মে ২৪, ২০২১ ১৬:৩৩ Asia/Dhaka
  • পাসপোর্টে ইসরাইল ইস্যু: স্বাগত বার্তার জবাবে নৃশংসতার নিন্দা জানাল ঢাকা

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ মে সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • রোজিনার মুক্তি এসেছে পূর্ণ স্বস্তি আসেনি-প্রথম আলো
  • কর্ম হারানোর ঝুঁকিতে দুই কোটি মানুষ-মানবজমিন
  • যে যুদ্ধের শেষ নেই- ইত্তেফাক
  • ইসরায়েলের স্বাগত বার্তার জবাবে নৃশংসতার নিন্দা জানাল ঢাকাকালের কণ্ঠ
  • চাঞ্চল্যকর সাহিনুদ্দিন  হত্যা আউয়ালের যত অপকর্ম– যুগান্তর
  • সাহেদের জামিন হয়নি-সমকাল
  • পাসপোর্ট নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য দুরভিসন্ধিমূলক- কাদের বিডি প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড়ে, দিঘা থেকে ইয়াসের দূরত্ব আর ৬৩০ কিলোমিটার-আনন্দবাজার পত্রিকা
  • থাবা চওড়া করছে'যশ' শক্তি বাড়িয়ে ক্রমশ বাংলার দিকে এগোচ্ছে-সংবাদ প্রতিদিন
  • ইয়াস মোকাবেলায় কন্ট্রোল রুমে সারারাত থাকবেন মমতা, চলবে রাজ্যজুড়ে নজরদারি–আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. প্রধানমন্ত্রীর উপহারের ঘরে দুই মাসেই ফাটল। এটি দৈনিক মানবজমিনের খবরের শিরোনাম। কী বলবেন আপনি?

২. ৯৫ ভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ভিয়েনা আলোচনায় সমঝোতা হয়েছে- একথা জাানিয়েছে ইরান। তাহলে কী পরমাণু সমঝোতা ইস্যুর সমাধান দ্রুতই হচ্ছে বলে আশা করা যায়?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

যে যুদ্ধের শেষ নেই-ইত্তেফাক

ফিলিস্তিনে যুদ্ধ: যে যুদ্ধের শেষ নেই!

ফিলিস্তিন ভূখণ্ড গাজা ও ইসরায়েল এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শীর্ষ খবর। অস্ত্রবিরতি হলেও সংকট কাটছে না এখনই। ক্ষয়ক্ষতির পরিমাণ ফিলিস্তিনিদেরই বেশি। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পর্যায়ে বারংবার আহ্বান সত্ত্বেও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। অন্যদিকে হাল ছাড়তে রাজি নয় হামাসও। মনে হয় না সহসা সেখানে শান্তি আসবে। যদিও ২১ মে ভোররাতে উভয়পক্ষের মধ্যে অস্ত্রবিরতি বলবত্ হয়েছে, তবে পুরোপুরি বন্ধ হয়নি সংঘাত।

ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতের নিরসনের জন্য এ পর্যন্ত কম পরিকল্পনা, প্রস্তাব, রোডম্যাপ ও কূটনৈতিক দৌড়ঝাঁপ হয়নি; কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। পরিস্থিতি সেই সাত দশক আগের মতোই রয়ে গেছে। পরিস্থিতি আরো জটিল করেছে রাজনীতিবিদরা। 

ইসরায়েলের স্বাগত বার্তার জবাবে নৃশংসতার নিন্দা জানাল ঢাকা-কালের কণ্ঠ/মানবজমিন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন

'ইসরায়েল ছাড়া সব দেশ ভ্রমণে এই পাসপোর্ট বৈধ’ কথাটি উল্লেখ থাকছে না বাংলাদেশের ইলেকট্রনিক পাসপোর্টে (ই-পাসপোর্ট)। সরকারের যুক্তি, ই-পাসপোর্টের বৈশ্বিক স্বীকৃত মানের সঙ্গে সাদৃশ্য রাখতে গিয়ে এটি করতে হয়েছে। তবে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টে (এমআরপি) ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়টি আগের মতোই উল্লেখ থাকছে। আর বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ইসরাইলে যাওয়ার ওপর বাংলাদেশ সরকার আরোপিত নিষেধাজ্ঞা বহালই রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিষয়টি নিয়ে গতকাল রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে তিনি কথা বলেছেন। বিশ্বে একমাত্র বাংলাদেশের পাসপোর্টেই ইসরায়েল ভ্রমণ করা যাবে না বলে উল্লেখ রয়েছে। অন্য দেশগুলোর ই-পাসপোর্ট মানের সঙ্গে সাদৃশ্য আনতে কয়েক মাস আগে ই-পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ভ্রমণ করা যাবে না’ বাক্যটি বাদ দেওয়া হয়েছে। তবে ওই বাক্য বাদ দেওয়ার অর্থ ইসরায়েলকে স্বীকৃতি বা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন নয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ইসরায়েলকে আমরা স্বীকৃতি দিইনি, দেব না।’

এদিকে বাংলাদেশের ই-পাসপোর্টে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ না থাকাকে স্বাগত জানিয়ে টুইট বার্তা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ইসরাইলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হচ্ছে বা বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ইসরায়েলে যাওয়া যাবে—বিভিন্ন মহলের এমন জল্পনাকল্পনাও শুরু হয়েছে। এ অবস্থায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশের নতুন ই-পাসপোর্টে ‘ইসরায়েল ছাড়া সব দেশ’ লেখা না থাকায় সন্দেহ সৃষ্টি হয়েছে। বাংলাদেশি ই-পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখতে গিয়ে ওই লেখা বাদ দেওয়া হয়েছে। এটি মধ্যপ্রাচ্য নিয়ে বাংলাদেশের নীতিগত কোনো পরিবর্তনের প্রতিফলন নয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরাইলে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা অপরিবর্তিত থাকছে। বাংলাদেশ সরকার ইসরাইলের বিষয়ে তার অবস্থান থেকে বিচ্যুত হয়নি, বরং এ বিষয়ে দীর্ঘদিন ধরে অনুসৃত জোরালো অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

বাংলাদেশের নতুন পাসপোর্ট

পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিবৃতিতে ইসরায়েলি বাহিনীকে ‘দখলদার’ হিসেবে উল্লেখ করে আল-আকসা মসজিদ চত্বর ও গাজায় বেসামরিক জনগণের ওপর সাম্প্রতিক নৃশংসতার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় আরো বলেছে, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৬৭ সালের আগের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী—এ ব্যাপারে বাংলাদেশ তার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করছে।

সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো বলছে, ই-পাসপোর্টে ব্যক্তির তথ্য ছাড়া বাড়তি কোনো তথ্য রাখার সুযোগ নেই। ই-পাসপোর্টে ইসরায়েলের বিষয়টি না রাখার সিদ্ধান্ত এক বছর আগের। এখন বিদেশ থেকে ছাপা হয়ে যেসব ই-পাসপোর্ট আসছে, তাতে ওই সিদ্ধান্তের বাস্তবায়ন দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, ইসরায়েল ১৯৭১ সালেই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করে বার্তা পাঠিয়েছিল; কিন্তু বাংলাদেশ ওই বার্তা আমলে নেয়নি, প্রাপ্তি স্বীকারও করেনি। ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ সুস্পষ্টভাবেই ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশ ইসরায়েলকে দখলদার শক্তি বলে মনে করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ফিলিস্তিনের জনগণ, গণমাধ্যম বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিরুদ্ধে।

পাসপোর্ট নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য দুরভিসন্ধিমূলক: কাদের-বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাসপোর্ট একান্তই একটি ট্রাভেল ডকুমেন্ট ও আইডেন্টিটি। অন্য কিছু নয়। এটি ফরেন পলিসি বা ভূ-রাজনৈতিক বই নয়। পাসপোর্ট নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যে কোনো দুরভিসন্ধি থাকতে পারে।

সোমবার (২৪ মে) সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এসময় ওবায়দুল কাদের বলেন, পাসপোর্টের সঙ্গে বিশ্ব রাজনীতির কোনো সম্পর্ক নেই, বিশ্বব্যাপী এখন ই-পাসপোর্ট সমাদৃত। পাসপোর্ট ও বৈদেশিক সম্পর্ক নিয়ে মির্জা ফখরুল হঠাৎ এরূপ কাল্পনিক মনগড়া অভিযোগ কেন করছেন সেটা বোধগম্য নয়। মির্জা ফখরুলের এই মন্তব্যের পিছনে কোনো দুরভিসন্ধি থাকতে পারে।

সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনে অংশগ্রহণের আগ্রহই হারিয়ে ফেলেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা নাকি সম্পূর্ণ ভেঙে পড়েছে, বিএনপি মহাসচিব বলছেন। দেশের নির্বাচন ব্যবস্থা নয়, ভেঙে পড়েছে বিএনপি। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সরকার ও নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান এখন স্বাধীন, কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

২৩ লাখ ভুয়া টিআইএন শনাক্ত করলো ইসি-ইত্তেফাক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগে সংরক্ষিত ভোটার তথ্যভাণ্ডার ব্যবহার করে ২৩ লাখ ভুয়া টিআইএন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) শনাক্ত করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির এনআইডি শাখার পরিচালক (অপারেশন্স) মো. নুরুজ্জামান তালুকদার। তিনি জানান, করোনার প্রথম ধাপে ১৫ লাখ, এছাড়া আরও ৮ লাখ ভুয়া টিআইএন শনাক্ত করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, টিআইএন নিতে হলে জাতীয় পরিচয়পত্র লাগে। এ ক্ষেত্রে অনেকেই হয়তো ভুয়া জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে ম্যানুয়ালি টিআইএন নম্বর নিয়েছিলেন। ইসি থেকে যাচাই প্রক্রিয়ায় সেগুলোর সঠিকতা পাওয়া যায়নি। তথ্যভাণ্ডার ফাঁকি দিয়ে বর্তমানে পরিচয় লুকিয়ে বা পাল্টিয়ে আর কোনো কাজই করা প্রায় অসম্ভব। কেননা, নির্বাচন কমিশনের এই তথ্যভাণ্ডরের সেবা নেওয়ার জন্য ব্যাংক-বিমা-আর্থিক প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রভৃতি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ১৪৭টি প্রতিষ্ঠান চুক্তি করেছে। ফলে বেওয়ারিশ মরদেহ যেমন শনাক্ত করা যাচ্ছে ইসির সার্ভার থেকে, তেমনি পাওয়া যাচ্ছে কারো ব্যাংক হিসাবও। এছাড়া মোবাইল ফোন বা কোনো পরিষেবা নিতেও বর্তমানে এনআইডি ব্যবহার করতে হচ্ছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড়ে, দিঘা থেকে ইয়াসের দূরত্ব আর ৬৩০ কিলোমিটার-আনন্দবাজার পত্রিকা

আবহাওয়াবিদদের পূর্বাভাস মতো গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস, এর পর উত্তর ও উত্তর-পশ্চিমে এগোতে থাকবে এই ঘূর্ণিঝড়। সোমবার রাতের মধ্যে আরও শক্তি বাড়াবে ইয়াস। বুধবার স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।কলকাতা ও তার আশপাশের এলাকায় সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মৃদু হাওয়াও বইছে।

মমতা বন্দোপাধ্যায়

ইয়াস-যুদ্ধে জোড়া ফলা নবান্ন ও উপান্ন। দুর্যোগের দু’দিন সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়াস ঘূর্ণিঝড়ের জন্য উপান্নর পাশাপাশি কন্ট্রোল রুম হচ্ছে নবান্নেও। উপান্ন-য় যে কন্ট্রোল রুম তৈরি হচ্ছে তাতে থাকবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মঙ্গল ও বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই কন্ট্রোল রুমে থেকে যাবতীয় ব্যবস্থাপনা পরিচালনা করবেন বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে।

‘যশ’ মোকাবিলায় ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক অমিত শাহর, থাকবেন না মমতা-সংবাদ প্রতিদিন

অমিতের বৈঠকে যোগ দেবেন না মমতা

করোনার দাপটের মাঝেই চোখ রাঙাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’ (Cyclone Yaas)। এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে পূর্ব উপকূলের তিন রাজ্য – বাংলা, ওড়িশা, অন্ধ্র। বিশেষত বাংলা এবং ওড়িশায় যশের তাণ্ডবলীলা সবচেয়ে বেশি চলবে বলে আগাম পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। এই অবস্থায় তিন রাজ্য নিয়ে সতর্ক কেন্দ্রও। রবিবার বিপর্যয় মোকাবিলায় সবকটি বিভাগের সঙ্গে বৈঠক করে উদ্ধারকারী দলগুলিকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সোমবার ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনায় বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে তাৎপর্যপূর্ণভাবে, এই বৈঠকে থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সূত্রের খবর, তাঁর বদলে রাজ্যে প্রতিনিধি হিসেবে থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

ধূলিসাৎ-আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে,

নরেন্দ্র মোদির ভাবমূর্তি ক্ষুণ্ণ

কায়ামূর্তি ও ভাবমূর্তি, নরেন্দ্র মোদীর দুইটিই সযত্নলালিত। দশলাখি সুট, রবীন্দ্রবেশী শ্মশ্রুই হউক বা তাঁহার সরকারপোষিত ‘ভারত’-এর ভাবমূর্তি, শ্রম, সময় ও অর্থ ব্যয়িত হয় অকাতরে। সেই ভাবমূর্তি সম্প্রতি তুঙ্গস্পর্শী হইয়াছিল— টিকা তৈরি, রফতানি ও বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ প্রকল্পে কোভিড রুখিয়া দিবার গর্ব। কিন্তু কোভিডের দ্বিতীয় তরঙ্গ আসিয়া সেই ভাবমূর্তি ডুবাইল। এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যম একযোগে বলিতেছে, ভারতে বিপুল মৃত্যু, স্বাস্থ্যব্যবস্থার ভাঙন, টিকার অভাব বা টিকাকরণের শ্লথ গতি, সব কিছুর জন্যই দায়ী নরেন্দ্র মোদী সরকারের অদূরদর্শিতা, পরিকল্পনাহীনতা, আত্মসন্তুষ্টি। কুম্ভমেলার অনুমতিদান ও সমর্থন, কোভিডের প্রকোপ সত্ত্বেও প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভার ন্যায় ‘অভ্যন্তরীণ বিষয়’গুলিও সমালোচিত। আন্তর্জাতিক মেডিক্যাল জার্নালের সম্পাদকীয়তেও স্থান করিয়া লইয়াছে মোদী সরকারের কোভিড-ব্যর্থতা।সরকারের হাবেভাবেই প্রকট, তাহার স্পর্ধা এখনও যায় নাই, বিনয় আসা দূরস্থান। ভুল করিয়াও কাজে মন নাই, টিভির পর্দায় মাঝে মাঝে প্রধানমন্ত্রীর আবেগরুদ্ধ বক্তব্য আছে।সারা বিশ্ব বুঝিতেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়াও বুঝিতেছেন না।

নারদের জামিন-মামলায় শুনানি সোমবারের মতো শেষ, পরবর্তী শুনানি বুধবার-আনন্দবাজার পত্রিকার খবর এটি।

সুপ্রিম কোর্টে আগাম আবেদন করেও বিশেষ লাভ হল না সিবিআইয়ের। নারদ মামলা (Narada Case) নিয়ে কলকাতা হাই কোর্ট শুনানি স্থগিতের আবেদনে সাড়া দিল না।  সোমবার ৫ বিচারপতির বেঞ্চ সাফ জানাল, শুনানি চলবেই। চাইলে হাই কোর্টই এই মামলার নিষ্পত্তি করতে পারে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ