ডিসেম্বর ২৪, ২০২০ ১৯:১৫ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৪ ডিসেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তুরস্কের সম্পৃক্ততার আহ্বান প্রধানমন্ত্রীর-ইত্তেফাক
  • শিশু পর্নোগ্রাফিতে নাম আসছে বাংলাদেশিদেরও-ইত্তেফাক
  • বিএনপি এখন কূলহারা নৌকার মাঝি'-কালেরকণ্ঠ
  • বাংলাদেশেও নতুন ধরনের করোনা, ব্রিটেনের সঙ্গে মিল-দৈনিক যুগান্তর
  • ভারতের কৃষকদের কম্বল পাঠানোর অনুমতি চেয়ে হাইকমিশনকে জাফরুল্লার চিঠি-দৈনিক মানবজমিন
  • যুগে যুগে ধর্ম প্রচারকগণ অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন : ফখরুল-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • বিশ্বভারতীর শতবর্ষে আমন্ত্রণই পাননি মুখ্যমন্ত্রী, দাবি তৃণমূলের-আনন্দবাজার পত্রিকা
  • হরিয়ানার মুখ্যমমন্ত্রীর কনভয় আটক, খুনের চেষ্টার চার্জ ১৩ কৃষকের বিরুদ্ধে-দৈনিক আজকাল
  • করোনার নতুন স্ট্রেন অন্ধ্রপ্রদেশের মহিলার শরীরে! আক্রান্ত অবস্থায় ট্রেনে ওঠায় তীব্র আতঙ্ক -দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তুরস্কের সম্পৃক্ততার আহ্বান প্রধানমন্ত্রীর-ইত্তেফাক

জোরপূর্বক বিতাড়িত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে তুরস্ককে সম্পৃক্ত হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফররত তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কভসগ্লু বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এই আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী জোরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে তুরস্ককে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আরো বেশি বিনিয়োগের জন্যও তুরস্কের প্রতি আহ্বান জানান।

শিশু পর্নোগ্রাফিতে নাম আসছে বাংলাদেশিদেরও-দৈনিক প্রথম আলো

শিশুদের দিয়ে যৌনদৃশ্য ধারণ (শিশু পর্নোগ্রাফি) এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার পেছনে বাংলাদেশের কারা জড়িত, সে বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেনের (এনসিএমইসি) তথ্য অনুযায়ী, শিশুদের দিয়ে যৌনদৃশ্যে কাজ করানো, তাদের যৌন নিপীড়নের ছবি ও ভিডিও ধারণ এবং তা আদান–প্রদানের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এনসিএমইসির ওয়েবসাইটে প্রকাশ করা তথ্যটি ২০১৯ সালের। শিশু যৌন নির্যাতন বন্ধ, শিশু পর্নোগ্রাফি নির্মূলসহ শিশুদের অধিকারসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে নিবন্ধন করা প্রতিষ্ঠান যেমন ফেসবুক, গুগল, মাইক্রোসফট তাদের নেটওয়ার্কে শিশুদের যৌনকাজে ব্যবহার, যৌন নিপীড়নসংক্রান্ত যেকোনো তথ্য এনসিএমইসিকে প্রাতিষ্ঠানিকভাবে জানায়।

বিএনপি এখন কূলহারা নৌকার মাঝি'-কালেরকণ্ঠ

বিএনপি এখন কূলহারা নৌকার মাঝি; আর পথহারা পথিকের মতো তাঁরা সরকারের অর্জনে চরম পরশ্রীকাতর। তাঁরা সরকারের কোনো উন্নয়ন দেখতে পান না।' আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের বলেন, অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে যখন বিশ্বব্যাপী প্রশংসা চলছে তখন বিএনপি প্রকাশ করেছেন  সংশয়, তাঁরা বলেন সরকার নিজেরাই 'রোল মডেল' বলছে।  বিএনপির এসব বানানো গল্প। বিএনপি এখন কূলহারা নৌকার মাঝি আর পথহারা পথিকের মতো তারা সরকারের অর্জনে চরম পরশ্রীকাতর।

বাংলাদেশেও নতুন ধরনের করোনা, ব্রিটেনের সঙ্গে মিল-দৈনিক যুগান্তর

করোনার নতুন একটি ধরন শনাক্ত করার কথা জানিয়েছেন বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা বিসিএসআইআরের বিজ্ঞানীরা। যেটির সঙ্গে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের কোভিড-১৯ রোগের সাদৃশ্য রয়েছে। বিবিসি বাংলার খবরে এমন তথ্য মিলেছে।

বিসিএসআইআরের বিজ্ঞানীরা গত মাসে ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে পাঁচটিতে করোনার নতুন ধরনের এ স্ট্রেইন শনাক্ত করেন। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি যুক্তরাজ্যে করোনার নতুন যে একটি স্ট্রেইন পাওয়া গেছে, সেটি আগের স্ট্রেইনটির তুলনায় ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায় বলে জানানো হয়েছে।

ভারতের কৃষকদের কম্বল পাঠানোর অনুমতি চেয়ে হাইকমিশনকে জাফরুল্লার চিঠি-দৈনিক মানবজমিন

ভারতের দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এজন্য  অনুমতি চেয়ে ভারতীয় তিনি দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে চিঠি দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ডা. জাফরুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু চিঠিটি বারিধারায় ভারতীয় হাইকমিশন অফিসে হস্তান্তর করেন। চিঠিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মি. বিক্রম, গণস্বাস্থ্য কেন্দ্র একটি দাতব্য ট্রাস্ট যা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তা বাংলাদেশের ফিল্ড হসপিটাল নামে পরিচিত ছিল। বাংলাদেশের ফিল্ড হসপিটাল তৎকালীন পূর্ব পাকিস্তান সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘরে অবস্থিত ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ভারতের উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ।

বিশ্বভারতীর শতবর্ষে আমন্ত্রণই পাননি মুখ্যমন্ত্রী, দাবি তৃণমূলের-আনন্দবাজার পত্রিকা

বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণই জানানো হয়নি, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন তৃণমূল নেতা এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। ব্রাত্যর অভিযোগ, সেখানে আমন্ত্রণই পাননি মমতা। বিশ্বভারতীর প্যাডে লেখা ৪ ডিসেম্বরের একটি চিঠি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা এই চিঠি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ব্রাত্যকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘‘সেই চিঠির কোনও প্রাপ্তি স্বীকার করা হয়েছিল কি?  ওই চিঠির প্রাপ্তি স্বীকারের নথি আছে কি? উপাচার্য নিজেই সই করে নিজের কাছে ওই চিঠি রেখে দিয়েছিলেন নাকি?’’ অনুষ্ঠানের আগের রাতে মুখ্যমন্ত্রীকে আলাদা করে অনুষ্ঠানের কথা জানানো হয়েছিল বলেও কিছু সাংবাদিক দাবি করেন। তার উত্তরে ব্রাত্য বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁকে আমন্ত্রণ জানানোর এটা কোনও নিয়ম? এ ভাবে কাউকে আমন্ত্রণ জানানো হয়?

হরিয়ানার মুখ্যমমন্ত্রীর কনভয় আটক, খুনের চেষ্টার চার্জ ১৩ কৃষকের বিরুদ্ধে-দৈনিক আজকাল

মুখ্যমন্ত্রীর কনভয় যখন আম্বালা দিয়ে যাচ্ছিল, তখন কালো পতাকা দেখান কয়েক জন কৃষক। সরকার–বিরোধী স্লোগান তোলেন। কয়েক জায়গায় রাস্তাও আটক করেন। মঙ্গলবারের ঘটনা। এবার এই ঘটনায় ১৩ জন কৃষকদের বিরুদ্ধে মনোহর লাল খাট্টারকে খুনের চেষ্টার মামলা আনল হরিয়ানা পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস। 
মঙ্গলবার আম্বালায় পুরভোটের প্রচারে গেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। অগ্রসেন চকে তাঁর কনভয় লক্ষ্য করে কালো পতাকা দেখান কৃষকরা। পুলিশ জানিয়েছে, কয়েক জন কৃষক লাঠি উঁচিয়ে হামলার চেষ্টা করেছেন। কিছু জায়গায় কনভয়ের পথ আটকের চেষ্টা করেন কৃষকরা। তার জেরে চার্জ আনল পুলিশ।
হরিয়ানা কংগ্রেসের প্রধান কুমারী সেলজা জানালেন, কৃষকদের বিরুদ্ধে মামলা করে সমস্ত সীমা ছাড়িয়েছেন রাজ্য সরকার।

করোনার নতুন স্ট্রেন অন্ধ্রপ্রদেশের মহিলার শরীরে! আক্রান্ত অবস্থায় ট্রেনে ওঠায় তীব্র আতঙ্ক 

এখনও ভারতে কারও শরীরে ব্রিটেনের (UK) নতুন করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের দেখা  মেলেনি। এমনটাই জানিয়েছিল স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার (Vijayawada) এক মহিলার দেহে সেই নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে বলে দাবি উঠছে, যা ঘিরে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। পূর্ব গোদাবরীর রাজামুন্দ্রির বাসিন্দা ওই মহিলা লন্ডন থেকে বিমানে দিল্লি পৌঁছন মঙ্গলবার। পরীক্ষায় ধরা পড়ে, তিনি করোনা আক্রান্ত। কিন্তু তার আগেই বিমানবন্দর থেকে পালিয়ে যান ওই মহিলা! যা থেকে ছড়াচ্ছে আতঙ্ক। মহিলার অন্তর্ধানের খবর পেতেই শুরু হয় খোঁজ। বিমানবন্দরের অ্যালার্ম বেলও বাজি‌য়ে দেওয়া হয়। জানা গিয়েছে, তাঁর করোনা পরীক্ষার ফলাফল আসার আগেই তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে গিয়ে নয়াদিল্লি থেকে বিশাখাপত্তনমগামী ট্রেনে উঠে পড়েন।#

পার্সটুডে/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।