নিষেধাজ্ঞার পরিবর্তে পশ্চিমাদের উচিত ইরানের সাথে কূটনীতি অনুসরণ করা: সাবেক পাকিস্তানি কূটনীতিক
-
পশ্চিমাদের উচিত ইরানের সাথে কূটনীতি অনুসরণ করা: পাকিস্তানি কূটনীতিক
পার্সটুডে-আফগানিস্তান ও অস্ট্রিয়ায় নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে পারমাণবিক বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার ক্ষেত্রে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
সেইসঙ্গে তিনি ইউরোপ ও আমেরিকাকে বলেছেন, নিষেধাজ্ঞা ও দোষারোপের পরিবর্তে তাদের উচিত তেহরানের সাথে কূটনীতি অনুসরণ করা।
মনসুর আহমেদ খান সোমবার ইসলামাবাদে বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বদা কূটনীতির ওপর জোর দিয়েছে এবং অন্য পক্ষকে জড়িত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু ইউরোপ ও আমেরিকা নিষেধাজ্ঞা ও সংঘর্ষের পথ বেছে নিয়েছে। পাকিস্তানি এই কূটনীতিক আরও বলেন: পশ্চিমা ফ্রন্টের ইরান-বিরোধী কর্মকাণ্ড দুই পক্ষের মধ্যে সহযোগিতা করার পথকে কঠিন করে তুলেছে। এতটাই কঠিন যে ইউক্রেনের যুদ্ধ এবং তেহরানের অবস্থানের মতো কিছু ভূ-রাজনৈতিক ঘটনাবলী পশ্চিমা পক্ষগুলোর দৃষ্টিভঙ্গিকে কঠোর করে তুলেছে।
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ভিয়েনায় জাতিসংঘের কার্যালয়ে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী মনসুর খান বলেছেন: কূটনীতি সক্রিয় থাকতে হবে এবং পারস্পরিক সহযোগিতা ও সংলাপের সমস্ত পথ খোলা রাখতে হবে। পাকিস্তানি এই সাবেক কূটনীতিক জোর দিয়ে বলেন: "দেশগুলোর বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা সমস্যার সমাধান নয় এবং আমরা পাকিস্তানে সর্বদা একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ছিলাম। ইরান ইস্যুতেও আমরা এই ধরনের নিষেধাজ্ঞাগুলোকে অগ্রহণযোগ্য বলে মনে করি। কাবুলে নিযুক্ত প্রাক্তন পাকিস্তানি রাষ্ট্রদূত (২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত) আরও বলেন: "শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির সুবিধা ইরানের একটি বৈধ এবং অবিচ্ছেদ্য অধিকার, তাই এ বিষয়টিকে ঘিরে সমস্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বিচক্ষণতা ও নিষেধাজ্ঞা-মুক্ত কূটনীতির মাধ্যমে অগ্রসর হওয়া উচিত।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।