ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১৭:৩৫ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

প্রিয় পাঠক/শ্রোতা! ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • প্রতিযোগিতামূলক বিশ্বে তাল মেলাতে সর্বোচ্চ শিক্ষা দরকার: প্রধানমন্ত্রী
  • পিলখানা হত্যাকাণ্ডের বেনিফিশারি কারা, দেশবাসী জানতে চায়' -দৈনিক কালের কণ্ঠ
  •  টিকা নিয়েও ত্রাণ সচিবের কোভিড-১৯, কী বলছে স্বাস্থ্য অধিদফতর- দৈনিক যুগান্তর
  • 'বঙ্গবন্ধু সবার, তাঁকে মর্যাদা দেওয়া মানেই স্বাধীনতার মূল্যবোধকে সম্মান করা-দৈনিক ইত্তেফাক
  • অবৈধ বাংলাদেশিদের বৈধতা দিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর-বাংলাদেশ প্রতিদিন
  • করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪১০-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • সিবিআই, ইডি যাকে খুশি পাঠান, মেরুদণ্ড বিক্রি করব না: ঠাকুরনগরে বললেন অভিষেক-আনন্দবাজার পত্রিকা
  • সিবিআই, ইডি যাকে খুশি পাঠান, মেরুদণ্ড বিক্রি করব না: ঠাকুরনগরে বললেন অভিষেক-আনন্দবাজার পত্রিকা-দৈনিক আজকাল
  • চীনের ওপর নির্ভরতা কমাতে আরও এক ধাপ, ল্যাপটপ ও কম্পিউটার তৈরিতে উৎসাহ কেন্দ্রের-দৈনিক আজকাল

প্রতিযোগিতামূলক বিশ্বে তাল মেলাতে সর্বোচ্চ শিক্ষা দরকার: প্রধানমন্ত্রী

সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মেরিন গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একডেমিতে ৫৫ ব্যাচের ক্যাডেটদের মুজিব বর্ষ গ্র্যাজুয়েশন প্যারেডে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন।

শেখ হাসিনা বলেন, ‘বিদ্যমান তিন বছর মেয়াদি ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স পাস ডিগ্রি কোর্সকে চার বছর মেয়াদি অনার্স কোর্সে উন্নীত করা হয়েছে। পাশাপাশি প্রবর্তন করা হয়েছে মাস্টার অব মেরিটাইম সায়েন্স ডিগ্রি কোর্স। প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে সর্বোচ্চ শিক্ষাটা গ্রহণ করা দরকার। সেভাবেই প্রশিক্ষিত হবে হবে। তাই সে সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি।’

পিলখানা হত্যাকাণ্ডের বেনিফিশারি কারা, দেশবাসী জানতে চায়' -দৈনিক কালের কণ্ঠ

বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

পিলখানা হত্যাকাণ্ডের ১২ বছর পূর্তিতে আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বনানী সামরিক কবরস্থানে বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।

হাফিজ উদ্দিন বলেন, 'পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের জাতীয় জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে। এ হত্যাকাণ্ডের তদন্তপূর্বক সুষ্ঠু বিচার কামনা করছি। এ হত্যাকাণ্ড করা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য। তিনি বলেন, 'এর (পিলখান হত্যাকাণ্ড) বেনিফিশিয়ারি কারা, সেটি দেশবাসী পরিষ্কার জানতে চায়।'

 টিকা নিয়েও ত্রাণ সচিবের কোভিড-১৯, কী বলছে স্বাস্থ্য অধিদফতর- দৈনিক যুগান্তর

টিকা নেওয়ার ১২ দিন পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। তিনি এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ৭ ফেব্রুয়ারি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে করোনাভাইরাসের টিকা নেন সচিব মোহসীন। ১৯ ফেব্রুয়ারি করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসার পর তার শ্বাসকষ্ট দেখা দেয়।  তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

টিকা নেওয়ার পর সচিবের করোনা থেকে সুরক্ষা না পাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, সচিবের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি তাদের এখনও জানা নেই। তবে টিকা নেওয়ার পরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবার ক্ষেত্রে পুরোপুরি দূর হয় না।

'বঙ্গবন্ধু সবার, তাঁকে মর্যাদা দেওয়া মানেই স্বাধীনতার মূল্যবোধকে সম্মান করা-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু সবার, তাঁকে মর্যাদার আসনে অভিষিক্ত করার অর্থই হচ্ছে দেশ ও স্বাধীনতার মূল্যবোধকে সম্মানিত করা। বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু পরিবার সততা, মেধা ও সাহসের প্রতীক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদস্যরা আগামীতে সোনার মানুষ তৈরি করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঐতিহাসিক ৭ মার্চকে যারা এতদিন নিষিদ্ধ করে রেখেছিলো, তারাই এখন ৭ মার্চ পালন করবে। বিএনপির এই সিদ্ধান্তকে আওয়ামী লীগ স্বাগত জানান। তিনি মনে করেন বিএনপির এ প্রচেষ্টা দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক আবহ তৈরি করবে।

অবৈধ বাংলাদেশিদের বৈধতা দিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর-বাংলাদেশ প্রতিদিন

অবৈধ অভিবাসীদের পর্যায়ক্রমে বৈধতা প্রদানের সহনশীল উদ্যোগের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীণ প্রশাসনের ভুয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে যারা ডকুমেন্টের বিবেচনায় অবৈধ বা অনিয়মিত অবস্থায় আছেন তাদের বৈধতা দিতে মার্কিন কতৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ ক্ষেত্রে বাইডেন প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে আনডকুমেন্টড বাংলাদেশিদের বৈধকরণের আইনীপ্রক্রিয়া সম্পন্ন করতে মার্কিন আইন প্রণেতা (কংগ্রেসউইমেন) গ্রেস মেঙ্গ এর সহায়তা চেয়েছেন মন্ত্রী। 

করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪১০-দৈনিক নয়াদিগন্ত

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো পাঁচজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৩৮৪ জনে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৪১০ জন। দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন।করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৯৫৭ জন। মোট সুস্থ হয়েছেন চার লাখ ৯৪ হাজার ৭৫৫ জন। এর আগে বুধবার দেশে আরো ৪২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান পাঁচজন।

সিবিআই, ইডি যাকে খুশি পাঠান, মেরুদণ্ড বিক্রি করব না: ঠাকুরনগরে বললেন অভিষেক-আনন্দবাজার পত্রিকা

ঠাকুরনগরে জনসভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী রুজিরা নারুলা এবং শ্যালিকা মেনকা গম্ভীরকে সিবিআই জিজ্ঞাসাবাদের পর এই প্রথম প্রকাশ্য জনসভায় অভিষেক।তাঁর করা মামলার জেরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে শমন জারি হয়েছে। আবার উল্টো দিকে কয়লা কাণ্ডে তাঁর স্ত্রী রুজিরা নারুলা এবং শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এমনই রাজনৈতিক বাতাবরণের মধ্যে ঠাকুরনগরে মতুয়াদের মাঝে অভিষেক। অভিষেকের বক্তব্য : যত দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবীত আছেন, আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। বলছে নাগরিকত্ব দেবে। তুমি কে নাগরিকত্ দেওয়ার?  আমার পিছনে সিবিআই লেলিয়ে দিয়েছে। আমি বলছি সিবিআই, ইডি, আয়কর— আরও যারা যারা আছে, আমার পিছনে লাগান। কিন্তু মাথা নত করব না। জেনে রাখুন আমার গলা কেটে দিলেও একটা কথাই বেরোবে— ‘জয় বাংলা’।

চীনের ওপর নির্ভরতা কমাতে আরও এক ধাপ, ল্যাপটপ ও কম্পিউটার তৈরিতে উৎসাহ কেন্দ্রের-দৈনিক আজকাল

আত্মনির্ভর হওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার দেশে ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার ইত্যাদি তৈরিতে উৎসাহ দিতে চলেছে কেন্দ্র। এছাড়াও লাইট, এসি, মোবাইল তৈরির ক্ষেত্রেও এই সুবিধা দেবে রাজ্য। তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন জানান, ভারতকে হার্ডওয়্যার তৈরির হাব বানানোর লক্ষ্যে উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত ইনসেনটিভ স্কিম কেন্দ্রীয় মন্ত্রীসভা পাশ করেছে। এর ফলে চীনের সঙ্গে সমানভাবে টেক্কা দিতে পারবে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রিসভা টেলিকম যন্ত্রাংশ উৎপাদনের জন্য এই প্রকল্পে ১২,‌১৯৫ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। এছাড়াও মোবাইল, এসি ও এলইডি লাইটের ক্ষেত্রেও ৬,২৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর এবার ৭,৩৫০ কোটি টাকা ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার উৎপাদনের জন্য বিভিন্ন প্রস্তুতকারী সংস্থাকে দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। তবে এক্ষেত্রে ওই কোম্পানিগুলিকে নির্দিষ্ট পরিমাণে উৎপাদন, লগ্নি সহ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।#   

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

পার্সটুডে/এমবিএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ