ফেব্রুয়ারি ১৮, ২০২০ ১৯:০৪ Asia/Dhaka

পাঠক, ফার্সি ভাষা শিক্ষার আসর- ফার্সি ভাষা মিষ্টি ভাষা'র আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের আসরে আমরা ইরানের প্রাচীন চিত্রকলা "মিনিয়েচার" সম্পর্কে আলোচনা করবো।

এধরনের চিত্রে সরলরেখার পরিবর্তে অত্যন্ত সুক্ষ্ম তুলি দিয়ে সুক্ষ্ম বক্র ও পেচাঁনো রেখা ব্যবহৃত হয় । প্রাচীনকাল থেকে এ চমৎকার ও সুক্ষ্ম চিত্রকলা ক্যানভাসে ও হস্তলিখিত পুস্তকের গল্পকে চিত্রায়িত করতে ব্যবহৃত হয়ে আসছে । কখনো কখনো এ ধরনের চিত্রকলায় ছবির ওপরে ও নিচে কয়েক পংক্তি কবিতার মাধ্যমে ছবির বিষয় ও ব্যক্তিত্বদের বর্ণনা দেওয়া হত । এখনো এ শিল্পকলা ইরানে প্রচলিত আছে এবং টেকনিক্যাল স্কুল ও চারুশিল্প বিষয়ক বিশ্ববিদ্যালয়গুলোতে এই কলা শেখানো হয়। পৃথিবীর বড় বড় জাদুঘরে মুল্যবান মিনিয়েচার ক্যানভাস সংরক্ষিত রয়েছে। ইরানের সমকালীন মিনিয়েচার শিল্পীদের অন্যতম হলেন অধ্যাপক মোহাম্মদ ফারশচিয়ান । মোহাম্মদ তাকে নিয়ে লিখিত একটি প্রবন্ধ পড়ছে ও তার বন্ধু রমিনের সাথে এ বিষয়ে আলাপ করছে । আসুন তাদের কথোপকথন শোনার পূর্বে আজকের আসরের নতুন শব্দ ও সেগুলোর অর্থ জেনে নেই।

گفتگو - بخوان - خواندن - حتما ً - چه چيزي - مجله - این قدر - جالب - استاد - محمود فرشچیان - تصویر - تابلوي نقاشی - هنر - ببین - چه قدر - نقاشی - ظريف - اصیل - مینیاتور - نگارگری - بزرگترین - هنرمند - معاصر - در این زمینه - چند سال - هزار سال - كتاب - زیبا - تزيين - در اصل - بسیار قدیمی - شاهنامه فردوسی - داستان - سبك - تحصیل - آموزش - رشته - اروپا - دنیا- زندگي - چیزهای بيشتري - مقاله - مطلب -

কথোপকথন / পড় / পড়া / অবশ্যই/ কোন জিনিষ / ম্যাগাজিন / এতটুকু / আকর্ষণীয় /অধ্যাপক / ইরানের সমকালীন একজন বিখ্যাত মিনিয়েচার শিল্পীর নাম / ছবি / ছবির ক্যানভাস / শিল্প / দেখো / কতটুকু / চিত্রাঙ্কন / সুক্ষ্ম / মৌলিক / মিনিয়েচার / মিনিয়েচার এর ফার্সি পরিভাষাকে نگارگریবলে যার বাংলা অর্থ সুক্ষ্ম চিত্রকলা / বৃহত্তম বা মহান / শিল্পী / সমকালীন / এ বিষয়ে /কয়েক বছর / হাজার বছর /বই / সুন্দর / সাজসজ্জা / উৎসগত ভাবে /অনেক পুরনো / মহাকবি ফেরদৌসির লিখিত শাহনামা গ্রন্থ / গল্প / পদ্ধতি / শিক্ষা অর্জন / প্রশিক্ষণ / বিষয় / ইউরোপ / পৃথিবী / জীবন / আরো অনেক কিছু / প্রবন্ধ / বিষয়

পাঠক, এবার আসুন মোহাম্মদ ও রমিনের কথোপকথন শোনা যাক ।

محمد - رامین ! این گفتگو را بخوان ، حتما ً تو هم مانند من از خواندن آن لذت می بری .رامین - چه چیزی در اين مجله نوشته شده که این قدر براي تو جالب است ؟محمد - در این مجله با استاد محمود فرشچیان مصاحبه شده و تصویر چند تابلوی نقاشی هم از استاد چاپ شده است .رامین - استاد فرشچیان از افتخارات هنر ایرانی است . همه ایرانی ها به او احترام می گذارند .محمد - ببین چه قدر نقاشی های او ظریف است .رامین - اين هنر نقاشی اصیل ایرانی ، مینیاتور یا نگارگری نام دارد و استاد فرشچیان بزرگترین هنرمند معاصر در این زمینه است .محمد - چند سال است که نگارگري در ایران رواج دارد ؟رامین - هزار سال است که ایرانی ها کتاب هایشان را با این هنر زیبا تزيین می کنند .محمد - پس در اصل این هنر برای تزیین کتاب ها به کار می رود ؟رامین - نه ! در کتاب های بسیار قدیمی مثل شاهنامه فردوسی ، داستان ها به سبك مینیاتور نقاشي شده است .محمد - در اینجا نوشته که استاد فرشچیان براي تحصيل و آموزش در رشته نقاشی به اروپا رفته است . استاد فرشچيان هنر مينياتور را به دنیا عرضه کرده است .رامین - همین طور است . من دوست دارم درمورد زندگی او چیزهای بیشتری بدانم .محمد - پس حتما ً این مقاله را بخوان چون در آن درمورد فرشچيان مطلب نوشته شده است .

মোহাম্মদ -রমিন ! এই আলোচনাটি পড় ,নিশ্চয়ই তুমিও আমার মত আনন্দ পাবে ।রমিন-এই ম্যাগাজিনে কি লেখা হয়েছে যে তোমার কাছে এত আকর্ষণীয় মনে হচ্ছে ?মোহাম্মদ-এই ম্যাগাজিনে অধ্যাপক মোহাম্মদ ফারশচিয়ানের সাক্ষাতকার ও তার কয়েকটি চিত্রকর্মের ছবি ছাপা হয়েছে।রমিন -অধ্যাপক ফারশচিয়ান ইরানের শিল্প বিভাগের গর্ব। সকল ইরানীর কাছে তিনি সম্মানের পাত্র।মোহাম্মদ- দেখ,তাঁর চিত্রশিল্পগুলো কত সূক্ষ্ম।রমিন- মিনিয়েচার বা সুক্ষ চিত্রকলা হিসেবে পরিচিত চিত্রকলার জন্ম মুলত ইরানে এবং অধ্যাপক ফারশচিয়ন বর্তমানে এই চিত্রকলায় সবচেয়ে পারদর্শী শিল্পী।মোহাম্মদ- কত বছর ধরে ইরানে মিনিয়েচার প্রচলিত?রমিন- হাজার বছর ধরে ইরানীরা এই শিল্পকর্মের মাধ্যমে তাদের বইগুলোকে সৌন্দর্য মণ্ডিত করছে।মোহাম্মদ- তার মানে এই শিল্প মূলত বইকে অলংকৃত করার কাজে ব্যবহৃত হয় ?রমিন- না। ফেরদৌসীর শাহনামার মত প্রাচীন গ্রন্থ সমুহের গল্প মিনিয়েচার পদ্ধতিতে চিত্রায়িত করা হয়।মোহাম্মদ - এখানে লেখা হয়েছে অধ্যাপক ফারশচিয়ান চিত্রকলার ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য ইউরোপে গিয়েছিলেন। অধ্যাপক ফারশচিয়ান সারা বিশ্বে মিনিয়েচারকে পরিচিত করেছেন।রমিন- সত্যই তাই। আমি তাঁর জীবনী সম্পর্কে আরো বেশী জানতে চাই ।মোহাম্মদ - তাহলে অবশ্যই এ প্রবন্ধটি পড় এতে ফারশচিয়ান সম্পর্কে অনেক কথা রয়েছে।

পাঠক, ফারশচিয়ান ১৯২৯ সালে ইস্পাহানের একটি শিল্পী পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা কার্পেটের নকশা তৈরী করতেন,তিনি তার সন্তানকে ইস্পাহানের দক্ষ শিল্পীদের কাছে পাঠান। ফারশচিয়ান ইস্পাহনের চারুকলা স্কুলে শিক্ষা সম্পন্ন করার পর ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানে চারুকলা বিষয়ে প্রশিক্ষণ নেন এবং ইরানে ফিরে আসেন। ফারশচিয়ানের হাতে সৃষ্টি হয়েছে অনেক চমৎকার অমর শিল্প । তিনি তাঁর কিছু শিল্পকর্ম উপহার দেন মাশহাদের ইমাম রেজা (আঃ) মাজারে। এছাড়া ইরানে ও ইউরোপের কয়েকটি জাদুঘরে ও তিনি তার কিছু শিল্পকর্ম উপহার হিসেবে দিয়েছেন। তিনি চারুকলায় ইরান,ইটালি ও বেলজিয়াম থেকে বিভিন্ন পুরষ্কার লাভ করেন। এই মহান শিল্পীর সমগ্র চিত্রকর্ম ইরান ও ইউনেস্কোর প্রচেষ্টায় ছাপা হয়েছে। তিনি মিনিয়েচারে বিশেষ ধারার প্রবর্তন করেন। তিনি বিশ্বাস করেন প্রতিটি শিল্পীর উচিত তাদের নিজস্ব সংষ্কৃতিকে উপলব্ধি করা এবং একে সঠিকভাবে শিল্পকর্মে ফুটিয়ে তোলা। তিনি এখনো এই শিল্পে আগ্রহীদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দিয়ে থাকেন। অধ্যাপক ফারশচিয়ান ইরানী জনগণের পাশাপাশি চারুকলায় আগ্রহী ব্যক্তিদের কাছে খুবই প্রিয় ব্যক্তিত্ব ।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/১৮

ট্যাগ