নভেম্বর ০৭, ২০২০ ১৫:৫৭ Asia/Dhaka
  • কথাবার্তা:  'ভুল করেও প্রেসিডেন্ট পদের দাবি জানাবেন না’‌, চাপে পড়ে বাইডেনকে কটাক্ষ ট্রাম্পের

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৭ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • জিততে চলেছি: বাইডেন-দৈনিক প্রথম আলো
  • শীতে করোনার প্রকোপ বাড়ে, স্বাস্থ্য নির্দেশনা মেনে চলুন''-দৈনিক কালেরকণ্ঠ
  • ভোট গণনা প্রশ্নবিদ্ধ করে ফের ট্রাম্পের টুইট- দৈনিক যুগান্তর
  • বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে’- দৈনিক ইত্তেফাক
  • মিয়ানমারে নির্বাচন কাল, ভোটাধিকার থেকে বাদ রোহিঙ্গারা-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

  • শ্রীমঙ্গলে তেলবাহী ওয়াগান লাইনচ্যূত-সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন-দৈনিক মানবজমিন

  • সিপাহী-জনতার অভ্যুত্থানেই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল : মির্জা ফখরুল-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:   

  • স্বাস্থ্যকর্মী-বয়স্ক মিলিয়ে ৩০ কোটি ভারতীয়কে বিনামূল্যে করোনার টিকা জোগাবে কেন্দ্র-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ভুল করেও প্রেসিডেন্ট পদের দাবি জানাবেন না’‌, চাপে পড়ে বাইডেনকে কটাক্ষ ট্রাম্পের-দৈনিক আজকাল
  • গরু ও কয়লা পাচারকারীদের হয়ে মুখ্যমন্ত্রী কান্নাকাটি করেন’, CBI তল্লাশি নিয়ে খোঁচা সায়ন্তনের-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার প্রশ্ন
১. দেশে ফিরছেন না পি কে হালদার- এমন শিরোনামে একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। তার এ না ফেরা সম্পর্কে আপনি কী বলবেন?
২. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নানা ঘটনার পর বাইডেন এখন চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। ট্রাম্পকে নিয়ে বিশ্ববাসী বিরক্ত। প্রশ্ন হচ্ছে- বাইডেনকে নিয়ে আশাবাদী হওয়ার কিছু আছে?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ

জিততে চলেছি: বাইডেন-দৈনিক প্রথম আলো

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে চলেছেন। তিনি বলেন, ‘ভোটের সংখ্যায় এটি স্পষ্ট যে, আমরা নির্বাচনী দৌড়ে জিততে চলেছি।’

এএফপি ও রয়টার্সের খবরে জানা যায়, ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে বক্তব্য দেন বাইডেন। সেখানে তিনি এসব কথা বলেন।

গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে দৌড়ে এগিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যবধান বাড়ছে তাঁর। বাইডেনের এ বক্তব্যের উদ্দেশ্য ছিল বিজয় ঘোষণা করার। তবে টেলিভিশন চ্যানেল বা অন্য উৎসেও ভোটের ফলাফল নিয়ে পরিষ্কার কোনো চিত্র উঠে না আসায় বাইডেনকে তাঁর বক্তব্যের ধরন পাল্টাতে হয়। আমি চাই প্রত্যেকে জানুক করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি। বাইডেন বলেন, আমি চাই প্রত্যেকে জানুক করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি। তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ, অর্থনৈতিক পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন ও জাতিগত বৈষম্য মোকাবিলা করতে মার্কিনরা তাঁকে ম্যান্ডেট দিয়েছে। মার্কিনরা এটা প্রমাণ করেছে যে , তারা দেশকে ঐক্যবদ্ধ দেখতে চায়। বাইডেন বলেন, তিনি আশা করছেন আগামী শনিবার আবার মার্কিনদের উদ্দেশে বক্তব্য দিতে পারবেন।

শীতে করোনার প্রকোপ বাড়ে, স্বাস্থ্য নির্দেশনা মেনে চলুন''-দৈনিক কালেরকণ্ঠ

আসন্ন শীত মৌসুমে করোনার বিস্তার রোধে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৭ নভেম্বর) '৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০' উদযাপন এবং 'জাতীয় সমবায় পুরস্কার-২০১৯'  প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'সামনে শীত আসছে। শীতে করোনার প্রকোপ কিছুটা বাড়ে, সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। আমরা যে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি সেগুলো মেনে চলতে হবে। ইউরোপের অনেক দেশ কিন্তু লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।' 

সমবায় সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংবিধানে জাতির পিতা সমবায়ের কথা বলে গেছেন। বহুমাত্রিক সমবায়ের কথা বলেছেন। একা খাবো- এই মানসিকতা পরিহার করে নিজে খাবো সবাইকে নিয়ে খাবো- এই মানসিকতা নিয়ে আপনারা কাজ করুন।

অনুষ্ঠানে নারীদের সমবায়ে আরো এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'নারীরা এগিয়ে এলে দুর্নীতি অনেকটা কমে যাবে। পাশাপাশি তাদের পরিবারও অনেক লাভবান হবে।'

ভোট গণনা প্রশ্নবিদ্ধ করে ফের ট্রাম্পের টুইট- করোনায় যুক্তরাষ্ট্রের রেকর্ড সংক্রমণ, একদিনে ১২৪৮ জনের মৃত্যু-দৈনিক যুগান্তর

মার্কিন প্রেসিডেন্ট  নির্বাচনে ভোট গণনা প্রশ্নবিদ্ধ করে সামাজিকমাধ্যমে ফের টুইট করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার এক টুইটবার্তায় তিনি বলেন, নির্বাচনী রাতে এসব রাজ্যে আমি বড় ব্যবধানে এগিয়ে ছিলাম। কিন্তু দিন যত যাচ্ছে, সেই ব্যবধান অলৌকিকভাবে নাই হয়ে যাচ্ছে। আইনি প্রক্রিয়া সামনে এগুলো সম্ভবত সেই ব্যবধান আবার ফিরে আসবে।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় গণনা। ৪৫ রাজ্যে গণনা শেষে ইলেকটোরাল ভোটে যখন বাইডেন এগিয়ে যান. ঠিক সেই মুহূর্তে ভোট জালিয়াতির অভিযোগ করেন ট্রাম্প।

এরপর বাকি পাঁচ রাজ্যের ইলেকটোরাল ভোট নিয়ে চলছিল না জল্পনা-কল্পনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বৃহস্পতিবার পর্যন্ত পেনসিলভেনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় ভোট গণনায় এগিয়ে ছিলেন ট্রাম্প। আর নেভাদায় এগিয়ে ছিলেন বাইডেন।  তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দুজনের ভোটের ব্যবধান কমতে থাকে। এ রিপোর্ট লেখার সময় বেলা আড়াইটা পর্যন্ত জো বাইডেন জর্জিয়া, অ্যারিজোনা ও পেনসিলভেনিয়ায় তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ছাড়িয়ে ভোটের ব্যবধানে এগিয়ে গেছেন। 

পেনসিলভেনিয়ায় কয়েক হাজার ভোটের এগিয়ে থাকা জো বাইডেন যদি তার এই অবস্থান ধরে রাখতে পারেন তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের পুনঃনির্বাচনের স্বপ্ন এখানেই ধসে পড়বে বলে মনে করা হচ্ছে। 

পেনসিলভেনিয়ায় জয়লাভ ছাড়া কোনোভাবেই প্রেসিডেন্ট ট্রাম্প জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পাবেন না। রাজ্যটির ভোট গণনার হিসেবে এই নাটকীয় পরিবর্তনের পর জো বাইডেন এখন বিজয়ের দ্বারপ্রান্তে বলে মনে করা হচ্ছে।

করোনা: যুক্তরাষ্ট্রের রেকর্ড সংক্রমণ, একদিনে ১২৪৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে আবারও হঠাৎ করে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ১ হাজার ২৪৮ জন এবং আক্রান্ত হয়েছেন এক লাখ ৩২ হাজার ৫৪০ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছে দুই লাখ ৪২ লাখ ২৩০ জন। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যায়ও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৬০ হাজার ৪২৪ জন। গোটা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৯৬ লাখ ৮৫ হাজার ৩১১ জন।

আক্রান্তের সংখ্যা দ্বিতীয় স্থানে আছে ভারত এবং তৃতীয় স্থানে আছে ব্রাজিল।  ভারতে ৮৪ লাখ ৬০ হাজার ৮৮৫ জন এবং ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৩২ হাজার ৫০৫ জন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সারা বিশ্বেই বাড়ছে করোনার প্রকোপ।  করোনার বিস্তার ঠেকাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে’- দৈনিক ইত্তেফাক

আন্দোলন-নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অস্তিত্ব সংকটে পড়েছে বলে মন্তব‌্য করেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যে কারণে বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে।’

শনিবার সকাল সাড়ে ১১টায় মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে, দলের জেলা কমিটির বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার অপরাধীদের প্রশয় দেয় না। এখানে দলীয় পরিচয়েও কেউ রক্ষা পায় না। বাংলাদেশের জনগণই আওয়ামী লীগের অস্তিত্বের শেকড়। জনগণ আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে আছে।’

দলীয় নেতা-কর্মীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘দলকে শক্তি করতে হলে তৃণমূল থেকে নিবেদিত কর্মীদের তুলে আনতে হবে। মাদকসেবী, মাদক কারবারি, সাম্প্রদায়িক অপশক্তি, চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, ভূমি দখলকারী, ধর্ষকদের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ধর্ষকের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ রাখতে হবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি অ‌্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি।

বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম প্রমুখ।

মিয়ানমারে নির্বাচন কাল, ভোটাধিকার থেকে বাদ রোহিঙ্গারা-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

মিয়ানমারবাসীর দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। আগামীকাল রবিবার দেশটিতে হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। মিয়ানমারের দীর্ঘ ৫০ বছরের সামরিক শাসনের অবসান ঘটানোর পর গণতান্ত্রিক জমানায় এটি দেশটির দ্বিতীয় সাধারণ নির্বাচন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৭০ লাখ। তবে এবারের নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে রোহিঙ্গাসহ সংখ্যালঘু ২৬ লাখ জাতিগোষ্ঠিকে। নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এবং ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও আঞ্চলিক পর্যায়ে আরও ৯১ দল অংশ নিচ্ছে। এরআগে, ২০১৫ সালে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি'র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ক্ষমতায় আসে। ধারণা করা হচ্ছে, এবারও ক্ষমতায় আসতে যাচ্ছে সু চির দল। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হন সু চি। এমনকি আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগও ওঠে শান্তিতে নোবেলজয়ী সু চি'র বিরুদ্ধে। 

শ্রীমঙ্গলে তেলবাহী ওয়াগান লাইনচ্যূত-সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন-দৈনিক মানবজমিন

 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যূত হয়েছে। এতে করে সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম রেলপথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।নাইনচ্যূত তেলের ওয়াগান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যায়। এলাকাবাসীকে এই তেল সংগ্রহ করতে দেখা যায়। তেলবাহী ওয়াগানটি চট্টগ্রামের পাহারতলী থেকে সিলেট যাচ্ছিল বলে জানা গেছে। কর্তব্যরত জিআরপি পুলিশের  এক কর্মকর্তা  জানান,  দুর্ঘটনায় ৫ টি কেরোসিন বোঝাই তেলের ওয়াগানসহ ইঞ্জিনটি লাইনচ্যূত হয়েছে। তেল লুটপাট রোধে অতিরিক্ত জিআরপি কর্মী তলব করা হয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, উদ্ধারকারী ট্রেন আসতে উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আাখাউড়া জংশন থেকে এরি মধ্যে উদ্ধারকারী ট্রেন  ঘটনাস্থল অভিমুখে রওনা হয়েছে।

সিপাহী-জনতার অভ্যুত্থানেই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল : মির্জা ফখরুল-দৈনিক নয়াদিগন্ত

সিপাহী-জনতার অভ্যুত্থানেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল। যে জাতীয় ও আন্তর্জাতিক কারণে ৩ নভেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়েছিল, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এদেশের দেশপ্রেমিক সিপাহী এবং জনগণ ৭ নভেম্বর জিয়াউর রহমানকে মুক্ত করে দেশে সত্যিকার অর্থে স্বাধীনতাকে সুসংহত করেন। একই সঙ্গে গণতন্ত্রের যে পথ সেই পথের নতুন সূচনা করেন।

বিএনপি মহাসচিব বলেন, প্রকৃতপক্ষে ৭ নভেম্বর থেকেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, বহুদলীয় গণতন্ত্র এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করার সেই সুযোগ সৃষ্টি হয়েছিল এবং এর নেতৃত্ব দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান। এই ঐতিহাসিক দিবসটি স্মরণ করার জন্য আমরা বিএনপির পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাচ্ছি।

স্বাস্থ্যকর্মী-বয়স্ক মিলিয়ে ৩০ কোটি ভারতীয়কে বিনামূল্যে করোনার টিকা জোগাবে কেন্দ্র-দৈনিক আনন্দবাজার পত্রিকা

চিকিৎসক-বয়স্ক ছাড়াও কো-মর্বিড মিলিয়ে প্রাথমিক ভাবে দেশের প্রায় ৩০ কোটি মানুষকে বিনামূল্যে করোনার টিকা জোগাবে কেন্দ্র। প্রাথমিক ভাবে কারা টিকা পাবেন, সেই তালিকা তৈরি করাও শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কী ভাবে ওই মানুষজনের কাছে টিকা পৌঁছে দেওয়া হবে, তা নিয়েও চিন্তা-ভাবনা চলছে। কারা টিকা পেলেন, তা দেখতে আধার কার্ডের সাহায্য নেওয়া হবে। যদিও টিকা পেতে আধার কার্ড বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে কেন্দ্র।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, টিকার জন্য ৪টি গোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাঁরা হলেন—

১) চিকিৎসক ছাড়াও নার্স-আশাকর্মী মিলিয়ে অন্তত ১ কোটি স্বাস্থ্যকর্মী। এঁদের পাশাপাশি কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে ডাক্তারির পড়ুয়াদেরও।

২) করোনা-যুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করা পুরকর্মী, পুলিশ এবং সেনাকর্মী মিলিয়ে ২ কোটি মানুষকেও চিহ্নিত করা হয়েছে।

৩) ৫০ বছর বেশি বয়সি ২৬ কোটি মানুষকেও প্রাথমিক ভাবে টিকা দেওয়া হবে।

৪) ৫০ বছরের কমবয়সি হওয়া সত্ত্বেও যাঁদের কো-মর্বির্ডিটি রয়েছে, এমন ১ কোটি মানুষকে টিকা দেওয়া হবে।

গোটা ব্যবস্থা যাতে সুষ্ঠু ভাবে এগোয়, তা দেখতে রাজ্যগুলিকে টাস্ক ফোর্স গঠন করতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

ভুল করেও প্রেসিডেন্ট পদের দাবি জানাবেন না’‌, চাপে পড়ে বাইডেনকে কটাক্ষ ট্রাম্পের-দৈনিক আজকাল

হার প্রায় নিশ্চিত জেনে নিজেকে আর সামলে রাখতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি প্রতিপক্ষ জো বাইডেনের উদ্দেশে টুইট করে বসলেন, ‘‌ভুল করেও প্রেসিডেন্ট পদের দাবি জানাবেন না। আমিও সেই দাবি জানাতে পারি। আইনি প্রক্রিয়া সবে শুরু হয়েছে!‌’‌ ভোটের ফলাফল যত প্রকাশ্যে আসছে, ততই এগিয়ে যাচ্ছেন বাইডেন। আর পিছিয়ে পড়ছেন ট্রাম্প। নির্বাচনের পর তিনদিন হয়ে গেলেও এখনও চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি। তবে গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে এগিয়ে রয়েছেন বাইডেন। যেমন অ্যারিজোনা, নেভাডা পেনসিলভানিয়া ও রিপাবলিকানদের গড় বলে পরিচিত জর্জিয়া। তবে জর্জিয়ায় পুনর্গণনার নির্দেশ দিয়েছে আদালত। আর পেনসিলভানিয়ায় প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে আছেন বাইডেন। ট্রাম্প এগিয়ে আছেন আলাস্কা ও নর্থ ক্যারোলিনায়। মূলত ছ’‌টি রাজ্যের ফলাফলেই ঝুলে রয়েছে দুই বৃদ্ধের মসনদ–ভাগ্য। এই রাজ্যগুলির মধ্যে আলাস্কা ছাড়া যে কোনও একটি রাজ্যের ফলই পাল্টে দিতে পারে ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেনের লড়াইয়ের ছবিটা। ডিসাইডার রাজ্যগুলির গণনা ঘিরে উত্তেজনার পারদ চরমে। পেনসিলভানিয়ায় যেমন ভোট গণনায় কারচুপির অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ট্রাম্প। জর্জিয়ায় রীতিমতো সুতোয় ঝুলছে জয়–পরাজয়ের ব্যবধান। পুনর্গণনার রায় আসার আগে পর্যন্ত ১০৯৭ ভোটে এগিয়ে ছিলেন বাইডেন। 

গরু ও কয়লা পাচারকারীদের হয়ে মুখ্যমন্ত্রী কান্নাকাটি করেন’, CBI তল্লাশি নিয়ে খোঁচা সায়ন্তনের-দৈনিক সংবাদ প্রতিদিন 

গরুপাচার কাণ্ডের তদন্তে দিন দুই আগে কলকাতার বিভিন্ন জায়গা তল্লাশি চালিয়ে অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের নাগাল পেয়েছে সিবিআই (CBI)। শুক্রবার ভোরে দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ট্রানজিট রিমান্ডে শনিবার কলকাতায় আনা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর। এনামুলের গ্রেপ্তারি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu)। তাঁর শ্লেষ, ”কোন শিল্পে অরাজকতা নেই বলুন তো? সকাল-বিকেল এখন সিবিআই তল্লাশি করে হাতেনাতে ধরছে এখানকার গরু পাচারকারী ও কয়লা পাচাকারীদের। আর তাদের হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কান্নাকাটি করেন, ত্রাহি ত্রাহি রব করেন, কেন?”#

পার্সটুডে/বাবুল আখতার/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ