গুলশানের রক্তাক্ত পণবন্দি ঘটনায় খালেদা জিয়ার উদ্বেগ
সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
গুলশানের ঘটনায় আইএসের দায় স্বীকার!–ইত্তেফাক
সন্ত্রাসের দুঃস্বপ্ন যখন সত্য হলো! -প্রথম আলো
নিহতদের মধ্যে বাংলাদেশিও আছেন-প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদি ও আবের ফোন-নিন্দা প্রকাশ- মানবজমিন
গুলশানে ৬ বন্দুকধারী নিহত, ধরা পড়েছে একজন: প্রধানমন্ত্রী -বাংলাদেশ প্রতিদিন
গুলশানে সন্ত্রাসী হামলা-বিভীষিকার ১২ ঘন্টা- কালের কণ্ঠ
গুলশানে উদ্ধারকৃত ২০টি লাশ বিদেশী নাগরিকদের : বিবিসি -নয়া দিগন্ত
গুলশান হামলায় ভারতীয় তরুণী নিহত-মানবকণ্ঠ
দাবি পুলিশ কর্মকর্তার ভারতকে ক্ষুব্ধ করতেই হিন্দু হত্যা-যায় যায় দিন
সন্ত্রাসী হামলার ঘটনা ইতিহাসের জঘন্যতম কালো অধ্যায়'- যুগান্তর
কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই শিবিরকর্মী নিহত-ইনকিলাব
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
সিন্ডিকেটরাজ বন্ধে পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মমতার -বর্তমান
কলকাতা জুড়ে বাড়তি সতর্কতা, রাস্তায় নাকা তল্লাশি-সংবাদ প্রতিদিন
মন্ত্রী হয়ে আয় কমল জেটলির-আজকাল
ঢাকা কাণ্ডের পর কলকাতা নিয়ে উদ্বিগ্ন মোদী, পাশে চান মমতাকে--আনন্দবাজার
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
গুলশানে বন্দুকধারীদের হামলার ঘটনা এবং দেশের কয়েকটি স্থানে ক্রসফায়ার ও হত্যা চেষ্টার খবরই আজকের বাংলাদেশ ও ভারতের দৈনিকগুলোতে বিশেষ গুরুত্বসহ ছাপা হয়েছে। তো প্রথমে গুলশান ট্রাজেডির খবর তুলে ধরছি। সব দৈনিকে গুলশান ট্রাজেডির সর্বশেষ অবস্থা নিয়ে আইএসপিআরের সংবাদ সম্মেলনের খবর তুলে ধরা হয়েছে। এ সম্পর্কে প্রথম আলো, ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিনসহ প্রায় সব দৈনিকের খবর-
গুলশানে সন্ত্রাসী হামলা; ২০ জনের মৃতদেহ উদ্ধার
গুলশানের সন্ত্রাসী হামলায় ২০ জন জিম্মির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হামলাকারিদের মধ্যে ছয়জন নিহত হয়েছে। সন্দেহের বশে আটক করা হয়েছে একজনকে। জীবিত উদ্ধার তিন বিদেশিসহ হয়েছেন ১৩ জিম্মিকে। তাদের মধ্যে একজন জাপানি ও অন্য দু'জন শ্রীলঙ্কান। শনিবার দুপুর দেড়টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আইএসপিআর। এছাড়া গত রাতেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এ নিয়ে গুলশান হামলার ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২৮ জন।
মানবজমিনের খবর-গুলশানের ঘটনায় ভারও জাপানের নিন্দা প্রকাশ
প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ফোন, নিন্দা প্রকাশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়ে গুলশান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় তিনি লিখেছেন, ঢাকায় হামলা আমাদের ভাষায় প্রকাশের অযোগ্য যন্ত্রণা দিয়েছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। এবং এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানিয়েছি।
এদিকে, ডিপ্লোমেটিক জোনে জঙ্গী হামলায় দেশী-বিদেশী অন্তত ২৮ জনের প্রাণহাণির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনেজো আবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে নৃশংস ওই হামলার নিন্দা জানান তিনি।
কালের কণ্ঠে খালেদা জিয়ার বিবৃতি ছাপা হয়েছে- যার শিরোনাম:
রক্তাক্ত পরিস্থিতি তৈরি করায় খালেদা জিয়ার উদ্বেগ
বিদেশি নাগরিকসহ ২০ জনকে জিম্মি করে বাংলাদেশের ইতিহাসে রক্তাক্ত পরিস্থিতি তৈরি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এ কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, গতরাত থেকে শুরু হয়ে আজ সকাল পর্যন্ত দুষ্কৃতকারীদের কর্তৃক সংঘটিত প্রাণবিনাশী ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। অগণতান্ত্রিক শাসনব্যবস্থার ফলে সৃষ্ট অগণতান্ত্রিক সংস্কৃতি মিলেমিশে দেশে এমন এক রাজনৈতিক ব্যবস্থা তৈরি হয়েছে যা পৈশাচিক স্বৈরতন্ত্রে অধঃপতিত হয়েছে। যার বিকৃত প্রতিক্রিয়া সারা দেশে ফুটে উঠতে শুরু করেছে। গত রাতের দুষ্কৃতকারীদের নির্মম রক্তাক্ত অভ্যুত্থান দেশে বিরাজমান দুঃশাসনেরই বহিঃপ্রকাশ। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্ত্রাসী হামলার ঘটনা ইতিহাসের জঘন্যতম কালো অধ্যায়'।
এদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সন্ত্রাসবাদ মোকাবেলায় একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করার আহবান জানিয়েছেন।
গতকাল ঝিনাইদহে আবারও সেবায়েতকে কুপিয়ে খুন করার পর আজ আবার
সাতক্ষীরায় পুরোহিতকে কুপিয়ে হত্যার চেষ্টা-প্রথম আলো/ইত্তেফাক/নয়া দিগন্ত
সাতক্ষীরা সদর উপজেলার ব্রম্মরাজপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় মন্দিরের পাহারায় থাকা দুই চৌকিদারকে বেঁধে রাখে তারা। আশঙ্কাজনক অবস্থায় পুরোহিতকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
যায় যায় দিনের একটি খবরের শিরোনাম:
দাবি পুলিশ কর্মকর্তার-ভারতকে ক্ষুব্ধ করতেই হিন্দু হত্যা
ভারত, আমেরিকাসহ বিভিন্ন দেশকে 'ক্ষুব্ধ' করতেই জঙ্গিরা বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা করছে বলে জানিয়েছে পুলিশ।
এসব হত্যার মাধ্যমে সরকারকে বিপদে ফেলতে চায় জঙ্গিরা। তাদের ধারণা, হিন্দুদের হত্যা করলে সরকারের ওপর ক্ষুব্ধ হবে ভারত। আর বৌদ্ধ-খ্রিস্টান খুন করলে আমেরিকা ও জাপান ক্ষুব্ধ হবে। আর এতে সরকার উৎখাত করে ইসলামী রাষ্ট্র কায়েম তাদের জন্য সহজ হবে।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
সংবাদ প্রতিদিনের শিরোনাম:
কলকাতা জুড়ে বাড়তি সতর্কতা, রাস্তায় নাকা তল্লাশি
পড়শি দেশ বাংলাদেশে আইএস জঙ্গিহানার জেরে ভারতেও সীমান্ত ও বিমানবন্দরে জারি হল কড়া সতর্কতা৷ নিরাপত্তা জোরদার করতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নিরাপত্তা আধিকারিকদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করেন৷ দেশের সীমান্ত ও বিমানবন্দরে নিরাপত্তা বাড়াতে বিএসফের ডিজিকে বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে৷ বিশেষ সতর্কতা জারি কলকাতাতেও৷
ঢাকা কাণ্ডের পর কলকাতা নিয়ে উদ্বিগ্ন মোদী, পাশে চান মমতাকে-আনন্দবাজার
লাদেশে উদ্ভূত নাশকতামূলক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে চাইছেন।
ঢাকার গুলশানের কাফেতে জঙ্গি হামলার ঘটনার পর বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়। কার্যালয়ের অতিরিক্ত সচিব তথা পশ্চিমবঙ্গ ক্যাডার, প্রবীণ আমলা ভাস্কর খুলবে রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ঘটনার সম্ভাব্য কারণ, পরিণতি এবং ভবিষ্যৎ সতর্কতা নিয়ে আদানপ্রদান হচ্ছে উভয়পক্ষের মধ্যে।
সিন্ডিকেটরাজ বন্ধে পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মমতার-বর্তমান
সিন্ডিকেটসহ যে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২