এপ্রিল ০২, ২০২০ ২০:৫৬ Asia/Dhaka

পাঠক, ফার্সি ভাষা শিক্ষার আসর ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা আপনাদেরকে ইরানের একটি চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দেব।

ইরানে মহিলাদের বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য এই বিশেষায়িত গবেষণা ও চিকিৎসা প্রতিষ্ঠানটির নাম 'রুইয়ান'। প্রতি বছর হাজার হাজার দম্পতি সন্তান লাভের আশায় এই চিকিৎসাকেন্দ্রের স্মরণাপন্ন হয়। অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ও দক্ষ ডাক্তার রয়েছে এই চিকিৎসা গবেষণা কেন্দ্রে এবং বলা যায়, বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে এটি বিশ্বের অন্যতম সেরা চিকিৎসা কেন্দ্র। ২০১০ সালের প্রথম আট মাসে প্রায় ৭০ হাজার দম্পতি এই চিকিৎসাকেন্দ্রে এসেছেন। ইরানে অধ্যয়নরত বিদেশী ছাত্র মোহাম্মাদের ইরানি বন্ধু রমিনের একজন আত্মীয় বিয়ে করেছেন ১০ বছর হলো। কিন্তু এখনো তাদের কোন সন্তান নেই। তারা মফস্বল শহর থেকে তেহরানে এসেছেন রুইয়ান চিকিৎসা গবেষণা কেন্দ্রে যাবেন বলে। রমিন এ বিষয়ে মোহাম্মাদের সাথে কী কথা বলছে- তা আপনাদের শোনাবো। তবে তার আগে কিছু ফার্সি শব্দের অর্থ জেনে নেয়া যাক।

امروز - بعد از ظهر- کتابخانه - من نمی آیم - منتظر نباش - مشکل- پسرخاله - همسر - آنها آمده اند - من می خواهم ببرم - پژوهشکده رویان - کجا - مرکز - درمانی - سالها - آنها ازدواج کرده اند - فرزند - معالجه - مهمترین - خاورمیانه - تا به حال - اسم - آنجا - من نشنیده ام - معروف - کشور - بیماران - زیاد - امیدوارم - او درمان شود - روشها - به کار گرفته می شود - خودم - تنها - من می روم - کار - خدا نگهدار -

আজ। দুপুরের পর বা বিকেল। পাঠাগার। আমি আসবো না। অপেক্ষা করো না। মুশকিল বা সমস্যা। খালাতো ভাই। সহধর্মী বা সহধর্মিনী। তারা এসেছে। আমি নিয়ে যেতে চাই। রুইয়ান গবেষণা কেন্দ্র। কোথায়। কেন্দ্র। চিকিৎসা সম্পর্কিত। বছরগুলো বা বহু বছর। তারা বিয়ে করেছে। সন্তান। চিকিৎসা করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্য। এখন পর্যন্ত। নাম। ওখানে। আমি শুনিনি। বিখ্যাত। দেশ। রোগিরা। অনেক। আমি আশা করছি। তার চিকিৎসা হবে। পদ্ধতিসমূহ। কাজে লাগানো হয়। আমি নিজে। একাকি। আমি যাই বা যাবো। কাজ। খোদা হাফেজ এর পরিবর্তে অনেক সময় ইরানিরা خدا نگهدار শব্দটি ব্যবহার করে।

ফর্সি শব্দগুলোর অর্থ শুনলেন। এবারে চলুন মোহাম্মাদ ও রমিনের কথোপকথন শোনা যাক।

رامین - من امروز بعد از ظهر به کتابخانه نمی آیم . منتظر من نباش .محمد - چرا ؟ مشکلی پیش آمده است ؟رامین - نه . پسر خاله ام و همسرش به تهران آمده اند . می خواهم آنها را به پژوهشکده رویان ببرم .محمد - پژوهشکده رویان کجاست ؟رامین - یک مرکز درمانی است . آنها سال هاست که ازدواج کرده اند ، ولي فرزندی ندارند .محمد - پس برای معالجه به تهران آمده اند ؟رامین - بله . پژوهشکده رویان ، مهمترین مرکز درمان ناباروري در خاورمیانه است .محمد - من تا به حال اسم آنجا را نشنیده ام .رامین - این مرکز خیلی معروف است . حتی از کشورهای دیگر هم بیمارانی به آنجا مراجعه می کنند .محمد - پس امیدوارم که پسر خاله ات نیز درمان شود .رامین - من هم امیدوارم . چون در آنجا جدیدترین روشها برای درمان بیماران به کار گرفته می شود .محمد - پس من خودم تنها به کتابخانه می روم . با من کاری نداری ؟رامین - نه . خدا نگهدار .

রমিন : আমি আজ বিকেলে লাইব্রেরিতে আসবো না। আমার জন্য অপেক্ষা করো না।মোহাম্মাদ : কেন? কোন সমস্যা হয়েছে নাকি?রমিন : না। আমার খালাতো ভাই ও তার বউ তেহরানের এসেছে। তাদেরকে নিয়ে রুইয়ান গবেষণা কেন্দ্রে যাবো।মোহাম্মাদ : রুইয়ান গবেষণা কেন্দ্র কোথায় (অবস্থিত)?রমিন : (এটি) একটি চিকিৎসা কেন্দ্র। তারা বেশ কয়েক বছর আগে বিয়ে করেছে, কিন্তু তাদের কোন সন্তান নেই।মোহাম্মাদ : তার মানে তারা চিকিৎসার জন্য তেহরানে এসেছেন?রমিন : হ্যাঁ। বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে রুইয়ান গবেষণা কেন্দ্র মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসালয়।মোহাম্মাদ : আমি এখন পর্যন্ত ওখানকার নাম শুনিনি।রমিন : এই কেন্দ্রটি খুবই বিখ্যাত। এমনকি অন্যান্য দেশ থেকেও চিকিৎসার জন্য মানুষ ওখানে আসে।মোহাম্মাদ : আমি আশা করছি, তোমার খালাতো ভাই (ওখান থেকে) সুস্থ হয়ে উঠবে।রমিন : আমিও আশাবাদী। কেননা, ওখানে চিকিৎসার কাজে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়।মোহাম্মাদ : তাহলে আমি একাই লাইব্রেরিতে যাব। আমার সাথে তোমার আর কোন কাজ আছে কি?রমিন : না, খোদা হাফেজ।

বন্ধ্যাত্বের চিকিৎসা রুইয়ান গবেষণা কেন্দ্রের একটি অংশের কাজ মাত্র। ১৯৯০ সালে এ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে। মৌলিক কোষ ও ক্লোন পদ্ধতির গবেষণার জন্য মূলত এ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সাল পর্যন্ত এ কেন্দ্রে ক্লোন পদ্ধতিতে একটি মেষ শাবক, একটি ছাগল ও একটি গরুর জন্ম দেয়া হয়েছে। এ গবেষণাকেন্দ্র বর্তমানে বিভিন্ন রোগ ও তার চিকিৎসাপদ্ধতি আবিস্কারের লক্ষ্যে গবেষণা চালিয়ে যাচ্ছে। এখানকার গবেষণাকর্মের ফলাফল প্রবন্ধ আকারে নির্ভরযোগ্য আন্তর্জাতিক ম্যাগাজিনগুলোতে প্রকাশিত হয়। প্রতি বছর বহু বিদেশী দম্পতি চিকিৎসা নিতে এই কেন্দ্রে আসেন। তারা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ইরানের অভাবনীয় সাফল্য দেখে বিস্মিত হন। এছাড়া এর ফলে ইরান আর্থিকভাবেও লাভবান হয়। চিকিৎসার জন্য দেশ ভ্রমণকে আজকাল মেডিকেল টুরিজম বলে অভিহিত করা হয়। এ ধরনের পর্যটকদের আকৃষ্ট করতে হলে চিকিৎসা বিজ্ঞানে উন্নতি প্রয়োজন। #

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/০২

ট্যাগ