মার্চ ২০, ২০২০ ১৬:৩৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২০ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • করোনার ওষুধ তৈরিতে কোমর বেঁধে নেমেছে কোম্পানিগুলো-দৈনিক প্রথম আলো
  • করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো-দৈনিক ইত্তেফাক
  • ‘‘আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি এখনো হয়নি’-দৈনিক মানবজমিন
  • ভয়াবহ মন্দা আসন্ন, ছাড়িয়ে যাবে অতীতের সব রেকর্ড: জাতিসংঘ-দৈনিক যুগান্তর
  • করোনায় থমকে গেছে বিশ্ব, মারা গেছেন ১০০৪৮ জন-বাংলাদেশ প্রতিদিন
  • সৌদি থেকে ফিরলেন ৪০৬ জন, জ্বর নিয়ে হাসপাতালে ২-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

  • ‘দীর্ঘ অপেক্ষা পীড়া দিয়েছে, তবু স্বস্তি পেলাম’, মেয়ের ছবি আঁকড়ে ধরলেন আশাদেবী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ‘অত রাতে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে কী করছিল?’, নির্ভয়ার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন এপি সিং-দৈনিক আজকাল
  • জল্পনাই সত্যি, আস্থা ভোটের আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা কমল নাথের-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি

বিশ্বে এইমুহূর্তে করোনা যুদ্ধ চলছে। বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে এ করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে মৃত এবং আক্রান্তের সংখ্যা। সেইসাথে চলছে করোনা প্রতিরোধ ও প্রতিকারের চেষ্টা। জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী পৃথিবীর ১৬৯ টির বেশি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনসহ বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৮,৭৭৮   জনে ও আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯ হাজার ৮ ৩৯ জনে পৌঁছেছে। করোনার প্রভাব পড়েছে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতিসহ সবক্ষেত্রে। তবে এই রোগের কোনো প্রতিষেধক বা টিকা এখনও আবিষ্কৃত হয়নি। তবে বিজ্ঞানীরা করোনা প্রতিরোধে আশার কথা শোনাচ্ছেন আর আজও বিশ্বজুড়ে প্রধান খবর হচ্ছে করোনা। 

এ সম্পর্কে বাংলাদেশের দৈনিক প্রথম আলোর খবর একটি খবরের শিরোনাম-করোনা মোকাবেলায় জরুরি অবস্থা জারির দাবি। অন্য একটি খবরের শিরোনাম- করোনা মোকাবেলায় শীর্ষ পর্যায় থেকে ব্রিফিং নয় কেন? করোনা ভাইরাসে বহু মানুষ হোম কোয়ারেন্টাইনে আছে। করোনার ওষুধ তৈরিতে কোমর বেঁধে নেমেছে কোম্পানিগুলো-এ খবর দিয়েছে প্রথম আলো।

জাতিসংঘের মহাসচিব

করোনা নিয়ে অন্যান্য খবরের মধ্যে দৈনিক যুগান্তরের শিরোনাম এরকম, ভয়াবহ মন্দা আসন্ন, ছাড়িয়ে যাবে অতীতের সব রেকর্ড:  জানিযেছে জাতিসংঘ। ইত্তেফাক এ সম্পর্কিত  লিখেছে, করোনা ভাইরাসে বিশ্বের দরিদ্র দেশগুলোর কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

Image Caption

বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব এমন শঙ্কা প্রকাশ করেন। অ্যান্তনিও গুতেরেস বলেন, আমরা যদি দাবানলের মত এই ভাইরাস ছড়িয়ে দিতে থাকি এবং কোন রকম পরীক্ষার ব্যবস্থা না থাকে তাহলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারেন।

‘আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি এখনো হয়নি’ওবায়দুল কাদের-দৈনিক মানবজমিন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আমরা বিশ্বাস করি সম্মিলিত প্রয়াসের করোনা ভাইরাস পরাজিত করবো। করোনা  যত বড়ই শত্রু হোক না কেন। আমরা এই ভাইরাসকে পরাজিত করতে পারবো বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশে ঝুঁকিতে আছে। তবে আতঙ্কিত হওয়ার মতো কোন পরিস্থিতি সৃষ্টি এখনো হয়নি। বাংলাদেশে এখন পর্যন্ত ১৮ জন আক্রান্ত হয়েছে, একজন মারা গেছে। তারপরেও ঝুঁকিতে আছে । দৈনিক সমকাল লিখেছে, সৌদি থেকে ফিরলেন ৪০৬ জন, জ্বর নিয়ে হাসপাতালে ২।

বিএনপি মাহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দৈনিকটি লিখেছে- করোনা সম্পর্কিত প্রধানমন্ত্রীর মনিটরিং সেল সর্বক্ষণ খোলা। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনই সবকিছু শাটডাউন করুন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‘দীর্ঘ অপেক্ষা পীড়া দিয়েছে, তবু স্বস্তি পেলাম’, মেয়ের ছবি আঁকড়ে ধরলেন আশাদেবী-দৈনিক আনন্দবাজার

নির্ভয়ার মা আশাদেবীর স্বস্তি

আইনি ফাঁকফোকর গলে ফাঁসি পিছিয়ে দিচ্ছিল অপরাধীরা। চোখের সামনে তা দেখতে দেখতে আদালতে ভেঙে পড়েছিলেন তিনি। মনে সংশয় জন্মেছিল, আদৌ বিচার পাবেন তো? অপরাধীদের ফাঁসি কার্যকর হওয়ার পর সেই সংশয় মিটল নির্ভয়ার মা আশাদেবীর। মেয়েকে বুকে টেনে নেবেন, সেই উপায় নেই। মেয়ের ছবি আঁকড়েই ফেললেন স্বস্তির নিশ্বাস।

২০১২-র দিল্লি গণধর্ষণের ঘটনায় দীর্ঘ সাত বছর ধরে আইনি লড়াই চালিয়ে আসছিলেন আশাদেবী ও তাঁর গোটা পরিবার। শেষ মেশ শুক্রবার ভোরে তিহাড় জেলে অক্ষয় ঠাকুর (৩১), পবন গুপ্ত (২৫), বিনয় শর্মা (২৬) এবং মুকেশ সিংহ (৩২)—এই চার জনের ফাঁসি কার্যকর হয়েছে। তাতেই স্বস্তি পেয়েছেন আশাদেবী। এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশাদেবী তিনি বলেন, ‘‘ভারতের বাকি মেয়েরাও যাতে ন্যায্য বিচার পান, তার জন্য লড়াই চালিয়ে যাব আমরা।

জল্পনাই সত্যি, আস্থা ভোটের আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা কমল নাথের-দৈনিক সংবাদ প্রতিদিন

আস্থা ভোটের আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন কমল নাথ। শুক্রবারই রাজ্যপাল লালজি ট্যান্ডনে কাছে ইস্তফাপত্র জমা দেন। ইস্তাফাপত্রে তিনি লেখেন, “গত দুই সপ্তাহ ধরে মধ্যপ্রদেশে যা হয়েছে তা গণতন্ত্রকে দুর্বল করার নতুন অধ্যায়।”এদিন আস্থা ভোটের আগে সাংবাদিক বৈঠক করে পদত্যাগের কথা জানান কমল নাথ। সেখান থেকে বিজেপিকে কার্যত তুলোধনা করেন মধ্যপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “সরকার ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই ষড়যন্ত্র করছিল বিজেপি। আমরা মানুষের জন্য কাজ করছিলাম, আর ওরা ক্ষমতা দখলের ছক কষছিল। শেষপর্যন্ত গণতন্ত্রকে হত্যা করল ওরা।” ফলে ১৫ মাসের কংগ্রেস সরকারকে সরিয়ে রাজ্যে ফের একবার ক্ষমতা দখল করতে চলেছে গেরুয়া শিবির।

করোনাভাইরাস

দৈনিক সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার পত্রিকার খবর, করোনায় ভারতের মৃতের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত বেড়ে ১৯৬, লকডাউন মুম্বই, নাগপুর। মারণ ভাইরাসের বিস্তার নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য সকলকে বাড়ি থাকার অনুরোধ জানিয়েছেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০