তবে কি এটাই যুদ্ধ শুরু! মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮০: ইরান
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৮ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- তবে কি এটাই যুদ্ধ শুরু! মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮০: দাবি ইরানের -দৈনিক মানবজমিন
- প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হবে: ইশরাক -বাংলাদেশ প্রতিদিন
- তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার নয়: প্রধানমন্ত্রী -দৈনিক সমকাল
- গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর -দৈনিক ইত্তেফাক
- তাবিথ-ইশরাককে সমর্থন ঐক্যফ্রন্টের, ‘কারচুপি হলে আন্দোলন’-দৈনিক যুগান্তর
- বড় যুদ্ধ এড়িয়ে জয়ের ইরানি কৌশল-দৈনিক প্রথম আলো
- মজনু ‘সিরিয়াল রেপিস্ট: র্যাব-দৈনিক প্রথম আলো
- ‘প্রধানমন্ত্রীর ভাষণে জাতি হতাশ-ক্ষুব্ধ’ -দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ‘আমাকে খুন করার চেষ্টা হয়েছে’, পালটা FIR দায়ের ঐশীর -দৈনিক সংবাদ প্রতিদিন
- ‘আন্দোলনের নামে গুন্ডাগিরি, বন্ধকে ধিক্কার’, বললেন মমতা -দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ‘সিএএ অসাংবিধানিক, সুপ্রিম কোর্টের উচিত এই আইন বাতিল করে দেওয়া’, মুখ খুললেন অমর্ত্য সেন -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরাকে অবস্থিত আমেরিকার দুটি ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং সেখানে আমেরিকার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক প্রতিবাদ হচ্ছে এবং ছাত্ররা অনেকটা ফুঁসে উঠেছে। বিষয়টি সম্পর্কে যদি আপনি একটু আলোচনা করেন।
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

আজ বাংলাদেশের প্রায় সব জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালের প্রধান খবর-ইরাকের ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা। শহীদ কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধে এ হামলা চালানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন,মার্কিন ঘাঁটিতে আজকের হামলা একটি চপেটাঘাত মাত্র।

এ সম্পর্কিত খবরে দৈনিক মানবজমিন শিরোনাম করেছে,তবে কি এটাই যুদ্ধ শুরু! মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮০: ইরান
বিভিন্ন মিডিয়ার বরাত দিয়ে দৈনিকটির প্রতিবেদনে লেখা হয়েছে, ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি বিমান ঘাঁটিতে কমপক্ষে ১৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওই দুটি বিমান ঘাঁটি ইরবিল ও আল আসাদে মার্কিন সেনারা অবস্থান করে। ইরান দাবি করেছে এতে কমপক্ষে ৮০ ‘আমেরিকান টেরোরিস্ট’ নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ও সামরিক সরঞ্জাম। তবে কিভাবে এসব তথ্য সংগ্রহ করেছে ইরান সে বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি। হামলায় জার্মানি, ডেনমার্ক ও নরওয়ের কোনো সেনা সদস্য নিহত বা আহত হয় নি বলে জানিয়েছে এসব দেশ।

পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে হোয়াইট হাউজ। বুধবার সকালে এ বিষয়ে প্রতিক্রিয়া দেয়ার কথা ট্রাম্পের। তবে তিনি টুইট করেছেন পাল্টা প্রতিশোধ নেয়ার। এ থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার ভয়াবহ এক আশঙ্কা দেখা দিয়েছে। ওদিকে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরান। তারা বলেছে, আত্মরক্ষার্থে জাতিসংঘ সনদের ৫১ ধারার অধীনে তারা এ হামলা করেছে। ওদিকে হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম এক বিবৃতিতে বলেছেন, ইরাকে মার্কিন স্থাপনায় হামলার বিষয়ে আমরা অবহিত। প্রেসিডেন্টকে এ বিষয়ে জানানো হয়েছে। পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি করা হচ্ছে। পরামর্শ করা হচ্ছে প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক বিবৃতিতে বলেছে, আমেরিকার সব মিত্রকে হুঁশিয়ার করে দিচ্ছে ইরান। যেসব মিত্র তাদের ঘাঁটি সন্ত্রাসী সেনাদের (মার্কিনিদের) ব্যবহার করতে দিয়েছে, সেটা যেখানেই হোক, সেখান থেকে ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকা- চালানো হলে, তাকে টার্গেট করবে ইরান। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ টুইটারে একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলেছেন, ইরান হামলা চালিয়েছে আত্মরক্ষার্থে। যুদ্ধের পরিস্থিতিকে উত্তেজিত করতে এ হামলার কথা অস্বীকার করেন তিনি। ইরান ওইসব ঘাঁটিকে টার্গেট করেছে যেখান থেকে আমাদের নাগরিক ও সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে কাপুরুষের মতো হামলা চালানো হয়েছে। আমরা কোনো উত্তেজনা বা যুদ্ধ চাই না। কিন্তু যেকোন আগ্রাসনের বিরুদ্ধে আমরা আত্মরক্ষা করবো। ওদিকে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর আরো মৃত্যু এড়াতে যুক্তরাষ্ট্রকে সেনা প্রত্যাহার করার পরামর্শ দিয়েছে ইরান। ইসরাইল সহ যুক্তরাষ্ট্রের মিত্রদের সতর্ক করা হয়েছে, তাদের ভ’খন্ড থেকে হামলা অনুমোদন না দিতে।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে।
বড় যুদ্ধ এড়িয়ে জয়ের ইরানি কৌশল-দৈনিক প্রথম আলো
ইরানিরা তাদের বীর জেনারেলকে হত্যার জন্য ট্রাম্পকে যতই অভিশাপ দিক, একটা ধন্যবাদ ট্রাম্পের পাওনা। ট্রাম্পের কারণেই ইরাকের আরও নিকটজন হয়েছে ইরান। ইরাকে আমেরিকার বেশির ভাগ কাজই বুমেরাং হয়েছে।
মৃত্যুতেও সুলেইমানি সফল

সুলেইমানির হত্যার অভিঘাতে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে ইরাকে। যুক্তরাষ্ট্রের ইরাকে দখলদারির আইনগত ভিত্তি যে চুক্তি, ইরাকি পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে তা বাতিলে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সরকারের জন্য এই আহ্বান যদিও বাধ্যতামূলক নয়, কিন্তু ঘটনাবলি সেদিকেই যাচ্ছে। অন্তত এই প্রস্তাব পাশের পর ইরাকে আমেরিকান সেনারা রাজনৈতিকভাবে অবৈধ হয়ে গেল। আইনগত অবৈধ ঘোষণার আগেই যদি কোনো ইরাকি আমেরিকানদের ওপর হামলা করে, তাকে বিচারের মুখোমুখি করা রাজনৈতিক চাপের কারণেই কঠিন হবে। আর চুক্তি বাতিল হওয়া মাত্রই ইরাকের মাটিতে প্রতিটি আমেরিকান প্রাণ আক্রমণের বৈধ ও আকর্ষণীয় নিশানা বলে গণ্য হবে।
গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক ইত্তেফাক

গুজবে কান দেবেন না, সঠিক তথ্য না জেনে কোন কিছু শেয়ার না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৃতীয় বাংলাদেশ ডিজিটাল দিবস ২০২০ এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। গুজবে দেশ, সমাজ ও ব্যক্তির ক্ষতি হয় বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পক্ষে আমি সব সময় কাজ করে গেছি। আজ সেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। তবে কেউ যেন এই প্রযুক্তির সুযোগ নিয়ে নেতিবাচক কাজ না করতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় প্রধানমন্ত্রী ‘আমার সরকার’ অ্যাপের উদ্বোধন করেন। ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়।
মজনু ‘সিরিয়াল রেপিস্ট’: র্যাব-দৈনিক প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া একজন ‘সিরিয়াল রেপিস্ট’ বা ‘ক্রমিক ধর্ষক’। ভিক্ষুক বা প্রতিবন্ধী নারীরা ছিলেন তাঁর মূল শিকার । মজনুকে গ্রেপ্তার করার পর আজ বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব। গ্রেপ্তার হওয়া মজনু চুরি-ছিনতাইও করতেন বলে জানিয়েছে র্যাব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী গত রোববার রাতে কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন। তিনি বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে কুর্মিটোলা বাস স্টপেজে নামেন তিনি। পরে অন্য যানবাহনের জন্য ফুটপাত ধরে হাঁটছিলেন। হঠাৎ তাঁকে পেছন থেকে মুখ চেপে ধরে ফুটপাতের পাশের ঝোপে নিয়ে যাওয়া হয়। সেখানেই ধর্ষণের শিকার হন। ধর্ষণের শিকার ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। ধর্ষণের এই ঘটনায় ছাত্রীর বাবা রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, গতকালই আনুষ্ঠানিকভাবে মামলাটির দায়িত্ব ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) দেওয়া হয়েছে।

র্যাব বলছে, গ্রেপ্তার করা ব্যক্তির বয়স ২৮ বছর। গতকাল মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের শিকার হওয়া ছাত্রীর খোয়া যাওয়া মুঠোফোন ও অন্যান্য সামগ্রী কথিত মজনুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। মজনু মুঠোফোনটি অরুণা নামের একটি মেয়ের কাছে বিক্রি করেন। অরুণা আবার বিক্রি করেন খায়রুল হক নামের এক ব্যক্তির কাছে। গতকাল অরুণা ও খায়রুলকে গ্রেপ্তারের পর র্যাব নিশ্চিত হয়—আসল অপরাধী কে।
‘প্রধানমন্ত্রীর ভাষণে জাতি হতাশ-ক্ষুব্ধ’-ফখরুল-দৈনিক মানবজমিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে জাতি হতাশ এবং ক্ষুব্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনানুষ্ঠানিক কাজে এসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর ভোট ডাকাতি করে সরকার ক্ষমতায় এসেছে। দেশের অর্থনৈতিক আজ ভঙ্গুর অবস্থায়। তারপরও দেশের মানুষ মনে করেছিলো সংকট নিরসনের জন্য একটা পথ তার এ বক্তব্যের মধ্যে থাকবে। নতুন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার একটা ইঙ্গিত দেবেন এমনটাই জাতি মনে করেছিলো। কোনটাই তিনি করেননি। সেই সংকট নিরসনের জন্য তিনি কোন পথ দেখাননি। অন্যদিকে তিনি কিছু বক্তব্য রেখেছেন যেসব বক্তব্য সত্য নয়।
তাবিথ-ইশরাককে সমর্থন ঐক্যফ্রন্টের, ‘কারচুপি হলে আন্দোলন’-দৈনিক যুগান্তর

ঢাকার দুই সিটি কর্পোরেশ নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থনের কথা জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের শরিক দলগুলোর নেতাকর্মীদের নির্বাচনে দুই প্রার্থীর পক্ষে মাঠে কাজ করতে বলা হয়েছে।
বুধবার সিটি নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের (ডিএনসিসি) প্রার্থী ইশরাক হোসেন মতিঝিলে ড. কামাল হোসেনের কাছে দোয়া চাইতে যান। এসময় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ এই নেতা তাদের প্রতি জোটের আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দেন।
গণফোরাম সভাপতি কামাল বলেন, সিটি নির্বাচনে আমরা বিএপির দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে সমর্থন জানাচ্ছি। তবে আমরা সরকারকে বলতে চাই, জাতীয় নির্বাচনের মত এই নির্বাচনেও নির্লজ্জভাবে ভোট ম্যানিপুলেট (কারচুরি) করার চেষ্টা কররে আমাদের সামনে আন্দোলন ছাড়া আর কোনো পথ থাকবে না।
প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হবে: ইশরাক-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, প্রশাসনকে ব্যবহার করে সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হবে। নির্বাচনের পরিবেশ যে দিকে যাচ্ছে তাতে বোঝাই যায় সম্পূর্ণভাবে প্রশাসনকে ব্যবহার করে এই ভোটের ফলাফল নির্ধারণ করা হবে। তিনি বলেন, আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়ে গেছে। কারণ আমাদের প্রতিদ্বন্দ্বীরা ভীত। তারা এতোটাই ভীত যে প্রশাসনকে সম্পূর্ণভাবে ব্যবহার করার জন্য দিক-নির্দেশনা দিয়েছেন বলে জানতে পেরেছি।
রিফাত হত্যায় ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন-দৈনিক ইত্তেফাক

আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করেন।
চার্জ গঠনে বুধবার সকালে এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৩ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এসময় জামিনে থাকা অপ্রাপ্তবয়স্ক আসামি প্রিন্স মোল্লাও আদালতে হাজির হন। আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শুনানো হয়। চার্জ গঠন শেষে কারাগারে থাকা ১৩ আসামিকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘আন্দোলনের নামে গুন্ডাগিরি, বন্ধকে ধিক্কার’, বললেন মমতা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

ধর্মঘটের তীব্র বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের নামে ‘গুন্ডাগিরি’ করা হচ্ছে বলে অভিযোগ তুলে ‘বন্ধকে ধিক্কার’ জানিয়েছেন তৃণমূল নেত্রী। যে সব ইস্যুতে আন্দোলন হচ্ছে, তাতে সমর্থন থাকলেও বামেদের এই ধর্মঘট ‘সস্তায় প্রচার পাওয়া’র রাজনীতি বলে কটাক্ষ করেছেন তিনি। একই সঙ্গে মমতার হুঁশিয়ারি, কেউ সরকারি সম্পত্তি নষ্ট করলে তার বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সাধারণ ধর্মঘটকে ঘিরে রাজ্যে একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছে। ভাঙচুর, মারধর থেকে জোর করে দোকানপাট বন্ধ করার অভিযোগও উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
‘আমাকে খুন করার চেষ্টা হয়েছে’, পালটা FIR দায়ের ঐশীর-দৈনিক সংবাদ প্রতিদিন

দেরিতে হলেও দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন জেএনইউয়ের ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষ। দিন দুই আগে তাঁর বিরুদ্ধেই দায়ের হয়েছিল এফআইআর। এবার তার পালটা দিলেন নেত্রী। দিল্লির বসন্তকুঞ্জ উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশের কাছে তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন, ৫ জানুয়ারি তাঁকে খুন করা চেষ্টা হয়েছে।
রবিবার, আক্রান্ত হওয়ার পরও জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বর্ধিত ফি’র বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে বলেও দাবি করেছিলেন ঐশী ঘোষ। কিন্তু তাঁর উপর হামলার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেননি ঐশী। কিন্তু এবার, সম্ভবত শুভাকাঙ্ক্ষীদের কথা শুনেই পুলিশের কাছে অভিযোগ জানালেন ছাত্রনেত্রী।
‘সিএএ অসাংবিধানিক, সুপ্রিম কোর্টের উচিত এই আইন বাতিল করে দেওয়া’, মুখ খুললেন অমর্ত্য সেন-দৈনিক আজকাল

ফের কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। জানিয়ে দিলেন, এই আইন সংবিধান বিরোধী। তাঁর মতে, সুপ্রিম কোর্টের উচিত ওই আইন বাতিল করে দেওয়া। সেই সঙ্গে, সাধারণ মানুষের সমস্যা নিয়ে সরকারকে ভাবনাচিন্তা করার কথাও বলেছেন। মঙ্গলবার বেঙ্গালুরুতে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অমর্ত্য সেন। সেখানে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মুখ খুলে অমর্ত্য সেন বলেন, ‘এই আইন সাংবিধানিক বিধি ভঙ্গ করছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮