ফার্সি ভাষায় ওয়াতান وطن মানে স্বদেশ বা জন্মভূমি (১০৯তম পর্ব)
পাঠক ! সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি ভালোই আছেন আপনারা। ফার্সী ভাষা শেখার অনুষ্ঠান ফার্সী ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি।
আজকের আসরে আমরা নতুন একটি বিষয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। বিষয়টি হলো ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধ। সাদ্দাম সরকার এই যুদ্ধ শুরু করেছিল। এই যুদ্ধে ইরানী জনগণ তাদের দেশের সীমান্ত এবং সার্বভৌমত্ব রক্ষা করেছিল। সেজন্যে এই যুদ্ধ ইরানীদের মাঝে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ নামে প্রসিদ্ধ। ১৯৮০ খ্রিষ্টাব্দে ইরাক পশ্চিমা দেশগুলোর সহায়তা ও সমর্থন নিয়ে ইরানের ওপর হামলা চালায়। ইরানকে বিভক্ত করা এবং ইসলামী সরকার ব্যবস্থাকে ধ্বংস করাই ছিল এই যুদ্ধের উদ্দেশ্য। কিন্তু সাদ্দাম সরকার এবং তার প্রাচ্য ও পাশ্চাত্য মিত্ররা ইরানী জনগণের কঠোর প্রতিরোধের সম্মুখিন হয়।

ইমাম খোমেনী (রহ) এর সুযোগ্য ও মেধাবি নেতৃত্ব এবং প্রতিরক্ষার জন্যে জনগণের আগ্রহ-উদ্দীপণার ফলে গণঐক্য ও যুদ্ধে যাবার স্পৃহা জাগে জনমনে। রণাঙ্গনে ইরানী জনগণের স্বতস্ফূর্ত উপস্থিতি ছাড়াও ইরানী মহিলারাসহ জনগণের আকেটি দল বিভিন্ন শহর-গ্রামে যুদ্ধের নেপথ্যে ব্যাপক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। মুহাম্মাদ ঐ প্রতিরক্ষা যুদ্ধ সম্পর্কে আরো বেশি জানতে চাচ্ছে। রমিন তাকে যুদ্ধের ওপর একটিট প্রামাণ্য চলচ্চিত্র দেয়। তারপরের ঘটনা বর্ণনার আগে চলুন নতুন শব্দগুলোর অর্থ জেনে নিই।
فیلم - مستند - جنگ - ایران - عراق - سال - در چه سالی ؟ - آن آغاز شد - شهریور - سال - ১৩৫৯ - رژيم - رژيم صدام - او حمله کرد - چرا ؟ - نابودي - انقلاب اسلامي - تحريك - قدرت - قدرت هاي بزرگ - نیرو - نیروها - كدام ؟ - شهر - شهرها - آنها حمله کردند - ابتدا - استان - خوزستان - جنوب - جنوبي - فقط - نيرو - نيروي زميني - غرب - عربي - هواپیما - هواپیماها - زیادی - آنها بمباران کردند - آیا - تهران - بسياري - دیگر - واكنش - مردم - در آن زمان - چه - چه بود ؟ - عده - عده زياد - جبهه - آنها رفتند - وطن - آنها دفاع کردند -
চলচ্চিত্র / প্রামাণ্য / যুদ্ধ / ইরান / ইরাক / সাল বা বছর / কোন্ বছর / তা শুরু হয়েছে / ইরানী মাসের মাস / বছর / ১৩৫৯ / সরকার / সাদ্দাম সরকার / সে হামলা করেছে / কেন / ধ্বংস / ইসলামী বিপ্লব / উস্কানী বা উৎসাহ / শক্তি / বৃহৎ শক্তিগুলো / শক্তি বা সেনা / সেনারা / কোন্ / শহর / শহরগুলো / তারা হামলা করেছে / সূচনা / প্রদেশ / ইরানের একটি প্রদেশের নাম / দক্ষিণ / দক্ষিণের / কেবল / সেনা / স্থলবাহিনী / পশ্চিম / আরব / বিমান / বিমানগুলো / প্রচুর / তারা বোমাবর্ষণ করেছে / এটি একটি ফার্সী অব্যয়,প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয় / তেহরান / অনেক / অন্য / প্রতিক্রিয়া / লোকজন / সে সময় / কী / কী ছিল / সংখ্যা / বহু সংখ্যক / রণাঙ্গন / তারা গেছে / স্বদেশ বা জন্মভূমি / তারা রক্ষা করেছে।
এবার চলুন মুহাম্মাদ এবং রমিনের কাছে যাওয়া যাক দেখি তারা কী বলে। তো তাদের কথাগুলো যথারীতি বাংলায় অনুবাদ করে একবার শোনা যাক
رامین - این یک فیلم مستند از جنگ است . جنگ ایران و عراق . محمد - جنگ ایران و عراق در چه سالی آغاز شد ؟رامین - آخر شهریور سال ১৩৫৯ رژيم صدام به ایران حمله کرد . محمد - چرا رژيم صدام به ايران حمله كرد ؟ رامین - براي نابودي انقلاب اسلامي ، به تحريك قدرتهاي بزرگ به ايران حمله كرد . محمد - نیروهای عراقی به کدام شهرهای ایران حمله کردند ؟رامین - نیروهای عراقی ابتدا به استان خوزستان - در جنوب ايران - حمله کردند . محمد - جنگ فقط در استان خوزستان بود ؟ رامین - نه . نیروهای زمینی عراق به استانهاي غربي و جنوبي ايران حمله کردند . هواپیماهای عراقي نيز شهرهای زیادی را بمباران کردند . محمد - آیا آنها تهران را هم بمباران کردند ؟رامین - بله . تهران و بسیاری از شهرهای دیگر . محمد - واكنش مردم ایران در آن زمان چه بود ؟رامین - عده زيادي به جبهه رفتند و از وطن خود ایران ، دفاع کردند .
রমিন : এটা যুদ্ধের ওপর একটা প্রামাণ্য চলচ্চিত্র। ইরান এবং ইরাক যুদ্ধ।মুহাম্মাদ : ইরান ইরাক যুদ্ধ কোন্ বছর শুরু হয়েছিল।রমিন : ফার্সী ১৩৫৯ সালের শাহরিভার মাসের শেষের দিকে সাদ্দাম সরকার ইরানে হামলা চালিয়েছিল।মুহাম্মাদ : সাদ্দাম সরকার কেন ইরানে হামলা করেছিল?রমিন : ইসলামী বিপ্লবকে ধ্বংস করার জন্যে বৃহৎ শক্তিগুলোর উস্কানীতে ইরানে হামলা করেছিল।মুহাম্মাদ : ইরাকী সেনারা ইরানের কোন কোন শহরে হামলা করেছিল?রমিন : ইরাকী সেনারা প্রথমে দক্ষিণ ইরানের খুযিস্তান প্রদেশে হামলা করেছিল।মুহাম্মাদ : যুদ্ধ কেবল খুযিস্তান প্রদেশেই হয়েছিল?রমিন : না। ইরাকের স্থলবাহিনী হামলা করেছিল ইরানের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে। ইরাকের জঙ্গি বিমানগুলোও অনেক শহরে বোমাবর্ষণ করেছিল।মুহাম্মাদ : আচ্ছা তারা কি তেহরানেও বোমাবর্ষণ করেছে ?রমিন : হ্যাঁ! তেহরান এবং আরো অনেক শহরে।মুহাম্মাদ : সে সময় ইরানী জনগণের প্রতিক্রিয়া কী হয়েছিল?রমিন : বহুসংখ্যক রণাঙ্গনে গিয়েছিল এবং মাতৃভূমি ইরানকে রক্ষা করেছিল।
ইরানের বিরুদ্ধে ইরাকের যুদ্ধে ইরানের সেনাবাহিনী তাদের সর্বশক্তি দিয়ে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়া ছাড়াও দেশরক্ষায় সেপাহ বা বিপ্লবী গার্ড বাহিনী এবং বাসিজ অর্থাৎ স্বেচ্ছাসেবী বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেপাহ এবং বাসিজ ছিল গণবাহিনী। ইমাম খোমেনী (রহ) এর নির্দেশে দেশ রক্ষা ও গঠনের কাজে এই দুটি বাহিনী গঠিত হয়েছিল। সেপাহ এবং বাসিজের পাশে সেনাবাহিনী ইরান প্রতিরক্ষায় যুদ্ধ করেছিল। পশ্চিমা দেশগুলো যেখানে সাদ্দাম সরকারকে রাসায়নিক অস্ত্রের মতো উন্নত যুদ্ধাস্ত্র দিয়ে সুসজ্জিত করেছিল,সেখানে ইরানের ওপর আরোপ করা হয়েছিল অর্থনৈতিক ও সামরিক অবরোধ। ইরানে শিল্প ও উৎপাদনমুখি দ্রব্য সামগ্রি আমদানি করার ওপর নিষেধাজ্ঞা ছিল। দেশরক্ষা করা ইরানী জনগণের জন্যে একটি ইসলামী ও জাতীয় দায়িত্ব হিসেবে পরিগণিত ছিল। পবিত্র ঐ প্রতিরক্ষা যুদ্ধে যারা অংশ গ্রহণ করেছিল তারা আজো তাদের সুখকর এবং কষ্টকর সেইসব অভিজ্ঞতার স্মৃতি বন্ধুবান্ধব এবং পরিচিতজনদের কাছে বর্ণনা করে।তাদের সেই আত্মত্যাগের স্মৃতি সুন্দর এবং শোনার মতো। সেইসব স্মৃতির কোনো কোনোটি বই এবং চলচ্চিত্রে উঠে এসেছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ১৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন