জুন ১৪, ২০১৯ ১৬:২৫ Asia/Dhaka
  • আ'লীগের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে বাজেটের সঙ্গতি নেই: সিপিডি

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৪ জুন শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি .......। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • অর্থমন্ত্রী কত নম্বর পেলেন?-দৈনিক প্রথম আলো
  • চাকরি না হলেও পেনশন পাবে সবাই’-দৈনিক কালেরকণ্ঠ
  • আ'লীগের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে বাজেটের সঙ্গতি নেই: সিপিডি-দৈনিক যুগান্তর
  • নতুনভাবে ঋণের সাথে করের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে : বিএনপি-দৈনিক ইত্তেফাক
  • বিয়ের ফাঁদে কিশোরীকে টানা ধর্ষণ-দৈনিক মানবজমিন
  • শিক্ষা খাত সর্বোচ্চ অগ্রাধিকার পাবে: প্রধানমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন
  • এবার নরসিংদীতে কলেজছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা!-দৈনিক নয়াদিগন্ত

ভারতের খবর:

  • সরকারি ডাক্তারদের গণইস্তফার ঢেউ, ভয়াবহ বিপর্যয়ের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • সন্ত্রাসবাদ বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে কোনও কথা নয়, জিনপিংকে স্পষ্ট জানালেন মোদি-দৈনিক আজকাল
  • এনআরএস কাণ্ডে হস্তক্ষেপ রাজ্যপালের, চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার আরজি-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

অর্থমন্ত্রী কত নম্বর পেলেন?-দৈনিক প্রথম আলো -

জাতীয় সংসদে গতকাল ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনজন ব্যবসায়ী ও একজন অর্থনীতিবিদের কাছে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়- বাজেটের ভালো দিক কোনগুলো? দুর্বলতা কী?   সামগ্রিক বিচারে ১০-এর মধ্যে আপনি কত নম্বর দেবেন?

এদের মধ্যে। এদের মধ্যে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান  সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, বাজেটে ব্যাংক খাতের সংস্কার নিয়ে অনেক কথা বলা হয়েছে, এটা ভালো। সুদহার, মূলধন বাড়ানোসহ নানা ঘোষণা আছে। তবে কবে নাগাদ এসব সংস্কার শুরু হবে, কীভাবে হবে, তার উল্লেখ নেই। কর আহরণে নতুন কোনো কৌশল নেই। আবার ঘাটতি মেটাতে ব্যাংকব্যবস্থা থেকে ঋণের লক্ষ্য বাড়ানো হয়েছে, এতে চাপ বেড়ে যাবে।

চাকরি না হলেও পেনশন পাবে সবাই-দৈনিক কালেরকণ্ঠ

বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রের সব নাগরিককে পেনশন দেয়া হয়। এই পদ্ধতিকে ‘ইউনিভার্সাল পেনশন’ পদ্ধতি বলা হয়েছে। নাগরিকের দেয়া ভ্যাট, ট্যাক্স বা অন্যান্য অর্থ থেকে এ সুবিধা নিশ্চিত করে সরকার। এবার বাংলাদেশেও এই পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে শিগগিরই গঠন করা হবে ‘ইউনিভার্সাল পেনশন অথরিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ পরিকল্পনার কথা জানান। এর আগেও ইউনিভার্সাল পেনশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তা এখনও বাস্তবায়ন সম্ভব হয়নি। জানা গেছে, ইউনিভার্সাল পেনশন পদ্ধতি চালু করতে আরও অন্তত ৩ থেকে ৪ বছর সময় লাগবে। এটি যেন দ্রুত করা যায় এজন্য ‘ইউনিভার্সাল পেনশন অথরিটি শিগগিরই গঠন করা হবে।

আ'লীগের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে বাজেটের সঙ্গতি নেই: সিপিডি-দৈনিক যুগান্তর

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পাশাপাশি বাজেটে সচ্ছল ও উচ্চ আয়ের মানুষকে বেশি সুবিধা দেয়া হয়েছে। যারা আয় করে তাদের সুবিধা দেয়া হয়নি। ০এ পর্যালোচনা বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)।

Image Caption

শুক্রবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এক সংবাদ সম্মেলনে বাজেট-পরবর্তী এ পর্যালোচনা উপস্থাপন করে সিপিডি। সংস্থার সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডির পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তদের জন্য করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি। আবার সারচার্জকৃত সম্পদের সীমা বাড়ানো হয়েছে। অর্থাৎ যারা আয় করে তাদের জন্য সুবিধা বা প্রণোদনা দেয়া হয়নি। কিন্তু যারা সম্পদশালী তাদের সুবিধা দেয়া হয়েছে। কেন দেয়া হয়েছে, আমাদের কাছে এটি বোধগম্য নয়। এটি সরকারের নির্বাচনী চেতনার সঙ্গেও মিলে না।

নতুনভাবে ঋণের সাথে করের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে: বিএনপি-দৈনিক ইত্তেফাক

প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই বাজেটে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। দেশের সামষ্টিক অর্থনীতি নষ্ট হয়ে গেছে। ধনী ও সুবিধাভোগী শ্রেণির কথা চিন্তা করেই এই বাজেট প্রস্তাব করা হয়েছে। এতে সাধারণ মানুষের কোনও উপকার হবে না।

সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী 

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটের মাধ্যমে সাধারণ মানুষের ওপর নতুনভাবে ঋণের সাথে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনে যেমন জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, এ বাজেটেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। খসরু বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র অনির্বাচিত দেশ বাংলাদেশ। এই অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার নৈতিক অধিকার নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা জনগণের কাছে দায়বদ্ধও নয়।এটি একটি ঋণনির্ভর বাজেট।

বিয়ের ফাঁদে কিশোরীকে টানা ধর্ষণ-দৈনিক মানবজমিন

চাঁদপুরের শাহরাস্তিতে এক কিশোরীকে বিয়ের ফাঁদে ফেলে আড়াই বছরের বেশি সময় ধর্ষণ করেছে এক যুবক। এ ঘটনায় কিশোরীর স্বজনরা অভিযুক্ত যুবককে সনাক্ত করে একটি মামলা দায়ের করে। পুলিশ মামলার ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সূচীপাড়া উত্তর ইউপি’র শোরসাক গ্রামের ইসমাইল মিজি বাড়ির মৃত আ. রশিদের পুত্র হুমায়ুন কবিরকে (১৯) আটক করে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করে।

ধর্ষক হুমায়ুন কবির

ক্ষতিগ্রস্থ কিশোরী পরিবার ও মামলার সূত্র জানায়, ২০১৭ সাল হতে ওই বাড়ির এক শিশু শিক্ষার্থী স্থানীয় অক্সফোর্ড মডেল স্কুলে পড়ুয়া অবস্থায় একই বাড়ির হুমায়ুন কবিরের বড় বোনের নিকট প্রাইভেট পড়তো। ওই সুবাদে কিশোরীর ঘরে হুমায়ুন কবিরের অবাধ যাতায়াত ছিল। সে সুযোগে নানা সময় কিশোরীকে ফুঁসলিয়ে তার সঙ্গে একাধিকবার শারিরীক সম্পর্ক স্থাপন করে। পরে ২০১৮ সালে ওই শিক্ষার্থী (১৫) নারী গৃহ শিক্ষকের বিয়ে হয়ে যায়। এরপরে হুমায়ুন ওই কিশোরীকে প্রাইভেট পড়াতে শুরু করে। সে সুবাদে হুমায়ুন বিয়ের প্রলোভনে বিভিন্ন সময়ে ধর্ষণের হলিখেলা শুরু করে।

শিক্ষা খাত সর্বোচ্চ অগ্রাধিকার পাবে: প্রধানমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তাঁর সরকারের পরিকল্পনা রয়েছে ২০২৩-২৪ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ১০ শতাংশে উন্নীত করা। শিক্ষা খাতে জোর দিয়ে শেখ হাসিনা বলেন,  ‘আগামী অর্থবছরে এ খাত সর্বোচ্চ অগ্রাধিকার পাবে আজ শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার সংসদে উত্থাপন করা ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

এবার নরসিংদীতে কলেজছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা!-দৈনিক নয়াদিগন্ত

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টার রেশ কাটতে না কাটতেই এবার নরসিংদীতে এক কলেজছাত্রীকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

নরসিংদীর উদয়ন কলেজ থেকে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ফুলন রানী বর্মণকে (২২) গুরুতর অবস্থায় গতকাল রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের ২০ ভাগ পুড়ে গেছে। ফুলন রানী বর্মণ নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লার যুগেন্দ্র চন্দ্র বর্মণের মেয়ে। গত বছর উচ্চ মাধ্যমিক পাস করলেও তিনি পরে আর কোথাও ভর্তি হননি। গতকাল রাতের এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

সরকারি ডাক্তারদের গণইস্তফার ঢেউ, ভয়াবহ বিপর্যয়ের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

শুরু হয়েছিল সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল দিয়ে। তার পর থেকেই রাজ্য জুড়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের গণইস্তফা চলছে। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ (এনআরএস) তো বটেই, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, আরজি কর মেডিক্যাল কলেজ, এসএসকেএম, ন্যাশনাল মেডিক্যাল কলেজের মতো একাধিক হাসপাতালে গণইস্তফা দিয়েছেন চিকিৎসকেরা।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, শুক্রবার দুপুর পর্যন্ত চার জন অধ্যক্ষ এবং ১৭০ জন চিকিৎসক ইস্তফা দিয়েছেন। নজিরবিহীন এই পরিস্থিতিতে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গোটা পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকেই দায়ী করছে চিকিৎসক মহল।

সন্ত্রাসবাদ বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে কোনও কথা নয়, জিনপিংকে স্পষ্ট জানালেন মোদি-দৈনিক আজকাল

সন্ত্রাসবাদে মদত জোগানো বন্ধ করতেই হবে পাকিস্তানকে। তারপরই তাঁদের সঙ্গে কোনওরকম আলোচনা সম্ভব। ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল ভারত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তাঁকে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আপাতত কিরঘিস্থানের রাজধানী বিসকেকে অনুষ্ঠিত দু’‌দিনের এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী। জিনপিংকে মোদি স্পষ্ট জানান, যেকোনও আলোচনার আগে পাকিস্তানকে ‌সন্ত্রাসবাদমুক্ত পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে আমরা সেই পরিবেশ তৈরি হতে দেখতে পাচ্ছি না। আশা করি ইসলামাবাদ জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।

এনআরএস কাণ্ডে হস্তক্ষেপ রাজ্যপালের, চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার আরজি-দৈনিক সংবাদ প্রতিদিন

এনআরএস কাণ্ডে এবার হস্তক্ষেপ করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। পরিষেবা স্বাভাবিক করতে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আরজি জানিয়েছেন রাজ্যপাল।

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে তাঁর বার্তা, অবিলম্বে অচলাবস্থা কাটিয়ে কাজে ফিরুন। গোটা রাজ্যের চিকিৎসকদের কাছেই তাঁর আবেদন, দ্রুত কাজে ফিরে উপযুক্ত পরিষেবা দেওয়া শুরু করুন। সেইসঙ্গে তিনি চিকিৎসকদের আশ্বস্ত করেছেন, তাঁদের দাবিদাওয়া রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। এবং দ্রুত চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গত ১০ জুনের ঘটনায় যারা দোষী, তাদের শাস্তি নিশ্চিত করার ব্যপারে রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ