ফেব্রুয়ারি ১২, ২০২০ ১৫:৪৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১২ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম: 

  • বিয়ে করে সংসার পাততে মালয়েশিয়া যাচ্ছিল রোহিঙ্গা তরুণীরা!-দৈনিক ইত্তেফাক
  • ‘মুজিববর্ষে কোন ঘর অন্ধকার থাকবে না’-প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
  • করোনা ভাইরাসে মারা যাবে সাড়ে চার কোটি মানুষ!-দৈনিক মানবজমিন
  • মুজিব বর্ষে দেশের প্রতিটি ঘর আলোকিত হবে: প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো
  • খালেদা জিয়ার ‘প্যারোলে মুক্তির’ বিষয়ে জানেন না ফখরুল-দৈনিক যুগান্তর
  • করোনাভাইরাস আতঙ্ক: এশিয়ার ৬ দেশ ভ্রমণে দক্ষিণ কোরিয়ার সতর্কতা

ভারতের শিরোনাম:    

  • দিল্লির রায়: ১৪ ফেব্রুয়ারি তৃতীয়বারের জন্য শপথ নেবেন কেজরিওয়াল, হাজির থাকবেন মমতাও-দৈনিক সংবাদ প্রতিদিন
  • আপ বিধায়কের কনভয়ে গুলি, নিহত ১, পুলিশ বলছে ‘ব্যক্তিগত শত্রুতা’-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ওয়েবসাইট থেকেই গায়েব অসমের এনআরসি তালিকা!‌ ‘পূর্বপরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটি’, উঠছে প্রশ্ন-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে- একথা বলেছেন মির্জা ফখরুল। তাহলে আন্দোলনের মাধ্যমে কী তারা খালেদাকে মুক্ত করার কর্মসূচি থেকে সরে এলেন? 
২. ফিলিস্তিনি জনগণ ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ রুখে দেবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এটি কী ফিলিস্তিনিদের পক্ষে সম্ভব হবে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

করোনা ভাইরাসে মারা যাবে সাড়ে চার কোটি মানুষ!-দৈনিক মানবজমিন

করোনাভাইরাস নিয়ে ভয়াববহ সতর্কবার্তা

করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করা না গেলে এতে বিশ্বে মারা যেতে পারেন সাড়ে চার কোটি মানুষ। আক্রান্ত হতে পারেন বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ৬০ ভাগ। এমন সতর্কবার্তা দিয়েছেন হংকংয়ের জনস্বাস্থ্য বিষয়ক মেডিসিনের চেয়ারম্যান প্রফেসর গাব্রিয়েল লিউং। তিনি বলেছেন, বিভিন্ন দেশের সরকারকে অবশ্যই এই ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করতে হবে। তার সতর্কবার্তায় আরো বলা হয়েছে, যদি শতকরা এক ভাগ মানুষও মারা যায় তাহলেও মারা পড়বেন কয়েক কোটি মানুষ। বর্তমানে বিশ্বে মোট জনসংখ্যা ৭০০ কোটিরও বেশি। এর অর্থ হলো বর্তমান হারে যদি এই ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে এতে আক্রান্ত হবেন কমপক্ষে ৪০০ কোটি মানুষ। প্রফেসর লিউংয়ের মতে, যদি শতকরা এক ভাগ মানুষও মারা যায়, তাহলে এতে মারা যাবেন কমপক্ষে সাড়ে চার কোটি মানুষ।

করোনাভাইরাস

এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। ওদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানরা মঙ্গলবার ভাইরাস বিষয়ক বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন, যেসব সংখ্যার কোনো ভিত্তি নেই, তেমন তথ্য ছড়িয়ে দেয়া থেকে বিরত থাকেন। ওদিকে চীনে নতুন করে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে এর অর্থ এই নয় যে, এই ভাইরাস সংক্রমন থেমে গেছে। যেকোনো সময় তা আরো ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংক্রমণ আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। এক্ষেত্রে আক্রান্তদের অনেক সময় নিয়ে নজরেই রাখা হচ্ছে না। এর কারণ, আক্রান্তদের অনেকের মধ্যে লক্ষণগুলো খুব সামান্যই দেখা যাচ্ছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৪৩ হাজার মানুষ। মারা গেছেন ১১১৩ জন।

করোনাভাইরাস আতঙ্ক: এশিয়ার ৬ দেশ ভ্রমণে দক্ষিণ কোরিয়ার সতর্কতা-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

সম্প্রতি লন্ডন সফর করেন প্রফেসর লিউং। এ সময় তিনি লন্ডনের অনলাইন দ্য গার্ডিয়ানের সঙ্গে কথা বলেন। এতে করোনা ভাইরাসকে ‘এপিডেমিক আইসবার্গ’ বা মহামারির এক বিশাল ঝুঁকি হিসেবে অভিহিত করেন তিনি। চীনের করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। তারই জের ধরে এবার সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এশিয়ার ছয়টি দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। এশিয়ার দেশগুলো হলো- জাপান, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ভিয়েতনাম। একইসঙ্গে দক্ষিণ কোরিয়ায় নভেল করোনা ভাইরাস নিউমোনিয়া যেন আর ‘ফিরতে না পারে সেজন্য নাগরিকদের ভ্রমণ সময় কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে।এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে ভাইরাসের কেন্দ্রস্থল হুবেই প্রদেশ থেকে নাগরিকদের ফিরে আসার আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে চীন ও তার আশপাশের অঞ্চল হংকং এবং ম্যাকাওয়ে ভ্রমণ থেকে বিরত থাকতে বলছে। শেষ খবর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

১৯ দালালের বিরুদ্ধে মামলা, আরো ৩ রোহিঙ্গা জীবিত উদ্ধার-দৈনিক ইত্তেফাক

বেঁচে যাওয়া কয়েকজন রোহিঙ্গা নারী

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন এলাকায় মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ১৯ দালালের বিরুদ্ধে মামলা হয়েছে। টেকনাফ থানায় দায়ের হওয়া এ মামলায় মঙ্গলবার আটক চার দালালসহ তাদের সহযোগী আরো ১৫জনকে নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন। অভিযুক্তদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

ট্রলারে করে রোহিঙ্গা নারী-শিশুকে বিদেশ পাচারে সম্পৃক্ততার অভিযোগে মঙ্গলবার আটক চার দালালরা হলেন, টেকনাফের নোয়াখালী পাড়ার ফয়েজ আহম্মদ (৪৮), সৈয়দ আলম (২৭), উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আজিম (৩০) এবং বালুখালীর ওসমান (১৭)। তারাও সেই ট্রলারে ছিল।

এদিকে, ট্রলার ডুবির ঘটনায় আরো তিন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে অভিযানকারী নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ও মঙ্গলবার রাতে সেন্টমার্টিন দ্বীপের তীর থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করা হয়। তাদেরকে সেন্টমার্টিন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিয়ে করে সংসার পাততে মালয়েশিয়া যাচ্ছিল রোহিঙ্গা তরুণীরা!-দৈনিক ইত্তেফাক

বিয়ে করে সংসার পাততেই দল বেঁধে মালয়েশিয়া যাচ্ছিলেন বলে জানিয়েছেন কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে সাগরে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হওয়া বেশ কয়েক জন তরুণী। এদের একজন টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের খতিজা বেগম বলেন, ‘বাবা নেই, তাই যৌতুক দিয়ে বিয়ে করা সম্ভব হচ্ছে না। পরিচিতদের মাধ্যমে জেনেছি মালয়েশিয়ায় স্থানীয় এবং প্রবাসীরা বিনা যৌতুকে তরুণীদের সম্মান দিয়ে বউ করে নেন। তাই সংসারী হতেই ঝুঁকি নিয়ে ট্রলারে মালয়েশিয়া পাড়ি দিচ্ছিলাম। কিন্তু ভাগ্য আমাদের সহায় হয়নি।’

মঙ্গলবার ভোরে এই ট্রলারডুবির ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জীবিত উদ্ধার হয়েছেন ৭২ জন। উদ্ধার এবং নিহতদের মধ্যে অধিকাংশই নারী। যাদের সিংহভাগই আবার অবিবাহিত।

মধুরছরা ক্যাম্প থেকে ট্রলারে উঠা রোকসানা বেগম, জাদিমুরার হোসনে আরা, লম্বাশিয়ার ইয়াসমিন বললেন, ‘ক্যাম্পে জীবনটা বিষিয়ে উঠেছে। স্বজাতিরাই অসহনীয় আচরণ করেন। এখানে সময়টা অতিবাহিত হলেও বুড়িয়ে যেতে হচ্ছে। তাই ভবিষ্যতের সন্ধানে আমরা ঝুঁকি নিয়েছি।’

তবে এসব তরুণীর সঙ্গে কিছু বিধবা ও স্বামী পরিত্যক্তাও রয়েছেন। এদের মাঝে নুর বানু ও ছলেমা খাতুন বলেন, ‘কোনো একটা কাজে যোগ দিয়ে সন্তান ও নিজেদের সামনের দিনগুলো সুন্দর করার আশায় আমরা ট্রলারে মালয়েশিয়া পৌঁছাতে চেষ্টা করেছিলাম। এভাবে মাঝ সাগরে ট্রলার ডুবে মৃত্যুর মুখোমুখি হতে হবে কল্পনাও করিনি।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুর রব জানান, জীবিত উদ্ধার হওয়া বেশ কয়েক জন বলেছেন মালয়েশিয়া যেতে জন প্রতি ১০-২০ হাজার টাকা নিয়ে তাদের রাতের আঁধারে ট্রলারে তুলে দিয়েছে দালালচক্র। অন্তত বিয়ে করে নিরাপদ জীবনের আশায় মালয়েশিয়া যেতে ঝুঁকি নিয়েছিল তারা।

‘মুজিববর্ষে কোন ঘর অন্ধকার থাকবে না’-প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো/মানবজমিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষে কোনো ঘর অন্ধকার থাকবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ থেকে বাংলাদেশের ৪১০টি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হলো। মুজিববর্ষে বাংলাদেশের সব ঘরে আলো জ্বলবে। কোনো ঘর অন্ধকার থাকবে না। আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাঁচটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা ক্ষমতায় আসার পর বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওপর বেশি জোর দিয়েছি। এ পর্যন্ত সারাদেশে আমরা ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছি। প্রযুক্তিতে সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, সে কারণে আমরাও বিজ্ঞান ও প্রযুক্তির ওপর বেশি গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, নতুন প্রজন্মকে আমরা এমনভাবে শিক্ষিত করে গড়ে তুলতে চাই  যেন বিশ্বের উন্নত দেশের শিক্ষার্থীদের চাইতে কোনো অংশে পিছিয়ে না থাকে। আমরা আইসিটি এবং কর্মমুখী শিক্ষার ওপর জোর দিয়েছি। আমরা প্রযুক্তিনির্ভর জাতি গড়ে তুলতে চাই।

খালেদা জিয়ার ‘প্যারোলে মুক্তির’ বিষয়ে জানেন না ফখরুল-দৈনিক যুগান্তর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেখতে যান তার পরিবারের ৬ সদস্য। স্বজনরা বেরিয়ে এসে বলেন, তারা যে কোনো উপায়ে খালেদা জিয়ার মুক্তি চান। খালেদা জিয়া গুরুতর অসুস্থ জানিয়ে জরুরি চিকিৎসার জন্য বিদেশ নেয়ার কথা বলেন তারা। এ সময় তারা প্রয়োজনে প্যারেলে মুক্তি দিয়ে হলেও খালেদা জিয়াকে জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। তবে এ বিষয়ে (প্যারোলে মুক্তি) কিছুই জানেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার নয়াপল্টনে যৌথ সভাশেষে সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

এদিন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, উনার পরিবারের পক্ষ থেকে প্যারোলের জন্য আবেদন করা হয়েছে কিনা সেটি আমার জানা নেই। পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি।

খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি সব রকম চেষ্টা করছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার সুপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে হত্যা করার জন্য কারাগারে জোর করে আটকে রেখেছে। আমরা তাকে বাঁচাতে চাই। তার মুক্তির জন্য সাংবিধানিকভাবে যতরকমের চেষ্টা করার আমরা সবই করছি। আইনগতভাবেও যতরকম পথ আছে সবরকম চেষ্টা করে যাচ্ছি। তবে এটি আইনের মধ্যে নেই। সে জন্য জনগণকে সঙ্গে নিয়ে তার মুক্তির জন্য লড়াই চালিয়ে যাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে মুক্তি দেয়া না দেয়ার পুরো ইচ্ছেটাই সরকারের হাতে। অন্যায়ভাবে তাকে গ্রেফতারের জন্য সরকারই দায়ী। এ ধরনের মামলায় সাত দিনের মধ্যে জামিন হওয়ার কথা। সাধারণ নাগরিকও সাত দিনে জামিন পায়। কিন্তু উনাকে দু’বছর ধরে আটকে রাখা হয়েছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

দিল্লির রায়: ১৪ ফেব্রুয়ারি তৃতীয়বারের জন্য শপথ নেবেন কেজরিওয়াল, হাজির থাকবেন মমতাও-দৈনিক সংবাদ প্রতিদিন

দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী আপ। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন কেজরিওয়াল

বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। আশা জাগিয়েও, শেষ পর্যন্ত লজ্জাজনক ফল করল বিজেপি। রাজধানীর বুক থেকে ধুয়েমুছে সাফ কংগ্রেস।৭০টির মধ্যে শেষপর্যন্ত আপ জয়ী হয় ৬২টি ও বিজেপি আটটি আসনে।আগামী ১৪ ফেব্রুয়ারি তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল।বিরাট জয়ের পর প্রথম মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বক্তব্য দিতে গিয়ে ভারত মাতার জয়, জয় হনুমান, বন্দেমাতরম ও ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেন। আমি আপনাদের ভালবাসি। আপনারা যাঁরা আমাকে নিজের ছেলে ভেবে এত সমর্থন করলেন, আমাকে ভোট দিলেন, এটা তাঁদের সবার জয়।

আবারও বিজয় কেজরির আপ দলের, বিজেপির পরাজয়

দৈনিক আনন্দবাজার পত্রিকার অন্য কয়েকটি শিরোনাম এরকম-মেরুকরণের ধার কি কমছে? আপ-ঝড়ে অমিত কোথায়? ‘মোদীর হার নয়, রাজ্যের ভোট যে!’ কুশলী পিকে-র চালে বাজিমাত, বলছে আপ-ই।

Image Caption

এখবরে লেখা হয়েছে, গত বারের মতোই বিজেপিকে গো-হারা হারিয়ে ক্ষমতায় ফিরলেন অরবিন্দ কেজরীবাল। কিন্তু জয়ের নেপথ্য কারিগর হিসেবে ভোট কুশলী প্রশান্ত কিশোর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে স্বীকার করে নিচ্ছেন আপ নেতৃত্ব। অন্যান্য বারের মতোই এ বারও অন্তরালে রইলেন তিনি।

অমিত শাহ

আপ বিধায়কের কনভয়ে গুলি, নিহত ১, পুলিশ বলছে ‘ব্যক্তিগত শত্রুতা’-দৈনিক আনন্দবাজার পত্রিকা

দিল্লিতে বিপুল জয়ের উচ্ছ্বাসে যখন ভাসছিল আম আদমি পার্টি (আপ) ও তার দলের কর্মী-সমর্থকরা, ঠিক তখনই এল দুঃসংবাদটা। মঙ্গলবার রাতে তখন সাড়ে ১০টা। আপ বিধায়ক নরেশ যাদবের কনভয় লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালায় এক দুষ্কৃতী। সেই হামলাতেই মৃত্যু হয় বিধায়কের গাড়িতে থাকা এক কর্মীর। যদিও বরাতজোরে বেঁচে গিয়েছেন নরেশ।  এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওয়েবসাইট থেকেই গায়েব অসমের এনআরসি তালিকা!‌ ‘পূর্বপরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটি’, উঠছে প্রশ্ন-দৈনিক আজকাল

মধ্যবিত্তের হেঁশেলে আগুন, ফের বাড়ল ভরতুকিবিহীন রান্নার গ্যাসের দাম-দৈনিক সংবাদ প্রতিদিন

এলপিজি গ্যাসের দাম বাড়ল আবারও

ফের মধ্যবিত্তের হেঁশেলে আগুন। আবারও দাম বাড়ল ভরতুকিবিহীন রান্নার গ্যাসের।  দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ফের কপালে হাত আমজনতার। কীভাবে সংসারের খরচ সামলাবেন সেই চিন্তা রাতের ঘুম কেড়েছে তাঁদের।

ডিসেম্বরের শুরুতেই এক লাফে সাড়ে ১৯ টাকা দাম বেড়েছিল ভরতুকিবিহীন সিলিন্ডারের। সেই সময় ৭২৫টাকা ৫০ পয়সা দিয়ে কিনতে হচ্ছিল গ্যাস। ৩১ দিনের মাথায় আবারও ২১টাকা ৫০ পয়সা বাড়ে রান্নার গ্যাসের দাম। এবার এক ধাক্কায় ১৪৯ টাকা বাড়ল ভরতুকিবিহীন সিলিন্ডারের দাম। বেড়ে কলকাতায় ভরতুকিবিহীন সিলিন্ডারের দাম দাঁড়াল ৮৯৬ টাকা। বুধবার থেকে কার্যকর হবে নতুন দাম।আলু, পিঁয়াজ, মাছ, মাংস-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে। রান্নার গ্যাসেরও দাম বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে গৃহস্থের। ঊর্ধ্বমুখী বাজারে সংসার চালানোই যেন দায় হয়ে গিয়েছে মধ্যবিত্তের।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২

ট্যাগ