অক্টোবর ১৮, ২০২০ ১৬:৪২ Asia/Dhaka
  • কথাবার্তা: কোটি টাকা দিলেও আমার ছেলেকে ফিরে পাবো না, হত্যাকারীদের ফাঁসি চাই : রায়হানের মা

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৮ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

 

প্রথমে বাংলাদেশে:

  • বিশ্বে করোনা শনাক্ত ৩ কোটি ৯৫ লাখ ছাড়াল-দৈনিক প্রথম আলো
  • ‘সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে উপ-নির্বাচনে বিএনপি’-দৈনিক কালেরকণ্ঠ
  • করোনায় শিশুদের ঘরেই পড়া চালিয়ে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর-দৈনিক যুগান্তর
  • করোনায় প্রাণ গেল আরো ১৪ জনের, আক্রান্ত ১২৭৪- দৈনিক ইত্তেফাক
  • সিইসি মিথ্যা বলছেন, ঢাকা থেকেই ১৬২টি অভিযোগ দেয়া হয়েছে: ফখরুল: দৈনিক মানবজমিন
  • কোটি টাকা দিলেও আমার ছেলেকে ফিরে পাবো না, হত্যাকারীদের ফাঁসি চাই : রায়হানের মা–দৈনিক  নয়া দিগন্ত

ভারতের খবর:

  • এসবিআই গ্রাহকদের জন্য সুখবর, বাড়ি গিয়ে টাকাও দিয়ে আসবে ব্যাঙ্ক-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • পরিবর্তন অবশ্যম্ভাবী, বাংলায় সরকার গড়বে বিজেপিই, হুঙ্কার অমিত শাহর-দৈনিক সংবাদ প্রতিদিন
  • অপরাধী বাঁচাও, মহিলা নিরাপত্তা নিয়ে যোগী সরকারকে তোপ রাহুল–প্রিয়াঙ্কার-দৈনিক আজকাল

বিশ্বে করোনা শনাক্ত ৩ কোটি ৯৫ লাখ ছাড়াল-দৈনিক প্রথম আলো

বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯৫ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে।যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে আজ রোববার সকাল নাগাদ করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ৩ কোটি ৯৫ লাখ ৮৮ হাজার ২৯৩ জন।জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ৮ হাজার ৫৭৬ জন।বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ২ কোটি ৭০ লাখ ৮৯ হাজার ৯১২ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮১ লাখ ২ হাজার ১৩৩ জন। মারা গেছেন ২ লাখ ১৯ হাজার ১৫৭ জন। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৪ লাখ ৩২ হাজার ৬৮০ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ১২ হাজার ৯৯৮ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫২ লাখ ২৪ হাজার ৩৬২ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৬৭৫ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। আর্জেন্টিনা পঞ্চম। কলম্বিয়া ষষ্ঠ। সপ্তম স্পেন। অষ্টম ফ্রান্স। পেরু নবম। মেক্সিকো দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯ ’। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার পর্যন্ত করোনায় দেশে মোট ৫ হাজার ৬৪৬ জনের মৃত্যু হয়েছে। দেশে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের কথা জানানো হয়। শুরুর দিকে সংক্রমণ ছিল ধীর। ক্রমে সেটি বাড়তে শুরু করে। মে মাসের মাঝামাঝি সময়ে সংক্রমণ দ্রুত ছড়াতে শুরু করে। জুন মাসে সংক্রমণ ও মৃত্যু—দুটোই অনেক বেড়ে যায়। সপ্তাহওয়ারি হিসাবে, আগস্টের মাঝামাঝি (সংক্রমণের ২৪ তম সপ্তাহ) থেকে নতুন রোগী ক্রমে কমতে দেখা যায়। সংক্রমণের ৩১তম সপ্তাহ (৪-১০ অক্টোবর) এই নিম্নমুখী ধারা অব্যাহত ছিল। ওই সপ্তাহে মোট নতুন রোগীর সংখ্যা ১০ হাজারের নিচে নেমে এসেছিল। গতকাল শেষ হওয়া সপ্তাহে নিম্নমুখী সে ধারায় ছন্দপতন হয়েছে। এই সপ্তাহে রোগী শনাক্ত আবার ১০ হাজার ছাড়িয়েছে।

জনস্বাস্থ্যবিদেরা বলে আসছেন, আক্রান্তের শীর্ষে থাকা দেশগুলোর তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার কম। কিছু পদক্ষেপ নেওয়া হলে এটি আরও কমানো সম্ভব।

সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে উপ-নির্বাচনে বিএনপি-দৈনিক কালেরকণ্ঠ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশল হিসেবে বিএনপি উপ-নির্বাচনে অংশ নিচ্ছে। আজ রবিবার বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণ শেষে  সাংবাকিদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় শহীদ শেখ রাসেলের স্মৃতিচারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কারবালার প্রান্তরের চেয়েও ভয়াবহ ছিল ১৫ আগস্টের হত্যাকাণ্ড। খুনিরা শেখ রাসেলকেও ছাড়েনি। গতকাল ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হলেও ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন ওই দুটি আসনের বিএনপি প্রার্থী। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ এবং বর্জন করাকে তামাশা হিসেবে অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, তাদের নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা। নির্বাচনের নামে তারা তামাশা মঞ্চস্থ করছে।

করোনায় শিশুদের ঘরেই পড়া চালিয়ে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর-দৈনিক যুগান্তর

কোভিড-১৯ মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিশুরা যেন ঘরে বসে পড়া চালিয়ে যায়, সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে রোববার আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের কারণে স্কুল বন্ধ।  এটি সত্যিই যে কোনো শিশুর জন্য খুব কষ্টকর। হয়তো এ রকম অস্বাভাবিক অবস্থা থাকবে না। তবু আমি তাদের বলব– মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। ঘরে বসে পড়ালেখা কর।

পড়ালেখার পাশাপাশি শিশুদের অঙ্কন-শরীরচর্চা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন সরকারপ্রধান। তিনি বলেন, যে আর্ট করতে পারে, যে খেলাধুলা করতে পারে, সে সেটি করবে। নিজেদের ব্যস্ত রাখতে হবে। যখন স্কুল খুলবে, তখন তারা আবার ভালোভাবে স্কুলে যাবে।  কোভিড-১৯ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশনা দেন সরকারপ্রধান। তিনি বলেন, আমি হয়তো মাস্কটা পরে বক্তৃতা দিচ্ছি না। কারণ আমার আশপাশে কেউ নেই। আমি একাই আছি। যারা আছেন, অনেক দূরে। সে জন্য আমার এটি সুবিধা আছে। কিন্তু যেখানে বেশি লোক সেখানে আমি নিজেও সবসময় মাস্ক পরে থাকি।  এ সময় গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে ঢাকার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স প্রান্ত থেকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বক্তব্য দেয় আট বছরের নীলকাব্য। ভিডিও কনফারেন্সে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণ প্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন। এ ছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রান্তে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান রকিবুর রহমান, সংগঠনটির মহাসচিব ও সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

করোনায় প্রাণ গেল আরো ১৪ জনের, আক্রান্ত ১২৭৪-ইত্তেফাক

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৬৬০ জন।

এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ২৭৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা হলো ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন।

রবিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ হাজার ২৭৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৭৪ জন সুস্থ হয়েছেন। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানসহ বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিইসি মিথ্যা বলছেন, ঢাকা থেকেই ১৬২টি অভিযোগ দেয়া হয়েছে: ফখরুল: দৈনিক মানবজমিন

নির্বাচন কমিশন সরকারের ‘বংশবদ ক্রীড়ানক’ হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের অনুষ্ঠিত উপ-নির্বাচনের ভোট নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি বলেন, তিনটি উপনির্বাচনে আওয়ামী লীগ ও সরকার দলীয় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতোই ভোট ছিনতাই করেছে। নির্বাচন কমিশন নির্বিকার দর্শকের ভুমিকা পালন করেছে। রিটার্নিং অফিসার ধানের শীষের প্রার্থীদের অভিযোগ গ্রহণ করেনি। অবলীয়লায় মিথ্যা কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। কোনো অভিযোগ নাকি তারা পান নাই। ঢাকা থেকেই ১৬২টা অভিযোগ দেয়া হয়েছে।

সদ্য শেষ হওয়া উপনির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে দুই দিনের কর্মসূচিও ঘোষণা করেন বিএনপি মহাসচিব। কর্মসূচির মধ্যে আছে-আগামী ১৯শে অক্টোবর সারাদেশে মহানগর ও জেলায় এবং ২০শে অক্টোবর থানা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে গত শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে গৃহীত সিদ্ধান্ত তুলে ধরা হয়।

কেনো মধ্যবর্তী নির্বাচন হবে না-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এরকম বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তো একথা (মধ্যবর্তী) নির্বাচন এখনো বলিনি। আমরা গত নির্বাচন যেটা হয়েছে সেটাই তো মানছি না, আমরা ওইটাকে অবৈধ বলছি, আমরা ওইটাকে বাতিল করার কথা বলছি। আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা স্টেটমেন্ট একথা বলেছি যে, এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন বাতিল করে নির্বাচন নির্বাচন দেয়া হোক। মধ্যবর্তী-টড্ডবর্তী নির্বাচনের কথা আমরা তো বলিনি ভাই। যখন বলব তখন দল থেকে বলা হবে তখন অবশ্যই বলা হবে। এখন ব্যক্তিগত ভাবে কেউ কিছু বললে, যারা সিভিল সোসাইটিতে আছেন তাদের মধ্যে কেউ বলতে পারেন-সেটা তাদের মতামত। আমরা বিশ্বাস করি যে, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যে কারণে আমরা বলি যে, নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের কথা বলে এসেছি, এটাতে আমরা বিশ্বাস করি।

মির্জা ফখরুল বলেল, আইএমএফের যে রিপোর্ট আমরা দেখছি ভারতের জিডিপি ১০% কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেখানে বাংলাদেশের জিডিপি বেশি করে দেখানো, বাংলাদেশে অর্থনীতি এতো চমৎকার ইকনোমী দেখানো হচ্ছে। এর পেছনে আরো অনেক উদ্দেশ্য আছে। প্রথম থেকে বাংলাদেশকে বলা হয়েছে রোল মডেল। আপনারা দেখবেন যে, একটা বিশেষ মহল জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই রোল মডেলের কথা বলছে, এটা প্রচার করছে। যেখানে বাংলাদেশের মানুষের চাকরি নেই, যে হারে বেকারত্ব বেড়েছে, শিক্ষিত ছেলে-পেলেদের চাকরি নেই। সেক্ষেত্রে রোল মডেল কিভাবে বলবেন? কোন শুভঙ্করের ফাঁকি দিয়ে বাংলাদেশের মানুষকে বোকা বানানো হচ্ছে।

কোটি টাকা দিলেও আমার ছেলেকে ফিরে পাবো না, হত্যাকারীদের ফাঁসি চাই : রায়হানের মাদৈনিক  নয়া দিগন্ত

সিলেটের আলোচিত রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় এসআই আকবরসহ জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে নিহত রায়হানের পরিবার ও এলাকাবাসী এ আলটিমেটাম দেন। এসময় সংবাদ সম্মেলনে রায়হান হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, রায়হান হত্যায় জড়িত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়াসহ দোষী সব পুলিশ সদস্যকে অবিলম্বে গ্রেফতার করাসহ ছয় দফা দাবি জানানো হয়। পাশাপাশি বেঁধে দেয়া সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে এলাকাবাসীর উদ্যোগে হরতাল, সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিহত রায়হানের বাড়িতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তার মা সালমা বেগম। তিনি বলেন, আমার ছেলে কোনো দল করতো না। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার একটাই দাবি, আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পড়ে শোনান নিহত রায়হানের মায়ের মামা শওকত হোসেন।

লিখিত বক্তব্যে বলা হয়, রায়হান একটি ডাক্তারের চেম্বারে কাজ করতো। কে বা কারা তাকে বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতন করা হয়। ভোরে তৌহিদের মোবাইল থেকে রায়হান ফোন করে বলে তাকে বাঁচাতে। তিনি জানায় ১০ হাজার টাকা নিয়ে থানায় যেতে। ভোরে বন্দরবাজার ফাঁড়িতে গেলে রায়হানের চাচাকে দেখা করতে না দিয়ে সকালে আসতে বলেন। সকালে গেলে রায়হানের শরীর খারাপ করেছে এবং মেডিক্যাল যেতে বলে। হাসপাতালে সকাল ৭টা ৫০মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমিস করে।

লিখিত বক্তব্যে বলা হয়, পরে উপ-পুলিশ কমিশনারের নির্দেশে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) গেলে আমরা আশাবাদী হলেও এখন মামলার ভবিষ্যত অন্ধকার দেখতে পাচ্ছি। তাই তাদের আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনে নামবো আমরা।

রায়হানের মা আরো বলেন, ১০ হাজার টাকা জন্য আমার ছেলেকে হত্যা করা হবে, এটা আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই আরও বড় কোনো গ্যাং জড়িত রয়েছে। ১০ হাজার কেন ৫০ হাজার টাকা চাইলেও আমি দিয়ে দিতাম।

তিনি বলেন, ক্ষতিপূরণ বলতে আমি একটাই চাচ্ছি আমার ছেলের হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসি দেয়া হোক। কোটি টাকা ক্ষতিপূরণ দিলেও আমার ছেলেকে ফিরে পাবো না। ক্ষতিপূরণ একটাই আমার, ছেলে হত্যার ফাঁসি চাই।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে টাকার জন্য অমানবিক নির্যাতন করা হয় নগরীর নেহারিপাড়া এলাকার বাসিন্দা রায়হানকে (৩৩)। পরে ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় রোববার দিবাগত রাতে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

এসবিআই গ্রাহকদের জন্য সুখবর, বাড়ি গিয়ে টাকাও দিয়ে আসবে ব্যাঙ্ক-দৈনিক আনন্দবাজার পত্রিকা

ব্যাঙ্কের শাখায় যাওয়ার তো দরকারই নেই, এটিএম-এও যেতে হবে না টাকা তোলার জন্য। চাইলে টাকা গ্রাহকের বাড়িতে পৌঁছে দিয়ে যাবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। শুধু তাই নয়, এসবিআই-এর ‘ডোরস্টেপ ব্যাঙ্কিং’ পরিষেবায় ঘরে বসেই আরও অনেক সুবিধা পেতে পারেন গ্রাহক।

অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কাজও করা যাবে বাড়ি থেকে এক পা বার না হয়ে। এসবিআই টুইট করে গ্রাহকদের বলেছে, ব্যাঙ্ক যখন আপনার বাড়িতে যেতে তৈরি তখন আপনি কেন ব্যাঙ্কে আসবেন! এই পরিষেবায় ব্যাঙ্ক আপনার বাড়ি থেকে চেক, চেক বইয়ের রিকুইজিশন স্লিপ, লাইফ সার্টিফিকেট সংগ্রহ করবে। অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার সুযোগও পাওয়া যাবে। এই পরিষেবায় দিনে একবার টাকা জমা দেওয়া যাবে। সর্বনিম্ম ১ হাজার টাকা ও সর্বোচ্চ ২০ হাজার টাকা।

পরিবর্তন অবশ্যম্ভাবী, বাংলায় সরকার গড়বে বিজেপিই, হুঙ্কার অমিত শাহর-দৈনিক সংবাদ প্রতিদিন

রাজ্যের নির্বাচন শিয়রে। উৎসবের মরশুম পেরলেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দেবে রাজনৈতিক দলগুলি। তার আগেই দিল্লি থেকে বাংলা দখলের ব্যাপারে প্রত্যয় দেখালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বলা ভাল তিনি হুঙ্কার দিয়ে রাখলেন, ‘২০২১-এ বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী। এবং বিজেপিই সরকার গড়বে। সেই সঙ্গে তোপ দাগলেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পালটা দিয়েছে তৃনমূলও। রাজ্যের শাসকদল বলছে, ‘আগে উত্তরপ্রদেশে নজর দিন। তারপর বাংলার কথা ভাবতে আসবেন। শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন বিজেপি (BJP) সভাপতি বলেন,”আমরা আমাদের সেরাটা দেব। এবং আমি আশাবাদী, আগামী বছর বাংলায় পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে বিজেপিই বাংলায় সরকার গড়বে।”বাংলায় কি কাউকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সামনে রেখে লড়বে বিজেপি? অমিত শাহ বলছেন,”সেটা হতেই পারে। তবে, এই মুহূর্তে সবথেকে বড় কথা হল, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চায়। রাজ্যের আইনশৃঙ্খলা এবং দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারকে তোপ দেগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,”আমফানের সময় প্রচুর দুর্নীতির অভিযোগ এসেছে। পুরো ত্রাণের টাকাটা দুর্নীতিতে চলে গিয়েছে। অমিত শাহর দাবি,”রাজ্যের আইনশৃঙ্খলা বলে কিছু নেই। প্রতিটা জেলায় বোমা তৈরির কারখানা আছে। পরিস্থিতি একেবারেই ভাল নয়। সবচেয়ে উদ্বেগের হল, যেভাবে বিরোধী রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে, ভুয়ো মামলায় ফাঁসানো হচ্ছে। আর কোনও রাজ্যে এমন হয় না। আগে কেরলে হত, কিন্তু এখন সেখানেও পরিস্থিতির উন্নতি হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

প্রাক্তন বিজেপি সভাপতির এই আক্রমণের পালটা জবাব দিয়েছেন তৃণমূলের (TMC) রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন। তিনি বলছেন,”প্রথমেই বলি অমিত শাহজির স্বাস্থ্য নিয়ে বহু গুজব ছড়িয়েছে। ওঁর দ্রুত সুস্থতা কামনা করি। আসলে বিজেপি রাজ্যে রাজনৈতিক খুনের সংখ্যাটা বেশি করে দেখানোর জন্য এখন টিবি বা ক্যানসারে মৃত্যু হলেও রাজনৈতিক খুন বলে দাবি করছে। ওঁর উচিত বামেদের আমলে রাজ্যের ইতিহাস খতিয়ে দেখা। তাহলেই বুঝে যাবেন বাংলা কতদূর এগিয়েছে।” তৃণমূল সাংসদ সৌগত রায় বলছেন, “উনি বাংলার পরিস্থিতি জানেন না। ওঁর অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। উত্তরপ্রদেশে আইনের শাসন প্রায় শেষ। অথচ, সেটা নিয়ে তিনি কিছু বলছেন না কেন?”

অপরাধী বাঁচাও, মহিলা নিরাপত্তা নিয়ে যোগী সরকারকে তোপ রাহুলপ্রিয়াঙ্কার-দৈনিক আজকাল

উত্তরপ্রদেশে একের পর এক মহিলা হেনস্থার খবর প্রকাশ্যে আসছে। এই নিয়ে যোগী সরকারকে ফের একহাত নিলেন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। তাঁদের খোঁচা, উত্তরপ্রদেশ সরকারের ‘‌অপরাধী বাঁচাও‌ অভিযান চলছে। সম্প্রতি এক বিজেপি বিধায়ক দলবল নিয়ে থানায় ঢুকে মহিলা হেনস্থায় অভিযুক্তকে ছাড়িয়ে আনেন। সেই নিয়ে গোটা দেশে হইচই পড়ে গেছে। এবার এই ঘটনায় রাজ্যের বিজেপি সরকারকে ফের তোপ দাগলেন রাহুল এবং প্রিয়াঙ্কা। রাহুল টুইটারে লিখলেন, ‘‌শুরু হয়েছিল বেটি বাঁচাও, এখন হচ্ছে অপরাধী বাঁচাও।’‌ বিজেপি বিধায়কের কীর্তির প্রতিবেদনও তিনি টুইটে ট্যাগ করে দেন।

যোগীর রাজ্যে মহিলা নিরাপত্তার বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। টুইটারে লিখেছেন, ‘‌মুখ্যমন্ত্রী কি বলবেন যে এসব কোন অভিযানের আওতায় হচ্ছে?‌ ‌বেটি বাঁচাও নাকি অপরাধী বাঁচাও?‌

এর আগে হাথরস কাণ্ড নিয়েও যোগী সরকারকে তুলোধনা করেছেন গান্ধীরা। অভিযোগ, সেপ্টেম্বরে হাথরসের ক্ষেতে ১৯ বছরের দলিত তরুণীকে গণধর্ষণ করে চার উচ্চবর্ণের যুবক। তাঁর জিভ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও গণধর্ষণের কথা পুলিশ মানেনি। ময়না তদন্ত, ফরেনসিক রিপোর্টেও উল্লেখ নেই। পরে হাসপাতালে মৃত্যু হয় তরুণীর। মাঝরাতে পুলিশ তাঁর দেহ পুড়িয়ে দেয়। পরিবারকে আটকে রাখে বাড়িতে। সেই নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ এবং সরকারের তীব্র নিন্দা করেন রাহুল ও প্রিয়াঙ্কা।#

পার্সটুডে/বাবুল আখতার/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ