ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১৬:১৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৭ ফেব্রুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার আবেদন খালেদার আইনজীবীর -দৈনিক ইত্তেফাক
  • দৈনিক যুগান্তরের শিরোনাম এবারও জামিন হয়নি খালেদা জিয়ার-দৈনিক যুগান্তর
  • গুজরাট দাঙ্গার প্রতিধ্বনি দিল্লির সংঘর্ষে -দৈনিক প্রথম আলো
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৭৬০ দিন অনুপস্থিত থেকেও তিনি উপাচার্য-দৈনিক মানবজমিন
  • পাপিয়ার পাপাচার নিয়ে সাংবাদিকদের তথ্য দেবে না ওয়েস্টিন -বাংলাদেশ প্রতিদিন
  • আমরা একটি রাজনৈতিক নির্দেশনা নিয়ে চলি: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক সমকাল
  • ভারতের শিরোনাম
  • কেন্দ্র ও দিল্লি সরকারের বিরুদ্ধে তোপ, রাষ্ট্রপতির কাছে ‘রাজধর্ম’ পালনের আবেদন কংগ্রেসের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বিচারপতি বদলি নিয়ে তোপ রাহুল-প্রিয়ঙ্কার, ‘রুটিন বদলি’ বললেন রবিশঙ্কর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • দিল্লিতে হিংসা রুখতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রক, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ল ৩৪, হাসপাতালে মৃত্যুমিছিল-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব। বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায় করোনাভাইরাস এবং দিল্লি দাঙ্গার আপডেটের খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। আর পাপিয়ার খবর এখন বাংলাদেশের  সর্বত্র আলোচনার বিষয়।

করোনাভাইরাস সম্পর্কিত খবরে দৈনিক মানবজমিনের শিরোনাম এরকম-করোনা আতঙ্কে সৌদিতে ওমরাহযাত্রী প্রবেশ স্থগিত

করোনাভাইরাস ছড়িয়ে বিশ্বের ৪৩ টি দেশে

বিস্তারিত খবরে লেখাহয়েছে, করোনা ভাইরাস আতঙ্কে সৌদি আরবে ওমরাহ যাত্রী ও পর্যটক প্রবেশ স্থগিত করেছে দেশটির সরকার। শুধু তাই নয়, মক্কায় আনুষ্ঠানিকতার আগে বা পরে মদিনায় মসজিদে নববীতে প্রবেশও  আপাতত স্থগিত করা হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়। এ খবর  দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কোন কোন দেশের মানুষ এর আওতায় পড়বেন তা পরিষ্কার করে বলা হয় নি।চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাগে গত দুই মাসে অন্তত ২ হাজার ৮০০ মানুষের প্রাণ গেছে। এ ভাইরাস ছড়িয়ে পড়েছে অ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশে। আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। সৌদি আরবে এখনও এ ভাইরাসের সংক্রমণ না ঘটলেও ইরানে ইতিমধ্যে ২২ জনের মৃত্যু ঘটেছে এবং মধ্যপ্রাচের বেশ কিছু দেশে গত কয়েক দিনে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। এখন পর্যন্ত এ ভাইরাসের বিস্তার ৪৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

চীনের বাইরে ইরান, দক্ষিণ কোরিয়া ও ইতালিতে বড় আকারে করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। এমন পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

লাতিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে প্রথম কোনো ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। করোনাভাইরাস: স্লোভেনিয়াতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে দৈনিক যুগান্তরের খবরে উল্লেখ করা হয়েছে। করোনায় ইতালিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০০-বাংলাদেশ প্রতিদিন

‘মশা যেন ভোট খেয়ে না ফেলে’-দৈনিক মানবজমিন.বাংলাদেশ প্রতিদিন

দুর্নীতিবাজ-অপরাধী কাউকে সরকার ছাড় দেবে না, আবারও এই হুশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাজের ক্ষেত্রে কোনোরকম দুর্নীতি বরদাশত করা হবে না। এর পরও যদি কেউ দুর্নীতি করে, কোনো মুখ চাওয়া-চাওয়ি হবে না। সে যেই হোক, আমি কিন্তু কোনো ছাড় দেব না।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে ঢাকার দুই মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপসকে শপথবাক্য পাঠ করানোর পর এসব কথা বলেন।মেয়র ও কাউন্সিলরদের জনসেবা ঠিকমতো করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ঢাকার উন্নয়নে মেগাপ্রকল্প গ্রহণ করেছি। সেই প্রকল্প আপনারা বাস্তবায়ন করবেন। এসব প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কেউ যেন দুর্নীতি না করেন। কারণ আমরা দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। কেউ যদি দুর্নীতি করেন তাকে কিন্তু আমি ছাড়ব না। জনগণ যেন আপনাদের সেবা থেকে বঞ্চিত না হয়। মনে রাখবেন, জনগণ আপনাকে ভোট দিয়েছে সেবা করার জন্য।

ডেঙ্গুর উপদ্রব থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে আগে থেকেই সতর্ক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী দুই মেয়রকে বলেন, ‘আপনারা নিয়ন্ত্রণে রাখবেন, মশা কিন্তু ভোট খেয়ে ফেলবে’।

নব-নির্বাচিত ঢাকার দুই সিটির মেয়রদের মশা নিয়ন্ত্রণে তৎপর হওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মশা ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী। মশা নিয়ন্ত্রণে সবাইকে ব্যবস্থা নিতে হবে। মশা যেন ভোট খেয়ে না ফেলে সেদিকে খেয়াল রাখার কথাও বলেছেন  তিনি। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ে সমস্যা। এখন থেকেই এই মশা নিয়ন্ত্রণে সবাইকে ব্যবস্থা নিতে হবে। সেদিকেও আপনাদের (নতুন মেয়র ও কাউন্সিলরদের) দৃষ্টি দিতে হবে। মশা আপনার ভোট যেন খেয়ে না ফেলে।

দৈনিক যুগান্তরের শিরোনাম এবারও জামিন হয়নি খালেদা জিয়ার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন আবারও খারিজ করে দিয়েছেন আদালত।বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার বেলা ৩ টায় এ আদেশ দেন।

বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার আবেদন খালেদার আইনজীবীর-দৈনিক ইত্তেফাক

এবার দেশের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা চেয়ে হাইকোর্টের কাছে আবেদন করছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। এর আগে, বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, তিনি ডায়বেটিস, হাইপার টেনশন, অ্যাজমা, বাতজ্বর ও কাঁশিসহ ব্যাকপেইনে ভুগছেন। তাকে অ্যাডভ্যান্সড ট্রিটমেন্ট দেওয়ার বিষয়ে তার মতামত জানতে চেয়েছিলো সাত সদস্যের মেডিক্যাল বোর্ড। কিন্তু তিনি অ্যাডভ্যান্সড ট্রিটমেন্ট গ্রহণের বিষয়ে কোনো সম্মতি দেননি।

আজ বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের ডিভিশন বেঞ্চে খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রতিবেদন নিয়ে আসেন সুপ্রিমকোর্টের রেজিস্টার জেনারেল মো. আলী আকবর। এরপরই রিপোর্টটি আদালতে পড়ে শোনান বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান।আদালত বলেন, আপনারা মেডিক্যাল রিপোর্ট চেয়েছিলেন, আমরা সেই রিপোর্ট তলব করেছি। রিপোর্ট আদালতে এসেছে। এখন ওই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী আদেশ দেব।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-৭৬০ দিন অনুপস্থিত থেকেও তিনি উপাচার্য-দৈনিক মানবজমিন

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর ক্যাম্পাসে অনুপস্থিতি শুধু বাড়ছেই। যোগদানের ৯৮৭ কার্য দিবসে তিনি অনুপস্থিত ৭৬০ দিন। এতদিন অনুপস্থিত থেকে উপাচার্যের পদে বহাল থাকা নিয়েও প্রশ্ন উঠেছে সর্বত্র। এ নিয়ে ক্যাম্পসজুড়েও চলছে নানা আলোচনা। বিশ্ববিদ্যালয়ের নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্যকে সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, ড. নাজমুল আহসান কলিমুল্লাহর দীর্ঘ অনুপস্থিতিত সে শর্ত ভঙ্গ হয়েছে।   

এরই মধ্যে এক সপ্তাহ আগে উপাচার্যের অনুপস্থিতির তালিকা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ।  সংগঠনটির নেতারা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে একটি নোটিশ বোর্ড স্থাপন করে তাতে উপাচার্যের অনুপস্থিতির দিন গুনছেন। তারা জানান, যোগদানের পর থেকে মাত্র ২২৭ দিন ক্যাম্পাসে উপস্থিত হন অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। এর মধ্যে কোনোদিন এক কিংবা দুই ঘন্টা অবস্থান করেন।

এক সপ্তাহ আগে  প্রকাশ করা ওই তালিকায় অনুপস্থিতির সংখ্যা শুধু পরিবর্তন হচ্ছে।  অধিকার সুরক্ষা পরিষদের নেতারা জানান, পরবর্তীতে শুধু দিন নয়, ঘন্টা ও মিনিটের তালিকাও প্রকাশ করা হবে।

অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ড. মতিউর রহমান জানান, বর্তমান উপাচার্যের নিয়োগপত্রে সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থাকার কথা বলা থাকলেও তিনি ক্যাম্পাসে অনুপস্থিত থাকেন। দিনের পর দিন, মাসের পর তিনি অনুপস্থিত থাকায় আমরা তার তালিকা প্রকাশ করেছি।

তিনি আরো জানান, প্রতিদিনই এই তালিকা হালনাগাদ করা হচ্ছে। আমরা চাই উপাচার্য ক্যাম্পাসে নিয়মিত আসুক। কিন্তু অনুপুস্থিতির তালিকা বোর্ড স্থাপনের সাতদিন পরও তিনি এলেন না।

এর আগে ৫ই ফেব্রুয়ারি শিক্ষকদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ যাত্রা শুরু করে। তারপর ১১ই ফেব্রুয়ারি সংগঠনটি ২১ দফা দাবি নিয়ে ডিজিটাল ব্যানারে প্রিন্ট করে উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহর কক্ষের দরজায় সেঁটে দেয়। ওই দাবিগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল নিয়োগের শর্ত অনুযায়ী ভিসির নিয়মিত ক্যাম্পাসে উপস্থিত থাকা।

উল্লেখ্য, ২০১৭ সালের জুনে বেরোবির উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। এ ছাড়া তিনি ঢাবির লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপির) উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

গুজরাট দাঙ্গার প্রতিধ্বনি দিল্লির সংঘর্ষে-দৈনিক প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লি এখন মৃত্যুপুরী। দেশটির সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষের লোক বিশেষ করে হিন্দুধর্মাবলম্বী নাগরিকেরা সিএএ-বিরোধী সংখ্যালঘুদের টার্গেট করে হামলা চালায়।এই দাঙ্গা চলে অবাধে। পুলিশ মুখ ঘুরিয়ে রেখেছিল। মসজিদে হামলার ঘটনা ঘটে। হামলা চালানো হয় বাড়ি, দোকানপাটেও। কিছু কিছু জায়গা থেকে অভিযোগ এসেছে, হামলায় অংশ নিয়েছে পুলিশও।

পাপিয়ার পাপাচার নিয়ে সাংবাদিকদের তথ্য দেবে না ওয়েস্টিন-দৈনিক যুগান্তর

পাপিয়া ওয়েস্টিন হোটেলে প্রেসিডেন্সিয়াল কক্ষ

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া বিলাশবহুল প্রেসিডেনশিয়াল স্যুইট ভাড়া নিয়ে মাসের পর মাস অবস্থান করলেও এ সম্পর্কে সাংবাদিকদের কোনো তথ্য দেবে না বলে জানিয়েছেন গুলশানের ঢাকা ওয়েস্টিন হোটেল কর্তৃপক্ষ। তদন্তের স্বার্থে ও নীতিগতভাবেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তারা দাবি করেন। তবে পাপিয়ার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত সংশ্লিষ্টদের সব ধরনের তথ্য দেয়া হচ্ছে বলে জানায় হোটেল কর্তৃপক্ষ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, পাপিয়া তার অতিথিদের প্রথমে নিয়ে যেতেন ওয়েস্টিনের লবিতে। পরে লাঞ্চ বা ডিনার শেষে সেখান থেকে নিয়ে যেতেন তার নামে বরাদ্দকৃত বিলাসবহুল প্রেসিডেনসিয়াল স্যুইটে। ২৩ তলাবিশিষ্ট ঢাকা ওয়েস্টিন হোটেলের লেভেল-২২ এ ১ হাজার ৪১১ বর্গফুট জায়গাজুড়ে বিলাসবহুল প্রেসিডেনসিয়াল স্যুইট। সেখানে অতিথিদের সুন্দরী তরুণীদের সঙ্গে কিছুক্ষণ বৈঠক করতেন পাপিয়া। এরপর পছন্দসই তরুণীকে নিয়ে গোপন কক্ষে প্রবেশ করতেন ভিআইপিরা। ওয়েস্টিনের ২২ তলায় চার বেডরুমের ওই স্যুইটের প্রতিরাতের ভাড়া সাধারণভাবে দুই হাজার ডলারের মত। হোটেলটির বিপণণ যোগাযোগের সহকারী পরিচালক সাদমান সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনা সম্পর্কে অবহিত আছি। আমাদের কঠোর নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এই ধরনের ঘটনার জন্য সতর্ক অবস্থানে রয়েছি।

তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার চলমান তদন্তে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্ত ধরনের সাহায্য ও সহযোগিতার হাত বাড়ানো হয়েছে। একটি অতিথিসেবা প্রতিষ্ঠান হিসেবে, সব অতিথির সুরক্ষা এবং গোপনীয়তা আমাদের প্রধান বিবেচ্য বিষয়। সংশ্লিষ্ট ঘটনার আইনানুগ তদন্তের প্রেক্ষিতে বর্তমানে হোটেল কর্তৃপক্ষ কোনও ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকবে।

বুধবার বিকালে বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী যুগান্তরকে বলেন, রাজধানীর বিমানবন্দর থানার এক মামলার রিমান্ডের দ্বিতীয় দিনে তদন্ত কর্মকর্তাদের নানা তথ্য দিয়েছেন পাপিয়া। আমরা যেসব তথ্য পাচ্ছি তাতে অবাক হচ্ছি। যাচাই করা ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না।

তিনি বলেন, পাপিয়ার অপকর্মের সঙ্গে হোটেলের কে কে জড়িত ছিল, তার অস্ত্র ও ইয়াবা ব্যবসার পার্টনারই বা কারা ছিল, তার সঙ্গে পাওয়া জাল টাকার উৎসই বা কি, কাদের আশ্রয়-প্রশয়ে তিনি এ পর্যায়ে এসেছেন- সব বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানতে চাইলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম যুগান্তরকে বলেন, মামলাটি এখন থানা পুলিশ তদন্ত করছে। র‌্যাবের পক্ষ থেকে তদন্তের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর র‌্যাব আনুষ্ঠানিকভাবে তদন্ত করবে।

তিনি জানান, পাপিয়ার অপকর্মের সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। হোটেল ওয়েস্টিনের কেউ পাপিয়ার অনৈতিক কাজে জড়িত ছিল কিনা সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম-আমি আবার কী অপরাধ করলাম: পাপিয়া

পাপিয়া এমপিদের সাথে

রাজধানীর হোটেলগুলোতে সুন্দরী তরুণী সরবরাহ, প্রভাবশালী ব্যক্তিদের ব্লাকমেইলিং, তদবির বাণিজ্য, অবৈধ অস্ত্র রাখাসহ নানা অভিযোগে গ্রেফতার যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া এখন ১৫ দিনের পুলিশি রিমান্ডে। তার রিমান্ডের দুদিন শেষ হয়েছে। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে অবৈধ কর্মকাণ্ডে দাবিয়ে বেড়ানো এই নেত্রী। এসব তথ্যের সূত্র ধরে পাপিয়ার সহযোগী ও তার প্রশয়দাতাদের বিরুদ্ধে কাজ শুরু করেছে আইনশৃংখলাবাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন দলের ভাতৃপ্রতীম সংগঠনের এই নেত্রী গ্রেফতারের পর থেকে বিমর্ষ হলেও তার মধ্যে অপরাধবোধ কাজ করছে না। গ্রেফতারের পর র‌্যাব হেফাজতে এবং পরবর্তীতে আদালতের কাঠগড়ায় তাকে বিমর্ষ দেখা গেছে। এত অপরাধের পরও আদালতের শুনানির ফাঁকে পাপিয়ার প্রশ্ন ছিল, ‘আমি আবার কী অপরাধ করলাম!

মুক্তিপণ আদায়ে ফাঁদে ফেলে মারধর করতেন পাপিয়া-যুগান্তরেরর একটি খবরের শিরোনাম এরকম। এখবরে লেখা হয়েছে রিমাণ্ডে বসেই ব্যবসায়ীকে হুমকি দিলেন পাপিয়া –সুমন। দৈনিকটি আরও লিখেছে, পাপিয়ার মোবাইল কললিস্টে বহু এমপি

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

দিল্লিতে হিংসা রুখতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রক, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ল ৩৪, হাসপাতালে মৃত্যুমিছিল-দৈনিক আজকাল

লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিগত তিনদিনে রাজধানীতে হিংসার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ল ৩৪। এমনটাই জানা গিয়েছে একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে। বুধবার শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ছিল ২৭। সেখানে বৃহস্পতিবার সকালেই আরও সাত জনের মৃত্যুর খবর মিলেছে বলে জানিয়েছে ওই সংবাদমাধ্যম। পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল উত্তর–পূর্ব দিল্লি গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তারপরও রাজধানীর পরিস্থিতির কোনও উন্নতি লক্ষ্য করা যায়নি। দিন সকালে জিটিবি হাসপাতাল সূত্রে বলা হয়েছে, আরও সাতজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। উত্তর পূর্ব দিল্লি কার্যত থমথমে মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়ে রয়েছে। এরই মধ্যে শান্তির আবেদন করেছেন প্রধানমন্ত্রী সহ অনেকেই। কিন্তু শান্তি ফেরার কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছে না।দিল্লির তেগ বাহাদুর হাসপাতালে সন্তানহারা হিন্দু মুসলিম পরিবারদের ভিড়।

বিচারপতি বদলি নিয়ে তোপ রাহুল-প্রিয়ঙ্কার, ‘রুটিন বদলি’ বললেন রবিশঙ্কর-দৈনিক আনন্দবাজার

দিল্লি হাই কোর্টের বিচারপতি মুরলীধরের বদলি নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক চাপান-উতর তুঙ্গে। বুধবার মধ্যরাতে মুরলীধরের বদলির বিজ্ঞপ্তি জারি হয়। এর পরেই শুরু হয়েছে শাসক ও বিরোধী পক্ষের বিতণ্ডা।

দিল্লির সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে মুরলীধর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ যাঁদের বিরুদ্ধে উঠেছে, সেই সব নেতার বিরুদ্ধে এফআইআর করার বিষয়ে কেন্দ্রকে চিন্তাভাবনা করতে বলেন। তারই প্রেক্ষিতে এই রাতারাতি বদলির নির্দেশ কি না, তা নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধী পক্ষের নেতারা।

কংগ্রেস নেতা রাহুল গাঁধী এদিন ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে কেন্দ্রকে এক হাত নেন। তিনি টুইটে লিখেছেন , “বিচারপতি লোয়ার কথা মনে পড়ছে, যাঁকে বদলি করা হয়নি”। সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রিজগোপাল হরকিষেন লোয়া ২০১৪ সালে মারা যান। তিনি সেই সময় গুজরাতের সোহরাবুদ্দিন শেখের হত্যা সংক্রান্ত তদন্তের মুখ্য তত্ত্বাবধায়ক ছিলেন। ওই মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন অমিত শাহ। লোয়ার মৃত্যু নিয়ে বিপুল বিতর্ক শুরু হয়। যদিও ২০১৮-য় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মৃত্যুকে ‘স্বাভাবিক’ বলে রায় দেয়, তবু গণমানসে লোয়ার মৃত্যু নিয়ে প্রশ্ন থেকেই যায়

‘অমিত শাহ ক্ষমা চাইলে দেশের অর্ধেক সমস্যা শেষ হবে’, দিল্লি হিংসা নিয়ে কটাক্ষ অনুরাগের  -দৈনিক সংবাদ প্রতিদিন

আমাদের জীবনের প্রায় অর্ধেক সমস্যারই ইতি ঘটবে যদি অমিত শাহ দেশবাসীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেন তো”, গেরুয়া শিবির নিয়ে বিস্ফোরক বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। ‘দিল্লি জ্বলছে, আপনি ট্রাম্পের সঙ্গে নৈশভোজে ব্যস্ত?’, কটাক্ষের শিকার রহমান-দৈনিক সংবাদ প্রতিদিন

‘দেশ জ্বলছে, ঘৃণা ছড়াবেন না’, দিল্লির হিংসা নিয়ে সরব রাজ-নুসরত-পরমব্রত

কেন্দ্র ও দিল্লি সরকারের বিরুদ্ধে তোপ, রাষ্ট্রপতির কাছে ‘রাজধর্ম’ পালনের আবেদন কংগ্রেসের-দৈনিক সংবাদ প্রতিদিন

দিল্লির হিংসা থামানোর জন্য সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হল কংগ্রেস (Congress)। বৃহস্পতিবার দুপুর ১২ নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে রামনাথ কোবিন্দের হাতে এই সম্পর্কিত একটি স্মারকলিপি তুলে দেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী চিদম্বরম ও গুলাম নবি আজাদ-সহ কংগ্রেসের অন্য শীর্ষ নেতারা। রাষ্ট্রপতির কাছে গিয়ে দিল্লির হিংসাত্মক পরিস্থিতির জন্য সোজাসুজি কেন্দ্র ও দিল্লির সরকারকে দায়ী করেন তাঁরা।

একই দৈনিকের অন্য একটি খবরে লেখা হয়েছে, ‘দিল্লিতে বেছে বেছে আক্রমণ মুসলিমদেরই’, বিস্ফোরক দাবি মার্কিন কমিশনের#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭


 

ট্যাগ