'ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে'
'বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, এমন রাজনীতি করি না'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৩ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।
বাংলাদেশের শিরোনাম:
- নির্বাচনের পর জাতিসংঘের কিছু বলার থাকতে পারে-মানবজমিন
- ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে বলেছ সিপিডি- প্রথম আলো
- বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, এমন রাজনীতি করি না: শেখ হাসিনা-ইত্তেফাক
- একসঙ্গে এতো চ্যালেঞ্জ দেশের অর্থনীতি আগে কখনো দেখেনি-যুগান্তর
কোলকাতার শিরোনাম:
- বড়দিন, বর্ষবরণে ১৪৪ ধারা জারি হচ্ছে লখনউয়ে- আনন্দবাজার পত্রিকা
- লোকসভায় সাড়ে তিনশোর বেশি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবাদ প্রতিদিন
- কর্ণাটক ফের হিজাব পড়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন পড়ুয়ারা-গণশক্তি
- ফের কেজরিওয়ালকে সমন ইডির - আজকাল
শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।
দৈনিক ইত্তেফাকের খবর- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে বা দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, এমন রাজনীতি করি না। শেখ হাসিনা বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। এদেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি। এদেশের মানুষের জন্যই আমার সংগ্রাম। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, একটা ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আর প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান তার মতামত কলামে লিখেছেন, বাংলাদেশে ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদের যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেটি অনেক দিক দিয়েই অভিনব, ব্যতিক্রমী। প্রথমত, এ নির্বাচনে দেশের প্রধান দুই দলের একটি—বিএনপি ও সমমনা দলগুলো নেই। নেই বাম গণতান্ত্রিক জোটও, যারা আওয়ামী লীগ ও বিএনপি থেকে সমদূরত্ব বজায় রেখে চলে।
মতামত কলামে আরো লেখা হয়েছে, এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে যেমন নৌকা প্রতীকধারী আছেন, তেমনি আছেন নৌকা না পাওয়া স্বতন্ত্র প্রার্থীও। যাঁদেরকে বলা হচ্ছে ‘ডামি প্রার্থী’।
তৃতীয়ত, এ নির্বাচনে কোন দল বিজয়ী হবে এবং নতুন সরকার গঠন করবে, সেটা ভোটের আগেই সবাই জেনে গেছে। এক সপ্তাহ আগে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট লিখেছে, ‘শেখ হাসিনাস পার্টি ইজ সেট টু বি রি-ইলেকটেড ইন জানুয়ারি।’ এতে বলা হয়, ‘শেখ হাসিনা চার মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৭ জানুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে পঞ্চম দফা শুরু করতে যাচ্ছেন, তা নিয়ে সন্দেহের খুব একটা অবকাশ নেই।’
যুগান্তরের রাজনীতির খবরে লেখা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নয়া কৌশল নিয়েছে বড় দুই দল। আন্দেলনে পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ। অন্যদিকে সরকারকে 'বড় ধাক্কা ' দিতে চায় বিএনপি। এদিকে নৌকা ও স্বতন্ত্রের সংঘাত অব্যহত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে আহত হয়েছে ২৬ জন আর গ্রেপ্তার হয়েছে ৬ জন।
প্রথম আলোর অথর্নীতি বিষয়ক খবরের শিরোনাম এরকম-ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে বলেছ সিপিডি। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ২০০৮ থেকে ২০২৩—এ ১৫ বছরে ব্যাংক খাত থেকে অনিয়মের মাধ্যমে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুটপাট করা হয়েছে। ব্যাংক খাত থেকে অনিয়মের মাধ্যমে বের করে নেওয়া এ অর্থ ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ১২ শতাংশের বেশি। ফলে এ অর্থে অনায়াসে বাজেট ঘাটতি মেটানো সম্ভব হতো। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, সরকারি-বেসরকারি ব্যাংকে ২৪টি ছোট-বড় অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে এসব অর্থ বের করে নেওয়া হয়েছে। দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে ব্যাংক খাতের অনিয়ম নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্য-উপাত্তের ভিত্তিতে এ তথ্য তুলে ধরেছে সংস্থাটি। বর্তমানে ব্যাংক খাত বৈকল্য অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছে সিপিডি।সিপিডি বলছে, দেশের সামষ্টিক অর্থনীতি এখন বড় ধরনের চাপ বা চ্যালেঞ্জের মুখে পড়েছে। অতীতে অর্থনীতিতে এত ধরনের চাপ কখনো তৈরি হয়নি। রাজনৈতিক নেতৃত্বের সামনে এখন বড় চ্যালেঞ্জ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত
২০২৪ সালের লোকসভা নির্বাচনের বেশি বাকি নেই। পাঁচ রাজ্যের ‘সেমিফাইনালে’ গেরুয়া ঝড়ই কার্যত দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ইন্ডিয়া জোট কি পারবে মোদিকে অপসারিত করতে? নাকি মোদি আরও বড় শক্তি নিয়ে প্রত্যাবর্তন করবেন? এই বিষয়েই মুখ খুললেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)। সেই সঙ্গে স্পষ্ট জানালেন, মোদির উত্তরসূরি হবেন আরও কড়া হিন্দুত্ববাদী।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি। সংবাদ প্রতিদিন পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে। প্রশান্ত কিশিরো তবে কারও নাম নেননি । যদিও অনেকেই মনে করছেন যোগী আদিত্যনাথের মতো কারও কথাই বলতে চেয়েছেন প্রশান্ত কিশোর।
সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, লোকসভায় সাড়ে তিনশোর বেশি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুক্রবার থেকে শুরু হওয়া বিজেপির দু’দিনের পদাধিকারীদর বৈঠকের সূচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, নতুন বছরের জানুয়ারি মাস থেকেই তিনি প্রতিটি রাজ্যে যাওয়া শুরু করবেন। তা রাজনৈতিক বা সরকারি কর্মসূচি হতে পারে। কিন্তু আপনারা প্রস্তুতি শুরু করে দিন। বাংলা, বিহার ও উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে গতবারের তুলনায় বেশি আসন পেতে হবে বলে প্রধানমন্ত্রী জানান।
ইন্ডিয়া (INDIA) জোটকে বিঁধে মোদি বলেন,“দেশের দুর্নীতিগ্রস্থ দলগুলি জোট বাঁধার চেষ্ঠা করছে। এঁরা পরিবারতন্ত্রে বিশ্বাস করে।”
হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন কর্ণাটকের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীরা। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন পূর্বতন বিজেপি সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা তার সরকার খারিজ করছে। তিনি বলেছেন, ‘‘একজন ব্যাক্তি কি পরবে, কি খাবে সেটা তার ব্যাক্তিগত বিষয়। আমি বা অন্য কেউ কেন তাতে হস্তক্ষেপ করবে।’’ কর্ণাটকের পূর্বতন সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। আদালত বিষয়টি সরকারের ওপর ছেড়ে দিলেও বিজেপি সরকার তাদের সিদ্ধান্ত বদল করেনি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৩