন, তা ফাঁস হতে খুব একটা সময় লাগেনি। তার জেরেই রুবি রাইয়ের ‘নাম’ এখন দেশজোড়া।রুবি রাইয়ের গ্রেফতার হওয়ার খবরেও সর্বস্তরে কেমন একটা ‘বেশ হয়েছে’ গোছের প্রতিক্রিয়া।
অপরাধ করলে শাস্তি যে প্রাপ্য, তা নিয়ে নিশ্চয়ই কোনও সংশয় নেই। বিপুল অর্থের বিনিময়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকার প্রথম স্থান বা অন্য যে কোনও গৌরবজনক স্থান কিনে নেওয়ার চেষ্টা যে অপরাধ, তা নিয়েও কোনও দ্বিমত থাকা উচিত নয়। কিন্তু মূল অপরাধী কি তিনিই? বিহারের উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা নিয়ে যত আলোচনা, যত নিন্দা-মন্দ, যত অবিশ্বাস, সেই সব কিছুর কেন্দ্রবিন্দুতে কি রুবি রাইয়ের থাকার কথা?
গোবর খাওয়ানো হল দুই যুবককে!-আজকাল
গো মাংস বাহক সন্দেহে হরিয়ানায় দুই যুবককে মারধর করে গোবর খাওয়াল ‘গৌ রক্ষক দল’–এর কর্মীরা। দু দিন আগে দুষ্কৃতির গুলিতে আহত হন গৌ রক্ষক দলের তিন কর্মী। অভিযোগ গরুর মাংস বাহকরাই এই গুলি চালিয়েছে। ১০ জুন রিজওয়ান ও মুক্তারকে গোবর খাওয়ানোর ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮