ফেব্রুয়ারি ২৮, ২০২০ ১৫:৫১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • করোনাভাইরাসের প্রাদুর্ভাব কেন্দ্রের পরিবর্তন নতুন উদ্বেগ-দৈনিক প্রথম আলো
  • করোনাভাইরাস নিয়ে শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা-দৈনিক ইত্তেফাক
  • দিল্লিতে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ-দৈনিক মানবজমিন
  • পাপিয়ার সঙ্গে ওয়েস্টিন হোটেল মালিকের ভিডিও ভাইরাল-দৈনিক যুগান্তর
  • পাপিয়াকাণ্ড: ১৫ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে রাখা হয়েছে নজরদারিতে-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • দ্রুত ছড়াচ্ছে করোনা, আক্রান্ত ৫০ দেশ-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

  • দিল্লিতে নিহত বেড়ে ৪২, গুরুগ্রামে হাই অ্যালার্ট, তদন্তে বিশেষ দল-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • সংঘর্ষের সময়ে দিল্লি পুলিশ আসেনি, বলছিল অর্ডার নেই.‌.‌.‌ বাথরুমে লুকিয়ে ছিল’, বলছেন স্থানীয়রা-দৈনিক আজকাল
  • অশান্তি চলাকালীন ‘নিষ্ক্রিয়তা’র জের! দিল্লির পুলিশ কমিশনার বদল-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

করোনাভাইরাস এবং দিল্লি সহিংসতা সম্পর্কিত খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে বাংলাদেশ,ভারতসহ বিশ্ব মিডিয়ায়। এরবাইরে  পাপিয়া' সম্পর্কিত খবর বাংলাদেশের সর্বত্র এখনও আলোচনার একটি প্রধান বিষয়। করোনা  সম্পর্কে দৈনিক ইত্তেফাকের প্রধান খবরের শিরোনাম- করোনা ভাইরাস নিয়ে শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস ছড়িয়েছে বিশ্বের ৫৩ টি দেশে

বিস্তারিত খবরে লেখা হয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ডক্টর টেড্রোস ঘেব্রেইয়েসুস এমনটি জানান। এই বিষয়ে ডক্টর টেড্রোস ঘেব্রেইয়েসুস বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়াতে পারে। এটা নিয়ে পুরো বিশ্বে যা ঘটছে তা এখন আমাদের জন্য শঙ্কার বিষয়। বিশ্বের ৫০ টি দেশের প্রায় ৮০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসে মারা গেছেন প্রায় ২ হাজার ৮শ জন মানুষ।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

১০ হাজার বাংলাদেশির ওমরাহ অনিশ্চিত, ক্ষতি ৫০ কোটি টাকা-দৈনিক ইত্তেফাক

করোনাভাইরাস উদ্বেগ বিশ্বজুড়ে

প্রাণঘাতী করোনা ভাইরাস ঠেকাতে ওমরাহ যাত্রী ও দেশটিতে ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি সরকার। সৌদি সরকারের আকস্মিক এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন দেশের প্রায় ১০ হাজার ওমরাহ যাত্রী। এতে ভিসা ফি, হোটেল ও বিমান ভাড়া বাবদ প্রায় ৫০ কোটি টাকা ক্ষতি হবে বলে জানিয়েছেন এজেন্সি মালিকরা। কোন আগাম ঘোষণা ছাড়াই বুধবার রাতে এক বিবৃতির মাধ্যমে হুট করেই এই সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। প্রতিবেশি অন্তত চারটি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আরব নিউজের খবরে বলা হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব কেন্দ্রের পরিবর্তন নতুন উদ্বেগ-দৈনিক প্রথম আলো

করোনাভাইরাসের প্রাদুর্ভাব কেন্দ্রের পরিবর্তনে উদ্বেগ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব কেন্দ্রের পরিবর্তন ঘটেছে। শুরুতে চীনের হুবেই প্রদেশ থেকে এ সংক্রমণ ছড়িয়ে পড়েছে চীনসহ বিভিন্ন দেশে। এখন ছড়াচ্ছে ইতালি ও ইরান থেকেও। প্রাদুর্ভাব কেন্দ্রের পরিবর্তন নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। চীনের বাইরে সংক্রমণও বেশি হচ্ছে।বিগত সাত দিনে অন্তত ২০টি দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে। অবশ্য চীনের গুয়ানডং প্রদেশে অনেকেই দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছে। চীনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়া প্রায় ১৪ শতাংশ লোক আবারও এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ধরনের ঘটনা জাপানেও দেখা গেছে।

দ্রুত ছড়াচ্ছে করোনা, আক্রান্ত ৫০ দেশ-দৈনিক সমকাল

ইটালিতে করোনাভাইরাস শনাক্ত

দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাস ঠিক কোন সংকটের দিকে নিয়ে যাচ্ছে তা ভাবিয়ে তুলছে বিশ্বকে। দৈনিকটি আরও লিখেছে করোনা আতঙ্কে বাতিল হয়েছে ফেসবুক সম্মেলন।

করোনা আতঙ্কে স্থগিত হবে লা লিগা লিগ!-দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে-৫৩ দেশে প্রাণঘাতী করোনা, আরও বিস্তারের আশঙ্কা। এবার নাইজেরিয়ায় করোনা রোগী শনাক্ত।

পাপিয়া সমাচার: আজও বাংলাদেশের প্রায় সব দৈনিকে পাপিয়া সম্পর্কিত খবর বেশ গুরুত্বসহ ছাপা হয়েছে। এ সম্পর্কে দৈনিক যুগান্তরের শিরোনাম এরকম- পাপিয়ার সঙ্গে ওয়েস্টিন হোটেল মালিকের ভিডিও ভাইরাল।

Image Caption

পাপিয়া ঘনিষ্ঠরা বিপাকে, ডাকা হবে জিজ্ঞাসাবাদে-দৈনিক সমকাল// গুলশানের ঢাকা ওয়েস্টিন হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুইট ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। হোটেল কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে দীর্ঘদন এসব কর্মকাণ্ড অব্যাহত রাখা সম্ভব নয় বলে বলছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। অথচ তারকা এই হোটেলে বোর্ডারদের প্রতিদিনকার তালিকা সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার নিয়ম রয়েছে। বিশেষ করে সুইমিংপুলে ডুলুডুলু চোখে ৬ নারীর জলকেলির ভাইরাল হওয়া ভিডিওর পর প্রশ্ন উঠেছে হোটেল ওয়েস্টিনে আসলে হচ্ছেটা কী? তবে এসব নিয়ে ওয়েস্টিনের কোনো পর্যায়ের কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

পাপিয়া গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর অনেক তথ্য পেয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাপিয়ার মোবাইল ফোন থেকে র‌্যাব সদস্যরা সমাজের বিভিন্ন স্তরের শীর্ষ ব্যক্তিদের আপত্তিকর ভিডিও উদ্ধার করেছেন। অনেকের সঙ্গে পাপিয়ার ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এমন এক ভিডিওতে ওয়েস্টিনের মালিক নূর আলীকেও হোটেলের একটি স্যুইটে পাপিয়াসহ বেশ কয়েকজন তরুণীর সঙ্গে খোশমেজাজে গল্প করতে দেখা গেছে। ওই ভিডিওতে দেখা গেছে, পাপিয়ার সঙ্গে রাজনীতি, নির্বাচনসহ নূর আলী নানা বিষয়ে খোলামেলা কথা বলছেন।

পাপিয়ার সঙ্গে ওয়েস্টিন হোটেল মালিকের ভিডিও ভাইরাল

হোটেলটির মালিকের সঙ্গে পাপিয়ার পাশের সোফায় হাসিমুখে বসে থাকতে দেখা যায় অল্পবয়সী বেশ কয়েকজন সুন্দরী ললনাকে। ইতোমধ্যেই ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। হোটেল ওয়েস্টিনে পাপিয়ার অবাধ বিচরণ, তার প্রেসিডেন্সিয়াল স্যুইট ব্যবহার ও তার সঙ্গে আড্ডার ভিডিও ছড়িয়ে পড়লে এ বিষয়ে হোটেলটির মালিক নূর আলীর কোনো প্রতিক্রিয়া এখনও গণমাধ্যমে আসেনি।

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া গ্রেফতার হওয়ার পর আলোচনা-সমালোচনার কেন্দ্রে পরিণত হয়েছে দেশের অন্যতম পাঁচ তারকা হোটেল ওয়েস্টিন।

 যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম-এরকম-এক এমপির হাত ধরে উত্থান, আরেকজনের প্রশ্রয়ে পাপের জগতের রানী

এ খবরে লেখা হয়েছে, নরসিংদী জেলার এক এমপির হাত ধরেই যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার রাজনৈতিক উত্থান ঘটেছে। আর তার অপরাধ জগতে বিস্তার ঘটেছে জেলার আরেক এমপির প্রশ্রয়ে। যুব মহিলা লীগের দুই নেত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তারা বলেন, নরসিংদীর সাবেক এক এমপির সুপারিশে পাপিয়া ২০১৪ সালে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ পান। ওই এমপি গত নির্বাচনে মনোনয়ন পাননি। কয়েক বছর ধরে পাপিয়া নরসিংদীর বর্তমান এক এমপির সমর্থন পাচ্ছিলেন।

তার প্রভাব খাটিয়ে সংগঠনে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন বলে যুব মহিলা লীগের এই নেত্রীরা অভিযোগ করেন। তারা জানান, এ ছাড়া যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় দুই নেত্রী এবং ঢাকার সংরক্ষিত নারী আসনের এক এমপির আস্থাভাজন ছিলেন তিনি।

সন্ধ্যা হতেই বদলে যায় ওয়েস্টিনের ভেতরকার দৃশ্যপট-যুগান্তর

গুলশানের ঢাকা ওয়েস্টিন হোটেলের দিনের চিত্র এক রকম। সন্ধ্যা হতেই বদলে যায় এর ভেতরকার দৃশ্যপট। খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচতলায় সুইমিংপুল ও বারের পাশে অনুমোদনহীন সিসা বারে মধ্যরাত পর্যন্ত চলে আড্ডা। তবে পাপিয়াকাণ্ডের পর সেখানে চলছে রাখঢাক। সিসা বার বন্ধ রয়েছে।এখানে নিয়মিত আসতেন ধনাঢ্য পরিবারের এমন সন্তানদের আনাগোনা কমে গেছে বলে জানা গেছে। ভবন নির্দেশিকা মতে, টপফ্লোরে রেস্টুরেন্ট, বার ও বেলকুনিতে কফি শপ। নিচতলায় স্ন্যাকস বার-মদের বার। দোতলায় একই ব্যবস্থা। পাঁচতলায় স্পা, মেসেজ পার্লার ও সুইমিংপুল। ২১ ও ২২ তলায় প্রেসিডেন্সিয়াল স্যুট। সেখানকার একটি স্যুটে গত বছরের ১২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা ২০ দিন ছিলেন পাপিয়া।

ফের বাড়লো বিদ্যুতের দাম-দৈনিক মানবজমিন

আরেক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। পাইকারি, খুচরা ও সঞ্চালন-এই তিন পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে। সাধারণ গ্রাহক পর্যায়ে (খুচরা) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ১৩ পয়সা করা হয়েছে। যা বর্তমানে প্রতি ইউনিট ৬ টাকা ৭৭ পয়সা। গতকাল সংবাদ সম্মেলনে এ  ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যান মো. আব্দুল জলিল।এই দাম ১লা মার্চ থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে বিইআরসি। এই দাম বাড়ানোর কোন যৌক্তিকতা নেই বলে মনে করছে ভোক্তা অধিকার সংগঠনগুলো। তারা বলছে, এই দাম বৃদ্ধি মানুষের জীবন-যাত্রায় ব্যয় আরেক দফা বাড়াবে। এ সরকারের আমলে এর আগেও কয়েক দফা বাড়ানো হয় বিদ্যুতের দাম।

বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে জনগণ রাজপথে নামবে: ফখরুল-দৈনিক ইত্তেফাক

জনবিচ্ছিন্ন বর্তমান সরকার গণমানুষের দুর্ভোগের কথা বিবেচনা না করে আবারো বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং আগামী মার্চ থেকে তা কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাতে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

দিল্লিতে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ-দৈনিক মানবজমিন

দিল্লির ঘটনার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় মুসল্লিদের বিক্ষোভ

দিল্লিতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করেছেন মুসল্লীরা। সমমনা ইসলামী দলগুলোর ব্যানারে মসজিদের গেটে এই বিক্ষোভ হয়। সমাবেশ শেষে তারা মিছিল বের করেন। এসময় মুসল্লিরা বিভিন্ন স্লোগান দেন। এরআগে বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। মসজিদে বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। নামাজ শেষে তাদের অনেকে বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মুসলমানদের ওপর নির্যাতনকারী মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না। যেকোন মূল্যে মোদিকে প্রতিহত করা হবে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

দিল্লিতে নিহত বেড়ে ৪২, গুরুগ্রামে হাই অ্যালার্ট, তদন্তে বিশেষ দল -দৈনিক আনন্দবাজার পত্রিকা

দিল্লির সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৯। এখনও থমথমে মৌজপুর বাবরপুর, জাফরাবাদের মতো বেশ কয়েকটি এলাকা। শুক্রবারের নমাজের আগে নিরাপত্তার লক্ষ্যে গুরুগ্রামে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৪৮টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। দিল্লির হিংসার তদন্তে দু’টি বিশেষ তদন্তকারী দল (‘সিট’) গঠন করা হয়েছে।

এদিন অবশ্য দোকানবাজার কিছু ক্ষণ খোলা রাখার জন্য কোথাও কোথাও কার্ফু শিথিল করা হচ্ছে কয়েক ঘণ্টার জন্য। তার পর ফের জারি হচ্ছে কার্ফু। গত রবিবারের ঘটনার পরেই অ্যালার্ট জারি হয়েছিল গুরুগ্রামে। এ দিন নমাজের প্রাক্কালে সেই অ্যালার্ট আরও কঠোর করা হল, নিরাপত্তার কথা ভেবে।সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে হিংসার ঘটনায় কারা কারা জড়িত, কারা অর্থ জোগাচ্ছে, তা খুঁজে বের করার জন্য দিল্লি হাইকোর্ট এ দিন কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে নোটিস দিয়েছে।

অশান্তি চলাকালীন ‘নিষ্ক্রিয়তা’র জের! দিল্লির পুলিশ কমিশনার বদল-দৈনিক সংবাদ প্রতিদিন

টানা ৭২ ঘণ্টার অশান্তিতে দিল্লিতে কাঠগড়ায় পুলিশ। রাষ্ট্রসংঘ থেকে বিশিষ্টজন, বিরোধী নেতৃত্ব থেকে আমজনতা, সকলেই দিল্লি পুলিশের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তা’র অভিযোগ এনেছেন। এমন পরিস্থিতিতে দিল্লিতে নতুন পুলিশ কমিশনার পদে রদবদল করা হল। রাজধানীর নতুন পুলিশ কমিশনার হলেন এস এন শ্রীবাস্তব। দিন কয়েক আগেই তাঁকে রাজধানীর স্পেশাল কমিশনার(আইন শৃঙ্খলা) পদে নিয়োগ করা হয়েছিল।

বর্তমানে দিল্লির পুলিশ কমিশনার পদে রয়েছেন অমূল্য পট্টনায়েক। শনিবার তিনি অবসর নেবেন বলে খবর। কেন্দ্রের তরফে আগ আগেই তাঁর কর্মজীবনের মেয়াদ একমাস বাড়ানো হয়েছিল। যা আগামিকাল শেষ হচ্ছে। ওয়াকিবহাল মহল সূত্রে খবর, উত্তর পূর্ব দিল্লিতে অশান্তি চলাকালীন অমূল্য পট্টনায়েকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ফলে তাঁর কর্মজীবনের মেয়াদ আর বাড়াল না কেন্দ্র। বরং তাঁর বদলে এস এন শ্রীবাস্তবকে দিল্লির কমিশনার পদের দায়িত্ব দেওয়া হল।

দিল্লি জ্বলছে, কিন্ত অমিত শাহ কোথায়?’, বিজেপিকে তোপ শিব সেনার-দৈনিক সংবাদ প্রতিদিন

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার জন্য কেন্দ্রীয় সরকারকেই সরাসরি দায়ী করল শিব সেনা। দিল্লিতে যখন আগুন জ্বলছে তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায়? তা জানতে চাইল তারা।

শুক্রবার শিব সেনার মুখপত্র ‘সামনা(Saamana)’য় প্রশ্ন তোলা হয়েছে, ‘দিল্লির দাঙ্গার ফলে সৃষ্টি হওয়া ধুলো আমাদের অন্ধ করে দিয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কোথাও দেখা যাচ্ছে না। এটা এমন একটি ঘটনা যাতে উদ্বিগ্ন হওয়া উচিত। কিন্তু, প্রশ্ন উঠছে দিল্লি যখন জ্বলছিল তখন অমিত শাহ কোথায় ছিলেন। অজিত দোভালকে রাস্তায় নেমে মানুষের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। কিন্তু, মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীকে কবে দেখতে পাবে? অমিত শাহকে তো দিল্লির নির্বাচনের সময় লিফলেট বিলি করতে দেখা গিয়েছিল।’

সংঘর্ষের সময়ে দিল্লি পুলিশ আসেনি, বলছিল অর্ডার নেই.‌.‌.‌ বাথরুমে লুকিয়ে ছিল’, বলছেন স্থানীয়রা-দৈনিক আজকাল

নীরব দর্শকের মতো দাঁড়িয়ে ছিল দিল্লি পুলিশ। সাহায্যের জন্যে গেলে পুলিশ বলেছে, তারা কোনও পদক্ষেপ নিতে পারবে না। তাদের কাছে এধরণের কোনও নির্দেশ নেই। দিল্লির ভাজনপুরা এলাকাতে যখন পেট্রোল পাম্প জ্বালিয়ে দিচ্ছে উন্মত্ত জনতা, পাথর ছুড়ছে, তখন পুলিশ বাথরুমে লুকিয়ে ছিল। দিল্লির হিংসা নিয়ে ধীরে ধীরে হাড়হিম করা খবর উঠে আসছে সংবাদমাধ্যমে। একটি জাতীয় সংবাদমাধ্যমের তদন্তে জানা গিয়েছে, সোমবার থেকে উত্তর–পূর্ব দিল্লির যে অঞ্চলগুলিতে হিংসা শুরু হয়েছিল, সেখান থেকে পুলিশ হেড কোয়ার্টারের দূরত্ব ছিল মাত্র ১২ কিলোমিটার। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সংঘর্ষ শুরু হওয়ার পরও পুলিশকে এলাকায় দেখা যায়নি। এক–দু’জন যাঁরা ছিলেন, তাঁরাও কোনও ব্যবস্থা নেননি। ভাজনপুরা অঞ্চলে একটা পেট্রোল পাম্প জ্বালিয়ে দিল, আর দিল্লি পুলিশ ভয়ে বাথরুমে লুকিয়ে ছিল। এমনটাই জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, প্রথমে তো কোনও পুলিশ ওখানে আসেইনি, যারা এসেছিল তারা নীরব হয়ে দাঁড়িয়ে ছিল। তাদেরকে সাহায্যের জন্য বলায় পুলিশ জানায়, তাদের কাছে কোনও অর্ডার নেই। পুলিশ তাদের বলেছিল, তোমাদের যা করার তোমরা তা কর, তারা কোনও পদক্ষেপ নিতে পারবে না, কারণ ওপরমহল থেকে কোনও নির্দেশ আসেনি। যতক্ষণ না পর্যন্ত কোনও নির্দেশ না আসে ততক্ষণ তারা কিছুই করতে পারবেন না বলে জানিয়ে দেন তারা।

হিংসার আঁচ দিল্লির একটি সরকারি স্কুলেও! জ্বলে পুড়ে ছাই বই–খাতা, ভাগ্যক্রমে রক্ষা পেল পড়ুয়ারা-দৈনিক আজকার

আগুনে জ্বলে পুড়ে ছাই দিল্লির একটি স্কুলও। রবিবার থেকেই উত্তর পূর্ব দিল্লিতে সংঘর্ষ ছড়িয়েছে। রাজধানীতে এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও ৩০০ ছাড়িয়েছে। অগ্নিসংযোগ, ভাঙচুর, পাথর ছোড়া, সব মিলিয়ে দেশের রাজধানী যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। মঙ্গলবার সন্ধ্যায় উত্তরপূর্ব দিল্লির ব্রিজপুরির একটি স্কুলে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পুড়ে ছাই শতাধিক বই, খাতা, প্রশ্নপত্র এবং নথিপত্র। সৌভাগ্যবশত পরীক্ষার কারণে দুপুরেই বাড়ি চলে গিয়েছিল পড়ুয়ারা। ফলে সেই সময় স্কুলে কোনও পড়ুয়া ছিল না। অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন স্কুলে থাকা একাকি নিরাপত্তারক্ষী। অরুণ উচ্চমাধ্যমিক স্কুলের ক্যাশিয়ার নীতু চৌধুরি বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০ থেকে ৩০০ লোক এসেছিল। নিরাপত্তারক্ষী ভেবেই পাননি কী করণীয়। পিছনের দরজা দিয়ে পালিয়ে যান তিনি। সবাই আগুনের শিখা দেখতে পেয়েছে।’

করোনা আতঙ্কে ধস শেয়ার বাজারে, রেকর্ড পতন সেনসেক্স-নিফটির-দৈনিক সংবাদ প্রতিদিন

করোনার প্রভাবে ভারতের শেয়ারবাজারে ধস

করোনা আতঙ্কের থাবা এবার শেয়ার বাজারেও। মারণ ভাইরাসের আতঙ্কের জেরে শুক্রবার ধস নামল ভারতের শেয়ার বাজারে। বিশ্বের বাজারে প্রভাবের জেরে এদিন রেকর্ড ১,০৮৩.৮৫ পয়েন্ট পড়ে সেনসেক্স। দিনের শুরুতে প্রায় হাজার পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়ায় ৩৮,৬৬১.৮১ পয়েন্টে। নিফটিও ৩১২ পয়েন্ট পড়ে দাঁড়ায় ১১,৩২১.৩০ পয়েন্টে। ২০১১ সালের পর বিশ্বের বাজারে প্রভাবের জেরে একদিনে এমন রেকর্ড পতন হল ভারতীয় শেয়ার বাজারে।

শেয়ার বাজার বিশেষজ্ঞরা এই দিনকে ‘ব্ল্যাক ফ্রাইডে’ হিসাবে চিহ্নিত করেছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে নোভেল করোনা ভাইরাস। করোনা জুজতে ত্রস্ত চিন-সহ বিশ্বের একাধিক দেশ। মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপেও থাবা বসিয়েছে করোনা। করোনার জেরে মার্কিন সূচক ডাউ জোনস পড়েছে ১,১৯০ পয়েন্ট। জার্মানি, জাপানের শেয়ার বাজারেও ধস নেমেছে। বিশ্বের প্রায় সব দেশের শেয়ার বাজারেই প্রভাব পড়েছে করোনা ভাইরাস আতঙ্কের।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮

ট্যাগ