নভেম্বর ১০, ২০২০ ১৮:৩৮ Asia/Dhaka
  • কথাবার্তা: জেলে যাওয়ার ভয়ে হোয়াইট হাউস ছাড়তে নারাজ ট্রাম্প?

সুপ্রিয় পাঠক/শ্রোতা! আজ ১০ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করি সবাই ভালো আছেন। শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরবো।

প্রথমে বাংলাদেশ:

  • পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যু-বরখাস্ত এসআই আকবরের ৭ দিনের রিমান্ড- দৈনিক প্রথমআলো
  • সরকার-ইসিকে মার্কিন নির্বাচন থেকে শিক্ষা নিতে বললেন ফখরুল-দৈনিক কালেরকণ্ঠ
  • এএসপি আনিসুল হত্যা মামলায় রিমান্ডে ১০ আসামি-দৈনিক যুগান্তর

  • মাটির নীচে মিসাইলের শহর বানিয়েছে যে মুসলিম দেশ : দৈনিক ইত্তেফাক
  • ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো ১৬ জনের, শনাক্ত ১৬৯৯ দৈনিক মানবজমিন
  • জেলে যাওয়ার ভয়ে হোয়াইট হাউস ছাড়তে নারাজ ট্রাম্প?:  দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • করোনায় স্বাস্থ্যখাত ও সুশাসন নিয়ে টিআইবি-গভীরভাবে বিস্তৃত দুর্নীতি প্রকটভাবে উন্মোচিত-দৈনিক নয়াদিগন্ত

কোলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম:

  • সবচেয়ে বেশি আসনে এগিয়ে বিজেপি, নীতীশের দল তিন নম্বরে- দৈনিক আানন্দ বাজার
  • তাঁর জয় রুখতে ভোটের আগে টিকার সাফল্য ঘোষণা হয়নি, এফডিএ–র দিকে আঙুল ট্রাম্পের- দৈনিক আজকাল
  • সত্যি হল আশঙ্কাই! তেজস্বীর বাড়া ভাতে ছাই দিল ওয়েইসি-মায়াবতীর জোট, বলছে কংগ্রেস -দৈনিক সংবাদ প্রতিদিন

এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত তুলে ধরছি

পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যু-বরখাস্ত এসআই আকবরের ৭ দিনের রিমান্ড- দৈনিক প্রথমআলো

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁঞার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আওলাদ হোসেন আজ মঙ্গলবার দুপুরে আকবরকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে সিলেটের মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম আকবরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁঞা

পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের মামলার প্রধান আসামি আকবর। তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এই মামলায় আকবরসহ চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন একজন গ্রেপ্তার আছেন।

সরকার-ইসিকে মার্কিন নির্বাচন থেকে শিক্ষা নিতে বললেন ফখরুল-দৈনিক কালেরকণ্ঠ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের এবং যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তাদের যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে এই শিক্ষা নেয়া উচিত যে, নির্বাচন কমিশন কাকে বলে? আওয়ামী লীগ সরকার অবৈধ সরকার, তারা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে বেআইনিভাবে গণতন্ত্রকে ধবংস করে ফেলেছে। গণতন্ত্রের সব সম্ভাবনাকে ধবংস করে ফেলেছে। কিন্তু এটা শেষ নয়। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, আজকে আমেরিকার নির্বাচনের যেরকম… যারা অথোরিটি তারা দেখেন, সমস্ত চাপের মুখেও কিন্তু অবিচল থেকেছেন। সেই অবিচল থেকে তারা আজকে জনগণের যে রায় সেটাকে আপহোল্ড করেছে- ‘দ্যাট ইজ ডেমোক্রেসি, এটাই গণতন্ত্র’।

এএসপি আনিসুল হত্যা মামলায় রিমান্ডে ১০ আসামি-দৈনিক যুগান্তর

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যার অভিযোগে করা মামলায় ‘মাইন্ড এইড’ হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়সহ ১০ আসামির সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলাম এই আদেশ দেন।  এর আগে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ ফারুক মোল্লা। শুনানি শেষে প্রত্যেকের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। 

এএসপি আনিসুল করিম

গতকাল সোমবার সকালে আদাবরের এই মানসিক রোগ নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে কর্মচারীদের পিটুনিতে এএসপি আনিসুল করিম নিহত হন বলে জানিয়েছে পুলিশ।  

মাটির নীচে মিসাইলের শহর বানিয়েছে যে মুসলিম দেশ : দৈনিক ইত্তেফাক 

যুদ্ধের জন্য সবচেয়ে গুরত্বপূর্ন অস্ত্র মিসাইল। প্রায় সব দেশই চায় এই মিসাইল সংগ্রহ করতে। বিশ্বের এমন এমন শক্তিধর দেশ রয়েছে যাদের মিসাইল রয়েছে প্রচুর। আর সেগুলোও মারাত্মক বিপজ্জনক। এর মধ্যে এমন একটি মুসলিম দেশ রয়েছে যারা মাটির নীচে বানিয়েছে মিসাইলের ‘শহর’।

বলা হয়েছে, সম্প্রতি ইরান সামনে এনেছে তার ভূগর্ভস্থ মিসাইল টানেলের ছবি। একটি ভিডিওতে ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল দেখানো হয়েছে। মিসাইলগুলো ইসরায়েলকে নির্দিষ্টভাবে সঠিক লক্ষ্যে হামলা করতে সক্ষম। আর তাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চোখ থেকে এই মিসাইলগুলো বাঁচাতে মাটির নীচে স্থাপন করা হয়েছে।

২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো ১৬ জনের, শনাক্ত ১৬৯৯ দৈনিক মানবজমিন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১০৮জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৬৯৯ জন। মোট শনাক্ত ৪ লাখ ২৩ হাজার ৬২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৮ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে আরো জানানো হয়, ১১৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬১৬টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৫২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৪ লাখ ৭০ হাজার ১৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

জেলে যাওয়ার ভয়ে হোয়াইট হাউস ছাড়তে নারাজ ট্রাম্প?:  দৈনিক নয়াদিগন্ত

জেলে যাওয়ার ভয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাই হোয়াইট হাউস না ছাড়ার ব্যাপারে এতটা মরিয়া হতে দেখা গেছে তাকে। সম্প্রতি ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’-এর এক প্রতিবেদনকে ঘিরে দানা বাঁধছে এমনই জল্পনা। টানটান উত্তেজনার শেষে আমেরিকার ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জো বাইডেন।

এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সাবেক কর্মকর্তাও আশঙ্কা প্রকাশ করেছেন, ক্ষমতা ছাড়ার পর ট্রাম্প গ্রেফতার হতে পারেন। সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র অ্যাডাম এরলি এ আশঙ্কার কথা জানিয়েছেন। 

করোনায় স্বাস্থ্যখাত ও সুশাসন নিয়ে টিআইবি-গভীরভাবে বিস্তৃত দুর্নীতি প্রকটভাবে উন্মোচিত-দৈনিক নয়াদিগন্ত

স্বাস্থ্যখাতে ইতিমধ্যে বিদ্যমান গভীরভাবে বিস্তৃত দুর্নীতি করোনা সংকটে প্রকটভাবে উন্মোচিত হয়েছে। চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী ক্রয়, নমুনা পরীক্ষা, চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণে দুর্নীতিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির ঘটনা উদঘাটিত হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি তার গবেষণার তথ্য দিয়ে বলছে, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকের ক্ষেত্রে ব্যাপক ঘাটতি এখনো বিদ্যমান। অনিয়ম-দুর্নীতির দায়ে অভিযুক্তদের মধ্যে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের রাজনৈতিক বিবেচনায় আড়াল করা হচ্ছে এবং এক্ষেত্রে কিছু ব্যক্তির বিরুদ্ধে লোক দেখানো ব্যবস্থা গ্রহণের প্রবণতা লক্ষ করা গেছে। এছাড়া তথ্য প্রকাশে বিধিনিষেধ আরোপের মাধ্যমেও অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনাকে আড়াল করার প্রবণতা লক্ষ করা গেছে। পরীক্ষাগারের ও চিকিৎসা ব্যবস্থায় সক্ষমতার ঘাটতি দেখা গেছে। রোগী না থাকার কারণে কোভিড ডেডিকেটেড হাসপাতাল বন্ধ করা হলেও সারাদেশে আইসিইউ ও ভেন্টিলেটরের সংকট রয়েছে।

সবচেয়ে বেশি আসনে এগিয়ে বিজেপি, নীতীশের দল তিন নম্বরে- দৈনিক আানন্দ বাজার

এ বারই শেষ ভোট তাঁর। বিহারে নির্বাচনী  প্রচারের শেষ লগ্নে এমনটাই জানিয়েছিলেন নীতীশ কুমার। তার পরেও সেই অর্থে বিহারের মানুষের সমর্থন পেলেন না তিনি। বরং শরিক দল বিজেপিই সিংহভাগ ভোট কুড়িয়ে নিয়ে গেল।  এখনও যদিও ভোটগণনা শেষ হয়নি বিহারে। তবে এই মুহূর্তে একক বৃহত্তম দল হিসেবে সেখানে উঠে এসেছে বিজেপি।  বিকেল সওয়া ৫টা পর্যন্ত যে হিসেব পাওয়া গিয়েছে, তাতে ৭৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। জেডিইউ এগিয়ে রয়েছে ৪১টি আসনে। ২০১৫-র বিধানসভায় যেখানে ৭১টি আসনে জয়ী হয়েছিল জেডিইউ, এ বার এখনও পর্যন্ত তার ধারেকাছে পৌঁছতে পারেনি তারা। তাতেই নীতীশের সঙ্গে বিজেপির সমীকরণ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি যদিও জানিয়েছে, বিহারে নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী করা হবে।

তাঁর জয় রুখতে ভোটের আগে টিকার সাফল্য ঘোষণা হয়নি, এফডিএ–র দিকে আঙুল ট্রাম্পের- দৈনিক আজকাল

তাঁর ‘‌টিকা–জয়’‌ রোখাই ছিল উদ্দেশ্য। তাই নির্বাচনের পাঁচ দিন পর ফাইজার সংস্থা নিজেদের তৈরি টিকার সাফল্যের কথা ঘোষণা করল। সঙ্গত দিল মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ সংস্থা (‌এফডিএ)‌। এভাবেই টুইটারে আঙুল তুললেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবারই ফাইজার সংস্থা ঘোষণা করে, তাদের তৈরি টিকা তৃতীয় পর্যায়ের ট্রায়ালে সাফল্য পেয়েছে। করোনা রোধে ৯০ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। এর পরেই টুইটারে তেড়েফুঁড়ে উঠলেন ট্রাম্প। লিখলেন, ‘‌এফডিএ এবং ডেমোক্র‌্যাট ভোটের আগে আমার টিকা–জয় চায়নি। তাই পাঁচ দিন পর ঘোষণা করল, যা কিনা এত দিন ধরে আমি বলে আসছি।’‌ট্রাম্পের আরও অভিযোগ, ‘‌জো বাইডেন প্রেসিডেন্ট হলে আগামী চার বছরেও আপনারা টিকা পেতেন না। মার্কিন এফডিএ–ও এত তাড়াতাড়ি ছাড়পত্র দিত না। 

সত্যি হল আশঙ্কাই! তেজস্বীর বাড়া ভাতে ছাই দিল ওয়েইসি-মায়াবতীর জোট, বলছে কংগ্রেস -দৈনিক সংবাদ প্রতিদিন

বিহারে কঠিন লড়াই দিয়েও শেষপর্যন্ত পারলেন না তেজস্বী যাদব। ফের ক্ষমতায় আসার ইঙ্গিত নীতীশ কুমারের (Nitish Kumar) নেতৃত্বাধীন এনডিএর (NDA)। অথচ যাবতীয় বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত করছিল বিহারে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট বড় ব্যবধানে জিততে চলেছে। কিন্তু প্রশ্ন হল কোন অঙ্কে শেষ মুহূর্তে ঘুরল খেলা?

এবারে এই ভোটে ভাগ বসিয়েছে তৃতীয় একটি শক্তি। সেই তৃতীয় শক্তি হল কুশওয়াহা, আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi), মায়াবতী (Mayawati) এবং পাপ্পু যাদবের জোট। এই ‘গ্র্যান্ড সেকুলার’ জোট এই এলাকায় ভাল অঙ্কে ভোট কাটছে। ফলাফলে দেখা যাচ্ছে মায়াবতীর বিএসপি এই এলাকায় গোটা দুই আসনে এগিয়েও আছে। ওয়েইসির মিমও (AIMIM) এগিয়ে ৪ আসনে। 

 

পার্সটুডে/বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ