নভেম্বর ৩০, -০০০১ ০৩:০৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! আজ ২৩ অক্টোবর শুক্রবার। প্রাত্যহিক আয়োজন পত্রপত্রিকার পাতা বিশ্লেষন অনুষ্ঠান কথাবার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো।

প্রথমে বাংলাদেশ:

  • সাগরে নিম্নচাপ, ৩০ নৌপথে চলাচল বন্ধ- দৈনিক প্রথমআলো
  • ত্রাণের চাল আত্মসাৎ: দুমকিতে ইউপি চেয়ারম্যানসহ ২ মেম্বার বরখাস্ত-দৈনিক যুগান্তর
  • বেগম জিয়া মুক্ত মানবিক কারণে, এটা বিএনপির আন্দোলনের ফসল নয় : কাদের: দৈনিক নয়াদিগন্ত।
  • রোহিঙ্গাদের ফেরত নেওয়ার আশ্বাস দিয়েছে মিয়ানমার : চীনের পররাষ্ট্রমন্ত্রী: দৈনিক ইত্তেফাক
  • পূজা উপলক্ষে ৬দিন বন্ধ থাকবে টেলিভিশন ক্লাস: দৈনিক মানবজমিন
  • জাতিসংঘকে বঙ্গোপসাগরের মহীসোপানের তথ্য দিল বাংলাদেশ: দৈনিক কালের কণ্ঠ

কোলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম:

  • ভিড়ের দৌড়ে তবু ক্ষান্ত দিচ্ছেন না পুজোকর্তারা, বিসর্জনের শোভাযাত্রায় ‘না’ লালবাজারের—দৈনিক আানন্দ বাজার
  • ছ’‌বছর ধরে দেশের ‌প্রধানমন্ত্রী ফিরেও তাকাননি, এখন দুর্গাপুজো নিয়ে মাতামাতি কিসের: কটাক্ষ তৃণমুলের- দৈনিক আজকাল
  • দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, রাজ্য​বিজেপির যুব মোর্চার সব জেলা কমিটি বাতিল।

সাগরে নিম্নচাপ, ৩০ নৌপথে চলাচল বন্ধ- দৈনিক প্রথম আলো

আজকের প্রায় সবগুলো দৈনিকে যুক্তরাষ্ট্রে নির্বাচনের নানা খবরাখবর প্রকাশিত হয়েছে। এ ছাড়া জাতীয় নানা খবরও উঠে এসেছে।  সাগরে নিম্নচাপ, ৩০ নৌপথে চলাচল বন্ধ- শীর্ষক খবরে দৈনিক প্রথমআলো লিখেছে, সাগরে গভীর নিম্নচাপের কারণে ভোলা জেলার মেঘনা, তেঁতুলিয়া, বুড়িগৌরাঙ্গ, ইলিশা নদী ও সাগর মোহনায় জোয়ারের উচ্চতা, বাতাস, বৃষ্টি ও ঢেউয়ের তাণ্ডব বেড়েছে। ২১ অক্টোবর রাত থেকে টানা বৃষ্টিতে জনজীবন থমকে গেছে।

ত্রাণের চাল আত্মসাৎ: দুমকিতে ইউপি চেয়ারম্যানসহ ২ মেম্বার বরখাস্ত-দৈনিক যুগান্তর

ত্রাণের চাল আত্মসাৎ: দুমকিতে ইউপি চেয়ারম্যানসহ ২ মেম্বার বরখাস্ত শীরোনামে দৈনিক যুগান্তর লিখেছে, ত্রাণের চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলার ৩নং মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাফরউল্লাহসহ দুই মেম্বারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত অন্যরা হলেন- ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহফুজুর রহমান খান ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাদের বরখাস্ত করা হয়। গত ৫ অক্টোবর মুরাদিয়া ইউনিয়ন পরিষদের গুদাম থেকে আত্মসাৎ করা ত্রাণের চাল অটোবাইকযোগে পাচারকালে স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলেন।

বেগম জিয়া মুক্ত মানবিক কারণে, এটা বিএনপির আন্দোলনের ফসল নয় : কাদের: দৈনিক নয়াদিগন্ত। 

বেগম জিয়া মুক্ত মানবিক কারণে, এটা বিএনপির আন্দোলনের ফসল নয় : কাদের: এ সংক্রান্ত খবর দৈনিক নয়াদিগন্তসহ প্রায় সবগুলো দৈনিকে ছাপা হয়েছে। বিস্তারিত লেখা হয়েছে, বিএনপির আন্দোলনের হাঁকডাক তর্জন গর্জনই সার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বেগম জিয়া জামিনে মুক্ত আছেন মানবিক কারণে। এটা বিএনপির আন্দোলনের ফসল নয়।

রোহিঙ্গাদের ফেরত নেওয়ার আশ্বাস দিয়েছে মিয়ানমার : চীনের পররাষ্ট্রমন্ত্রী: দৈনিক ইত্তেফাক

রোহিঙ্গাদের ফেরত নেওয়ার আশ্বাস দিয়েছে মিয়ানমার বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী: শীর্ষক খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত নেওয়া হবে বলে সম্প্রতি মিয়ানমার আবারও চীনকে আশ্বস্ত করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী গতকাল সন্ধায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে টেলিফোনে আলাপকালে এ কথা বলেন। ওয়াং ই বলেন, চীন রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সাথে বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছে।

পূজা উপলক্ষে ৬দিন বন্ধ থাকবে টেলিভিশন ক্লাস শিরোনামে দৈনিক মানব জমিন

পূজা উপলক্ষে ৬দিন বন্ধ থাকবে টেলিভিশন ক্লাস শিরোনামে দৈনিক মানব জমিন লিখেছেন, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত ৬ দিন বন্ধ থাকবে সংসদ টেলিভিশনে প্রাথমিক ও মাধ্যমিকের ক্লাস। আগামী ১লা নভেম্বর থেকে পুনরায় সংসদ টিভিতে ক্লাস প্রচার শুরু হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনা মহামারির সময়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা রয়েছে।

জাতিসংঘকে বঙ্গোপসাগরের মহীসোপানের তথ্য দিল বাংলাদেশ: দৈনিক কালের কণ্ঠ

দৈনিক কালের কণ্ঠের খবরে বলা হয়েছে, বঙ্গোপসাগরে বর্ধিত মহীসোপানে বাংলাদেশের সীমা সংক্রান্ত সংশোধিত তথ্য জাতিসংঘকে দিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের সমুদ্র আইন ও সমুদ্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক দিমিত্রি গংচারের কাছে আনুষ্ঠানিকভাবে মহীসোপান সীমা সংক্রান্ত সংশোধিত সব তথ্যাদি হস্তান্তর করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। মহীসোপানের সীমা নির্ধারণ চূড়ান্ত হলে বাংলাদেশ তার সীমানার সমূদ্র সম্পদ ও সমুদ্র তলদেশের খনিজ সম্পদ উন্মোচন ও ব্যবহারের সুযোগ পাবে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত ফাতিমা।

এবারে কোলকাতার দৈনিকের কিছু খবর

বিসর্জনের শোভাযাত্রায় না-লালবাজারের: দৈনিক আানন্দ বাজার

বিসর্জনের শোভাযাত্রায় ‘না-লালবাজারের-শীর্ষক খবরে দৈনিক আানন্দ বাজার লিখেছে, করোনা আবহে এবারের পুজোয় বিসর্জনের শোভাযাত্রা করা যাবে না বলে জানিয়েছে লালবাজার। পুলিশ সূত্রের খবর, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন পুজো কমিটিকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে, বিসর্জনের আগে এলাকা পরিদর্শন না করিয়ে মণ্ডপ থেকে প্রতিমা সরাসরি ঘাটে নিয়ে যেতে হবে। ন্যূনতম কয়েকটি গাড়ি করেই প্রতিমা ঘাটে নিয়ে যাওয়া যাবে। তবে সেই সময়ে প্রতিমার সঙ্গে কত জন যেতে পারবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রাজ্যবিজেপির যুব মোর্চার সব জেলা কমিটি বাতিল: দৈনিক সংবাদ প্রতিদিন

দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, রাজ্য​বিজেপির যুব মোর্চার সব জেলা কমিটি বাতিল, আচমকাই ঘোষণা রাজ্য সভাপতির। দলের যুব মোর্চার জেলা কমিটি বাতিল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার তিনি এই ঘোষণা করেন। দৈনিকটি অপর এক খবরে লিখেছে, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত হওয়া উচিত, তা পুনর্বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় সরকার। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, শীঘ্রই মহিলাদের বিয়ের উপযুক্ত বয়স নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ না করার আরজি জানিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখল মুসলিম লিগের মহিলা শাখা। তাদের অনুরোধ, এবিষয়ে যেন হঠাৎ করে কোনও সিদ্ধান্ত না নেয় কেন্দ্র।

'বছর ধরে দেশের ‌প্রধানমন্ত্রী ফিরেও তাকাননি, এখন দুর্গাপুজো নিয়ে মাতামাতি কিসের: কটাক্ষ তৃণমুলের: দৈনিক আজকাল

ছ'‌বছর ধরে দেশের ‌প্রধানমন্ত্রী ফিরেও তাকাননি, এখন দুর্গাপুজো নিয়ে মাতামাতি কিসের: কটাক্ষ তৃণমুলের- শিরোনামে দৈনিক আজকাল লিখেছে সামনে বিধানসভা নির্বাচন বলেই কি এই তৎপরতা? নরেন্দ্র মোদিকে‌ কটাক্ষ তৃণমূলের। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘এতদিন ‌বাংলার দুর্গাপুজোয় আসেননি তিনি। দুর্গাপুজো নিয়ে তাঁর কোনও আগ্রহ ছিল না। একুশে বাংলার স্বপ্ন দেখার জন্যেই হঠাৎ সক্রিয় হলেন। এটা বাংলার সংস্কৃতি নয়। বাংলা নিজেই মাথা তুলে থাকবে। বাংলা গুজরাট, উত্তরপ্রদেশের কাছে মাথা নত করবে না। আমরা মাথা তুলে বাঁচব।’‌ তৃণমূল নেতা সুব্রত মুখার্জি বলেন, ‘‌তৃণমূল রাজনৈতিক দল হিসাবে পুজো করে না। কিন্তু বিজেপি রাজনীতির রঙ লাগিয়ে পুজো করল। এতে পুজোর মর্যাদা ক্ষুণ্ণ হয়।'#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/ মো.আবুসাঈদ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ