কথাবার্তা: করোনায় বিশ্বে আক্রান্ত ৫৫ লাখ, মৃত্যু ৩ লাখ ৪৬ হাজার জনের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৫ মে সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- দেশে গত ২৪ ঘণ্টায় ১৯৭৫ জন করোনা আক্রান্ত, মৃত ২১-দৈনিক বাংলাদেশে প্রতিদিন
- করোনায় বিশ্বে আক্রান্ত ৫৫ লাখ, মৃত্যু ৩ লাখ ৪৬ হাজার জনের- দৈনিক কালেরকণ্ঠ
- আসসালামু আলাইকুম, সবাইকে উষ্ণ শুভেচ্ছা: জেসিন্ডা’-আর মুসলমানদের অবদানের কথা স্মরণ করে ঈদ শুভেচ্ছা জানালেন পুতিন-দৈনিক যুগান্তর
- খালেদা জিয়ার প্রতি অবিচার করা হয়েছে: ফখরুল- দৈনিক মানবজমিন
- বিত্তবানদের দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাষ্ট্রপতি, ঈদ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও ঈদ উপহার-দৈনিক নয়াদিগন্ত
ভারতের খবর:
- কবে পাব আলো-জল’, দক্ষিণ কলকাতার বহু এলাকা এখনও বিদ্যুৎহীন-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ইদের আগে হিন্দু মায়ের প্রাণ বাঁচাতে বোলপুর থেকে সিউড়ি গেলেন নুরুল হক-দৈনিক আজকাল
- একদিনে ফের রেকর্ড বৃদ্ধি, করোনা সংক্রমণের নিরিখে বিশ্বের প্রথম দশে ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন
দেশে গত ২৪ ঘণ্টায় ১৯৭৫ জন করোনা আক্রান্ত, মৃত ২১-দৈনিক বাংলাদেশে প্রতিদিন
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৭৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ২১ জনের। সুস্থ হয়েছেন ৪৩৩ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৮৫ জনে। দেশের ৪৮টি ল্যাবে গেল ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ৫৪১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এই সময়ের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৫১টি।
সোমবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ১৩ হাজারেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা তিন লাখ ৪৭ হাজার প্রায়। তবে সাড়ে ২৩ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ
বিশ্বে করোনা পরিস্থিতিত:
দৈনিক কালেরকণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে: করোনা মহামারিতে বিশ্বজুড়ে আক্রান্ত রোগী আর মৃত্যু বেড়েই চলছে। ওয়াল্ডোমেটারের সর্বশেষ হিসাবে বিশ্বে করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ৫৫ লাখ ২ হাজার ৬০৬ জন। এ পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৪৬ হাজার ৭৬১ জন। সুস্থ হয়েছে ২৩ লাখ ৩ হাজার ৩৬৯ জন। এর মধ্যে সুস্থতার হার ৮৭ শতাংশ আর মৃত্যুর হার ১৩ শতাংশ। বিশ্বে সবচেয়ে বেশি রোগী যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত বেড়ে হয়েছে ১৬ লাখ ৮৬ হাজার ৪৩৬ জন। আর মারা গেছে ৯৯ হাজার ৩০০ জন। করোনার দ্বিতীয় হটস্পট এখন ব্রাজিল। দেশটিতে আক্রান্ত বেড়ে হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ২১৩ জন। মারা গেছে ২২ হাজার ৭৪৬ জন। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন রোগী ১ হাজার ৫৯৫ জন। মারা গেছে ৩০ জন। দৈনিক নয়াদিগন্তের খবর- ভারতে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা বাড়লেও আজ সোমবার থেকে চালু হচ্ছে অভ্যন্তরীণ বিমান চলাচল। প্রায় দুই মাস বিমান চলাচল বন্ধ থাকার পর লকডাউন শিথিল করার পর এই সিদ্ধান্ত নেয়া হলো।
তবে ভ্রমণ করতে হলে যাত্রীদের অবশ্যই সরকারি একটি কন্টাক্ট ট্রেসিং অ্যাপ ডাউনলোড করা এবং থার্মাল স্ক্যানিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। একই পত্রিকার ভিন্ন একটি খবর- অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় রাজ্য নিউ সাউথ ওয়েলসে স্কুল খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে এবং বাচ্চাদের স্কুলে পাঠাতে বলা হয়েছে। করোনাভাইরাসের ঝুঁকি এড়িয়ে স্বাভাবিক জীবনে ফেরার বার্তা দিচ্ছে এটি। তবে দেশটির অন্যান্য রাজ্য যেমন ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে এখনো স্কুল বন্ধ রয়েছে।শিক্ষা কর্মকর্তারা বলছেন, শ্রেণীকক্ষে দেশটিতে স্বীকৃত দেড় মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে সক্ষম হবেন না তারা।
আসসালামু আলাইকুম, সবাইকে উষ্ণ শুভেচ্ছা: জেসিন্ডা’-আর মুসলমানদের অবদানের কথা স্মরণ করে ঈদ শুভেচ্ছা জানালেন পুতিন-দৈনিক যুগান্তর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিউজিল্যান্ডের মুসলমানসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
ঈদ উপলক্ষে নিজের টুইটার অ্যাকাউন্টে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। এতে জেসিন্ডা বলেন, আসসালামু আলাইকুম, ঈদুল ফিতর উদযাপনে সবাইকে আমার উষ্ণ শুভেচ্ছা।
তিনি যোগ করেন, কিউই মুসলিমসহ সবার জন্য এটা একটা কঠিন সময়। সবার ঐক্যবদ্ধতা, অনুগ্রহ ও উদারতার সঙ্গে নিউজিল্যান্ড যেভাবে পরিস্থিতি মোকাবিলা করছে তাতে আমি মুগ্ধ।
মুসলমানদের বৃহৎ উৎসব ঈদুল ফিতর উপলক্ষে রাশিয়ার মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুভেচ্ছা বার্তায় রুশ সংস্কৃতিতে মুসলমানের অবদানের কথাও স্মরণ করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় পুতিন বলেন, পবিত্র রমজান শেষে রোজা ভাঙার এই উদযাপনের আধ্যাত্মিক মহত্ব রয়েছে। নৈতিক শুদ্ধি ও পূর্ণতা পাওয়ার অমূল্য অভিজ্ঞতা পাওয়ার আনন্দ। আন্তরিক প্রার্থনার জন্যই নয় এই উদ্যাপন অভাবীদের প্রতি নজর দেয়ার জন্যও শত শত বছরের রীতি হয়ে দাঁড়িয়েছে।
খালেদা জিয়ার প্রতি অবিচার করা হয়েছে: ফখরুল- দৈনিক মানবজমিন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সরকার অবিচার করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা এসেছিলাম আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজার জিয়ারত করতে। প্রতিবছর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েই এখানে আমরা আসি জিয়ারত করতে। কিন্তু আপনারা জানেন, তিনি অসুস্থ। তার পক্ষে সম্ভব নয় এখানে আসার। যদিও মাত্র ৬ মাসের জন্য তাকে সাজা স্থগিত করে মুক্তি দেয়া হয়েছে। আমরা মনে করি যে, এটা এটা তার প্রতি সম্পূর্ণ অবিচার করা হয়েছে, ন্যায় বিচার করা হয়নি। তাকে সম্পূর্ণভাবে মুক্তি দেয়া উচিত ছিলো এবং তার বিচারেও তার যে জামিন পাওয়া উচিত ছিলো, সেই জামিনও বর্তমান ব্যবস্থায় তিনি পাননি।
বিত্তবানদের দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাষ্ট্রপতি, ঈদ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও ঈদ উপহার-দৈনিক নয়াদিগন্ত
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশব্যাপী এক অস্বাভাবিক পরিবেশে ঈদুল ফিতর উদপানকালে বিত্তবানদের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।সোমবার সকালে বঙ্গভবনে ঈদের নামাজ আদায় শেষে ঈদ-উল ফিতর উপলক্ষ্যে জাতির উদ্দেশে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান তিনি।রাষ্ট্রপতি বলেন, ‘করোনাভাইরাসের কারণে এ বছর ভিন্ন আবহে ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে।
এই কঠিন সময়ে আমি দেশের বিত্তনবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’একই সাথে তিনি দেশের জনগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সতর্কতার সাথে ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানান।পাশাপাশি, রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মানুষকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী অন্যান্য অনুষ্ঠানের ন্যায় প্রধানমন্ত্রী আজ সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোড়ে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযাদ্ধা টাওয়ার-১) বসবাসরত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠান।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
কবে পাব আলো-জল’, দক্ষিণ কলকাতার বহু এলাকা এখনও বিদ্যুৎহীন-দৈনিক আনন্দবাজার পত্রিকা
আমপানের এর তাণ্ডবের পর ছ’দিন কেটে গেলেও এখনও স্বাভাবিক ছন্দে ফিরল না কলকাতা। দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তায় এখনও পড়ে রয়েছে গাছ। নেই বিদ্যুৎও। বিদ্যুতের অভাবে ঘরে জ্বলছে না আলো, চলছে না পাখা। বন্ধ টেলিভিশন। অনেক জায়গায় নেই পানীয় জলও। পাম্পের সাহায্যে জল তোলা থেকে শুরু করে গেরস্থালির নানা কাজে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। মোবাইল পরিষেবা বিপর্যস্ত। ফলে চরম অসুবিধায় রয়েছেন এলাকাবাসী।
প্রিন্স আনোয়ার শাহ রোডের কাছে, তালতলার সামনে-সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় জল এবং বিদ্যুতের দাবিতে চলছে এ দিন অবরোধ-বিক্ষোভও হয়। কেন এত সময় লাগছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বেহালা, সরশুনা, বেহালা শিবরামপুর এলাকার সারদা পার্ক, সন্তোষপুর, যাদবপুর, টালিগঞ্জে এখনও বিদ্যুৎ নেই। বিদ্যুৎ নেই আনোয়ার শাহ রোড এবং ইএম বাইপাসের একাংশেও। বেহালার সরশুনার বাসিন্দা হীরক বিশ্বাসের একটি ওষুধের দোকান রয়েছে। বিদ্যুতের অভাবে আলো নেই তাঁর বাড়ি ও দোকানে। তিনি বলেন, “কবে যে জল-আলো পাব? ছ’দিন কেটে গেলেও এর কোনও সুরাহা হল না।”
ইদের আগে হিন্দু মায়ের প্রাণ বাঁচাতে বোলপুর থেকে সিউড়ি গেলেন নুরুল হক-দৈনিক আজকাল
আজ খুশির ইদ। তার একদিন আগেই এক হিন্দু মায়ের প্রাণ বাঁচাতে বোলপুর থেকে সিউড়ি গেলেন নুরুল হক নামে এক মুসলিম যুবক। বীরভূমের বোলপুরের বাসিন্দা নুরুল পেশায় শিক্ষক। রবিবার দুপুরে তিনি খবর পান সিউড়ির স্বস্তিক হাসপাতালে ভর্তি রয়েছেন কল্পনা মন্ডল নামে ৬০ বছরের এক ক্যান্সার–আক্রান্ত বৃদ্ধা। তাঁর অস্ত্রোপচারের জন্য প্রয়োজন এবি নেগেটিভ রক্ত। যা সাধারণত দুষ্প্রাপ্য। নুরুলও এবি নেগেটিভ। ঘটনা জানতে পেরেই নুরুল যোগাযোগ করেন রোগীর আত্মীয়দের সঙ্গে। তারপর বোলপুর থেকে সিউড়ি সদর হাসপাতালে পৌঁছে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দান করেন।পরে নুরুল বললেন, ‘ইদের আগে এই রক্তদান করতে পেরে এবং একজন মায়ের প্রাণ বাঁচাতে পেরে আমি ধন্য।’ খুশি রোগীর আত্মীয়রাও। ইদের আগে সম্প্রীতি রক্ষার এই নজিরে আপ্লুত হাসপাতাল কর্তৃপক্ষও।
একদিনে ফের রেকর্ড বৃদ্ধি, করোনা সংক্রমণের নিরিখে বিশ্বের প্রথম দশে ভারত
সবেমাত্র শিথিল হতে শুরু করেছে লকডাউন। আর তারই মাঝে স্বাস্থ্যমন্ত্রকের তরফে মিলছে আশঙ্কার বাণী। কারণ প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই নিয়ে পরপর চারদিন রেকর্ড হারে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা।সোমবার সকালে দেওয়া স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৭ জন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। দেশজুড়ে মোট আক্রান্তের বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৫ জন। করোনা সংক্রমণের নিরিখে বিশ্বের প্রথম দশে স্থান ভারতের। গত ২৪ ঘণ্টায় মোট ১৫৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০২১ জন। তবে সুস্থতার সংখ্যা আশঙ্কা কমাচ্ছে অনেকটাই। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭২০ জন।গত বৃহস্পতিবার নতুন করে ৫ হাজার ৬০৯ জনের শরীরে থাবা বসিয়েছিল করোনা। শুক্রবার অতীতের সব রেকর্ড ভেঙে একলাফে নতুন করে ৬ হাজার ৮৮ জনের শরীরে মেলে মারণ ভাইরাস। শনিবার দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬৫৪ জন। রবিবার সংক্রমিতের সংখ্যাটা আরও বাড়ে। মোট ৬ হাজার ৭৬৭ জন করোনা আক্রান্ত হন। সোমবার আবারও রেকর্ড হারে বাড়ল আক্রান্তের সংখ্যা। মোট ৬ হাজার ৯৭৭ জন আক্রান্ত হন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।#
পার্সটুডে/বাবুল আখতার/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।