নভেম্বর ০৬, ২০২০ ২০:০৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! আজ ৬ নভেম্বর শুক্রবার। প্রাত্যহিক আয়োজন পত্রপত্রিকার পাতা বিশ্লেষন অনুষ্ঠান কথাবার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো।

প্রথমে বাংলাদেশ:

আজকের সবগুলো দৈনিকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের খবরকে গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে।

  • ফখরুল যা বলেন, তা নিজেও বিশ্বাস করেন না: কাদের- দৈনিক প্রথমআলো। দৈনিকটি অপর শিরোনাম-নারায়ণগঞ্জে বিএনপির ১০১ জনের বিরুদ্ধে মামলা
  • বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী 'যে কোনো সংকট উত্তরণে বিচ্ছিন্নতা নয়, চাই সহযোগিতা'-দৈনিক যুগান্তর
  • স্বাস্থ্য খাতের মতো সরকারও এখন ‘লাইফ সাপোর্টে-গয়েশ্বর-দৈনিক নয়াদিগন্ত।
  • দরিদ্রদের অধিকারের প্রতি সম্মান দেখিয়ে দায়িত্ব পালনে সচেষ্ট থাকুন-শিক্ষার্থীদের প্রতি স্পিকার: দৈনিক ইত্তেফাক
  • ‘বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন-কাদের: দৈনিক মানবজমিন
  • রাসুলের অবমাননা সহ্য করা হবে না: ইসলামী আন্দোলন এবং মহানবীর অবমাননার প্রতিবাদে ঢাকায় আহলে সুন্নাতের বিক্ষোভ:  এ দুটি খবর দিয়েছে দৈনিক কালের কণ্ঠ

কোলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম:

  • লাদাখে শুরু সেনা স্তরের বৈঠক, বৃহত্তর সঙ্ঘাতের ইঙ্গিত জেনারেল রাওয়তের-দৈনিক আানন্দ বাজার
  • দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে,‘মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে ভাববেন না, নিজেদের কাজ করুন, রুদ্ধদ্বার বৈঠকে নির্দেশ অমিত শাহর
  • বিজেপি–তে তীব্র গোষ্ঠীকোন্দল! অমিতের সভার অদূরেই পুড়ল নেতার কুশপুতুল- দৈনিক আজকাল

বন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

ফখরুল যা বলেন, তা নিজেও বিশ্বাস করেন না: কাদের- শীর্ষক খবরে দৈনিক প্রথমআলো লিখেছে, দেশের অব্যাহত সমৃদ্ধিতে বিএনপির চোখের কোণে বালু জমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়ার কথা তাদের কানে জ্বালা ধরায়, তারা শুধু নিজেদের অংশটুকুই শুনতে পায়। অন্য কিছু শুনতে ও দেখতে পায় না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের ঢোল পেটানোই এখন বিএনপির নিত্যদিনের রুটিন ওয়ার্ক। ওবায়দুল কাদের আজ শুক্রবার সংসদ ভবন এলাকার নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বলছেন, আমি নাকি শুধু বিএনপির কথা বলি। আমি বিএনপির বিরুদ্ধে বলি না, বলি বিএনপির মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে।’

বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী 'যে কোনো সংকট উত্তরণে বিচ্ছিন্নতা নয়, চাই সহযোগিতা - শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে,   করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে সৃষ্ট সংকট মোকাবেলার জন্য একটি সুসমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোভিড-১৯ মহামারী এক বহুমুখী বৈশ্বিক সমস্যা তৈরি করেছে এবং এটি বৈশ্বিকভাবে সমাধান করা উচিত। এ সংকট মোকাবেলায় আমাদের দরকার একটি সুসমন্বিত রোডম্যাপ। শুক্রবার আসেম সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের ১৪তম আন্তর্জাতিক সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। 

স্বাস্থ্য খাতের মতো সরকারও এখন ‘লাইফ সাপোর্টে: গয়েশ্বর-শীর্ষক খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, বর্তমান ক্ষমতাসীন সরকারকে করোনাভাইরাসের চেয়ে ‘মারাত্মক’উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শুক্রবার বলেছেন, দেশের স্বাস্থ্য খাতের মতো সরকারও এখন ‘লাইফ সাপোর্টে' রয়েছে। তিনি বলেন, ‘দেশের স্বাস্থ্য খাত ভেন্টিলেশনে রয়েছে সরকারও কিন্তু ভেন্টিলেশনের খুব একটা বাইরে না। ভেন্টিলেশনের যে একটা পাইপ থাকে, সেই টিউবটা খোলার লোক নেই। এটা খুললে লাইফ সাপোর্টে থাকাদের মৃত্যু হয়। জনগণের সমর্থনহীন ভোটারবিহীন ভোট ডাকাতের সরকারের লাইফ সাপোর্টে থাকা ছাড়া অন্য কোথাও থাকার সুযোগ নেই।’

দরিদ্রদের অধিকারের প্রতি সম্মান দেখিয়ে দায়িত্ব পালনে সচেষ্ট থাকুন-শিক্ষার্থীদের প্রতি স্পিকার: শীর্ষক খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে,  জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তাদের অল্প সুযোগ তৈরি করে দিলেই তারা মেধার বিকাশ ঘটাতে পারে এবং বিশ্বের যে কোনো প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে। গতকাল সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শরত্কালীন সেমিস্টার-২০২০ এর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।

বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন-কাদের: শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, দেশের উন্নয়ন দেখতে পায় না বলে সরকারের কোনো অর্জন বিএনপির চোখে পড়ে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে নিজ বাসভবন থেকে করা এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না। দেশের মানুষ জিম্মি নয় বরং দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হাওয়া ভবন তন্ত্রের জুলুম ও মিথ্যাচার  থেকে।

এবারে কোলকাতার দৈনিকের কিছু খবররে বিস্তারিত

লাদাখে শুরু সেনা স্তরের বৈঠক, বৃহত্তর সঙ্ঘাতের ইঙ্গিত জেনারেল রাওয়তের-শীর্ষক খবরে দৈনিক আানন্দ বাজার লিখেছে, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় এবং চিনা সেনার মধ্যে বৃহত্তম সঙ্ঘাতের সম্ভাবনার কথা জানালেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়ত। সেই সঙ্গে তাঁর অভিযোগ, পাকিস্তানের সঙ্গে চিন হাত মেলানোর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাচক্রে এ দিন সকালে লাদাখ পরিস্থিতি নিয়ে দুই সেনার কোর কমান্ডার স্তরের অষ্টম দফার বৈঠক শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, প্যাংগং হ্রদের উত্তর তীরে ফিঙ্গার এরিয়া ৫ থেকে ৮ পর্যন্ত ভারতীয় সেনা যাতে আগের মতো টহল দিতে পারে, বৈঠকে সেই দাবি তোলা হবে। পাশাপাশি, সঙ্ঘাতের নয়া ক্ষেত্র অর্থাৎ হ্রদের দক্ষিণ তীর থেকে লাল ফৌজ সরানোর দাবি জানানো হচ্ছে। জেনারেল রাওয়ত এ দিন স্পষ্ট জানিয়েছেন, চিনা ফৌজের আগ্রাসী আচরণের কারণেই পূর্ব লাদাখে সমস্যা তৈরি হয়েছে।

মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে ভাববেন না, নিজেদের কাজ করুন', রুদ্ধদ্বার বৈঠকে নির্দেশ অমিত শাহর-শীর্ষক খবরে  দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, তৃণমূলের ব্যর্থতা নিয়ে প্রচারের চেয়ে বেশি করে সামনে আনতে হবে মোদি সরকারের সাফল্য। শক্তিশালী করতে হবে প্রতিটি বুথ। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে ভাবার প্রয়োজন নেই, নিজেদের কাজ ঠিকমতো করতে হবে। দু’দিনের রাজ্য সফরে আজ সল্টলেকের ইজেডসিসি'তে মোট চার জেলার কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠকে একুশের লড়াইয়ের মন্ত্র দিলেন অমিত শাহ। একুশের বিধানসভা ভোটের আগে বঙ্গে গেরুয়া শিবিরের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বললেন, এবারের ভোটে যাতে রিগিং না হয়, তা দেখার দায়িত্ব তাঁর। কার্যকর্তাদের উদ্দেশে বলেন, ”পাঁচ মাস পরিশ্রম করো, পঞ্চাশ বছর রাজত্ব করবে।”

বিজেপিতে তীব্র গোষ্ঠীকোন্দল! অমিতের সভার অদূরেই পুড়ল নেতার কুশপুতুল- শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে, বিজেপি–র জেলা সংগঠনে চলছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। বৃহস্পতিবার দলের সর্বভারতীয় নেতা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাঁকুড়া সফরের দিনেও সেই গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটল। অমিত শাহ যখন বাঁকুড়া রবীন্দ্রভবনে ১৩ জেলার নেতৃত্ব নিয়ে বৈঠক করছেন, ঠিক তখনই শহরের অন্য প্রান্তে জেলা সভাপতি বিবেকানন্দ পাত্রের কুশপুতুল পোড়ালেন দলের কিছু নেতা ও কর্মী। রানিবাঁধ থেকে আসা দলের আরও কয়েকজন কর্মী বিক্ষোভ দেখালেন জেলা সভাপতির বিরুদ্ধে।

তো বন্ধুরা, পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা শুনলেন। আমদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/ মো.আবুসাঈদ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।