অক্টোবর ২০, ২০২০ ১৮:০২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২০ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • রায়হান হত্যা: কনস্টেবল টিটু ৫ দিনের রিমান্ডে-দৈনিক মানবজমিন
  • করোনায় প্রাণ গেল আরো ১৮ জনের, আক্রান্ত ১৩৮০দৈনিক কালেরকণ্ঠ
  • ‘১২ বছর ব্যর্থতার দায়ে উল্টো বিএনপি নেতাদেরই পদত্যাগ করা উচিত’ –দৈনিক যুগান্তর
  • কোয়ারেন্টাইন ব্যর্থতায় করোনা আক্রান্ত বাড়ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা –দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • অস্ত্র ও মাদক মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন ৩০ নভেম্বর-দৈনিক সমকাল
  • আবার লকডাউনের পথে ইউরোপ-দৈনিক নয়াদিগন্ত

ভারতের খবর:

  • করোনার টিকা উৎপাদনে সঙ্কটে পড়তে পারে ভারত, আশঙ্কা বিল গেটসের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • রাহুলকে ‘ডোন্ট কেয়ার’, ‘আইটেম’ মন্তব্যে ক্ষমা চাইতে নারাজ কমল নাথ-দৈনিক আজকাল
  • হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্ন ভিডিও ‘পাঠিয়ে’ বিতর্কে গোয়ার উপমুখ্যমন্ত্রী, মামলা দায়ের বিরোধীদের-দৈনিক সংবাদ প্রতিদিন 

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

রায়হান হত্যা: কনস্টেবল টিটু ৫ দিনের রিমান্ডে - রায়হান হত্যার সুষ্ঠু বিচার হবে- পররাষ্ট্রমন্ত্রী -দৈনিক মানবজমিন

সিলেটে পুলিশের হেফাজতে রায়হান খুনের ঘটনায় ঘটনায় সাময়িক বরখাস্থ হওয়া কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেপ্তারের পর ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই সিলেটের আদালতে তোলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মুহিদুল ইসলাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক জিয়াদুর রহমান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাময়িক বরখাস্থ হলেও এতোদিন সিলেট পুলিশ লাইন্সে ছিলো টিটু। এসআই আকবর অবশ্যই ধরা পড়বে বলে সিলেটে নিহত রায়হানের মা সালমা বেগমকে আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সোমবার বেলা পৌনে ২ টায় নিহত রায়হানের বাড়িতে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন- পুলিশও আকবরকে খুঁজছে। তাকে ধরতে ইতিমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। পুলিশ বসে নেই। তিনি এ সময় নিহত রায়হানের মাকে অভয় দিয়ে বলেন- আন্দোলন করে, পুলিশের উপর হামলা চালিয়ে বিচায় হয় না। ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি পুলিশকে সহযোগিতার কথা বলেন।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে আখালিয়ায় নেহারিপাড়ায় রায়হানের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানানোর পর এসব কথা বলেন তিনি।

দেশে গত ২৪ ঘণ্টায় ১৯৭৫ জন করোনা আক্রান্ত, মৃত ২১-দৈনিক বাংলাদেশে প্রতিদিন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬৯৯ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৩৮০ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জন করোনা রোগী। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭ হাজার ১৪১ জন।

১২ বছর ব্যর্থতার দায়ে উল্টো বিএনপি নেতাদেরই পদত্যাগ করা উচিত দৈনিক যুগান্তর

সরকারের পদত্যাগ দাবি করার আগে গত ১২ বছর ধরে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কেউ দেখেনি।

ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে নিজের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।  বিএনপির নতুন নির্বাচন দাবির বিষয়ে তিনি বলেন, বিএনপি কখনও মধ্যবর্তী, কখনেও ফ্রেশ নির্বাচনের দাবি তুলছে সম্পর্কহীন ও অযৌক্তিকভাবে। বিএনপি ইস্যু না পেয়ে আন্দোলন করতে পারছে না। তাই সরকারের পদত্যাগ চাওয়া তাদের মামাবাড়ির আবদার। 

ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, উপনির্বাচনে এজেন্ট না দিয়ে সব কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালায় বিএনপি, যা তাদের পুরনো অপকৌশল।

করোনাকালে বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতার পাশাপাশি পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন বেড়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয় যুক্তরাজ্যে গত এক বছরে ৫৫ হাজার নারী ধর্ষণের স্বীকার হয়েছেন, ইউরোপজুড়েও এ প্রবণতা ঊর্ধ্বমুখী।

তিনি বলেন, বাংলাদেশে সরকারও ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করেছে। সেতুমন্ত্রী সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে ঘৃণ্য অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেয়ায় পাশাপাশি রাজনৈতিক প্রশ্রয়ও বন্ধ করার আহ্বান জানান।

 কোয়ারেন্টাইন ব্যর্থতায় করোনা আক্রান্ত বাড়ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা দৈনিক বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মনে করছে, পৃথিবীর বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণ হলো সন্দেহভাজন আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখতে না পারার ব্যর্থতা।

এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিস্থিতিবিষয়ক পরিচালক ড. মাইকেল রায়ান বলেছেন, সামর্থ্য থাকলে তিনি প্রতিটি নিশ্চিত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সবাইকে সঠিক মেয়াদে কোয়ারেন্টাইনে রাখতেন। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের একটি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ডব্লিউএইচও কর্মকর্তা ড. মাইকেল রায়ান বলেন, আমি বিশ্বাস করি না, কোনো জায়গাতেই সঠিকভাবে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। আর সেটিই আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার গুরুত্বপূর্ণ অংশ বলেও মন্তব্য করেন তিনি।

অস্ত্র ও মাদক মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন ৩০ নভেম্বর-দৈনিক সমকাল

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে করা মামলার অভিযোগ গঠনের জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অস্ত্র ও মাদক মামলার অভিযোগপত্র আমলে নেন। এরপর তিনি দুই মামলার অভিযোগ গঠনের জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেন। খবর ইউএনবির

মাদক মামলায় সম্রাটের পাশাপাশি তার সহযোগী যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানও আসামি।

এর আগে গত ৬ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে অস্ত্র মামলায় চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।

আবার লকডাউনের পথে ইউরোপ-দৈনিক নয়াদিগন্ত

করোনা মহামারি সামলাতে আয়ারল্যান্ড ও ওয়েলসে নতুন করে লকডাউন কার্যকর করা হচ্ছে৷ ইউরোপের বাকি দেশগুলির অবস্থাও ভাল নয়৷ জার্মানির একটি জেলাও লকডাউনের কোপে পড়ছে৷ শীতের মাসগুলিতে করোনা সংক্রমণ বাড়বে, এমন পূর্বাভাষ সত্ত্বেও ইউরোপের বেশিরভাগ দেশ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে৷ বিচ্ছিন্ন প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় একের পর এক দেশে লকডাউন ঘোষণা করতে হচ্ছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরকারের ব্যর্থতাকেই এমন পরিস্থিতির জন্য দায়ী করছে৷ সংস্থার জরুরি অবস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইকেল রায়ান বলেন, মূলত কোয়ারেন্টাইনের নিয়ম ঠিকমতো কার্যকর করা হচ্ছে না বলেই উত্তর গোলার্ধে সংক্রমণের হার দ্রুত বেড়ে চলেছে৷

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

করোনার টিকা উৎপাদনে সঙ্কটে পড়তে পারে ভারত, আশঙ্কা বিল গেটসের-দৈনিক আনন্দবাজার পত্রিকা

করোনা যুদ্ধে টিকা নিয়ে গবেষণা এবং তা ব্যাপক আকারে উৎপাদনের ক্ষেত্রে ভবিষ্যতে সমস্যার মুখে পড়তে পারে ভারত। এমনটাই আশঙ্কা করছেন  মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সোমবার গ্র্যান্ড চ্যালেঞ্জেস অ্যানুয়াল মিটিং ২০২০ নামক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভারত সম্পর্কে এই মন্তব্য করেন তিনি।

গেটসের মতে, গোটা দুনিয়ার গবেষকরাই এখন বিপুল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। সেই সম্পর্কে বলতে গিয়েই এ দিন রোগ নির্ধারণ এবং টিকা তৈরিতে নানা অসুবিধার কথা স্মরণ করিয়ে দেন তিনি। তাঁর মতে, গত দুদশকে ভারত যে ভাবে জনস্বাস্থ্যের অগ্রগতি ঘটিয়েছে তা অনুপ্রেরণা দেওয়ার মতো। কিন্তু তাঁর আশঙ্কা, করোনার মতো অতিমারিকে ঠেকাতে সমস্যার মুখে পড়বে ভারতের গবেষণা এবং টিকা উৎপাদন ব্যাবস্থা। বিশেষ করে ব্যাপক হারে টিকা উৎপাদনের ক্ষেত্রে এই অসুবিধা দেখা দিতে পারে বলে মনে করেন গেটস।

রাহুলকে ‘ডোন্ট কেয়ার’‌, ‘‌আইটেম’‌ মন্তব্যে ক্ষমা চাইতে নারাজ কমল নাথ-দৈনিক আজকাল

বিজেপি নেত্রী ইমারতি দেবীকে জনসমক্ষে ‘‌আইটেম’‌ বলায় দেশজুড়ে ধিক্কারের মুখে পড়েছেন প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বার্তার পরও ক্ষমা না চাওয়ার ব্যাপারে নিজের স্থানে অনড় কমল। তিনি মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন, ‘ওটা রাহুল গান্ধীর মতামত। আমি আগেই ব্যাখ্যা দিয়েছি যে কেন ওই মন্তব্য করেছিলাম, আমি ক্ষমা কেন চাইব যখন আমি কাউকে অপমান করিনি?‌ কেউ যদি অপমানিত হয়ে থাকেন  তার জন্য আমি আগেই অনুতাপ জানিয়েছি।’‌
এদিন  ‌সকালেই নিজের লোকসভা কেন্দ্র, কেরলের ওয়ানাড়ে রাহুল কমলের নিন্দা করে বলেছিলেন, তাঁর দলের সদস্য হলেও তিনি ব্যক্তিগতভাবে ওই ধরনের মন্তব্য সমর্থন করেন না।  কিন্তু রাহুলের প্রতিক্রিয়াকে পাত্তা দেননি মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এভাবে দলের অন্যতম শীর্ষ নেতার মন্তব্যের পরও ক্ষমা না চাওয়ার অবস্থানে অনড় থেকে কমল দলে নিজের অবস্থান নড়বড়ে করে তুলছেন বলেই অনুমান বিশেষজ্ঞদের।

হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্ন ভিডিও ‘পাঠিয়ে’ বিতর্কে গোয়ার উপমুখ্যমন্ত্রী, মামলা দায়ের বিরোধীদের-দৈনিক সংবাদ প্রতিদিন।

মন্ত্রীমশাই নাকি ঘুমোচ্ছিলেন। কেউ চুপটি করে তাঁর ফোনটি নিয়ে ওই কুকম্মটি করে দিয়ে পালিয়েছে। তিনি নিজে কিছুই করেননি। ফোন থেকে পর্ন ভিডিও শেয়ার হওয়ার পর এমনটাই দাবি করলেন গোয়ার উপমুখ্যমন্ত্রী চন্দ্রকান্ত কাভলেকর।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি গোয়ার (Goa) উপমুখ্যমন্ত্রী সমাজসেবীদের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ভিডিও শেয়ার করেছিলেন। উপমুখ্যমন্ত্রীর পাঠানো ভিডিও। নিশ্চয়ই কোনও গুরুত্বপূর্ণ বিষয় হবে ভেবে ভিডিওটি দেখতে গিয়েই থ বনে যান প্রাপকরা। দেখা যায় সেটি আসলে একটি পর্ন ফিল্মের ক্লিপ। তাই নিয়েই এখন সরগরম গোয়ার রাজনীতি। উপমুখ্যমন্ত্রীর এই আচরণকে মহিলাদের অপমান হিসেবে বর্ণনা শুরু করেছে বিরোধীরা। ইতিমধ্যেই গোয়া ফরওয়ার্ড পার্টি (GFP) নামের ছোট একটি রাজনৈতিক দল উপমুখ্যমন্ত্রী চন্দ্রকান্ত কাভলেকরের (Chandrakant Kavlekar) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। তাঁদের দাবি, পর্ন ভিডিও শেয়ার করে আসলে নিজের মানসিকতার পরিচয় দিয়েছেন মন্ত্রীমশাই। তিনি আসলেই মেয়েদের ‘পণ্য’ ভাবেন। কংগ্রেসও (Congress) পিছিয়ে নেই। কাভলেকরকে কোণঠাসা করতে থানায় এফআইআর দায়ের করার হুমকি দিয়েছে তারাও। মজার কথা হল, বছরখানেক আগে অবধি এই চন্দ্রকান্ত কাভলেকর কংগ্রেসেই ছিলেন। মন্ত্রিত্বের লোভেই তিনি কংগ্রেস ত্যাগ করেন। এবার বাগে পেয়ে তাঁকে চাপে ফেলার চেষ্টা করছে পুরনো দল।#

 

পার্সটুডে/ বাবুল আখতার/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ